এবারের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে একইদিনে, একই প্রশ্নপত্রে! তথ্যটি সঠিক- নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
👌28🔥14💔8😨6❤4🥰3❤🔥1👏1💯1😭1
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
২৮ নভেম্বর আইবিএ ইউনিট
২৯ নভেম্বর চারুকলা
৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
আগামী ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা
২৮ নভেম্বর আইবিএ ইউনিট
২৯ নভেম্বর চারুকলা
৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
🥰17❤3💔3🔥1😢1😨1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর।
চলবে ১৬ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
চলবে ১৬ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
❤19👏5💔2
৪৯তম (বিশেষ) বিসিএসের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ।
মোট পরীক্ষার্থীঃ ৩ লাখ ১২ হাজার
মোট উত্তীর্ণঃ ১২১৯ জন।
মৌখিক পরীক্ষাঃ ০২ নভেম্বর
মোট পরীক্ষার্থীঃ ৩ লাখ ১২ হাজার
মোট উত্তীর্ণঃ ১২১৯ জন।
মৌখিক পরীক্ষাঃ ০২ নভেম্বর
🔥59😱40👏6😨3❤2
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৬০০ এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬০০ আসন কমানোর প্রস্তাব করা হয়েছে
😭57👌21😢14😨14🥰9❤🔥7👏3❤2
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার কলেজ বাছাই যেভাবে করবে শিক্ষার্থীরা:
পরীক্ষা একটি, তাই চয়েস দেওয়ার ক্ষেত্রে তিনটি অপশন থাকবে
১) শুধু এমবিবিএস অপশন দিলে কেবল সরকারি ৩৭টি মেডিকেল কলেজের তালিকা আসবে, সেখান থেকে তিনি পছন্দক্রম অনুযায়ী চয়েস দিতে পারবেন।
২) শুধু বিডিএস অপশন দিলে একটি ঢাকা ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটসহ মোট ৯টির তালিকা আসবে, সেখান থেকে চয়েস দিতে হবে।
৩) উভয় অপশন, অর্থাৎ এমবিবিএস ও বিডিএস দিলে একটি জয়েন্ট তালিকা আসবে, যেখানে ৩৭টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ এবং আটটি ডেন্টাল ইউনিটসহ মোট ৪৬টি অপশন থাকবে। তখন তাকে এক থেকে ৪৬ পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী সিলেকশন দিতে হবে।
এই অনুযায়ী, ফলাফলের ভিত্তিতে তার চয়েস অনুযায়ী যেটা প্রাপ্য হবে, সেটাই তিনি পাবেন।
- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
পরীক্ষা একটি, তাই চয়েস দেওয়ার ক্ষেত্রে তিনটি অপশন থাকবে
১) শুধু এমবিবিএস অপশন দিলে কেবল সরকারি ৩৭টি মেডিকেল কলেজের তালিকা আসবে, সেখান থেকে তিনি পছন্দক্রম অনুযায়ী চয়েস দিতে পারবেন।
২) শুধু বিডিএস অপশন দিলে একটি ঢাকা ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটসহ মোট ৯টির তালিকা আসবে, সেখান থেকে চয়েস দিতে হবে।
৩) উভয় অপশন, অর্থাৎ এমবিবিএস ও বিডিএস দিলে একটি জয়েন্ট তালিকা আসবে, যেখানে ৩৭টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ এবং আটটি ডেন্টাল ইউনিটসহ মোট ৪৬টি অপশন থাকবে। তখন তাকে এক থেকে ৪৬ পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী সিলেকশন দিতে হবে।
এই অনুযায়ী, ফলাফলের ভিত্তিতে তার চয়েস অনুযায়ী যেটা প্রাপ্য হবে, সেটাই তিনি পাবেন।
- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
❤103🆒14🔥6🥰3😢3
আজ (২৩ অক্টোবর) ইউজিসির সভায় গুচ্ছ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
পরীক্ষার তারিখসমূহঃ
🔹 ২৭ মার্চ — ‘সি’ ইউনিট
🔹 ৩ এপ্রিল — ‘বি’ ইউনিট
🔹 ১০ এপ্রিল — ‘এ’ ইউনিট
পরীক্ষার তারিখসমূহঃ
🔹 ২৭ মার্চ — ‘সি’ ইউনিট
🔹 ৩ এপ্রিল — ‘বি’ ইউনিট
🔹 ১০ এপ্রিল — ‘এ’ ইউনিট
🔥30❤16👌5
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তির নেতৃত্বে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়
এবং এখনো নতুন কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছে অন্তর্ভূক্ত হয়নি!
এবং এখনো নতুন কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছে অন্তর্ভূক্ত হয়নি!
🔥52❤14
বুটেক্স - ৯ জানুয়ারি
বিউপি (FST) - ১০ জানুয়ারি
বুয়েট - ১০ জানুয়ারি
Absolute Cinema 🙌
বিউপি (FST) - ১০ জানুয়ারি
বুয়েট - ১০ জানুয়ারি
Absolute Cinema 🙌
💔26🔥6❤5👏5
এবার বাছাই (এমসিকিউ) পরীক্ষা হবে না। এইচএসসিতে যারা ভালো ফলাফল করেছেন তারা সবাই যোগ্য। কেননা এবার প্রকৃত রেজাল্ট দেওয়া হয়েছে। সেজন্য এবার আর প্রাথমিক বাছাই পরীক্ষা হবে না। এবার সরাসরি চূড়ান্ত (লিখিত) পরীক্ষা হবে।
তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।
- বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল
বিস্তারিত
তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।
- বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল
বিস্তারিত
😍51❤30👌16😱3🥰2❤🔥1💔1