News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ARCH 4th Call Selected and Migration Student List.pdf
150 KB
Architecture

✳️ HSC-21: GST (BSMRSTU)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেধা তালিকা প্রকাশিত
📌 HSC-21: GST Update


GST ভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে
চতুর্থ ধাপ থেকে ভর্তিতে চার শর্ত।
শর্তগুলো গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চতুর্থ ধাপ হতে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে –


১.
আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

২. প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

৩. একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমতো যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না।

৪. একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System, Online Admission GuidelineGST Admission Notices এ দেওয়া হয়েছে।

[Information Source: TDC]
14
বিজয়ের মাসে সেরা বিজয় 🇧🇩💪

Congress Bangla Tigers 🐯
62🔥12🥰2
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবটিক্স টিম
'কোয়ান্টা রোবটিক্স' এবার তৈরি করেছে থ্রিডি প্রিন্টেড রাসবেরি পাই বেইজ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলাদেশের সর্বাধুনিক মানব রোবট (Niko)!
85🤯11🤩5🔥3👏3
আগামী বছরের শুরু থেকেই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তিন সেমিস্টারের পরিবর্তে দুই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এরই মধ্যে এ সিদ্ধান্তের কথা সব বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছে
40
মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী মার্চের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে একটি নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ে এটি চূড়ান্ত হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ আজ সোমবার (১২ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।

Medivoice
😢5919🤯6🔥2🥰1👏1🤔1
Offtopic ‼️

নিউ জেনারেশন হয়তো বিশ্বাস করবেনা; একসময় বাসায় টেলিভিশন রাখার জন্য সরকারী লাইসেন্স করা লাগতো। এলাকায় পুলিশ আসছে শুনলে লাইসেন্সবিহীন টিভি যাদের বাসায় ছিল তারা তাড়াহুড়া করে টিভি লুকায়ে ফেলতো।

মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট বাসায় হানা দিতো। টিভির যথোপযুক্ত কাগজপত্র অথবা লাইসেন্স না থাকলে টিভি নিয়ে যেতো।
তখন এই আইনটা কঠোর ভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হতো।

কেউ শুনেছেন এমন কোন স্মৃতির কথা!!!

ছবি : ১৯৮৩ সাল ।
স্থান : ঢাকা, বাংলাদেশ ।

Pc: Raisul
🤯41🔥118🤩5🤔4
Forwarded from PDF Zone
📔Exam Mate Master Plan For 2022-23 Medical admission Preparation


https://news.1rj.ru/str/ConfusingQuestions8/10365
Forwarded from Biology Phobia।Exam Mate (Tahmim)
মেডিকেল; একটা আবেগ,একটা স্বপ্ন।

একটা জিনিস কি কখনো ভেবেছো,আমরাতো সবাই জানি মেডিকেলের জন্য কি কি পড়া লাগে,কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে,তাই না?

তাহলে কেন আমরা সবাই জেনেও পারিনা!

যেখানে ০.২৫ এর জন্য তুমি এগিয়ে যেতে পারো কম করে হলেও ৫০+ জনের সামনে,সেখানে বুঝতে পারছো ১টা নাম্বার কতটা Important !

আর এই সবকিছু জেনেও আমরা খারাপ করার কারন কি?

কেউ বলবে Exam hall pressure, কেউ বলবে Luck, কেউ আরে নানা ধরনের কারণ বলবে।

কিন্তুু আসল কারনটা কি জানো?

ঠিক যেই যেই জায়গা থেকে প্রশ্ন আসে,সেগুলোকে আমরা কম গুরুত্ব দিয়ে আশেপাশের সবকিছুকে বেশি গুরুত্ব দেই। এবং কিছু Strategy আমরা কখনো জানতেই পারি না।

আমার কথা হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না,তাই না?!
আচ্ছা 1st & 2nd timer যারা আছো তারা বলোতো, বিগত মেডিকেল প্রশ্ন দেখলে মনে হয় না,
"এগুলো ও আসে?! এসব প্রশ্নে কেনো মানুষ এতো ভুল করে?! "

আর তাই তোমাদের এই সমস্যাকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে আমাদের এই পেইড ব্যাচ।

যেখানে পোল, কুইজ,ওয়েবসাইট exam-এ তুমি পাবে এমন প্রশ্ন যেগুলো আসার মতো,যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসাটাই স্বাভাবিক।

আর আমাদের সাথে যারা আগেও যুক্ত ছিলে তাদেরকে তো আর খুলে বলতে হবে না বিষয়টা।
তারা নিশ্চয়ই জানো আমাদের পেইড ব্যাচের বৈশিষ্ট্য।

সর্বোপরি, তোমাদের পরীক্ষায় আটকানোর মতো প্রশ্ন দিয়ে নিজেদের জাহির না করে,যদি আমাদের করা প্রশ্নগুলো দেখে তোমরা তোমাদের আত্মবিশ্বাসকে সর্বদা বজায় রেখে চলতে পারো,সেটাই হবে আমাদের স্বার্থকতা।



বিস্তারিতঃ https://news.1rj.ru/str/ConfusingQuestions4/11152


♻️ আমাদের উপর বিশ্বাস রেখেই এখন পর্যন্ত ২৭ জন ভর্তি হয়ে গেছে 😊
🥰128😢3🔥2🤩1
🥰3217
Congratulations

Suraiya Rahman Bably!

বাংলাদেশের প্রথম এবং একমাত্র অন্ধ নারী যিনি Ph.D সম্পন্ন করেছেন University of Illinois Chicago থেকে ৷
🥰5722🔥14👏8🎉4
📌Must Read Post

🎉Secret Of success."The early bird gets the first worm, but the wisest bird gets the fastest one." কি বুঝতে পারলে? শুধুমাত্র মেধাবী কিংবা কঠোর পরিশ্রমী হলেই হবে না। ভর্তিযুদ্ধে সেই এগিয়ে থাকবে যে কঠোর পরিশ্রম এবং  স্মার্ট পথ অনুসরণ করে নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখবে।




মেডিকেলে বিগত  দুই বছর ধরে বইয়ের অনুশীলনীর প্রশ্ন‌ থেকে অর্ধ শতাধিক প্রশ্ন common আসছে।
এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো আমরা সকলেই জানি!!!

এরপর কি হবে?

সকলেই খুব গুরুত্ব দিয়ে অনুশীলনীর প্রশ্ন আয়ত্ত্বে রাখবে।

তাহলে আসল প্রতিযোগিতা?


Strategy of Medical Question
Text book mcq(40-50%)
Basic(30-40%)
Hard Question (20%)


সম্পূর্ণ এডমিশনে আমরা এই 20% এর পিছনে অন্ধের মতো ছুটে যাই। যার ফলে অত‍্যাধিক পরিশ্রম করার পরেও অনাকাঙ্খিত ফলাফলের ফলে এতদিনের লালিত স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়।
মনে রেখো কঠিন প্রশ্ন পারা তোমাকে মেরিটে এগিয়ে রাখবে তবে সহজ প্রশ্ন না পারাটা তোমাকে চান্স পাওয়া থেকে পিছিয়ে রাখবে।

তাহলে ভাইয়া কিভাবে পড়বো আমরা?😃

Step 1: তোমার Basic Strong করতে হবে। তার জন‍্য অধিক অনুশীলনের বিকল্প নেই।
Step 2: গুরুত্বপূর্ণ টপিকগুলো এমনভাবে আয়ত্ত্বে রাখতে হবে যেনো তা তোমার কন্ঠস্থ থাকে।
Step 3: শেষ সময়ে বহু কোচিং,গ্রুপ, ভাইয়া আপুরা তোমাদেরকে Extra info পড়তে বলবেন। কোনো প্রয়োজন নেই। যা পড়ে এসেছো শুধুমাত্র পাঠ‍্যবইয়ের Bold line গুলো Recap করবে +Text Book mcq +Text book mcq related topic অনুশীলন করবে।



সেজন্য আমাদের Paid Batch MediMate 1.0 🩺 তে সমগ্র প্রোগ্রামটা এভাবেই সাজানো হয়েছে। যেখানে  Main Focus থাকবে Basic Question ও অনুশীলনীর প্রশ্নের Topic এর উপর।
যেখানে Topic গুলো এমনভাবে আয়ত্ত করা হবে যেনো তোমরা সেখান থেকে অনুরূপ সকল  Question Solve করতে পারো।

So warriors Get ready For a new journey 🔥
18🔥3
মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান রাখা না রাখার বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আমরা যে সভা করেছি কিংবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে সভা করেছে সেখানে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকবে না এমন কোনো আলোচনা হয়নি। তাহলে এটি বাদ দেওয়ার প্রসঙ্গ আসলো কোথা থেকে। 🧿ফেসবুকের বিভিন্ন গ্রুপে যে বিষয়টি ছড়ানো হয়েছে সেটি গুজব
54😢3🔥2👏2🤔2🤯2🥰1
In Switzerland, the salary of a school teacher starts at $33,000 (3,421,811.38 BDT) per year.

Offtopic⁉️
🤯36🔥85
💠💠💠
72🥰3😢3🔥1👏1🎉1