Forwarded from Notes Zone।Exam Mate
বড় বড় ফেসবুক গ্রুপগুলো Exam Mate এর Note zone টেলিগ্রামের চ্যানেলের post কোনো credit ছাড়া copy করে ।
এটা সত্যি হতাশাজনক Member করলে তাও ঠিক আছে কিন্তু Moderator কেনো করবে?
এটা সত্যি হতাশাজনক Member করলে তাও ঠিক আছে কিন্তু Moderator কেনো করবে?
😢84💔15💯5
গুচ্ছ থেকে বেরিয়ে একক ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়।
-Admission informer
-Admission informer
😨97👏31😢26🔥17💔6🆒5
শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্ক খুব একটা সুখের হবে না।
-প্রধান উপদেষ্টা
-প্রধান উপদেষ্টা
❤🔥232🔥53👌20💔7🆒7😭5
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের বিস্তারিত তথ্য (২০১৯-২০ শিক্ষাবর্ষের আলোকে)
১. সেকেন্ড টাইম আছে।
২. জিপিএ -এর উপর কোন মার্ক নেই।
৩. প্রতি ভুল নম্বরের জন্য ২৫% করে কর্তন করা হবে।যেমন,১ মার্কের প্রশ্ন হলে ০.২৫।
৪. পরীক্ষা সময় ১ ঘণ্টা।
৫. কোন পাশ মার্ক শর্ত নেই তবে ৪০% মিনিমাম পেতে হয়।
৬.ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
★A ইউনিট- বিজ্ঞান স্কুল (Only for Science) :
*আবেদনের যোগ্যতা:
(৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.৫০ এবং এইচএসসি নূনতম ৪.৫০ মোট- ৯.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১০০ নম্বর
সময়: ১ ঘন্টা
১.পদার্থ বিজ্ঞান-২০,
২.রসায়ন বিজ্ঞান-২০,
৩.ইংরেজি-২০ ও
৪.গণিত-২০।
৫.এ্যানালিটিকাল এ্যাবিলিটি- ২০
৬.জীববিজ্ঞান-২০
এই ছয়টা থেকে ৫ টা উত্তর করতে হবে।৫*২০ =১০০
জীববিজ্ঞান উত্তর না করে এ্যনালিটিকাল এবিলিটি উত্তর দিলে জীববিজ্ঞান
স্কুলের কোন সাবজেক্ট পাবে না।
আর এনালিটিকাল এ্যাবিলিটি বাদে সব উত্তর করলে বিজ্ঞান,প্রকৌশকল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল
দুই স্কুলের সাবজেক্ট ই পাবে। .
সাবজেক্ট:
(ক) বিজ্ঞান, প্রকৌশকল ও প্রযুক্তিবিদ্যা স্কুল
১।স্থাপত্য - ৫০।
২.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং - ৪০।
৩.ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং - ৪০।
৪.নগর ও গ্রামীণ পরিকল্পনা - ৪০।
৫.গণিত- ৫০।
৬.পদার্থ - ৪৫।
৭.রসায়ন - ৪৫।
৮. পরিসংখ্যান - ৪০।
(খ) জীববিজ্ঞান স্কুল:
৯.ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি - ৪৫
১০.এগ্রোটেকনোলজি - ৪৫।
১১.বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং - ৪০।
১২.এনভায়রনমেন্টাল সায়েন্স - ৬০।
১৩.ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি - ৪৫।
১৪.ফার্মেসী - ৪৫।
১৫.সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল - ৪৫।
মোট আসনঃ ৬৬২ টি (সংরক্ষিত আসন সহ)
★B ইউনিট-কলা ও সমাজবিজ্ঞান স্কুল (For All Groups)
*আবেদনের যোগ্যতা:
(৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.০০ এবং এইচএসসি নূনতম ৪.০০ মোট- ৮.০০ লাগবে সকল বিভাগের জন্য,তবে আইন স্কুল এর জন্য মোট জিপিএ ৯.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১২০ নম্বর
সময়: ১ ঘন্টা
১.বাংলা-৩০
২.ইংরেজি-৫০
৩.সাধারন জ্ঞান-8০
মোট =১২০
সাবজেক্ট :
ক) কলা ও মানবিক স্কুল:
১.ইংরেজি - ৫৭।
২.বাংলা - ৫৭।
৩.ইতিহাস ও সভ্যতা - ৪০।
খ) সামাজিক বিজ্ঞান স্কুল :
৪.অর্থনীতি - ৪৫।
৫.সমাজবিজ্ঞান - ৫০।
৬.ডিভেলপমেন্ট স্টাডিজ - ৪৫।
৭.গণযোগাযোগ ও সাংবাদিকতা - ৪০।
গ)আইন স্কুল :
৮.আইন - ৪০।
ঘ)শিক্ষা স্কুল
৯.শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট - ২৫।
মোট আসনঃ ৩৯৯ টি (সংরক্ষিত আসন সহ)
★C ইউনিট- ব্যাবস্থাপনা ও ব্যাবসা প্রশাসন স্কুল (for all groups)
আবেদনের যোগ্যতা: (৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.০০ এবং এইচএসসি নূনতম ৪.০০ মোট- ৮.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ৮০ নম্বর
সময়: ১ ঘন্টা।
সকল বিভাগের জন্য :
১.বাংলা-১০।
২.ইংরেজি-৫০।
বিজ্ঞান বিভাগের জন্য :
৪.পদার্থ -১০।
৫.রসায়ন -১০।
ব্যাবসা বিভাগের জন্য :
৫.হিসাব বিজ্ঞান-১০।
৬.ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা-১০।
মানবিক বিভাগের জন্য:
৭.অর্থনীতি-১০।
৯.পৌরনীতি-১০।
১০.ইতিহাস -১০।
বি.দ্র : এখানে ৩ টি বিষয়ের যেকোনো ২ টি উত্তর করতে হবে।
সাবজেক্ট:
১.ব্যবসায় প্রশাসন - ৫৫।
২.HRM - ৪০।
মোট আসন =৯৫ (সংরক্ষিত আসন সহ)
★D ইউনিট - চারুকলা স্কুল (for all group)
আবেদনের যোগ্যতা: (৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৩.৫০ এবং এইচএসসি নূনতম ৩.৫০ মোট- ৭.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১০০ নম্বর
সময়: ১ ঘন্টা।
১.মুক্ত হস্তে অঙ্কন-৩০ (অঙ্কন)
২.নকশা-২০ (অঙ্কন)
৩.শিল্প ও সংস্কৃতি-২০ MCQ
৪.সাধারণ জ্ঞান-১০ MCQ
৫.বাংলা -১০ MCQ
৬.ইংরেজি - ১০ MCQ
সাবজেক্ট :
১.ড্রইং এন্ড পেইন্টিং -২০।
২ প্রিন্টমেকিং -২০।
৩.ভাস্কর্য -২০।
মোট আসন =৬০ (সংরক্ষিত আসন সহ)
★তথ্য সুত্রঃ খুলনা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
রুদ্র আহাম্মেদ
অর্থনীতি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়।
১. সেকেন্ড টাইম আছে।
২. জিপিএ -এর উপর কোন মার্ক নেই।
৩. প্রতি ভুল নম্বরের জন্য ২৫% করে কর্তন করা হবে।যেমন,১ মার্কের প্রশ্ন হলে ০.২৫।
৪. পরীক্ষা সময় ১ ঘণ্টা।
৫. কোন পাশ মার্ক শর্ত নেই তবে ৪০% মিনিমাম পেতে হয়।
৬.ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
★A ইউনিট- বিজ্ঞান স্কুল (Only for Science) :
*আবেদনের যোগ্যতা:
(৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.৫০ এবং এইচএসসি নূনতম ৪.৫০ মোট- ৯.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১০০ নম্বর
সময়: ১ ঘন্টা
১.পদার্থ বিজ্ঞান-২০,
২.রসায়ন বিজ্ঞান-২০,
৩.ইংরেজি-২০ ও
৪.গণিত-২০।
৫.এ্যানালিটিকাল এ্যাবিলিটি- ২০
৬.জীববিজ্ঞান-২০
এই ছয়টা থেকে ৫ টা উত্তর করতে হবে।৫*২০ =১০০
জীববিজ্ঞান উত্তর না করে এ্যনালিটিকাল এবিলিটি উত্তর দিলে জীববিজ্ঞান
স্কুলের কোন সাবজেক্ট পাবে না।
আর এনালিটিকাল এ্যাবিলিটি বাদে সব উত্তর করলে বিজ্ঞান,প্রকৌশকল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল
দুই স্কুলের সাবজেক্ট ই পাবে। .
সাবজেক্ট:
(ক) বিজ্ঞান, প্রকৌশকল ও প্রযুক্তিবিদ্যা স্কুল
১।স্থাপত্য - ৫০।
২.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং - ৪০।
৩.ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং - ৪০।
৪.নগর ও গ্রামীণ পরিকল্পনা - ৪০।
৫.গণিত- ৫০।
৬.পদার্থ - ৪৫।
৭.রসায়ন - ৪৫।
৮. পরিসংখ্যান - ৪০।
(খ) জীববিজ্ঞান স্কুল:
৯.ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি - ৪৫
১০.এগ্রোটেকনোলজি - ৪৫।
১১.বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং - ৪০।
১২.এনভায়রনমেন্টাল সায়েন্স - ৬০।
১৩.ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি - ৪৫।
১৪.ফার্মেসী - ৪৫।
১৫.সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল - ৪৫।
মোট আসনঃ ৬৬২ টি (সংরক্ষিত আসন সহ)
★B ইউনিট-কলা ও সমাজবিজ্ঞান স্কুল (For All Groups)
*আবেদনের যোগ্যতা:
(৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.০০ এবং এইচএসসি নূনতম ৪.০০ মোট- ৮.০০ লাগবে সকল বিভাগের জন্য,তবে আইন স্কুল এর জন্য মোট জিপিএ ৯.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১২০ নম্বর
সময়: ১ ঘন্টা
১.বাংলা-৩০
২.ইংরেজি-৫০
৩.সাধারন জ্ঞান-8০
মোট =১২০
সাবজেক্ট :
ক) কলা ও মানবিক স্কুল:
১.ইংরেজি - ৫৭।
২.বাংলা - ৫৭।
৩.ইতিহাস ও সভ্যতা - ৪০।
খ) সামাজিক বিজ্ঞান স্কুল :
৪.অর্থনীতি - ৪৫।
৫.সমাজবিজ্ঞান - ৫০।
৬.ডিভেলপমেন্ট স্টাডিজ - ৪৫।
৭.গণযোগাযোগ ও সাংবাদিকতা - ৪০।
গ)আইন স্কুল :
৮.আইন - ৪০।
ঘ)শিক্ষা স্কুল
৯.শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট - ২৫।
মোট আসনঃ ৩৯৯ টি (সংরক্ষিত আসন সহ)
★C ইউনিট- ব্যাবস্থাপনা ও ব্যাবসা প্রশাসন স্কুল (for all groups)
আবেদনের যোগ্যতা: (৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৪.০০ এবং এইচএসসি নূনতম ৪.০০ মোট- ৮.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ৮০ নম্বর
সময়: ১ ঘন্টা।
সকল বিভাগের জন্য :
১.বাংলা-১০।
২.ইংরেজি-৫০।
বিজ্ঞান বিভাগের জন্য :
৪.পদার্থ -১০।
৫.রসায়ন -১০।
ব্যাবসা বিভাগের জন্য :
৫.হিসাব বিজ্ঞান-১০।
৬.ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা-১০।
মানবিক বিভাগের জন্য:
৭.অর্থনীতি-১০।
৯.পৌরনীতি-১০।
১০.ইতিহাস -১০।
বি.দ্র : এখানে ৩ টি বিষয়ের যেকোনো ২ টি উত্তর করতে হবে।
সাবজেক্ট:
১.ব্যবসায় প্রশাসন - ৫৫।
২.HRM - ৪০।
মোট আসন =৯৫ (সংরক্ষিত আসন সহ)
★D ইউনিট - চারুকলা স্কুল (for all group)
আবেদনের যোগ্যতা: (৪র্থ বিষয় সহ- এসএসসি নূনতম ৩.৫০ এবং এইচএসসি নূনতম ৩.৫০ মোট- ৭.০০ লাগবে)
*ভর্তি পরীক্ষা : ১০০ নম্বর
সময়: ১ ঘন্টা।
১.মুক্ত হস্তে অঙ্কন-৩০ (অঙ্কন)
২.নকশা-২০ (অঙ্কন)
৩.শিল্প ও সংস্কৃতি-২০ MCQ
৪.সাধারণ জ্ঞান-১০ MCQ
৫.বাংলা -১০ MCQ
৬.ইংরেজি - ১০ MCQ
সাবজেক্ট :
১.ড্রইং এন্ড পেইন্টিং -২০।
২ প্রিন্টমেকিং -২০।
৩.ভাস্কর্য -২০।
মোট আসন =৬০ (সংরক্ষিত আসন সহ)
★তথ্য সুত্রঃ খুলনা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
রুদ্র আহাম্মেদ
অর্থনীতি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়।
😢34🔥21🆒5👌2❤🔥1⚡1
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শুরু- ৩১ জানুয়ারি থেকে
✅ A ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারির পরিবর্তে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
✅ ভর্তি পরীক্ষা হবে ৭২ নম্বরে; মেধাতালিকা প্রণয়ন হবে ১০০ নম্বরে, জিপিএ তে থাকবে ২৮ নম্বর; লিখিত ৪৮ নম্বর এবং এমসিকিউ ২৪ নম্বর
✅ এসএসসির জিপিএ থেকে ১২ নম্বর এবং এইচএসসির জিপিএ থেকে ১৬ নম্বর সহ মোট ২৮ নম্বর থাকবে
© Admission Informer
শুরু- ৩১ জানুয়ারি থেকে
✅ A ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারির পরিবর্তে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
✅ ভর্তি পরীক্ষা হবে ৭২ নম্বরে; মেধাতালিকা প্রণয়ন হবে ১০০ নম্বরে, জিপিএ তে থাকবে ২৮ নম্বর; লিখিত ৪৮ নম্বর এবং এমসিকিউ ২৪ নম্বর
✅ এসএসসির জিপিএ থেকে ১২ নম্বর এবং এইচএসসির জিপিএ থেকে ১৬ নম্বর সহ মোট ২৮ নম্বর থাকবে
B & D ইউনিটের মানবন্টন (২০২৪-২৫)
লিখিত
▪️বাংলা - ১৬
▪️ইংরেজি - ১৬
▪️সাধারণ জ্ঞান - ১৬
এমসিকিউ
▪️বাংলা - ৮
▪️ইংরেজি - ৮
▪️সাধারণ জ্ঞান - ৮
জিপিএ থেকে মার্ক নির্ধারণ
▪️এসএসসি জিপিএ×২.৪
▪️এইচএসসি জিপিএ×৩.২
© Admission Informer
😢46❤15🔥3🥰3😱2👏1
@Exam_mate_official এ জানাবেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥17❤3
News Zone
তোমরা তোমাদের বড় ভাইদের জানাতে পারো ।
ইনশাআল্লাহ সামনে Exam Mate থেকে সেরা কিছু আসতে চলেছে।
ইনশাআল্লাহ সামনে Exam Mate থেকে সেরা কিছু আসতে চলেছে।
🤩27
News Zone
https://youtu.be/eBCCFlRTLBE?si=QYPmpQtu6qSTUlr4
চবি Chemistry Question Analysis
কিছুটা Medical Standard
কিছুটা Medical Standard
⚡21
ইউনিট-D সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।
ইউনিট-B কলা অনুষদ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত,দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত,বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইউনিট-A বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত হবে।
ইউনিট-C বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢15🆒6❤5
https://youtube.com/playlist?list=PLye2WROfvubdVjgVn7AOrjceaqerNZAV2&si=ny4cynu6qfEm8Y1g
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤11
"ভাইয়া - অনার্সে সিজি (CGPA) কতো রাখলে ভালো?"
খুবই সমসাময়িক একটা প্রশ্ন। এই প্রশ্ন সেকেন্ড ইয়ারে উঠার পরপর আমারও ছিল।
টিচাররা সাধারণত বলতেন CGPA 3.50 রাখতে পারলে ভালো, সবকিছুতেই অ্যাপ্লাই করা যায়, টেকা যায়। অনেক সিনিয়র সেইম পরামর্শ দিতেন।
আবার অনেক সিনিয়র বলতেন - "সিজি কোনো ম্যাটার করে না, স্কিলটাই আসল, সো স্কিল বাড়াও।"
আমি আজ একটা ভিন্ন পরামর্শ দিবো।
সিজি 4.0 রাখা সবচেয়ে ভালো, যদি 4.0 পাওয়া না যায় সেক্ষেত্রে 4.0 এর যতো কাছাকাছি রাখা যায়, ততো ভালো।
যারা বলে সিজি ম্যাটার করে না, তারা না জেনে বলে, ভুল বলে। দিনশেষে আসলে সিজিটাই ম্যাটার করে। সিজির পরিবর্তে স্কিল লাগে, সেটা সর্বোচ্চ তিন ভাগ হতে পারে আর বাকি সাতানব্বই ভাগেই সিজি রাজত্ব করে। এখন আপনিই ভেবে দেখেন - তিন ভাগ নাকি সাতানব্বই ভাগ, কোন জোনে খেলা বেশি সহজ ও সেইফ।
সিজি ছাড়া আপনি পাবলিক বা প্রাইভেট মোটামুটি মানের কোনো রেপুটেড ভার্সিটির টিচার হতে পারবেন না, কলেজের টিচার হতে পারবেন না, রেপুটেড মাল্টিন্যাশনাল কোম্পানির জব পাবেন না, অনেক জায়গায় ভাইভার জন্য সিলেক্ট হবেন না, ইভেন অনেক জায়গায় শর্ট লিস্টেই বাদ পড়ে যাবেন।
আপনার ঝুলিতে ভালো রিসার্চ পেপার, ভালো GRE, IELTS/TOEFL স্কোর না থাকলে বাহিরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সিজি ম্যাটার করে। আরও দশ বছর আগে থেকে বিসিএস জেনারেল ক্যাডারদের ক্ষেত্রেও সিজি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড়ো ম্যাটার।
আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন - আপনি কতোটা অ্যাক্টিভ, চ্যালেঞ্জ নিতে পারেন, পোটেনশিয়াল সেসব দেখার একমাত্র ওয়ে হলো আপনার সিজি। চোখ যেমন মনের কথা বলে তেমনি আপনার সিজিতে আপনার যোগ্যতার রিফ্লেকশন দেখা যায়। অন্যের ভুলভাল বুদ্ধিতে সিজি ব্যাপারটিকে অবহেলা করবেন না। যাদের সময় আছে, তারা নিজের সিজির প্রতি যত্নশীল হোন, ভবিষ্যৎকে সুন্দর ও সমৃদ্ধ করার চেষ্টা করেন।
- নীরব হাসান
খুবই সমসাময়িক একটা প্রশ্ন। এই প্রশ্ন সেকেন্ড ইয়ারে উঠার পরপর আমারও ছিল।
টিচাররা সাধারণত বলতেন CGPA 3.50 রাখতে পারলে ভালো, সবকিছুতেই অ্যাপ্লাই করা যায়, টেকা যায়। অনেক সিনিয়র সেইম পরামর্শ দিতেন।
আবার অনেক সিনিয়র বলতেন - "সিজি কোনো ম্যাটার করে না, স্কিলটাই আসল, সো স্কিল বাড়াও।"
আমি আজ একটা ভিন্ন পরামর্শ দিবো।
সিজি 4.0 রাখা সবচেয়ে ভালো, যদি 4.0 পাওয়া না যায় সেক্ষেত্রে 4.0 এর যতো কাছাকাছি রাখা যায়, ততো ভালো।
যারা বলে সিজি ম্যাটার করে না, তারা না জেনে বলে, ভুল বলে। দিনশেষে আসলে সিজিটাই ম্যাটার করে। সিজির পরিবর্তে স্কিল লাগে, সেটা সর্বোচ্চ তিন ভাগ হতে পারে আর বাকি সাতানব্বই ভাগেই সিজি রাজত্ব করে। এখন আপনিই ভেবে দেখেন - তিন ভাগ নাকি সাতানব্বই ভাগ, কোন জোনে খেলা বেশি সহজ ও সেইফ।
সিজি ছাড়া আপনি পাবলিক বা প্রাইভেট মোটামুটি মানের কোনো রেপুটেড ভার্সিটির টিচার হতে পারবেন না, কলেজের টিচার হতে পারবেন না, রেপুটেড মাল্টিন্যাশনাল কোম্পানির জব পাবেন না, অনেক জায়গায় ভাইভার জন্য সিলেক্ট হবেন না, ইভেন অনেক জায়গায় শর্ট লিস্টেই বাদ পড়ে যাবেন।
আপনার ঝুলিতে ভালো রিসার্চ পেপার, ভালো GRE, IELTS/TOEFL স্কোর না থাকলে বাহিরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সিজি ম্যাটার করে। আরও দশ বছর আগে থেকে বিসিএস জেনারেল ক্যাডারদের ক্ষেত্রেও সিজি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড়ো ম্যাটার।
আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন - আপনি কতোটা অ্যাক্টিভ, চ্যালেঞ্জ নিতে পারেন, পোটেনশিয়াল সেসব দেখার একমাত্র ওয়ে হলো আপনার সিজি। চোখ যেমন মনের কথা বলে তেমনি আপনার সিজিতে আপনার যোগ্যতার রিফ্লেকশন দেখা যায়। অন্যের ভুলভাল বুদ্ধিতে সিজি ব্যাপারটিকে অবহেলা করবেন না। যাদের সময় আছে, তারা নিজের সিজির প্রতি যত্নশীল হোন, ভবিষ্যৎকে সুন্দর ও সমৃদ্ধ করার চেষ্টা করেন।
- নীরব হাসান
🔥109❤43😢7👏4⚡3🤝3
সবার পার্সপেক্টিভ ভিন্ন।
স্কিল দিয়েও যে বর্তমানে ভালো কিছু করা যায় সেটা কারো অজানা না।
কিন্তু যখন আপনি স্কলারশিপে যেতে চাইবেন কোনো দেশে সেখানে আপনার প্রথম অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতেই থাকে " সিজি"
একটা উদাহরন দেই, কোরিয়াতে অ্যাপ্লাইয়ের জন্যই আপনার সিজি ৪ এর ৮০% লাগবে!
এরকম আরো আছে।
লাস্ট কথা," Exception is not an example "
যেহেতু বাঙালি ঘরে জন্মাইছেন আল্লাহর ওয়াস্তে পড়ালেখাটা কইরেন আর যাই করেন না কেন।
স্কিল দিয়েও যে বর্তমানে ভালো কিছু করা যায় সেটা কারো অজানা না।
কিন্তু যখন আপনি স্কলারশিপে যেতে চাইবেন কোনো দেশে সেখানে আপনার প্রথম অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতেই থাকে " সিজি"
একটা উদাহরন দেই, কোরিয়াতে অ্যাপ্লাইয়ের জন্যই আপনার সিজি ৪ এর ৮০% লাগবে!
এরকম আরো আছে।
লাস্ট কথা," Exception is not an example "
যেহেতু বাঙালি ঘরে জন্মাইছেন আল্লাহর ওয়াস্তে পড়ালেখাটা কইরেন আর যাই করেন না কেন।
❤🔥89💯23🔥9👏6⚡5😇2