যেই কোটার জন্য এতকিছু সেই কোটায় যদি আবার রয়ে যায় তবে কিসের প্রতিদান পেলাম আমরা!!!
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীর সন্তান পিছিয়ে পরা নয় নিঃসন্দেহে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীর সন্তান পিছিয়ে পরা নয় নিঃসন্দেহে।
💯141❤20😭7
যেসব শিক্ষক কোটা চায় বুঝবেন তারাই ক্লাসে শুধু স্লাইড রিডিং পড়ে। কারেন্ট গেল তো ক্লাস শেষ 😬😬😬😬
সব টিচার এমন না তবে প্রায় সব ডিপার্টমেন্টই মনে হয় এমন টিচার আছে কিছু। প্রকৃত শিক্ষকদের কখনোই নিজ সন্তানের জন্য কোটা চাওয়ায় যুক্তিযুক্ত নয়।
সব টিচার এমন না তবে প্রায় সব ডিপার্টমেন্টই মনে হয় এমন টিচার আছে কিছু। প্রকৃত শিক্ষকদের কখনোই নিজ সন্তানের জন্য কোটা চাওয়ায় যুক্তিযুক্ত নয়।
🔥122💯21👌4
News Zone
পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন জোহা চত্বর,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অনশনরত ছাত্রদের সামনে আজ উপ-উপাচার্য ফরিদ উদ্দীন স্যার পোষ্য কোটা রাখার পক্ষে কিছু কথা বলেছেন।
রেলের কর্মীদের ছেলে-মেয়েরা বিনা খরচে, পাশের মাধ্যমে ভ্রমন করতে পারে ট্রেনে। বিমানের কোন কর্মী হয়তো বেতনের বাইরেও কিছু ফ্রি টিকেট পাই। স্যার, সবিনয়ে আপনার কাছে প্রশ্ন, আপনি কি এই সকল সুবিধার সাথে পোষ্য কোটার তুলনা করছেন? পৃথিবীর কোন দেশে এমন নিয়ম আছে যে বাবা-মা যোগ্য হলে তাদের ছেলে-মেয়েদের যোগ্যতা কম দরকার হয়??
বেতন+ ফ্রি টিকেট দুটোই অর্থনৈতিক সুবিধা। আর পোষ্য কোটার মাধ্যমে ভর্তি কোন সুবিধার ভিতরে পড়ে? চাকুরীরত ব্যক্তির ছেলেমেয়েদের অর্থনৈতিক সাপোর্ট দিতে চান, তাদের বৃত্তির ব্যবস্থা করেন, হল ফি মাফ করে দেন। একজন স্টুডেন্ট ৭০ পেয়ে ভাল সাব্জেক্ট পায় না। ভর্তি হতে পারে না।অথচ ফেল করেও প্রতিবছর কিছু শিক্ষার্থী ভর্তি হয়।
আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করি। প্রথম আলোতে আপনার লেখা গুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম, স্যার। সেই জায়গা থেকে, আপনার কাছে আবেদন, যদি পোষ্য কোটা রাখার আদৌ কোন কারন থাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। "অমুক এই সুবিধা পেয়েছে, আমাকেও দিতে হবে," নিজেদের মধ্যে এই কাদা ছুড়াছুড়ি দয়া করে বন্ধ করে যথাযথ যুক্তি দেখান। আর যদি কোন কর্ম বিরতির ভয় পান তাহলে সেটাও সবার সামনে এসে ক্লিয়ার করুন।
ধন্যবাদ, স্যার।
#Collected
লিংক:https://www.facebook.com/share/v/15HqbxmaEc/
রেলের কর্মীদের ছেলে-মেয়েরা বিনা খরচে, পাশের মাধ্যমে ভ্রমন করতে পারে ট্রেনে। বিমানের কোন কর্মী হয়তো বেতনের বাইরেও কিছু ফ্রি টিকেট পাই। স্যার, সবিনয়ে আপনার কাছে প্রশ্ন, আপনি কি এই সকল সুবিধার সাথে পোষ্য কোটার তুলনা করছেন? পৃথিবীর কোন দেশে এমন নিয়ম আছে যে বাবা-মা যোগ্য হলে তাদের ছেলে-মেয়েদের যোগ্যতা কম দরকার হয়??
বেতন+ ফ্রি টিকেট দুটোই অর্থনৈতিক সুবিধা। আর পোষ্য কোটার মাধ্যমে ভর্তি কোন সুবিধার ভিতরে পড়ে? চাকুরীরত ব্যক্তির ছেলেমেয়েদের অর্থনৈতিক সাপোর্ট দিতে চান, তাদের বৃত্তির ব্যবস্থা করেন, হল ফি মাফ করে দেন। একজন স্টুডেন্ট ৭০ পেয়ে ভাল সাব্জেক্ট পায় না। ভর্তি হতে পারে না।অথচ ফেল করেও প্রতিবছর কিছু শিক্ষার্থী ভর্তি হয়।
আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করি। প্রথম আলোতে আপনার লেখা গুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম, স্যার। সেই জায়গা থেকে, আপনার কাছে আবেদন, যদি পোষ্য কোটা রাখার আদৌ কোন কারন থাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। "অমুক এই সুবিধা পেয়েছে, আমাকেও দিতে হবে," নিজেদের মধ্যে এই কাদা ছুড়াছুড়ি দয়া করে বন্ধ করে যথাযথ যুক্তি দেখান। আর যদি কোন কর্ম বিরতির ভয় পান তাহলে সেটাও সবার সামনে এসে ক্লিয়ার করুন।
ধন্যবাদ, স্যার।
#Collected
লিংক:https://www.facebook.com/share/v/15HqbxmaEc/
🔥80👌6🆒2
বর্তমান অবস্থা দেখে বুঝতে পারা যাচ্ছে কিভাবে একটা দল ১৫ বছর সবাইকে চুপ করিয়ে বসে ছিলো ক্ষমতায়।
শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না।
শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না।
💯87🆒4👏3
মাননীয় উপাচার্য আমাদের আস্বস্ত করেছেন রিভিউ কমিটি গঠনের মাধ্যমে এই ভর্তি বিজ্ঞপ্তিতে পোষ্য কোটার বিষয়ে
নতুন সিদ্ধান্ত জানাবেন।
আমরা আমাদের দাবিতে অটল। পোষ্য কোটা পুরোপুরি বাতিল করতে হবে।উপাচার্য স্যারের কথা মতো আমরা আমাদের কর্মসূচী স্থগিত করেছি আগামী সোমবার পর্যন্ত। যদি সামনে এই পোষ্য কোটা নিয়ে কোনো তাল বাহানা করা হয় আমরা আবার কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ডাক দিবো।
রাবিতে পোষ্য কোটা থাকছে না। আমরা পোষ্য কোটাকে যাদুঘরে পাঠাতে চাই। রাবিতে প্রথম পোষ্য কোটা চালু হয়েছিলো তাই রাবি থেকেই প্রথমে নির্মুল হয়ে যাবে এই নিকৃষ্ট ফাজলামো কোটা।
#Collected
নতুন সিদ্ধান্ত জানাবেন।
আমরা আমাদের দাবিতে অটল। পোষ্য কোটা পুরোপুরি বাতিল করতে হবে।উপাচার্য স্যারের কথা মতো আমরা আমাদের কর্মসূচী স্থগিত করেছি আগামী সোমবার পর্যন্ত। যদি সামনে এই পোষ্য কোটা নিয়ে কোনো তাল বাহানা করা হয় আমরা আবার কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ডাক দিবো।
রাবিতে পোষ্য কোটা থাকছে না। আমরা পোষ্য কোটাকে যাদুঘরে পাঠাতে চাই। রাবিতে প্রথম পোষ্য কোটা চালু হয়েছিলো তাই রাবি থেকেই প্রথমে নির্মুল হয়ে যাবে এই নিকৃষ্ট ফাজলামো কোটা।
#Collected
🔥89❤7🥰3
Forwarded from Chemistry Phobia।Exam Mate
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😍21❤5❤🔥3
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্বের ন্যায় ফিরছে ভর্তি পরীক্ষা
© Admission Infomer
© Admission Infomer
🔥172😨37😭11