News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Forwarded from PDF Zone
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি

PDFZone
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
💔89😇13🤝12
🔥139🎉20🫡6
আহা জীবন। কত স্বপ্ন, কত আশা সব মূহুর্তেই শেষ হয়ে গেলো।

নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী Md. Mustafa Tareq ভাই গতকাল সন্ধ্যা ৬.৫০ মিনিটে নোয়াখালী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি ছিলো নড়াইল। ভাইয়ের লাশ ক্যাম্পাসে আনা হয়েছে পরে তাঁর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিকেলে সেন্ট্রাল ফিল্ডে ফুটবল খেলে হলের দিকে আসার সময়
হঠাৎ করেই সালাম হলের সামনে অজ্ঞান হয়ে যায়।তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
😢224😭21💔2
এইচএসসি ব্যাচ ২০ এর শিক্ষার্থী।
আমার তোমার মতোই একজন ছেলে।
জীবন যেখানে অনিশ্চিত, সেখানে আমাদের কত অভিযোগ জীবনকে নিয়েই
😢139😭15
ঠিক এক মাসে তার কথা।
😢21911💯5
😱63😢214🥰1
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ- মানিকগঞ্জ মেডিকেল কলেজ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ,নোয়াখালী- নোয়াখালী মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর-জামালপুর মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল কলেজ,টাঙ্গাইলের -টাঙ্গাইল মেডিকেল কলেজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর-ফরিদপুর মেডিকেল কলেজ

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ,
দিনাজপুর- দিনাজপুর মেডিকেল কলেজ
🔥183👌21🤝4
🥰116👏16😍3
২০২৫ সালের জন্য ঘোষিত সরকারিভাবে হজ প্যাকেজগুলোর মধ্যে প্রথম প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। এ ক্ষেত্রে গতবারের তুলনায় প্যাকেজ মূল্য কমেছে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা। পাশাপাশি সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। যেখানে গত বছরের তুলনায় প্যাকেজের দাম কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।
অন্যদিকে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কমিয়ে বেসরকারিভাবে হজে যেতে ঘোষিত প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
🔥9026🥰3
NSTU
🔥40
😨82😢30😱12
🔥188🆒18😇16
জাবিতে সিনিয়রকে মেসেঞ্জার গ্রুপে এড করে ‘র‌্যাগ’ দিল ৮ জুনিয়র
😱175👌44🤝13
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত। ইউনিটভিত্তিক বিস্তারিত সার্কুলার ৪ নভেম্বর পাওয়া যাবে।
32🔥3👌3
প্রকল্প প্রস্তাব তৈরির আগে প্রকল্পের বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জনগণকে অনলাইনে মতামত দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় দিতে হবে।
🔥157👏16👌6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করতে যেয়ে যাদের প্রশ্ন কি কি লাগবে আবেদন করতে, তাদের জন্য -

১. এইচএসসি রোল,বোর্ড ও এসএসসির রোল
২. শিক্ষার্থী বা অভিভাবক (মা/বাবা) এর সক্রিয় মোবাইল নাম্বার
৩. সক্রিয় ইমেইল
৪. পূর্ণ ঠিকানা (সিটি করপোরেশন বা পৌরসভা ভিত্তিক এলাকা হলে রোড/বাড়ি নং সহ)
৫. একটি সদ্য তোলা স্টুডিও ছবি (৩৬০-৫৪০*৫৪০-৭২০ পিক্সেল এবং 30-200 kb হতে হবে)
৬. এসএমএস পাঠানোর ক্ষেত্রে গ্রামীণফোন ব্যতীত বাকি ৪ অপারেটরের যেকোন একটি সিম
৭. টাকা (বিকাশ/নগদ/রকেট, কার্ড এর মাধ্যমে পাঠাতে হবে), প্রতি ইউনিট আবেদন ফি ১০৫০ টাকা।

© Admission Infomer
🔥4472
কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োর ৭৫ টা প্রশ্নের মধ্যে অনুশীলনী থেকে কমন আসা প্রশ্ন বিগত চার বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায়।

২০২৩ - ৫০ টি - ৬৭%
২০২২ - ৫২ টি - ৬৯%
২০২১ - ৫৪টি - ৭২%
২০২০- ৪১টি - ৫৫%

রেফারেন্স : উন্মেষ

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট 😯

মেডিকেল প্রস্তুতির আগে এই দুইটা ভিডিও তোমার আশা করি কাজে লাগবে

মেডিকেল প্রশ্নের খুটিনাটি

অনুশীলনীর প্রশ্ন কিভাবে পড়া উচিত!

আর যারা ভাবছো,ঢাবির প্রস্তুতি সাথে নিবে কিন্তু মনে অনেক জিজ্ঞাসা,কিভাবে কি করবে,কোনটা দাগাবে,তারা চাইলে দেখে আসতে পারো

ঢাবি-ক কমপ্লিট গাইডলাইন
🔥29❤‍🔥8🥰31
🔥33😭7😇6