News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
❤‍🔥189🔥2119👏12🫡4🆒2
😱77🔥3🤩2
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
😢154💔11😨7🤩5❤‍🔥2🫡1
⭐️⭐️⭐️⭐️

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের E ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত, বিকাল ২.৩০টা হতে বিকাল ৪টা পর্যন্ত, বিকাল ৫টা হতে বিকাল ৬.৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

ইউনিট-D সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

ইউনিট-B কলা অনুষদ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত,দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত,বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট-A বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত হবে।

ইউনিট-C বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢15🆒65
🔛Exam Mate এর Free Resource যেভাবে best Way তে কাজে লাগাবে ।

🔗Link:
https://youtube.com/playlist?list=PLye2WROfvubdVjgVn7AOrjceaqerNZAV2&si=ny4cynu6qfEm8Y1g
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
Forwarded from PDF Zone
⭐️সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

© Joykoli


Join PDFZone: Click Here
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥27🥰54❤‍🔥1
"ভাইয়া - অনার্সে সিজি (CGPA) কতো রাখলে ভালো?"

খুবই সমসাময়িক একটা প্রশ্ন। এই প্রশ্ন সেকেন্ড ইয়ারে উঠার পরপর আমারও ছিল।

টিচাররা সাধারণত বলতেন CGPA 3.50 রাখতে পারলে ভালো, সবকিছুতেই অ্যাপ্লাই করা যায়, টেকা যায়। অনেক সিনিয়র সেইম পরামর্শ দিতেন।
আবার অনেক সিনিয়র বলতেন - "সিজি কোনো ম্যাটার করে না, স্কিলটাই আসল, সো স্কিল বাড়াও।"

আমি আজ একটা ভিন্ন পরামর্শ দিবো।
সিজি 4.0 রাখা সবচেয়ে ভালো, যদি 4.0 পাওয়া না যায় সেক্ষেত্রে 4.0 এর যতো কাছাকাছি রাখা যায়, ততো ভালো।

যারা বলে সিজি ম্যাটার করে না, তারা না জেনে বলে, ভুল বলে। দিনশেষে আসলে সিজিটাই ম্যাটার করে। সিজির পরিবর্তে স্কিল লাগে, সেটা সর্বোচ্চ তিন ভাগ হতে পারে আর বাকি সাতানব্বই ভাগেই সিজি রাজত্ব করে। এখন আপনিই ভেবে দেখেন - তিন ভাগ নাকি সাতানব্বই ভাগ, কোন জোনে খেলা বেশি সহজ ও সেইফ।

সিজি ছাড়া আপনি পাবলিক বা প্রাইভেট মোটামুটি মানের কোনো রেপুটেড ভার্সিটির টিচার হতে পারবেন না, কলেজের টিচার হতে পারবেন না, রেপুটেড মাল্টিন্যাশনাল কোম্পানির জব পাবেন না, অনেক জায়গায় ভাইভার জন্য সিলেক্ট হবেন না, ইভেন অনেক জায়গায় শর্ট লিস্টেই বাদ পড়ে যাবেন।

আপনার ঝুলিতে ভালো রিসার্চ পেপার, ভালো GRE, IELTS/TOEFL স্কোর না থাকলে বাহিরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও সিজি ম্যাটার করে। আরও দশ বছর আগে থেকে বিসিএস জেনারেল ক্যাডারদের ক্ষেত্রেও সিজি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড়ো ম্যাটার।

আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন - আপনি কতোটা অ্যাক্টিভ, চ্যালেঞ্জ নিতে পারেন, পোটেনশিয়াল সেসব দেখার একমাত্র ওয়ে হলো আপনার সিজি। চোখ যেমন মনের কথা বলে তেমনি আপনার সিজিতে আপনার যোগ্যতার রিফ্লেকশন দেখা যায়। অন্যের ভুলভাল বুদ্ধিতে সিজি ব্যাপারটিকে অবহেলা করবেন না। যাদের সময় আছে, তারা নিজের সিজির প্রতি যত্নশীল হোন, ভবিষ্যৎকে সুন্দর ও সমৃদ্ধ করার চেষ্টা করেন।

- নীরব হাসান
🔥10943😢7👏43🤝3
সবার পার্সপেক্টিভ ভিন্ন।
স্কিল দিয়েও যে বর্তমানে ভালো কিছু করা যায় সেটা কারো অজানা না।
কিন্তু যখন আপনি স্কলারশিপে যেতে চাইবেন কোনো দেশে সেখানে আপনার প্রথম অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতেই থাকে " সিজি"

একটা উদাহরন দেই, কোরিয়াতে অ্যাপ্লাইয়ের জন্যই আপনার সিজি ৪ এর ৮০% লাগবে!

এরকম আরো আছে।

লাস্ট কথা," Exception is not an example "

যেহেতু বাঙালি ঘরে জন্মাইছেন আল্লাহর ওয়াস্তে পড়ালেখাটা কইরেন আর যাই করেন না কেন।
❤‍🔥89💯23🔥9👏65😇2
গুচ্ছের ৫ম পর্যায়ের প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থী এবং মাইগ্রেশনে অন্য ভার্সিটি আসা শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সম্ভাব্য তারিখ ২৫ ও ২৬ নভেম্বর, বাকি বিশ্ববিদ্যালয়গুলোও তাদের নোটিশ দিয়ে দিবে এই সময়ের মধ্যে।

© Admission Infomer
30👌2
জান্নাত সে-তো কল্পনার চেয়ে সুন্দর, জাহান্নাম সে-তো জানার চেয়েও ভয়ংকর।

একটা পৃথিবী র ভারসাম্য ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই আছে। কিভাবে আপনি টিকে থাকবেন সেটাও আপনি জানেন তারপরেও সব ধ্বংস করে দিয়ে একা টিকে থাকার মূর্খতা মানুষ এর মতন দেখতে কিছু অমানুষ করে থাকে।

বিশ্বাস করে দূর থেকে চারপায়ে লেজ নারাতে নারাতে ছুটে আসা একটা অবলা প্রাণি যখন আপনার দেয়া বিষ মেশানো খাবার গো
গ্রাসে খাচ্ছে আর মনে প্রাণে আপনাকে দোয়া দিচ্ছে ঠিক তার কিছু সময় পরে সে ছটফট করতে করতে বিদায় নিলো।

আপনি তাকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। শুধু তাই না দুনিয়াতে যে ভারসাম্য ছিলো সেটা নষ্ট করলেন। আপনার যিনি মালিক এই অবলা প্রাণির মালিক ও ত সেই একজন।

তাহলে আপনি কি আশা করবেন? তাঁর কাছে? শেষ বিচারের দিন আপনি কি উত্তর দেবেন?! আপনার গন্তব্য কি হওয়া উচিত? জান্নাত নাকি জাহান্নাম?


প্রশ্ন রেখে গেলাম
😭96😢25💔8💯6🔥4👌1
It's high time we prioritized underground electric wires rather than overhead wiring.

খবরঃ গাজীপুরে বিআরটিসি দোতলা বাস ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ায় আইইউটির তিনজন ছাত্রের মৃত্যু। সম্পূর্ণ ইলেক্ট্রিফাইড হয়ে যাওয়ায় বাসটিতে আগুন ধরে যায়

আমি জানি, ঢাকা শহরে অনেক বিপদজনক জায়গা আছে যেখানে বৈদ্যুতিক তার নিচু জায়গায় এমনভাবে পেঁচিয়ে রাখা যে কার্শফের সূত্রও সেখানে ফেইল করবে। এটা যেমন জীবনের ঝুঁকি বাড়ায়, পাশাপাশি সৌন্দর্যও নষ্ট করে।

বিশ্বের উন্নত বা মাঝারি মানের কোনো শহরে এমন ওভারহেড তার ঝুঁলিয়ে রাখা হয় না

- সাদমান জাহিন
😢1208💯8
Forwarded from PDF Zone
গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় যদি নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় তবে এতে ইউজিসি কোনো হস্তক্ষেপ করবে না।

চেয়ারম্যান, ইউজিসি
😢126👌17😨8👏4
আজকের তথ্য ও করণীয় নিয়ে বিস্তারিত জানানো হয়েছে ভিডিওতে ।

https://youtu.be/4cz7zrdS0c8?si=GJIY07s7_lrr2-MT
👌9🔥3🕊2
Respect 🫡
🔥207🫡28❤‍🔥16🏆31😢1🆒1
👏103🫡17😢11❤‍🔥43🤩3
সচিবালয়ে এত সবাই গিয়ে আন্দোলন করলো সেখানে তো গুলি চালানো হলো না, তাহলে প্রথম আলোর কালোর কার্যালয়ের সামনে আমার ভাইদের শান্তিপূর্ণ অবস্থানে কেন গুলি চললো?কেন রক্তাক্ত করা হলো!
😢195💯22💔3🥰2💘2🔥1
জিপিএস দেখে চলার সময় সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

©TDC
😢98😨11👏9😱5👌3
News Zone
জিপিএস দেখে চলার সময় সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩ ©TDC
এটি ভারতের ঘটনা।

তবে সব সময় গুগল ম্যাপের উপর ভরসা করা যাবে না এটা মাথায় রাখতে হবে।
👌49😢33💯7💔7🫡3😍2
Forwarded from GK Phobia। Exam Mate
🔛জয়েন করো Exam Mate এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ।

এই চ্যানেলে‌ শুধু গুরুত্বপূর্ণ Post থাকবে আর অন্য কিছু না


🔗Link: Click Here
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤‍🔥41
আর কেউ বাকি আছে?
🫡212🆒22😱20💔12😍7🏆71
🔥101