News Zone
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ১৭ ব্যাচের Mohammod Omar Faruk রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আইসিইউতে জীবন মরনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে। ফার্মেসির ওমর ফারুকের কথা গত ৬ মাসে আপনাদের সবার কাছেই পৌঁছে গেছে আশা করি। তার বর্তমান শারীরিক অবস্থা…
রেক্টাল ক্যানসারে আক্রান্ত ফার্মেসী-১৭ ব্যাচের উমর ফারুক ভাইকে আল্লাহ নিয়ে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
😢330💔30😭15
Forwarded from PDF Zone
🔥9
শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগে ১৯, সমাজকর্ম বিভাগে ১৩, বাংলা বিভাগে ৯, সমুদ্র বিজ্ঞান বিভাগে ৬, শিক্ষা প্রশাসন বিভাগে ৫, আইএসএলএম বিভাগে ৪, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪, ফিমস বিভাগে ৩, সমাজ বিজ্ঞান বিভাগে ৩, অর্থনীতি বিভাগে ৩, পরিসংখ্যান বিভাগে ২, এফটিএনএস বিভাগে ২, ইংরেজি বিভাগে ২, ব্যবসায় প্রশাসন বিভাগে ২, পদার্থ বিজ্ঞান বিভাগে ২, বিএমবি বিভাগে ১, ইএসডিএম বিভাগে ১, কৃষি বিভাগে ১, প্রাণিবিদ্যা বিভাগে ১ এবং এমআইএস বিভাগে ১টি।
👏31
অচলাবস্থা নিরসন না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে; প্রাথমিক আবেদনের সময় আরও বিলম্ব হবে
👌45❤15😢15