News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
গুচ্ছ ২৪-২৫ সলভ।

উদ্ভাস
👌17❤‍🔥4
Forwarded from PDF Zone
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ মে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা আগের তারিখ অনুযায়ী ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
💯15🫡4🤩3🔥2💔21😭1
😭4😢2
ধেয়ে আসছে বৃষ্টিবলয় "ঝংকার"!!
এটি একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টিবলয়। যা শুরু হতে পারে ১২/১৩ মে এবং চলতে পারে ২০ মে পর্যন্ত। বেশি সক্রিয় থাকতে পারে ১৫ থেকে ১৯ শে মে পর্যন্ত।

©BWOT
😢70🥰21😱106🤩6🤝2👌1
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিট লিস্ট ৪টি ইউনিটে যতদূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছেঃ

➡️ ইউনিট-১ (A)
শিফট-০১: বিজ্ঞান - (৩৩১ থেকে ৫১৫)
শিফট -০২: বিজ্ঞান -(৩৩০-৫০০)
শিফট-০৩: বিজ্ঞান-(৩৭২ থেকে ৫৮৫)

➡️ইউনিট-২ (B)
★মানবিক - ৩৩৯
★বিজ্ঞান - ৯১
★কমার্স - ৪৩

মানবিক - ৩৫৪
বিজ্ঞান - ৯৬
কমার্স - ৪৩

মানবিক - ২৯৯
বিজ্ঞান -৫৭
কমার্স - ৪০

ইউনিট -২ (C)

🔰শিফট-০১:
মানবিক -৩৪১
বিজ্ঞান -
কমার্স-

🔰শিফট-০৩:
মানবিক -২৪
বিজ্ঞান -৬১
কমার্স-২৯৫

➡️ইউনিট -২ (D)

🔰শিফট-০১:
মানবিক - ৩৪১
বিজ্ঞান -১১৮
কমার্স- ৪৮

🔰শিফট-০৩:
মানবিক - ৩৬২
বিজ্ঞান -১১৩
কমার্স - ৫৩


©
2
Finally!!
🔥87💔6😇5❤‍🔥43
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে
😢38😭15🔥116😨5❤‍🔥3🥰3
আগামীকাল (মঙ্গলবার) বিকাল ৩টার পর উপাচার্যদের সঙ্গে মিটিং শেষে GST-A Unit ফলাফল ঘোষণা করা যাবে।
-মাভাবিপ্রবি ভিসি
❤‍🔥39😭18😢5🔥4👏42🤩2
ব্রেকিং

GST গুচ্ছের A ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৪৫.৭৪%
😢3912❤‍🔥5😱3👌3🆒2😍1
Forwarded from Exam Mate Official
University এর সিনিয়র ভাইয়ের Help লাগবে ?

সেই ব্যবস্থাও করেছে Exam Mate

Join University Helpline Group :

https://news.1rj.ru/str/+oGf59t5jdfIxM2Zl
🔥14❤‍🔥3
Forwarded from PDF Zone
NSTU এর কাটমার্ক ২০২৩-২৪

তখন ২২ টি University ছিলো ।

তাই এবার পজিশন কমে আসবে ।
😢11❤‍🔥2
Forwarded from Nursing Mate
ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান।

© অসপেক্ট সিরিজ
👌12
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত
30
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দাবি মেনে নিয়েছে সরকার ‌।
🔥636👏3❤‍🔥2
৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে,

১. বুয়েট হতে ৬৬ জন

২. চুয়েট হতে ৭ জন

৩. কুয়েট হতে ২০ জন

৪. রুয়েট হতে ১২ জন

৫. সাস্ট হতে ১৩ জন

৬. মেডিক্যাল হতে ১২ জন

৭. ঢাবি হতে ৭৪ জন

৮. চবি হতে ৮ জন

৯. কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৬ জন

১০. জাহাঙ্গীরনগর হতে ৮ জন

১১. জগন্নাথ হতে ৪ জন

১২. বুটেক্স হতে ৪ জন

১৩. এমআইএসটি হতে ৪ জন

১৪. জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ২ জন

সুপারিশপ্রাপ্ত হয়েছেন (প্রায়)

তথ্যসূত্র: আহমেদ জাফর, ৪৩তম বিসিএস (প্রশাসন)
98🔥14😱5😢5👏4
আমিরাতের কফিলদের কাছে বিনীত অনুরোধ, বাংলার দামড়াগুলোকে আপনারা সান্ডা ধরার কাজে নিয়োগ দিন
👌59🤩15🫡7💯4🏆4🤝1🆒1
ফাইনালি স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এগিয়ে যাবে বাংলাদেশ।
105🫡16😭12🔥7😱4🏆3💯1
Australia, USA, Germany, France, UK - এই প্রত্যেকটা দেশে প্রতি বছরে এখন Software Engineer দের ডিমান্ড কমছে।

এমেরিকায় গত ৫ বছরে এখন সবচেয়ে কম সংখ্যক জব এভেইলেবল এই ইন্ডাস্ট্রি তে। অন এভারেজ ৮% করে কমছে মেজর মার্কেট গুলা তে প্রতি বছর।

সেলসফোর্স বলেছে ওরা সফটওয়ার ইঞ্জিনিয়ার বা কোডার আর বাড়াবে না কারণ এ আই দিয়ে ৩০% প্রোডাক্টিভিটি বেড়েছে অলরেডি। এখন থেকে ইঞ্জিনিয়ার হেড কাউন্ট ফ্ল্যাট থাকবে।

প্রায় সব বড় কোম্পানি গুলো সেম এপ্রোচে আছে।

যখন এ আই শুরুর দিকে ছিল - সবাই ভেবেছিল শুরুর দিকে অটোমেশন এর কারণে ফ্যাক্টরি বা ঐ ধরণের জায়গায় লে অফ বেশি হবে।

তা হয় নি।

অন্যদিকে ক্রিয়েটিভ রাইটিং, কোডিং, ডিজাইন - এগুলো সব মারাত্বক ভাবে এফেক্টেড।
😱55😢33👌10🔥7🫡31