News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔰একনজরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন সম্পর্কিত তথ্য- ২০২৫ঃ

➡️ ভর্তির আবেদন শুরুঃ ২০ নভেম্বর ২০২৫
➡️আবেদন শেষঃ ০৬ ডিসেম্বর ২০২৫

🔰 পরীক্ষাঃ

সি ইউনিট (বিজ্ঞান)- ১৬ জানুয়ারি
এ ইউনিট (মানবিক)- ১৭ জানুয়ারি
বি ইউনিট (বানিজ্য)- ২৪ জানুয়ারি

🔰পরীক্ষার সময়ঃ ২টি শিফটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১. ১ম শিফটঃ সকাল ১১ টা থেকে ১২ টা
২. ২য় শিফটঃ বিকাল ৩ টা থেকে ৪ টা

🔰পরীক্ষার কেন্দ্রঃ রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল

🔰আবেদন যোগ্যতাঃ
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই আবেদন করতে পারবে।

⚠️সি ইউনিটঃ
SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

⚠️ এ ও বি ইউনিটঃ
SSC ও HSC মিলে নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

আবেদন ফিঃ

➡️ A (মানবিক) ইউনিটঃ ১৩২০.০০ টাকা

➡️ B (বাণিজ্য) ইউনিটঃ ১১০০.০০ টাকা

➡️ C (বিজ্ঞান) ইউনিটঃ ১৩২০.০০ টাকা

⚠️সকল ফি ১০% সার্ভিস চার্জসহ

পরীক্ষা পদ্ধতিঃ

➡️ MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ঘন্টাব্যাপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
➡️ মোট ৮০ টি প্রশ্ন থাকবে
➡️ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
➡️ পাসমার্কঃ ৪০

⚠️ সিলেকশন নেই
⚠️সেকেন্ড টাইম আছে

© Admission Informer
31🥰5😭2
😭38😢20💔5
এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।
30😢6😨6
😭23🆒182
প্রাইভেট মেডিকেল : আমরা তো স্টুডেন্ট-ই পাবো না। কিছু করেন!

অথরিটি: শর্ত কমায়া দিচ্ছি স্যার। তোমরাও খুশি,আমরাও খুশি।
😢23🤗16🫡10👌74🤝2🆒2😍1💯1🏆1
মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকা প্রণয়নে জিপিএতে ৪০+৬০ নম্বর ফিরল; অর্থাৎ পরীক্ষা ১০০ নম্বর এবং জিপিএতে ১০০ নম্বর। গত বছরেও ১০০ নম্বর থাকলেও এসএসসি ও এইচএসসির জিপিএকে ১০ দিয়ে গুণ করে ৫০+৫০ আকারে ছিল। যা এবার পরিবর্তন হয়ে এসএসসিতে ৪০ এবং এইচএসসিতে ৬০ নম্বর বরাদ্দ করা হয়েছে।

ক্যালকুলেশন:

এসএসসির জিপিএ×৮=৪০
এইচএসসির জিপিএ×১২=৬০
🔥42😢3011🆒6
🎯 BUET ভর্তি নির্দেশিকা ২০২৫-২৬!

⦿ অনলাইন আবেদন শুরু: ১৬ নভেম্বর,২০২৫

⦿ অনলাইন আবেদন শেষ: ২ ডিসেম্বর, ২০২৫

⦿ পরীক্ষার তারিখ: ১০ জানুয়ারি, ২০২৬

⦿ এক্সাম দিতে পারবে ১০,০০০ জন

⦿ এক্সাম মার্ক : ৬০০

⦿ সময় : ৩ ঘণ্টা
🔥14💔106😨2
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিঃ

চারুকলা অনুষদভুক্ত "ই-ইউনিটের" ভর্তি পরীক্ষাঃ ৫ ডিসেম্বর ২০২৫

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত "এ-ইউনিটের" ভর্তি পরীক্ষাঃ ১৩ ডিসেম্বর ২০২৫

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত "সি-ইউনিটের" ভর্তি পরীক্ষাঃ ২৬ ডিসেম্বর ২০২৫

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত "ডি-ইউনিটের" ভর্তি পরীক্ষাঃ
৯ জানুয়ারি ২০২৬

কলা ও আইন অনুষদভুক্ত "বি-ইউনিটের" ভর্তি পরীক্ষাঃ ২৩ জানুয়ারি ২০২৬।
😢3012🔥9😱3🆒1
😱56💔17😨13😢106🤩2❤‍🔥1😍1
😢187😭42🥰2👌2💔1
😢94🫡17😨137👌5💔2🔥1👏1
54🥰2
😢66
🔥23😨7👌6💔6😭4
👏211
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

🔰বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ —

• ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
• এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
• সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
• ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
• বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
23👏9🔥5
😱31👌32
এটা হচ্ছে ল্যাবে যে কাজটা হয়েছে
😱37👏11😨76💘1
😢50👌13😨76😱3🫡3🥰1👏1
যারা এই অ্যাডমিশন সিজনে সোশাল মিডিয়া থেকে নিজেদের দূরে রাখতে চাচ্ছো,তাদের সাধুবাদ জানাই।

দিনের সকল কাজ শেষ করে একবার এই চ্যানেলটা ঘুরলেই আশা করি সকল প্রয়োজনীয় নিউজ পেয়ে যাবে।

সবার জন্য শুভকামনা
185❤‍🔥18🥰9🫡5🤗3🔥2👌2💯2