News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔥10442🫡29👌7👏5❤‍🔥2🥰1🤗1
দুইটি আপডেট:

গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাবনা আগামী সপ্তাহে!


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে এ সপ্তাহেই !


News Zone
🔥34😨266❤‍🔥52
😨462🤝1
🚨 Attention: শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্টুডেন্টদের জন্য 🚨
(👉 বাকিরা স্কিপ করো)

🔬 রিসার্চ বা থিসিসে এসে আটকে যাচ্ছো?
📊 Simulation করতে গিয়ে মাথা ঘুরছে?
🧪 Data analysis বুঝতে পারছো না?

চিন্তার কিছু নেই! তোমার জন্যই আমরা নিয়ে এসেছি একটি Special Channel, যেখানে পাবে—

লাইফ সায়েন্স রিসার্চের জন্য প্রয়োজনীয় Simulation Help
Gromacs Simulation Software ব্যবহার শেখার গাইডলাইন
Thesis/Project এর জন্য ডাটা হ্যান্ডলিং ও visualization টিপস
রিসার্চে দ্রুত এগিয়ে যাওয়ার শর্টকাট Support

👉 সহজ ভাষায় বললে, লাইফ সায়েন্সে তোমার রিসার্চকে করবে Stress-Free & Smart।

📌 তাই আর দেরি কোরো না। যদি তুমি সত্যিই একজন Life Science Student হও এবং তোমার রিসার্চকে এক ধাপ এগিয়ে নিতে চাও, তাহলে এখনই যুক্ত হও এই চ্যানেলে।
কারণ, এই সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতে হবে!


🔗 Join Link:
https://news.1rj.ru/str/BioSolutionBD
10🔥10👌2💯1
মানুষের বিভিন্ন শখ থাকে। কেউ সেই শখ-টাকে প্রতিনিয়ত চর্চা করে,কেউবা সেটা সময় পেলে চর্চা করে।
আমার শখটা খানিকটা ভিন্ন।
সেটাকে শখের কাতারে ফেলা যায় কিনা তা নিয়ে আমি সন্দিহান।

- ভার্সিটি,টিউশন কিংবা দিনের সব কাজ শেষে মেসে ফিরার পথে যন্ত্রচালিত রিক্সাগুলো না বেছে,যন্ত্রবিহীন রিক্সাগুলোকে বেছে নেওয়া

- আর সেই রিক্সার চালকের আসনে বসে থাকা মানুষটার সারাদিন সম্পর্কে জানা

এই দুইটা জিনিস অদ্ভুত শুনালেও,চেষ্টা করে দেখতে পারেন।
সারাদিনের যান্ত্রিকতার ভিতরে থেকে,দিনশেষে এই বিষয়গুলো মন্দ লাগে না।

- তাহমীম
176👏12🔥8💯5🫡4🏆2😨2🆒2❤‍🔥1👌1💔1
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছে যুক্ত হতে পারে পারে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার আহবাান জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সভা সূত্রে জানা যায়, সভায় গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে পৃথক হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানিয়েছেন, তারা বিষয়টি তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
🏆3130💔6😍1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম শুধুমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।


২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত সবাই আগের কারিকুলামের অন্তর্ভুক্ত থাকবে।


News Zone
😍19😢12👏10👌1💔1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে এবার জিপিএর ন্যূনতম মান গত বছরের তুলনায় ০.২৫ পয়েন্ট কমানো হয়েছে।


🔵 ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে, তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে ৪.০০ পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে।

🟣 ‘খ’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত হয়েছে।

🟢 ‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.৫০। ‘ঘ’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০।
38🔥12🆒5👏1
রাবির কলা অনুষদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে


🟢 ইসলামিক স্টাডিজ বিভাগে ১০টি
🟣 নাট্যকলা বিভাগে ৫টি
🔵 ফারসি ও ভাষা সাহিত্য বিভাগে ১০ টি
🟠 উর্দু বিভাগে ২০টি

News Zone
😍19152👏2😱2😨2🥰1💯1
🟣 ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, সকাল ১১টা (এ ইউনিট)

🟢 ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, সকাল ১১টা (বি ইউনিট)

🟠 ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, বিকাল ৩টা (সি ইউনিট)

সূত্র:
৯০তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভা!
35😱4👌4💘3🔥1
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকছে না লিখিত, শুধুমাত্র এমসিকিউ থাকবে!

©জবি প্রেসক্লাব
83🔥19😢11😱5😍3💔3❤‍🔥1🕊1
42👏12🏆4😢3
24👏13
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রতিটি ইউনিটের জন্য মোট ৯৬টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০.৭৫ করে বরাদ্দ থাকবে।


'এ’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য
পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান ও গণিত ঐচ্ছিক থাকবে, যেকোনো একটা উত্তর করা যাবে।
‘বি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান
‘সি’ ইউনিটের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান-ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে।
‘ডি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা।

এক শিফটেই এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ১ ঘন্টা।


এ ইউনিট ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।


বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)

সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার

ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

News Zone
19👏13😨7
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক অথবা লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত করার জন্য ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে !
👏46😢30😭17😨10💔65😍2
😭62🔥12💔12👏5🆒42💘2🤩1
দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১  লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে।
🔥7138❤‍🔥11🫡4🥰1👏1💯1
27❤‍🔥6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমানের নেতৃত্বে বুয়েট, ব্র্যাক আইইডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চারজন মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের মানসিক সহায়তায় একটি বিশেষ মডিউল তৈরি করেছেন।

প্রথম ধাপে শেকৃবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন।
ধাপে ধাপে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো হবে।
49👏4🫡4
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার দুইটি কেন্দ্র রুয়েট ও বুয়েটে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা। রুয়েটের ১৫৪তম (জরুরী) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
👏1910😢4
হাসিনা - ফাঁসি
আসাদুজ্জামান কামাল - ফাঁসি
আব্দুল্লাহ আল মামুন, আইজিপি - ৫ বছর
😍97🔥5032👏12😭11😱7🤩7🥰5😨4😢2🎉2