News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Forwarded from Biology Phobia।Exam Mate (Tahmim)
মেডিকেল; একটা আবেগ,একটা স্বপ্ন।

একটা জিনিস কি কখনো ভেবেছো,আমরাতো সবাই জানি মেডিকেলের জন্য কি কি পড়া লাগে,কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে,তাই না?

তাহলে কেন আমরা সবাই জেনেও পারিনা!

যেখানে ০.২৫ এর জন্য তুমি এগিয়ে যেতে পারো কম করে হলেও ৫০+ জনের সামনে,সেখানে বুঝতে পারছো ১টা নাম্বার কতটা Important !

আর এই সবকিছু জেনেও আমরা খারাপ করার কারন কি?

কেউ বলবে Exam hall pressure, কেউ বলবে Luck, কেউ আরে নানা ধরনের কারণ বলবে।

কিন্তুু আসল কারনটা কি জানো?

ঠিক যেই যেই জায়গা থেকে প্রশ্ন আসে,সেগুলোকে আমরা কম গুরুত্ব দিয়ে আশেপাশের সবকিছুকে বেশি গুরুত্ব দেই। এবং কিছু Strategy আমরা কখনো জানতেই পারি না।

আমার কথা হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না,তাই না?!
আচ্ছা 1st & 2nd timer যারা আছো তারা বলোতো, বিগত মেডিকেল প্রশ্ন দেখলে মনে হয় না,
"এগুলো ও আসে?! এসব প্রশ্নে কেনো মানুষ এতো ভুল করে?! "

আর তাই তোমাদের এই সমস্যাকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে আমাদের এই পেইড ব্যাচ।

যেখানে পোল, কুইজ,ওয়েবসাইট exam-এ তুমি পাবে এমন প্রশ্ন যেগুলো আসার মতো,যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসাটাই স্বাভাবিক।

আর আমাদের সাথে যারা আগেও যুক্ত ছিলে তাদেরকে তো আর খুলে বলতে হবে না বিষয়টা।
তারা নিশ্চয়ই জানো আমাদের পেইড ব্যাচের বৈশিষ্ট্য।

সর্বোপরি, তোমাদের পরীক্ষায় আটকানোর মতো প্রশ্ন দিয়ে নিজেদের জাহির না করে,যদি আমাদের করা প্রশ্নগুলো দেখে তোমরা তোমাদের আত্মবিশ্বাসকে সর্বদা বজায় রেখে চলতে পারো,সেটাই হবে আমাদের স্বার্থকতা।



বিস্তারিতঃ https://news.1rj.ru/str/ConfusingQuestions4/11152


♻️ আমাদের উপর বিশ্বাস রেখেই এখন পর্যন্ত ২৭ জন ভর্তি হয়ে গেছে 😊
🥰128😢3🔥2🤩1
🥰3217
Congratulations

Suraiya Rahman Bably!

বাংলাদেশের প্রথম এবং একমাত্র অন্ধ নারী যিনি Ph.D সম্পন্ন করেছেন University of Illinois Chicago থেকে ৷
🥰5722🔥14👏8🎉4
📌Must Read Post

🎉Secret Of success."The early bird gets the first worm, but the wisest bird gets the fastest one." কি বুঝতে পারলে? শুধুমাত্র মেধাবী কিংবা কঠোর পরিশ্রমী হলেই হবে না। ভর্তিযুদ্ধে সেই এগিয়ে থাকবে যে কঠোর পরিশ্রম এবং  স্মার্ট পথ অনুসরণ করে নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখবে।




মেডিকেলে বিগত  দুই বছর ধরে বইয়ের অনুশীলনীর প্রশ্ন‌ থেকে অর্ধ শতাধিক প্রশ্ন common আসছে।
এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো আমরা সকলেই জানি!!!

এরপর কি হবে?

সকলেই খুব গুরুত্ব দিয়ে অনুশীলনীর প্রশ্ন আয়ত্ত্বে রাখবে।

তাহলে আসল প্রতিযোগিতা?


Strategy of Medical Question
Text book mcq(40-50%)
Basic(30-40%)
Hard Question (20%)


সম্পূর্ণ এডমিশনে আমরা এই 20% এর পিছনে অন্ধের মতো ছুটে যাই। যার ফলে অত‍্যাধিক পরিশ্রম করার পরেও অনাকাঙ্খিত ফলাফলের ফলে এতদিনের লালিত স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়।
মনে রেখো কঠিন প্রশ্ন পারা তোমাকে মেরিটে এগিয়ে রাখবে তবে সহজ প্রশ্ন না পারাটা তোমাকে চান্স পাওয়া থেকে পিছিয়ে রাখবে।

তাহলে ভাইয়া কিভাবে পড়বো আমরা?😃

Step 1: তোমার Basic Strong করতে হবে। তার জন‍্য অধিক অনুশীলনের বিকল্প নেই।
Step 2: গুরুত্বপূর্ণ টপিকগুলো এমনভাবে আয়ত্ত্বে রাখতে হবে যেনো তা তোমার কন্ঠস্থ থাকে।
Step 3: শেষ সময়ে বহু কোচিং,গ্রুপ, ভাইয়া আপুরা তোমাদেরকে Extra info পড়তে বলবেন। কোনো প্রয়োজন নেই। যা পড়ে এসেছো শুধুমাত্র পাঠ‍্যবইয়ের Bold line গুলো Recap করবে +Text Book mcq +Text book mcq related topic অনুশীলন করবে।



সেজন্য আমাদের Paid Batch MediMate 1.0 🩺 তে সমগ্র প্রোগ্রামটা এভাবেই সাজানো হয়েছে। যেখানে  Main Focus থাকবে Basic Question ও অনুশীলনীর প্রশ্নের Topic এর উপর।
যেখানে Topic গুলো এমনভাবে আয়ত্ত করা হবে যেনো তোমরা সেখান থেকে অনুরূপ সকল  Question Solve করতে পারো।

So warriors Get ready For a new journey 🔥
18🔥3
মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান রাখা না রাখার বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আমরা যে সভা করেছি কিংবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে সভা করেছে সেখানে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকবে না এমন কোনো আলোচনা হয়নি। তাহলে এটি বাদ দেওয়ার প্রসঙ্গ আসলো কোথা থেকে। 🧿ফেসবুকের বিভিন্ন গ্রুপে যে বিষয়টি ছড়ানো হয়েছে সেটি গুজব
54😢3🔥2👏2🤔2🤯2🥰1
In Switzerland, the salary of a school teacher starts at $33,000 (3,421,811.38 BDT) per year.

Offtopic⁉️
🤯36🔥85
💠💠💠
72🥰3😢3🔥1👏1🎉1
📔Facilities of Medi-Mate 1.0:

1.বিভিন্ন স্যারের অনুশীলনীর প্রশ্নের Exam গুলোতে যতবার ইচ্ছা ততবার Participate করতে পারবে এরকম System করে দেওয়া হবে।


2.Medi-Mate 1.0 এর Daily Exam হবে Website এর মাধ্যমে যেখানে Merit List ও Exam এর PDF (With Explanations ) Publish করা হবে।



3.মেডিকেল Exam এর আগে একটি Channel Create করা হবে যেখানে শুধুমাত্র Important Questions গুলো থাকবে যা Revision এর জন্য দারুন সহায়ক হবে।



4.Notes এর জন্য Exam Mate অনেক ভালো Platform সুতরাং এখানে অনেক Premium Notes Provide করা হবে।


5.শেষ মুহূর্তের প্রস্তুতি সহায়ক সাজেশন এবং নোট provide করা হবে।


6.24/7 Doubt solving এবং Guideline session থাকবে। মোটকথা তোমাদের সার্বক্ষণিক সেবায় আমাদের টিম মেম্বাররা প্রস্তুত থাকবেন।


Enroll Process:https://news.1rj.ru/str/Paid_Courses_Exammate/23
4
২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ মার্চ নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের...

Admission Informer
😢47🥰21🤯97🔥7🤩4🤔3🎉2
গুচ্ছের নতুন সিস্টেম সম্পর্কে কিছু বিষয় ক্লিয়ার করি

১. প্রথমত ভার্সিটি মাইগ্রেশন বন্ধের বিষয়টি অবশ্যই ৭ম মেরিট পর্যন্ত যারা প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে তাদের জন্য প্রযোজ্য।

২. দ্বিতীয়ত, যারা ৭ম মেরিট পর্যন্ত কোথাও পাবে না তাদের জন্য ভার্সিটি মাইগ্রেশন বন্ধের বিষয়টি প্রযোজ্য না। তবে ৭ম মেরিট পরবর্তী কোনো মেরিটে যদি এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে আসে তবে তাকে অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে।

৩. ৭ম মেরিট পর্যন্ত যারা যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে তাদের সেই নিশ্চায়নকৃত বিশ্ববিদ্যালয়ে সাব্জেক্ট মাইগ্রেশন চলমান থাকবে।

৪. ৭ম মেরিটের পর যে সিস্টেম আসছে তা মূলত চূড়ান্ত ভর্তির ধাপের পূর্ব প্রক্রিয়া। এক্ষেত্রে চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে যেমন একটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত করতে হত সেরকমই অনেকটা এমন। এক্ষেত্রে সাব্জেক্ট মাইগ্রেশন চলবে।

এটা হবারই ছিল। মূলত এখন এক রাস্তায় আনতেছে সবকিছুকে এটুকুই।

ধন্যবাদ ❤️
Admission Informer
24😢10🤔1
Forwarded from PDF Zone
📌Attention : আর মাত্র 2 দিন পর অর্থাৎ 22 তারিখে Medi-Mate 1.0 এর কার্যক্রম শুরু করা হবে।


ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব‍্য তারিখ প্রকাশিত হয়েছে । বিগত বছরগুলোতে শুধুমাত্র বাসায় নিজে পড়ে এবং Exam Mate এর সাহায্য নিয়ে চান্সপ্রাপ্ত  শিক্ষার্থীর সংখ্যা নেহাতই কম নয়। আমাদের Medi-Mate এর Master plan ,Strategy দেখলেই বুঝতে পারবে এটা কেনো Best Exam Batch হতে চলেছে!
সুতরাং তোমার ও যদি থাকে  পরিশ্রম করার দৃঢ় মানসিকতা এবং  পরীক্ষায় ভালো করার সদিচ্ছা তাহলে তুমিও যোগ দিতে পারো সাদা অ‍্যাপ্রোনের👨‍⚕️ স্বপ্নপূরণ ব‍্যাচ MediMate 1.0  তে।


MediMate1.0 Batch Enroll process
🔥1
মঙ্গলবার সকালে অধ্যাপক নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এমনিতেই লেন্থি (দীর্ঘ) হয়ে গেছে। আমরা আর সময় নিতে চাইনি বলেই সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম। ভর্তি কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করে ক্লাস শুরুর পরিকল্পনা ছিলো আমাদের। এখন যেহেতু ভর্তিচ্ছুরা নিজেরাই চাচ্ছে; তাদের বৃহত্তর স্বার্থের বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে আগামী দুএকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো।


অধ্যাপক নাছিম আখতার- ভর্তিচ্ছুদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি সভা আহ্বান করেছি। ভর্তি কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে তাদের উদ্বেগের বিষয়টি জানানো হবে। আমরা ভর্তিচ্ছুদের আশ্বস্ত করছি, ভর্তি কমিটির সমন্বিত সভায় নতুন সিদ্ধান্ত নেয়া হবে। যেসব ভর্তিচ্ছু ৬ষ্ঠ মেধাতালিকায় স্থান পেয়েছেন, তাদের ভর্তি কার্যক্রম আপাতত সম্পন্ন করতে হবে।
😢116🤔5
Forwarded from PDF Zone
Record Enroll 🔥

❇️21/ 12/ 2022


শুধুমাত্র এই একদিনেই Medi-Mate 1.0 তে  ৮০+ Students Enroll করেছে ।

MediMate1.0 Batch Enroll process
👏53🔥3
GST


এখন যেহেতু সিদ্ধান্ত পরিবর্তন করবে না তাই আবেগ দিয়ে না ভেবে বিবেগ দিয়ে ভাবতে হবে। এখন যেদিকে সাবজেক্ট আসবে সেদিকে ভর্তি হয়ে যাইয়েন। কারণ এটাই আপনাদের মেইন ভর্তি। অনেকে টেনশনে আছেন যে সাবজেক্ট মাইগ্রেশান হবে কি না? আসলে এখনো সিট খালি বুঝা যাচ্ছে কারণ সিট খালি দেখে এই ডিসিশান নিছে।ওরা জানুয়ারি ক্লাস শুরু করবে আবার ২০২২ এর এক্সাম ও নিতে হবে, আপনাদের ও ২nd ইয়ারে উঠাতে হবে তাই সব বিবেচনা করে আপনারা যাতে সেশনজটে না পড়েন তাই এই ডিসিশান নিছে।এতে অসুবিধা ও আছে অনেকে দূরে পড়তে চাইবেন না।এখন অনেকে আন্দোলন করবেন এই আন্দোলন করে লাভ নাই। আপনারা জোরাজোরি করলে ওরা সিট খালি রেখে ক্লাস শুরু করবে। অবশেষে আপনারা আর কিছু করতে পারবেন না।গত বছর ও অনেক সিট খালি ছিল। তাই তারা এবার চাচ্ছে সিট পূরণ হোক। এখন আপনারা ভাবেন আপনারা কি সিট খালি রেখে ভর্তি হবেন নাকি সিট পূরণ করতে চান।একটা সিট এর সাথে অনেকের স্বপ্ন জরিয়ে আছে।আপনারা যারা ভাবতাছেন ৪ মেরিটে সবাই নিজের পছন্দ মতো সাবজেক্ট পাইছে তারাও সেকেন্ড টাইম দিবে অনেকে।কারণ চাহিদার শেষ নাই।এবারও অনেকে চবি,রাবি, জবি থেকে জিএসটি তে এক্সাম দিয়ে জিএসটি তে ভর্তি হয়েছে। এভাবে অনেক সিট খালি হয় ২nd ইয়ার এর কিন্তু তখন কিন্তু তখন কিছু করা যায় না। তাই এবার তারা জানুয়ারিতে ক্লাস করাবে সব সিট পূরণ করে। এদের মধ্যে অনেকে আবার সেকেন্ড টাইম দিবে।আর সবাই মোটামুটি পাবলিকিয়ান হবে পারবে। আপনারা ভার্সিটির টেনশন করছেন অনেকে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। আসলে এই সাবজেক্ট, ভার্সিটি কিছু না মেইন হচ্ছে চাকরি। এদেশে শিক্ষিত বেকার অনেক আছে তাদের মধ্যে বেশিরভাগ পাবলিকিয়ান।প্রতি বছর ভালো ভালো শিক্ষার্থী আত্মহত্যা করে কারণ মানসিক চাপ। তারা কিন্তু ভালো সাবজেক্টে পড়তো কিন্তু চাকরিটা মেইন। তাই এখন যে ডিসিশান নিছে মেনে নিয়ে ভর্তি হয়ে চাকরির জন্য প্রস্তুতি নেন।ভালো ভার্সিটি আপনাকে ভাত দিবে না। চাকরি করতে না পারলে তখন পাবলিকিয়ান এর ট্যাগ কেউ দেখবে না।তাই সবার জন্য শুভ কামনা। নিজের ভালোটা বুঝতে শিখুন আর বেকার যাতে না থাকতে হয় সেটা ভাবুন।


#CollectedFromASenior
61😢16🔥4👏4🤯2
NSTU 8TH MERIT LIST UPDATE A UNIT (Subject-wise last position):

Pharmacy: 276 (Seat filled up)
CSTE: 419 (Seat filled up)
SWE: 1023 (Seat filled up)
EEE: 1235 (Seat filled up)
ACCE: 1380 (Seat filled up)
BGE: 1589 (Seat filled up)
Microbiology: 1712 (Seat filled up)
ICE: 1720 (Seat filled up)
BMB: 1733 (Seat filled up)
Agriculture: 2162 (Seat filled up)

FIMS: 2749 (migrated)
FTNS: 2753 (migrated)
Applied Math: 2955 (migrated)
LAW: 3032 (migrated)
Statistics: 3587 (migrated)
ESDM: 3698 (migrated)
Zoology: 3754 (migrated)
Oceanography: 3897 (migrated)
English: 4032 (migrated)
Business Administration: 4443 (migrated)

Economics: 4564 (got seat from the new merit)
BLWS: 4799 (got seat from the new merit)
Educational Administration: 4863 (got seat from the new merit)
MIS: 4828 (got seat from the new merit)
Bangla: 4875 (got seat from the new merit)
THM: 4969 (got seat from the new merit)
Sociology: 4964 (got seat from the new merit)
Social Work: 5062 (got seat from the new merit)
ISLM: 5139 (got seat from the new merit)
EDU: 5135 (got seat from the new merit)

সিট তো প্রায় ফিল আপ
খুব বেশি মাইগ্রেশান আর হবে নাহ
তাও আশা রাখো
😢211
গুচ্ছ কমিটি থেকে কোনো সিদ্ধান্ত না আসলে যথারীতি ৮ম মেরিটের কার্যক্রম চলমান থাকবে৷
আগামীকালের মাঝে গুচ্ছ কমিটির পক্ষ থেকে নির্দেশনা আসতে পারে(স্থগিত হওয়ার বিষয়ে)।

__এডমিন পোস্ট(জাককানইবি)
👏13🤯5😢3
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮ম মেরিটের রেজাল্ট ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়া হয়েছে৷
দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রথমে স্থগিত করার কথা জানানো হলেও পরবর্তীতে জানানো হয় সাময়িক সময়ের জন্য সরিয়ে নেয়া হয়েছে৷
যদি জিএসটি নির্দেশনা দেয় তবেই আপলোড হবে নতুবা এভাবেই থাকবে।
আগামীকাল প্রয়োজনীয় নির্দেশনা আসতে পারেও বলে জানানো হয়েছে৷
😢1611
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোন মেরিট কবে হবে তা গুচ্ছের ওয়েবসাইটে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।

গুচ্ছের সপ্তম ও অষ্টম মেরিট নতুন করে দেওয়া হবে এমন কথা শেহাবি থেকে বলেনি। এটা সম্পুর্ণ গুজব। একদল শিক্ষার্থী নামক দুষ্টচক্র এমনটি ছড়িয়েছে। যে বা যারা ছড়িয়েছে দ্রুত সব জায়গা থেকে ডিলেট করেন। নইলে যে স্যার এর নাম দিয়ে এগুলো বলা হয়েছে সেই স্যার ডিরেক্ট স্টেপ নিতে বাধ্য।

এমনকি আমার নামও ব্যবহার করা হয়েছে। আমার কোনো পোস্ট পড়ে বুঝতে সমস্যা হলে আমাকে নক করবেন বা কল দিবেন আমি বুঝিয়ে দিবো। তারপরও না বুঝে গুজব ছড়িয়ে চেষ্টা করবেন না। আমি নিশ্চিত হয়ে পোস্ট করি এবং কিছু সম্ভাব্য পোস্টও দিয়ে থাকি। কখনো মিথ্যে বা ভুল তথ্য দেই না। যারা আমাকে শুরু থেকেই অনুসরণ করে আসছেন তারা খুব ভালো জানেন।

গুচ্ছের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে গুচ্ছ কমিটি থেকে কোনো ইনডিভিজুয়াল ইউনিভার্সিটি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। 

গুজব ছড়ানো বন্ধ করুন।
© Sujan Chandra Das
19🤯2😢1
ব্রেকিং নিউজ


মাইগ্রেশন নিয়ে সভা ডেকেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। আজ রাত ৮টায় এই সভা অনুষ্ঠিত হবে।
🔥5👏2
একদিকে মিটিং,একদিকে Court অন্যদিকে BSMRSTU তাদের অরিয়েন্টেশন ক্লাস এর তারিখ ঘোষণা দিল 🙂
😢9🤔2