News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হবে। এদিন বেলা ১২টা ১মিনিট হতে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবার রাবির চূড়ান্ত আবেদন নেওয়া হবে চার ধাপে।
63😱11🔥3
🔥9312😨21👌1
BUP এর ফলাফল প্রকাশিত।
💔30🆒7😍4👏1🤩1😨1🤗1
এবার H ইউনিট থাকছে না। সাইন্স এর A ও D ইউনিটে পরীক্ষা হবে।

আবেদন ফি কমছে।

এক বিভাগে সর্বোচ্চ চারজন পোষ্য কোটায় ভর্তি করা যাবে।
👌56😢1210👏7
শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগে ১৯, সমাজকর্ম বিভাগে ১৩, বাংলা বিভাগে ৯, সমুদ্র বিজ্ঞান বিভাগে ৬, শিক্ষা প্রশাসন বিভাগে ৫, আইএসএলএম বিভাগে ৪, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪, ফিমস বিভাগে ৩, সমাজ বিজ্ঞান বিভাগে ৩, অর্থনীতি বিভাগে ৩, পরিসংখ্যান বিভাগে ২, এফটিএনএস বিভাগে ২, ইংরেজি বিভাগে ২, ব্যবসায় প্রশাসন বিভাগে ২, পদার্থ বিজ্ঞান বিভাগে ২, বিএমবি বিভাগে ১, ইএসডিএম বিভাগে ১, কৃষি বিভাগে ১, প্রাণিবিদ্যা বিভাগে ১ এবং এমআইএস বিভাগে ১টি।
🤝23😭15🔥7💔4👏2
😢61🏆3
😢104🎉16🔥10🕊3💯3🏆2🫡1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত।

প্রসপেক্টাস আসার সম্ভাবনা রয়েছে ৩১ ডিসেম্বর।
🥰578👏6😍4
🔥246😱22😨8👏6🫡6💔5👌3
🔥154😱30🆒10
😢158👏59😨30😍12🤩8🏆8😱4
🔥125👏119😍6😢3👌2🆒2
২০২৫ শিক্ষাবর্ষের কারিকুলাম।
👏66🔥17💔1
😢187😭26😱12💔11❤‍🔥8😨4😍3
👏85💔29🤩3👌3
🔥1539❤‍🔥5😢3🤩2🫡1
🔥3312119👏10😍3🫡2
আলাদা পরীক্ষা নিবে কুবি।
🫡67😨24😢23😭13🆒11👌2🤗1
বেড়ে গেছে সড়ক দূর্ঘটনা! নিরাপত্তার জন্য সকল দুনিয়াবি মাধ্যম গ্রহণের পাশাপাশি এই সুন্নাহ আমলটি করতে পারেন।

নিজে শিখুন। সন্তান, ছাত্রছাত্রী সহ সবাইকে শিখান।
দরজায় স্টিকার কিংবা কাগজে লিখেও রাখতে পারেন।

একটি দুয়া আছে এমন, যিনি ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়:

তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়।

দুয়াটি হলো :
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
বিসমিল্লাহি, তাওয়াককালতু আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থ: আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

(সুনান তিরমিযী: ৩৪২৬)

মাওলানা আবদুল্লাহ আল মনসুর
137🔥784🥰4❤‍🔥3👏2💯1