News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
On This Day


17th Ramadan, The Battle of Badr Took Place, a Day That Changed History
🔥138❤‍🔥3721🥰2😢1
Forwarded from PDF Zone
🔛Nursing বিজ্ঞপ্তি

Join Nursing Mate :
https://news.1rj.ru/str/Nusring_Preparation
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
13💔1
গুচ্ছে এবার আবেদন করেছে ২ লাখ ৩৭ হাজার ৭৮৭,যেখানে গত বছরে আবেদন ছিল ৩ লাখ ৫ হাজার+

© Admission Informer
🔥4810👏2😱2🕊1💔1🆒1
রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপেড হালকা ইউটিলিটি যানবাহন এবং অন্যান্য ছোট ও মাঝারি আকারের অস্ত্র তৈরির প্রযুক্তি।

বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় আমেরিকার সরবরাহকৃত এ ধরনের অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ব্যবহার করেছিল।
🥰10626🔥10👌4👏2😍2💔1
নো অফেন্স, আমি কনফিডেন্টের সাথে বলতেসি বাংলাদেশ ভারতের সাথে হারবে!!

এখন আবার আমারে দালাল কইতে আইসেন না।আপনিও ভালো মতো জানেন কেন হারবে,বিশেষ করে আজকে সকাল ১০টার পর আরো ভালোভাবে সিউর হইলেন।

পাকিস্তানের জেস রহমানও হামজার মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলত, পাকিস্তানের মূল একাদশে সুযোগও হয়,কিন্তু দল তাকে ইউজই করতে পারে নাই, কারন তার অর্ধেক মানেরই প্লেয়ার ছিল না দলে।

আমি কালকে পর্যন্ত অনেক আশাবাদী ছিলাম, নাহ আমাদের ফাহমিদুল আছে,যে হামজার থ্রু বল একা টান দিয়ে ভারতীয় রক্ষন ছেঁদ করে গোল দিবে,আশাবাদী বললে ভুল হবে,আমি অলমোস্ট সিউর ছিলাম ফাহমিদুল নিয়ে।

কিন্তু সিন্ডিকেট বাবাজি খেলে দিল।
যেই ফুটবলাররা পাসইই দিতে পারে না, পাস রিসিভ করতে পারেনা,তারা কতোটা তাল মিলাতে পারবে দেখব নে।

কিন্তু দলে জায়গা পায় সোহেল রানার মতো বুইড়া, ফাহিম ও ইব্রাহিমের মতো লেওড়া যে ক্রসই করতে পারে না।

হয়ত বাড়াবাড়ি মনে হবে,ফাহমিদুল রাকিবের চেয়েও বেটার লাগছে আমার। কারন রাকিব তো ক্রসই করতে পারে না।

Bring back Fahmedul
Boycott syndicate,Save Football🇧🇩
🔥60😢28💯65😨3👌2💔1
Forwarded from PDF Zone
🔛এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২,৩৭,৭৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে—

🥇বিজ্ঞান শাখায় ('এ' ইউনিট) আবেদনকারীর সংখ্যা ১,৪২,৬৮৮ জন।

🥈মানবিক শাখায় ('বি' ইউনিট) আবেদন করেছে ৭২,০৪৫ জন।

🥉বাণিজ্য শাখায় ('সি' ইউনিট) আবেদনকারীর সংখ্যা ২৩,০৫৪ জন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤‍🔥21🆒4
😢129😭27
🫡55🆒9🔥4👌4🥰2🤩2🏆1
Finally!!!!
🔥12811👏6🆒6😍5👌2🕊2
এসএসসি ২৫ এর পরীক্ষার নতুন রুটিন, পেছালো গণিত পরীক্ষা
👏18🆒3
😱45😍7😢5💔1🆒1
খেলা জমে ক্ষীর!

বাংলাদেশ এবার সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞার সময় ভারতের সঙ্গে মিলিয়ে নিয়েছে। এতদিন বাংলাদেশে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকত, অন্যদিকে ভারতে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

ফলে, যখন বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞার কারণে সাগরে নামতে পারতেন না, তখন ভারতীয় জেলেরা প্রায় ৩৯ দিন বাংলাদেশের জলসীমায় ঢুকে নির্বিঘ্নে মাছ আহরণ করত। এতে ইলিশের মৌসুমের বড় একটা অংশ ভারতীয়দের দখলে চলে যেত, অথচ বাংলাদেশি জেলেরা একই সময়ে সাগরে নামতে পারতেন না।

এবার মৎস্য অধিদপ্তর ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যা দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সিদ্ধান্ত প্রতিবেশীদের স্বার্থে আঘাত করেছে বলেই হয়তো তারা নড়েচড়ে বসেছে। কারণ এতদিন এমন কৌশলী সিদ্ধান্ত কেউ নিতে পারেনি। and Once again
Dr Yunus
The great Yunus
193🔥34💯7👏4😍21🆒1
😢63👏216😨6👌1
News Zone
Photo
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক রেশিও আনার চেষ্টা করবে প্রতিটা বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক রেশিও হলো ৪০:১ অর্থাৎ প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কলা, সামাজিক বিজ্ঞান অনুষদের কার্যক্রম সীমিত করবে
🔥9612😱10😢8🥰2👌2
🔥27❤‍🔥4😨2👌1
👏86😍14🕊7👌3🫡3🆒2
😢157😨32😭10👏8👌5🔥3🫡1
🔥94👌8💯5😭3