তরুণদেরকে যতো প্রোডাক্টিভ কাজে ব্যাস্ত রাখার ব্যবস্থা তৈরি করবেন, দেশ ততো শান্ত থাকবে। এটাই নিয়ম।
শক্ত পড়াশুনা দেন। পাশ করার কঠিন ব্যবস্থা করেন। ভালো প্রশিক্ষণ দেন। জনশক্তি রফতানির ব্যবস্থা সহজ করে দেন। কর্মসংস্হান তৈরি করুন। তরুণদের ন্যাশনাল ডেইটাবেইজ তৈরি করেন। যারা সমাজে অনিয়ম করবে তারা সমাজ থেকে যেনো কোন সুবিধা না পায়—এমন ভয় তৈরি না করলে অপকর্ম করেই যাবে
দুর্বল শিক্ষা ব্যবস্থায় এদের একটা বড়ো অংশ বামন-বুদ্ধির হয়ে উঠেছে। এরাই ধমার্ন্ধ হচ্ছে। নাইলে সহ-সভাপতি হচ্ছে। নাইলে দলান্ধ হচ্ছে। নেতার দাস হচ্ছে। সমাজে সমস্যা তৈরি করা ছাড়া ভালো কিছু ওরা কি করে করবে?
শক্ত পড়াশুনা দেন। পাশ করার কঠিন ব্যবস্থা করেন। ভালো প্রশিক্ষণ দেন। জনশক্তি রফতানির ব্যবস্থা সহজ করে দেন। কর্মসংস্হান তৈরি করুন। তরুণদের ন্যাশনাল ডেইটাবেইজ তৈরি করেন। যারা সমাজে অনিয়ম করবে তারা সমাজ থেকে যেনো কোন সুবিধা না পায়—এমন ভয় তৈরি না করলে অপকর্ম করেই যাবে
দুর্বল শিক্ষা ব্যবস্থায় এদের একটা বড়ো অংশ বামন-বুদ্ধির হয়ে উঠেছে। এরাই ধমার্ন্ধ হচ্ছে। নাইলে সহ-সভাপতি হচ্ছে। নাইলে দলান্ধ হচ্ছে। নেতার দাস হচ্ছে। সমাজে সমস্যা তৈরি করা ছাড়া ভালো কিছু ওরা কি করে করবে?
👌118❤35💯22🔥8
Forwarded from EduMate
বাকৃবিতে ২০২৩-২৪ সেশনের ক্লাস শুরুর সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহে।
🔥58👏5😢4💯2
আলিফ হত্যায় অভিযুক্তদের বিচারের দাবী হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের।
🔥111😱12😨11❤🔥9👌7🆒6
এই খুনিকে বিসিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। এর আগে বিসিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খুনিকে বহিস্কার না করা হলে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেয়।
🔥151🆒5💯3🏆2
শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হ'ত্যা চেষ্টা করা হয়।
😢259😱27😨18😍12😭11💔6
সারজিস আর হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগে ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ড্রাইভারকে হেফাজতে রেখেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ড্রাইভারকে হেফাজতে রেখেছেন।
🔥196😢39👏18❤9⚡3
উপরে হামলার খবর শুনে যে চোখে লাভ ওয়ালা রিয়েক্ট দিছে নিছে সেই আবার কাঁদতেছে চোখ ছোট করে।
ব্যাপারটা মজার তো🤷♂️
ব্যাপারটা মজার তো🤷♂️
👏90🫡18😨14👌6😭6🏆4
৪৭তম বিসিএসের বিজ্ঞাপন আজ বৃহস্পতিবারই প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে শেষ সময়ে এসে আরও কিছু নতুন পদ যুক্ত হচ্ছে এই বিসিএসে।
- প্রথম আলো
- প্রথম আলো
🔥62
চিন্ময় কৃষ্ণ দাস এর কোনো বক্তব্য ও কার্যক্রমে ইসকন কোনোভাবেই দায়ী নয়। - ইস্কন সাধারণ সম্পাদক।
😱76❤26😨14🆒4