News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Kamrun Nahar Koly made history for Bangladesh by becoming the country's first shooter to reach the last eight of the ISSF World Cup, which is currently taking place in Jakarta, Indonesia.
According to a federation official, no male or female shooter from Bangladesh has ever reached this stage of a World Cup, which is also considered the competition's finals.
Koly finished sixth out of a total of 53 participants in the qualification round, with a score of 628.4 points. The last-eight tie, also known as a ranking match, took place on the same day that the 22-year-old finished eighth.
61🥰10🔥4👏3🎉2
গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা আছে

📌 খুলনা বিশ্ববিদ্যালয়ে শূণ্য আসনের সংখ্যা ৬৬টি। এর মধ্যে এ ইউনিটে ৪৪টি, বি ইউনিটে ১৬টি এবং সি ইউনিটে ৬টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনের বিপরীতে ২৭-২৯ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি কার্যক্রম চলবে।

📌শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ১২৬টি, বি ইউনিটে ১০টি এবং সি ইউনিটে ৪ টি সহ ১৪০টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারির পূর্বেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

📌বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আসন ফাঁকা রয়েছে এ ইউনিটে ২০৭টি, বি ইউনিটে প্রায় ৩০টি এবং সি ইউনিটে প্রায় ১৫টি সহ প্রায় ২৫০টি আসন ফাঁকা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ জানুয়ারি সকাল ৯.০০ টা থেকে বিকেল ৩.০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে।

📌হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৬৩টি, বি ইউনিটে ৩টি এবং সি ইউনিটে ১৬টি সহ ৮২টি আসন ফাঁকা রয়েছে। আগামী ৩০ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এসকল আসনে ভর্তি কার্যক্রম চলবে।

📌বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফাঁকা আসনের সংখ্যা ২৯২ টি। এর মধ্যে এ’ ইউনিটে ২১৯টি, ‘বি‘ ইউনিটে ৩৪ টি এরং ‘সি’ ইউনিটে ৩৯টি আসন ফাঁকা রয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এসকল আসনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

📌বঙ্গমাতা শেখ ফজলিাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিতে ১৮টি, সমাজকর্মে ১৮টি, ব্যাবস্থাপনায় ২টি, ফিসারিজে ১টি এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি সহ মোট ৪০ টি আসন ফাঁকা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি এসকল আসনের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

📌পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৬৭৫ জন, বি ইউনিটে ১৩৫ জন এবং সি ইউনিটে ১১০ জন সহ মোট ৯২০ জন শিক্ষার্থীকে বিভাগ প্রদান করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এসকল শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
🤯13🤔43
Forwarded from PDF Zone
এমবিবিএস ভর্তি পরীক্ষা ১০ মার্চ


মেডিভয়েস রিপোর্ট: দেশের মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়।

@confusingQuestions6
52😢40👏8🤯6🔥4🤔3🎉3🥰2🤩2
IU:


১০ম মেরিটের ভর্তি শেষে ইবিতে ফাঁকা আসন ৩০৪ টি।
এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪৫ টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১টি আসন খালি রয়েছে।
১-৭ মেরিটের চূড়ান্ত ভর্তি শেষে ফাঁকা আসনের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
আগামী ৩ তারিখের মধ্যে নতুন গন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ৮ ফেব্রুয়ারী থেকে ক্লাশ শুরু হবে।

⚠️ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু!
15😢7
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপডেটঃ
নতুন মেধাতালিকা প্রকাশিত।
মোট ২৫ জন সাবজেক্ট পেয়েছে।সর্বশেষ মেরিট পজিশন 630।কাটমার্ক 52.75।
🔥42🥰2
Important Update

নোবিপ্রবিতে পোষ্য কোটা ভর্তি স্থগিত রাখা হবে। GST নম্বরের বিষয় পুনর্বিবেচনা করা হবে।


- শিক্ষার্থীদের আন্দোলনে নোবিপ্রবি প্রক্টর
👏276🤔3🔥1
পবিপ্রবিঃ

জ্বালানী খরচ কমাতে ''পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের " সপ্তাহে ৪ দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত! 
সপ্তাহে ৪ দিন অনলাইন ক্লাস নেয়া হবে।
🤯32🤩13🤔7🔥2
গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে ১বার চূড়ান্ত ভর্তি হওয়ার পর অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করলে টাকা সমন্বয় করা হবে না

-নোবিপ্রবি
😢22
NSTU

নবীন বরণ হতে পারে ৭-১০ ফেব্রুয়ারির মধ্যে
বাকি কাগজপত্র জমা নিতে পারে ৫/৬ ফেব্রুয়ারী
🔥5😢3
Attention Please 💁‍♂️


একটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হয়ে পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হলে অটোমেটিক দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল হয়ে যায়

যারা এই কাজ করেছো, তাড়াতাড়ি যে কোন একটা বিশ্ববিদ্যালয় ভর্তি ক্যান্সেল করো এবং ডকুমেন্ট উঠিয়ে ফেলো। তাহলে তোমার ভর্তি ঠিক থাকবে।


Study On Telegram
🔥12
Webometrics University Ranking-2023

Link- https://www.webometrics.info/en/asia/bangladesh%20
🤯122🔥2👏2
News Zone
Webometrics University Ranking-2023 Link- https://www.webometrics.info/en/asia/bangladesh%20
বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।
19🔥2
📌 HSC-22: BUP Update


বিইউপির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সার্কুলার এইচএসসির ফল প্রকাশের পর প্রকাশিত হবে
22😢15👏5🔥4🤔2
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু তালিকা..

©️ Admission Informer
42😢7👏6
সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ আজ বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং মাভাবিপ্রবি'র অনুষদ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
🤯37🤔8😢8👏4🤩4
12👏4😢4
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত:

সবচেয়ে সন্তোষজনক অবস্থানে রয়েছে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত যৌথভাবে ১:১১ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২। যা আন্তর্জাতিক মানদন্ড ১:২০ এর মধ্যে ভাল অবস্থান।

সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪২, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৯ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৮। যা আন্তর্জাতিক মানদন্ড ১:২০ এর মধ্যে নেই।
😢24🤯6👏32
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফি ৫ হাজার টাকা 💁‍♂️
🤯28👏6🔥5🤔1
HSC-22 : MIST

এমআইএসটি ভর্তি পরীক্ষা ১৮-ই মার্চ অনুষ্ঠিত হবে।
🤯35😢269👏7🤩1