News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
NSTU 💥
🔥197❤‍🔥22👏85💔2💯1
ছবির ১ম জন দীপ্ত দে, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন।

ছবির ২য় জন, চিন্ময় কৃষ্ণ দাশ ওরফে প্রভু যে দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রে লিপ্ত, ভারতীয় চর!!

আপনি কার পক্ষে নেবেন? মতামত আপনার

বি:দ্র: সবার জ্ঞাতার্থে বলে রাখা ছবির দুইজনই হিন্দু (সনাতনী)
16747🫡16🆒8💯3💔3
৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত।
https://drive.google.com/file/d/1EyzhAZBGGEYbXA2RSB80CrRPTogl3nTw/view?usp=drivesdk
🔥26❤‍🔥5🤝2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ও বাজি!

এত চিটাগং নিয়ে ছিল,চিটাগং এর ফু*ন্মারা খেয়ে এখন নোয়াখালী কুমিল্লাও চায়,ভাগ্যিস ব্রাহ্মনবাড়িয়া চায় নাই 🤡
🤩147🫡18🆒8😱7😨7👏5
247🕊20❤‍🔥11👏4
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
👏35💔9😱3
ভারতে বাংলাদেশর জাতীয় পতাকা পুড়ানো এবং কলকাতায় ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
🔥217👏13💯8💔4🤗4😢3
Media is too big
VIEW IN TELEGRAM
উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ভিডিও : মুনতাসির আবেদীন
❤‍🔥10114😨10😍8👏6🫡4
রাত ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা!
😢86🆒20👌7
দেশের নৌবহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরেকটি যুদ্ধ জাহাজ। ‘বানৌজা বিশখালী’ নামের যু'দ্ধ'জা'হা'জ'টি তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড ।
😍114🫡2721❤‍🔥18🆒9👏2
'বিসিএসে ভাইভায় নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে পিএসসি'

আবেদন ফি কমিয়ে ৩৫০ টাকা রাখার প্রস্তাব।
❤‍🔥100👌9😍4👏3💯3
🔥352👏28❤‍🔥15👌7💯4🥰2
🔥261❤‍🔥22👏4🕊321
👏260❤‍🔥74🫡37🔥11😭8💘5
❤‍🔥18140
😢229😱28😨153👌21
জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫ এ কোয়ালিফাই করেছে বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ২১ হকি দল
81🔥43🎉8🏆4
ভারত দুঃখ প্রকাশ করার পরেও ভারতীয় হাইকমিশনকে তলব করা সরকারের একটা বোল্ড মুভ।

এইটা এড়ানোর জন্য ভারত তড়িঘড়ি করে ৭ জনকে গ্রেফতার করেছে। ৩ জন পুলিশ অফিসারকে বরখাস্ত করেছে।

বাট আজকেও উপদেষ্টা সাখাওয়াত হোসেন বেশ হুমকির সুরেই কথা বলেছেন। বলেছেন, আমাদের অন্য ছোট দেশের মতো মনে করলে ভুল করবেন।

আসিফ মাহমুদ কালকেই ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি নিজের দেশে কূটনৈতিকদের নিরাপত্তা দিতে পা পারেন, তাহলে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীর সহায়তা নিতে পারেন।

এইটা ছিলো সবার সামনে ভারতকে রীতিমত অপমান করা।

আর আজকে তো হাই কমিশনারকেই তলব করা হলো।

ওদিকে ভারতের কংগ্রেসের কিছু নেতাদের অবস্থান মেইবি পাল্টাতে শুরু করেছে। কংগ্রেসের শশী থারুর বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের এতো কথা বলা উচিত না। মমতাকে খোঁচা মেরে বলেছেন, মমতা মেইবি জানেই না, শান্তি রক্ষী বাহিনী কী কাজে ব্যবহার করা হয়।

ভারতের দিক থেকে সাময়িক পিছু হটার লক্ষণ স্পষ্ট হচ্ছে।

বাট বাংলাদেশ সরকার আরো একটা বোল্ড মুভ নিতে যাইতেসে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিবেন। এই জাতীয় ঐক্য হবে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য।

ছাত্রনেতা, সকল রাজনৈতিক দল সাথে সকল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে সবার সহযোগিতা চাওয়া হবে।

বাংলাদেশের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এই প্রথমবারের মতো জাতীয় ঐক্য হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা এই ঐক্যকে সুদৃঢ় করুন।

ভারত আমাদের উপর চড়াও হয়েছিলো আমাদের দুর্বল করার জন্য।

অথচ এই মুহূর্তে গোটা বাংলাদেশ আবারও ভারতের বিরুদ্ধে এক হয়ে গেছে। অভ্যন্তরীণ কাবজাব আবারও নাই হয়ে গেছে।

এই যে ভালো সময়ে একে অন্যের সাথে কাবজাব করা আর কোন বিপদ আসলে সবাই লাঠি হাতে শত্রুকে মারার জন্য তৈরি হয়ে যাওয়া,এটাই প্রমাণ করে, জাতি হিসেবে আমরা দিন দিন ম্যাচিউর হয়ে উঠছি। এইটুকু যতদিন আমরা করতে পারবো, ততদিন আমাদের দেশের গায়ে কেউ একটা টোকাও দিতে পারবে না ইনশাআল্লাহ।

এতোদিন ভারতের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি ওয়েতেই চেষ্টা করা হয়েছে। বাট ওরা সবসময়ই শক্তের ভক্ত, নরমের যম। অনেক বন্ধু বন্ধু খেলা হয়েছে। এবার আমাদের যম হয়ে উঠার সময় এসেছে।

ইনকিলাব জিন্দাবাদ।
🔥258❤‍🔥18👌85🆒2🕊1