News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
52😭14😱12🫡12🆒7❤‍🔥3🔥3🥰3👏3💘1
এবার সব পরীক্ষাগুলো খুব কাছাকাছি সময়ে তাই সবাই সব জায়গায় আবেদন করবে, যার কারনে সব জায়গায় আবেদন এবার বেশি পড়াতাই স্বাভাবিক।

এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

পড়ায় মনোযোগ দিন,চিন্তা করে সময় পার হবে শুধু, আর কোনো কিছুই হবে না।

সবার জন্য শুভকামনা
79🕊6🆒6🥰2💯2🤗2😨1
❤‍🔥102👏129🔥5🥰21💯1🆒1
48👌8🕊2
❤‍🔥173🔥3020👌7🆒4🎉1
মার্কিনিরা প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৭ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন, যা বছরে প্রায় ৩৫৭ ঘণ্টার সমান।

ভারতের মানুষের সাপ্তাহিক গড় পড়ার সময় যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র ৫ মিনিট কম, প্রায় ৭ ঘণ্টা। বছরে মোট পড়ার সময় ৩৫২ ঘণ্টা।

অন্যদিকে বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে ২.৭৫টি বই পড়েন। পড়ার পেছনে বছরে ব্যয় করেন মাত্র ৬২ ঘণ্টা সময়।
😢72🫡16👏7😨7👌54🥰3🤩1
কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়েন?

১. যুক্তরাষ্ট্র (বছরে ৩৫৭ ঘণ্টা)
২. ভারত (৩৫২)
৩. যুক্তরাজ্য (৩৪৩)
৪. ফ্রান্স (৩০৫)
৫. ইতালি (২৭৮)
৬. কানাডা (২৩২)
৭. রাশিয়া (২২৩)
৮. অস্ট্রেলিয়া (২১৭)
৯. স্পেন (১৮৭)
১০. নেদারল্যান্ডস (১৮২)
১১. সুইজারল্যান্ড (১৫৭)
১২. তাইওয়ান (১৫৭)
১৩. বেলজিয়াম (১৫৫)
১৪. সিঙ্গাপুর (১৫৫)
১৫. হংকং (চীন) (১৫৫)
১৬. দক্ষিণ আফ্রিকা (১৫৪)
১৭. চীন (১৫৪)
১৮. নরওয়ে (১৫৩)
১৯. অস্ট্রিয়া (১৫৩)
২০. ইসরায়েল (১৪৯)
২১. থাইল্যান্ড (১৪৯)
২২. ইরান (১৪৯)
২৩. কলম্বিয়া (১৪৭)
২৪. রোমানিয়া (১৪৭)
২৫. চিলি (১৪৪)
২৬. জার্মানি (১৪১)
২৭. জাপান (১৩৫)
২৮. চেক প্রজাতন্ত্র (১৩৩)
২৯. ফিনল্যান্ড (১৩১)
৩০. তুরস্ক (১৩০)
৩১. ইন্দোনেশিয়া (১২৯)
৩২. মেক্সিকো (১২৭)
৩৩. দক্ষিণ কোরিয়া (১২৫)
৩৪. ব্রাজিল (১২৫)
৩৫. ফিলিপাইন (১২৩)
৩৬. ভিয়েতনাম (১২৩)
৩৭. মালয়েশিয়া (১২২)
৩৮. ডেনমার্ক (১২১)
৩৯. মিশর (১২১)
৪০. চেক প্রজাতন্ত্র (১২১)
৪১. ফিনল্যান্ড (১২১)
৪২. পর্তুগাল (১২০)
৪৩. পেরু (১২০)
৪৪. নিউজিল্যান্ড (১১৯)
৪৫. গ্রিস (১১৭)
৪৬. হাঙ্গেরি (১১৭)
৪৭. ইউক্রেন (১১৭)
৪৮. স্লোভাকিয়া (১১৬)
৪৯. কিউবা (১১৫)
৫০. ডোমিনিকান প্রজাতন্ত্র (১১৫)
৫১. ইকুয়েডর (১১৩)
৫২. পুয়ের্তো রিকো (১১৩)
৫৩. কেনিয়া (১০৮)
৫৪. বুলগেরিয়া (১০৬)
৫৫. লুক্সেমবার্গ (১০৫)
৫৬. ভেনেজুয়েলা (১০৪)
৫৭. আর্জেন্টিনা (১০৩)
৫৮. কোস্টারিকা (১০২)
৫৯. পানামা (১০১)
৬০. লিথুয়ানিয়া (১০১)
৬১. স্লোভেনিয়া (১০০)
৬২. এস্তোনিয়া (৯৮)
৬৩. ম্যাকাও (চীন) (৯৮)
৬৪. আইসল্যান্ড (৯৭)
৬৫. জর্জিয়া (৯৬)
৬৬. আর্মেনিয়া (৯৬)
৬৭. আলবেনিয়া (৯৪)
৬৮. মাল্টা (৯৪)
৬৯. উত্তর ম্যাসিডোনিয়া (৯৪)
৭০. মরিশাস (৮৯)
৭১. তাজিকিস্তান (৮৯)
৭২. নামিবিয়া (৮৮)
৭৩. কিরগিজস্তান (৮৭)
৭৪. নিকারাগুয়া (৮৬)
৭৫. নাইজার (৮৬)
৭৬. মলদোভা (৮৫)
৭৭. জ্যামাইকা (৮০)
৭৮. সিরিয়া (৮০)
৭৯. কম্বোডিয়া (৭৮)
৮০. জিম্বাবুয়ে (৭৮)
৮১. লেবানন (৭৭)
৮২. বাহরাইন (৭৭)
৮৩. জর্ডান (৭৬)
৮৪. শ্রীলঙ্কা (৭৬)
৮৫. মিয়ানমার (৭৪)
৮৬. আজারবাইজান (৭৪)
৮৭. তুর্কমেনিস্তান (৭৪)
৮৮. অ্যাঙ্গোলা (৬৯)
৮৯. ওমান (৬৯)
৯০. কুয়েত (৬৯)
৯১. ইথিওপিয়া (৬৯)
৯২. মরক্কো (৬৭)
৯৩. কাতার (৬৭)
৯৪. আলজেরিয়া (৬৫)
৯৫. কাজাখস্তান (৬৫)
৯৬. ইরাক (৬৪)
৯৭. বাংলাদেশ (৬২)
৯৮. সংযুক্ত আরব আমিরাত (৬০)
৯৯. সৌদি আরব (৬০)
১০০. পাকিস্তান (৬০)
১০১. ব্রুনেই (৬০)
১০২. আফগানিস্তান (৫৮)
😢6433💔18👏12😭11🏆6🆒5🫡4🤩3❤‍🔥2😱1
😢110👏22💔11🫡7🤩4💘43👌3💯3😍2😇2
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ৮ম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিষয়ে পূর্ণনম্বর ১০০ ও পূর্ণসময় ৩ ঘন্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে, ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। 
পরীক্ষা শুরু সকাল ১০টায়

News Zone
🔥266👏6💔1
5935👏31🔥21👌5😢1😍1💔1
ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, যশোর
🔥44💔13👌9😍63😇1
প্রাথমিকভাবে বিকেএসপির সাতটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ দিনের প্রশিক্ষণ পাবে আট হাজার ২৫০ জন তরুণ ও ৬০০ তরুণী,
প্রশিক্ষণ শেষে চার হাজার ২০০ টাকা ভাতা এবং থাকা, খাওয়া ও পোশাক দেওয়া হবে।

১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। 
98🔥27👏7👌6💔4🆒3😭1
😱31😨96🔥2😢1
👏71❤‍🔥22👌13🔥54🫡1
🔥10442🫡29👌7👏5❤‍🔥2🥰1🤗1
দুইটি আপডেট:

গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাবনা আগামী সপ্তাহে!


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে এ সপ্তাহেই !


News Zone
🔥34😨266❤‍🔥52
😨462🤝1
🚨 Attention: শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্টুডেন্টদের জন্য 🚨
(👉 বাকিরা স্কিপ করো)

🔬 রিসার্চ বা থিসিসে এসে আটকে যাচ্ছো?
📊 Simulation করতে গিয়ে মাথা ঘুরছে?
🧪 Data analysis বুঝতে পারছো না?

চিন্তার কিছু নেই! তোমার জন্যই আমরা নিয়ে এসেছি একটি Special Channel, যেখানে পাবে—

লাইফ সায়েন্স রিসার্চের জন্য প্রয়োজনীয় Simulation Help
Gromacs Simulation Software ব্যবহার শেখার গাইডলাইন
Thesis/Project এর জন্য ডাটা হ্যান্ডলিং ও visualization টিপস
রিসার্চে দ্রুত এগিয়ে যাওয়ার শর্টকাট Support

👉 সহজ ভাষায় বললে, লাইফ সায়েন্সে তোমার রিসার্চকে করবে Stress-Free & Smart।

📌 তাই আর দেরি কোরো না। যদি তুমি সত্যিই একজন Life Science Student হও এবং তোমার রিসার্চকে এক ধাপ এগিয়ে নিতে চাও, তাহলে এখনই যুক্ত হও এই চ্যানেলে।
কারণ, এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে!


🔗 Join Link:
https://news.1rj.ru/str/BioSolutionBD
10🔥10👌2💯1
মানুষের বিভিন্ন শখ থাকে। কেউ সেই শখ-টাকে প্রতিনিয়ত চর্চা করে,কেউবা সেটা সময় পেলে চর্চা করে।
আমার শখটা খানিকটা ভিন্ন।
সেটাকে শখের কাতারে ফেলা যায় কিনা তা নিয়ে আমি সন্দিহান।

- ভার্সিটি,টিউশন কিংবা দিনের সব কাজ শেষে মেসে ফিরার পথে যন্ত্রচালিত রিক্সাগুলো না বেছে,যন্ত্রবিহীন রিক্সাগুলোকে বেছে নেওয়া

- আর সেই রিক্সার চালকের আসনে বসে থাকা মানুষটার সারাদিন সম্পর্কে জানা

এই দুইটা জিনিস অদ্ভুত শুনালেও,চেষ্টা করে দেখতে পারেন।
সারাদিনের যান্ত্রিকতার ভিতরে থেকে,দিনশেষে এই বিষয়গুলো মন্দ লাগে না।

- তাহমীম
176👏12🔥8💯5🫡4🏆2😨2🆒2❤‍🔥1👌1💔1
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছে যুক্ত হতে পারে পারে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার আহবাান জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সভা সূত্রে জানা যায়, সভায় গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে পৃথক হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানিয়েছেন, তারা বিষয়টি তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
🏆3130💔6😍1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম শুধুমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।


২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত সবাই আগের কারিকুলামের অন্তর্ভুক্ত থাকবে।


News Zone
😍19😢12👏10👌1💔1