News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
চট্টগ্রাম কালুরঘাট সেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাইভেটকার, সিএনজি, পিকআপ দুমড়ে মুচড়ে গিয়েছে।

বহু হতাহতের আশঙ্কা!!
😭69😢20💔6😁2🆒1
❝ তাকবিরে তাশরিক ❞

৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

[ফতোয়ায়ে শামী ২/১৭৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে আলমগীরী ১/৩৭০ পৃষ্ঠা]

ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের— সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

[দুররে মুখতার : ২/১৮০]

ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন— কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবে।

[শামি : ৬/১৭৯]

তাকবিরে তাশরিকের আমল যেভাবে চালু হয়েছে:-

প্রখ্যাত হাদিসবিশারদ ও বুখারি শরিফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) বলেন—

যখন হজরত ইবরাহিম (আ.) স্বীয় পুত্র ইসমাঈল (আ.)-কে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখলেন, এদিকে আল্লাহর নির্দেশে হজরত জিবরাঈল (আ.) আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করছিলেন।কিন্তু জিবরাঈল (আ.)-এর আশঙ্কা ছিল, তিনি দুনিয়াতে পৌঁছার আগেই ইবরাহিম (আ.) জবাইপর্ব সমাপ্ত করে বসবেন। ফলে তিনি আসমান থেকে উঁচু আওয়াজে বলে উঠলেন : ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার।’

ইবরাহিম (আ.) আওয়াজ শুনে আসমানের দিকে নজর ফেরাতেই দেখতে পেলেন জিবরাঈল (আ.) একটি দুম্বা নিয়ে আগমন করছেন। ফলে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।’ পিতার কণ্ঠে এই কালিমা শুনতেই ইসমাঈল (আ.) উচ্চারণ করলেন : ‘আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’

একজন ফেরেশতা আর দুজন প্রিয় নবীর এ বাক্যমালা আল্লাহর খুব পছন্দ হয়। তাই কিয়ামত পর্যন্ত এই বাক্যমালা আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন।

[ফাতাওয়ায়ে শামি : ২/১৭৮, ইনায়া শরহুল হিদায়া : ১/৪৬৪]
64❤‍🔥6🥰42💘2
66🥰4❤‍🔥3💘2😍1
শুধু এই ঈদেই নয়, গত ১৭ বছরের কোনো ঈদই পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেননি শাহ আলম। সন্তানরা অভিমান করে থাকে তার সঙ্গে।
😢150😭20🫡113💔3❤‍🔥2🤝2
২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার
😱53💔41👌1510😢9😭4😍1
71❤‍🔥5🥰1
রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ জুন ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শনিবার আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা উদযাপন করা হয়। এদিন সকাল ৭:৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর এফ. নজরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণও অংশ নেন।

©️
🔥6011😍3
শুভকামনা বাংলাদেশ🇧🇩
❤‍🔥423😁1😢1💔1
গোল 🎉🎊
🔥306😁6😍2💔2
ব্রেকিং নিউজ

২৬ তারিখের পরীক্ষার জন্য করোনা স্থগিত।


যাও সবাই পড়তে বসো,HSC 25
😁211🫡18😭11🥰3🤩3😨3🎉2
চীনে অনুষ্ঠিত চারদিনব্যাপী গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা ‘গাওকাও’র সময় নকল ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
🔥91🫡267👌3😭3
১৯তম শিক্ষক নিবন্ধনে শুধু লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাবনা অত্যন্ত কম।
42
12👌2
IELTS পরীক্ষায় সম্প্রতি বেশ কিছু পরিবর্তন এসেছে। কিছুদিন আগে পরীক্ষার ফি বেড়েছে। UKVI IELTS, 27 জুলাইর পর থেকে Computer based হবে। সামনে Paper Based IELTS থাকার সম্ভাবনা নেই।

©️
😱335😨4👏2🆒2
২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার নিয়ে লন্ডন যাওয়ার সময় ভারতীয় একটি প্লেন ক্রাস করেছে ভারতের আহমেদাবাদে। টেকঅফ করার এক মিনিটের মধ্যেই প্লেনটি ক্রাস করে।

যাত্রীদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং চাকুরীজীবি। যারা তাদের ভোকেশন শেষ করে লন্ডনে ফিরছিলো।

আবার প্লেনটি আহমেদাবাদের যেখানে ক্রাস করেছে, সেটি হলো ডাক্তারদের থাকার জন্য রেসিডেনশিয়াল বিল্ডিং।
😢145😭10😨96👏3
নোবিপ্রবিতে সিজিপিএ'র উপর ভিত্তি করে ছাত্র পরিষদ গঠনের উদ্যোগ। প্রত্যেক অনুষদ থেকে হবে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।
69🔥10😨6😁5👏3😍2🆒2
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু।
😢160💔83👏3🎉2😭1😨1
109❤‍🔥14🥰6💔4😍1😇1💘1
20