Forwarded from Bio Solution Bangladesh
Computational Biology Research basics!
A Free Session for Life Science Students!
Are you curious about research on computational biology and bioinformatics! but don’t know where to start?
Join our interactive free session specially designed for undergraduate students of life sciences.
🔬 What you’ll learn:
Why research is important in your academic & professional journey
Basic principles of research methodology
The right time to start research as a life science student
🎯 Who should attend?
Undergraduate students in Biology, Bioinformatics, Biochemistry, Genetic Engineering and Biotechnology, Pharmacy, Public Health, Microbiology, Medicine, MBBS, chemistry or any Life Science field.
📅 Date: 28 September, 2025
🕒 Time: 9pm to 11 pm
📍 Platform: Online - Google Meet
👉 Registration is FREE – https://forms.gle/utxBJX2VUHGNueuW7
Start your research journey with confidence! 🚀
Any Query feel free to contact!
▫️Join Telegram Channel :
https://news.1rj.ru/str/BioSolutionBD
A Free Session for Life Science Students!
Are you curious about research on computational biology and bioinformatics! but don’t know where to start?
Join our interactive free session specially designed for undergraduate students of life sciences.
🔬 What you’ll learn:
Why research is important in your academic & professional journey
Basic principles of research methodology
The right time to start research as a life science student
🎯 Who should attend?
Undergraduate students in Biology, Bioinformatics, Biochemistry, Genetic Engineering and Biotechnology, Pharmacy, Public Health, Microbiology, Medicine, MBBS, chemistry or any Life Science field.
📅 Date: 28 September, 2025
🕒 Time: 9pm to 11 pm
📍 Platform: Online - Google Meet
👉 Registration is FREE – https://forms.gle/utxBJX2VUHGNueuW7
Start your research journey with confidence! 🚀
Any Query feel free to contact!
▫️Join Telegram Channel :
https://news.1rj.ru/str/BioSolutionBD
Google Docs
Computational Biology Research Session Registration
Free Session for Life Science and MBBS Students who want to Explore the Human Diseases with computational works and bioinformatics! Join our interactive free session specially designed for undergraduate of life sciences as well as current MBBS students.
❤1
কী বার্তা দিচ্ছে ৪৭তম বিসিএস প্রিলি প্রশ্ন?
প্রশ্নটা দেখলাম। বিগত কয়েকটা বিসিএসের তুলনায় এবারের প্রশ্ন অনেক কঠিন মনে হয়েছে। কঠিনের মধ্যেও কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা কঠিন হলেও শিক্ষার্থীদের জানা গুরুত্বপূর্ণ। অথবা এমন কঠিন যেটা লাইমলাইটে নিয়ে আসা জরুরি যেন এটা নিয়ে পরবর্তীতে শিক্ষার্থীরা বৃহৎ পড়াশোনা করে। তবে এবারের প্রশ্নে সেরকম কঠিন ছিল না। যেটা হয়েছে অপরিচিত এবং অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে একজন বিসিএস ক্যান্ডিডেটের জনার দরকার নেই, কিছু প্রশ্নের মেরিট ছিল না যেটা আসলে জানতেই হবে। যেহেতু প্রতিযোগিতামূলত পরিক্ষা, অনেক পার্টিসিপ্যান্ট তাই হয়তো এরকম অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছে।
তবে প্রশ্ন থেকে যে কয়েকটা মেসেজ নেওয়া যেতে পারে:
এক. প্রিলিতে হয়তো কমসংখ্যক পরিক্ষার্থী টিকাবে। আট থেকে দশ হজারের মতো। পিএসসি একটা রোডম্যাপ দিয়েছিল এক বছরে একটা বিসিএস সম্পূর্ণ করবে। ফলে রিটেন যত কমসংখ্যক নিবে ততদ্রুত বিসিএসটা সম্পূর্ণ করতে পারবে; এই ফর্মুলায় যেতে পারে।
দুই. এবারের রিটেন পরিক্ষার প্রশ্নের প্যাটার্নেও পরিবর্তন আসতে যাচ্ছে সেটার একটা ইঙ্গিত দিয়েছে পিএসসি। এবারের প্রশ্ন পূর্বের ন্যায় গতানুগতিক না হবার সম্ভাবনাই বেশি।
তিন. কঠিন প্রশ্নের মাধ্যমে বিসিএসের প্রতি যে অত্যধিক ঝোক সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে। বিসিএসের প্রতি সম্পূর্ণ ডেডিকেশন না থাকলে কিংবা নিজের প্রস্তুতি ও যোগ্যতার ঘাটতি রেখে এই চক্রে প্রবেশ করে বছরের পর বছর সময় নষ্ট না করার প্রতি বার্তা দেওয়া হয়েছে।
প্রশ্নটা দেখলাম। বিগত কয়েকটা বিসিএসের তুলনায় এবারের প্রশ্ন অনেক কঠিন মনে হয়েছে। কঠিনের মধ্যেও কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা কঠিন হলেও শিক্ষার্থীদের জানা গুরুত্বপূর্ণ। অথবা এমন কঠিন যেটা লাইমলাইটে নিয়ে আসা জরুরি যেন এটা নিয়ে পরবর্তীতে শিক্ষার্থীরা বৃহৎ পড়াশোনা করে। তবে এবারের প্রশ্নে সেরকম কঠিন ছিল না। যেটা হয়েছে অপরিচিত এবং অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে একজন বিসিএস ক্যান্ডিডেটের জনার দরকার নেই, কিছু প্রশ্নের মেরিট ছিল না যেটা আসলে জানতেই হবে। যেহেতু প্রতিযোগিতামূলত পরিক্ষা, অনেক পার্টিসিপ্যান্ট তাই হয়তো এরকম অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছে।
তবে প্রশ্ন থেকে যে কয়েকটা মেসেজ নেওয়া যেতে পারে:
এক. প্রিলিতে হয়তো কমসংখ্যক পরিক্ষার্থী টিকাবে। আট থেকে দশ হজারের মতো। পিএসসি একটা রোডম্যাপ দিয়েছিল এক বছরে একটা বিসিএস সম্পূর্ণ করবে। ফলে রিটেন যত কমসংখ্যক নিবে ততদ্রুত বিসিএসটা সম্পূর্ণ করতে পারবে; এই ফর্মুলায় যেতে পারে।
দুই. এবারের রিটেন পরিক্ষার প্রশ্নের প্যাটার্নেও পরিবর্তন আসতে যাচ্ছে সেটার একটা ইঙ্গিত দিয়েছে পিএসসি। এবারের প্রশ্ন পূর্বের ন্যায় গতানুগতিক না হবার সম্ভাবনাই বেশি।
তিন. কঠিন প্রশ্নের মাধ্যমে বিসিএসের প্রতি যে অত্যধিক ঝোক সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে। বিসিএসের প্রতি সম্পূর্ণ ডেডিকেশন না থাকলে কিংবা নিজের প্রস্তুতি ও যোগ্যতার ঘাটতি রেখে এই চক্রে প্রবেশ করে বছরের পর বছর সময় নষ্ট না করার প্রতি বার্তা দেওয়া হয়েছে।
❤79🔥15🥰5🕊5💔4😢2👌2⚡1💯1
Forwarded from News Zone
🚨 Attention: শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্টুডেন্টদের জন্য 🚨
(👉 বাকিরা স্কিপ করো)
🔬 রিসার্চ বা থিসিসে এসে আটকে যাচ্ছো?
📊 Simulation করতে গিয়ে মাথা ঘুরছে?
🧪 Data analysis বুঝতে পারছো না?
চিন্তার কিছু নেই! তোমার জন্যই আমরা নিয়ে এসেছি একটি Special Channel, যেখানে পাবে—
✨ লাইফ সায়েন্স রিসার্চের জন্য প্রয়োজনীয় Simulation Help
✨ Gromacs Simulation Software ব্যবহার শেখার গাইডলাইন
✨ Thesis/Project এর জন্য ডাটা হ্যান্ডলিং ও visualization টিপস
✨ রিসার্চে দ্রুত এগিয়ে যাওয়ার শর্টকাট Support
👉 সহজ ভাষায় বললে, লাইফ সায়েন্সে তোমার রিসার্চকে করবে Stress-Free & Smart।
📌 তাই আর দেরি কোরো না। যদি তুমি সত্যিই একজন Life Science Student হও এবং তোমার রিসার্চকে এক ধাপ এগিয়ে নিতে চাও, তাহলে এখনই যুক্ত হও এই চ্যানেলে।
কারণ, এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে!
🔗 Join Link:
https://news.1rj.ru/str/BioSolutionBD
(👉 বাকিরা স্কিপ করো)
🔬 রিসার্চ বা থিসিসে এসে আটকে যাচ্ছো?
📊 Simulation করতে গিয়ে মাথা ঘুরছে?
🧪 Data analysis বুঝতে পারছো না?
চিন্তার কিছু নেই! তোমার জন্যই আমরা নিয়ে এসেছি একটি Special Channel, যেখানে পাবে—
✨ লাইফ সায়েন্স রিসার্চের জন্য প্রয়োজনীয় Simulation Help
✨ Gromacs Simulation Software ব্যবহার শেখার গাইডলাইন
✨ Thesis/Project এর জন্য ডাটা হ্যান্ডলিং ও visualization টিপস
✨ রিসার্চে দ্রুত এগিয়ে যাওয়ার শর্টকাট Support
👉 সহজ ভাষায় বললে, লাইফ সায়েন্সে তোমার রিসার্চকে করবে Stress-Free & Smart।
📌 তাই আর দেরি কোরো না। যদি তুমি সত্যিই একজন Life Science Student হও এবং তোমার রিসার্চকে এক ধাপ এগিয়ে নিতে চাও, তাহলে এখনই যুক্ত হও এই চ্যানেলে।
কারণ, এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে!
🔗 Join Link:
https://news.1rj.ru/str/BioSolutionBD
❤4🔥3😢2🥰1
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
🤩34🫡10🔥6👏5💔4👌3🆒3⚡1
বাংলাদেশের "মেডিকেলে পড়াবো" হাইপ নিয়ে একটা চরম সত'র্কতা। একটা ভ'য়ং'কর ঘটনা ঘটে গেছে ভারতে।
অনুরাগ অনিল নামে একজন স্টুডেন্ট ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯৯.৯৯% এর চেয়ে বেশি পেয়ে ২৪ লাখ স্টুডেন্টের মধ্যে ১৪৭৫ তম হয়েছিলো। ২৪ লাখের মধ্যে ১৪৭৫ তম! মাথানষ্ট রেজাল্ট। তার যোগ্যতা ছিলো ১০০%।
কিন্ত এরপরই অদ্ভুত ঘটনাটা ঘটে। মেডিকেল কলেজে ভর্তির আগের দিন সে সু'ই''সা''ইড করেছে। কারণ তার বাবা-মা তাকে জোর করে মেডিকেল পড়াতে চেয়েছিলো আর তার স্বপ্ন ছিলো বড় বিজনেসম্যান হওয়া। তার রেখে যাওয়া নোট থেকে এটাই জানা গেছে।
এর থেকে প্রমাণ হয়, বাংলাদেশের মা-বাবা যে জোর করে মেডিকেলে পাঠান, তাদের সন্তানদেরকে। মেডিকেল আসলে জোর করে পড়াশোনা করানোর জায়গা না। এখানে নিজের ইচ্ছা না থাকলে সারভাইভ করা খুব খুব কঠিন।
তাই মেডিকেলে আপনার সন্তানকে জোর করে পাঠাবেন না। তার যোগ্যতা থাকলেও। যোগ্যতা আছে বলেই, তার অনিচ্ছায় জোর করবেন না।
শাদমান আবরার,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
অনুরাগ অনিল নামে একজন স্টুডেন্ট ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯৯.৯৯% এর চেয়ে বেশি পেয়ে ২৪ লাখ স্টুডেন্টের মধ্যে ১৪৭৫ তম হয়েছিলো। ২৪ লাখের মধ্যে ১৪৭৫ তম! মাথানষ্ট রেজাল্ট। তার যোগ্যতা ছিলো ১০০%।
বি.দ্র. বাংলাদেশে মেডিকেল এক্সাম দেয় সর্বোচ্চ মাত্র ১.৫ লাখ।
কিন্ত এরপরই অদ্ভুত ঘটনাটা ঘটে। মেডিকেল কলেজে ভর্তির আগের দিন সে সু'ই''সা''ইড করেছে। কারণ তার বাবা-মা তাকে জোর করে মেডিকেল পড়াতে চেয়েছিলো আর তার স্বপ্ন ছিলো বড় বিজনেসম্যান হওয়া। তার রেখে যাওয়া নোট থেকে এটাই জানা গেছে।
এর থেকে প্রমাণ হয়, বাংলাদেশের মা-বাবা যে জোর করে মেডিকেলে পাঠান, তাদের সন্তানদেরকে। মেডিকেল আসলে জোর করে পড়াশোনা করানোর জায়গা না। এখানে নিজের ইচ্ছা না থাকলে সারভাইভ করা খুব খুব কঠিন।
তাই মেডিকেলে আপনার সন্তানকে জোর করে পাঠাবেন না। তার যোগ্যতা থাকলেও। যোগ্যতা আছে বলেই, তার অনিচ্ছায় জোর করবেন না।
শাদমান আবরার,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
😢115❤21💯6🥰2😍2
সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। প্রি-নিকার বৈঠকে প্রাথমিক অনুমোদনের পর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে, ফরিদপুর বিভাগে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে কুমিল্লা বিভাগ গঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী নিয়ে। বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে, সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে ২০২২ সালে ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলকে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ হিসেবে গঠনের প্রস্তাব উঠেছিল। তবে অর্থনৈতিক সংকটের কারণে তা স্থগিত রাখা হয়। এবার নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে আবারও আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে, ফরিদপুর বিভাগে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে কুমিল্লা বিভাগ গঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী নিয়ে। বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে, সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে ২০২২ সালে ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলকে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ হিসেবে গঠনের প্রস্তাব উঠেছিল। তবে অর্থনৈতিক সংকটের কারণে তা স্থগিত রাখা হয়। এবার নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে আবারও আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
😢40❤17🔥4👌2💔1😨1🆒1