News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
📌 HSC-21: GST Update (KU)


গুচ্ছ আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি গিয়েছে, খুবির সশরীরে রিপোর্টিং ১৫ ও ১৬ জানুয়ারি, ১৪ জানুয়ারির মধ্যে গণবিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হবে
19
গণ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর

📌 যারা কোথাও চূড়ান্ত ভর্তি আছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।
📌 সাক্ষাৎকারে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না।
📌 অন্য কোথাও চূড়ান্ত ভর্তি থাকলে ভর্তির প্রমাণপত্র নিয়ে অংশগ্রহণ করবেন।
📌 দূর থেকে রিপোর্টিং এর জন্য যারা যাবেন। তারা ভর্তির জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। যা যা লাগবে সবকিছু নিয়ে যাবেন এমনকি টাকা।
📌 প্রত্যেক বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে কোন ইউনিটে কতজন অংশগ্রহণ করতে পারবে।
📌 রিপোর্টিং এ অংশগ্রহন করা সকলের নাম ওয়েবসাইটে লিস্ট আকারে প্রকাশিত হবে।
📌 দুই বা ততোধিক বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং এ অংশগ্রহন করা যাবে। যদি আপনি সময়ের মধ্যে উপস্থিত হতে পারেন।
📌 গণ বিজ্ঞপ্তিতে মাইগ্রেশন চালু থাকবে।

যা যা লাগবে
📌 GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অথবা প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমাদানের রশিদ
📌 এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ
📌 এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন পত্র

📌জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র

📌অনলাইনে পূরণকৃত ভর্তির আবেদন ফরম।
📌 পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি ( নোটিশ যা থাকবে) লাগবে ইত্যাদি।
26👏3😢3🔥2🤔1
BUP Admission - 2023

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মার্চের শেষ সপ্তাহে হবে।
89🔥7🥰4😢4🤯3
বাংলাদেশে প্রথম যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় রাজাকাররা তাড়াশের উত্তর পাড়ার মৃত ফাজিল আকন্দের বিধবা স্ত্রী পচি বেওয়াকে (বর্তমানে মৃত) বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাক বাহিনীর সামরিক ক্যাম্পে। তারপর সেখানে তারা ওই বীরাঙ্গনার ওপর পাশবিক, শারিরীক ও মানষিক নির্যাতন চালায়। আর পাক-হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের ফলে জন্ম হয় যুদ্ধশিশু মেরিনা খাতুনের।
😢749🥰3
MBSTU

৭ম মেরিট লিষ্ট ও গনবিজ্ঞপ্তির মেরিট লিষ্টে সাবজেক্ট দেয়ার ক্ষেত্রে ভূল ছিল। সংশোধন করে পুনরায় মেরিট লিষ্ট দেয়া হবে । ওয়েবসাইটে দেখে নিবেন।
🤩7
Forwarded from Telegram University Of Science and Technology
Welcome To TUST😁😁

Telegram University Of Science and Technology


https://news.1rj.ru/str/TUST_2023
🤩49🤔76🤯5🥰4🔥3🎉2👏1
ঢাবিতে সেকেন্ড টাইম দিলে ফার্স্ট টাইমার মেধাবীদের বিশাল ক্ষতি হবে।
-ঢাবির ভিসি
⚠️আশ্চর্যের বিষয় সেকেন্ড টাইম না থাকলে তিনিও আজকে ভিসি হতেন না।
🤯61😢48👏31🤩2412🤔5
59🤯13🔥6👏2
ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ এর শিক্ষার্থী Nahiyan Al Oli DhumketuX আবিস্কারের জন্য পেল 50 লক্ষ টাকা পুরষ্কার।

অভিনন্দন Nahiyan Al Oli 💝

তোমরা শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে পরে থাকো, চাইলে যেকোনো জায়গা থেকে বেটার কিছু করা যায়।
104🤯8🤩4🔥3
📌Reminder

২০ তারিখ থেকে Exam Mate এর চলমান ব‍্যাচ GKE Mate 1.0 এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

🔰একনজরে দেখে নেওয়া যাক আমাদের Master Plan

👉 Schedule Of GKE-MATE 1.0

১২ বছর ধরে লালন করা স্বপ্নের একদম কাছাকাছি তোমরা।  হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়  সযত্নে লালন করা বিশাল স্বপ্নটাকে। সাদাএপ্রোনটাকে নিজের করে নিতে চাইলে গুরুত্ব দিতে হবে ছোট ছোট সব অংশে। নিখুত করতে হবে নিজের প্রস্তুতিকে।  জিকে ইংরেজি হলো এমন দুটি বিষয় যে বিষয়গুলোকে সাধারণত কেউ গুরুত্ব না দিলেও পরীক্ষার হল থেকে বেরিয়ে এর গুরুত্ব অনুধাবন করতে পারে। মেডিকেল ভর্তিপরীক্ষার মতো এত বড় পরীক্ষায় তুমি যেন সবার চেয়ে এগিয়ে থাকতে পারো, জিকে ইংরেজি তে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারো তাই আমরা নিয়ে এসেছি সাধারণ জ্ঞান ইংরেজি এক্সামব্যাচ GKE MATE 1.0।



GKE-MATE 1.0 loading.......🔥
Get Ready For a new journey With us......
8
গুচ্ছ-২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছের কার্যক্রম সমাপ্ত ঘোষণার কারণে বিষয় প্রাপ্তির বিষয়টি আর ওয়েবসাইটে আপডেট হবে না, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় সব পরিচালনা করছে।

সুতরাং, স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে খেয়াল রাখতে বলা হলো।
👏23
Sarah Islam - the first deceased organ donator of Bangladesh! ❤️

After being declared ‘brain dead’ yesterday, Sarah’s kidneys and corneas were removed and transplanted to other patients as her last wish. Sarah decided to donate her organs before her surgery as she had been fighting Tuberous Sclerosis, a rare genetic condition since her childhood. She was only 19!

Some people are larger than life and she is definitely one of them. Salute and may your soul rest in eternal peace!

Prothom Alo || Sazzad Hussein
117🔥3🥰2👏2
#আপডেট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির সর্বশেষ আপডেট -

🚫সিট খালি আছে (কোটা সহ)
সমাজবিজ্ঞান ০
বাংলা ১৭
অর্থনীতি ২৩
ম্যানেজমেন্ট ১৫

আগামী ২২ তারিখ দশম মেরিট প্রকাশিত হবে।

১লা ফেব্রুয়ারী ক্লাস শুরু হবে (সম্ভাব্য)
🔥61
SUST
🤩5
আরও ৯ জেলায় নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত

সরকার আরও ৯টি জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোর। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৩টি।
21🔥7👏3
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টিং শেষে নির্বাচিতদের তালিকা-২ প্রকাশিত হয়েছে।
ইবিতে ৯ম মেরিটে এ ইউনিটে ৩০৫ জন, বি ইউনিটে ৬৮ জন এবং সি ইউনিটে ৩৫ জন সাব্জেক্ট পেয়েছে
গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে যারা যারা সাবজেক্ট পেয়েছেন, যদি সেই সাবজেক্ট ভালো লাগে তাহলে জিএসটি ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করে দিন। নয়তো পরে আর এই সাবজেক্টে ব্যাক করা সম্ভব নয়
8
Forwarded from HSC Mate (Tahmim Khan)
ব্রেকিং


ফেব্রুয়ারি ৮ তারিখ বুধবার ১২টা ৩০ এ HSC রেজাল্ট প্রকাশিত হবে।
🔥22😢143🤔2🤯2