News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
📌 HSC-22: BUP Update


বিইউপির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সার্কুলার এইচএসসির ফল প্রকাশের পর প্রকাশিত হবে
22😢15👏5🔥4🤔2
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু তালিকা..

©️ Admission Informer
42😢7👏6
সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ আজ বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং মাভাবিপ্রবি'র অনুষদ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
🤯37🤔8😢8👏4🤩4
12👏4😢4
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত:

সবচেয়ে সন্তোষজনক অবস্থানে রয়েছে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত যৌথভাবে ১:১১ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২। যা আন্তর্জাতিক মানদন্ড ১:২০ এর মধ্যে ভাল অবস্থান।

সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪২, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৯ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৮। যা আন্তর্জাতিক মানদন্ড ১:২০ এর মধ্যে নেই।
😢24🤯6👏32
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফি ৫ হাজার টাকা 💁‍♂️
🤯28👏6🔥5🤔1
HSC-22 : MIST

এমআইএসটি ভর্তি পরীক্ষা ১৮-ই মার্চ অনুষ্ঠিত হবে।
🤯35😢269👏7🤩1
নোবিপ্রবিতে A ইউনিটে যে যে বিষয়ের সিট ফাকা

সমাজকর্ম - ২০
আইন - ১
ওশেনোগ্রাফি - ২২
এনভায়রনমেন্ট - ১
ফুড সায়েন্স - ১
অর্থনীতি - ৪
ইংরেজি - ২
বাংলা - ৬
বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ - ৯
সমাজবিজ্ঞান - ৫
শিক্ষা বিভাগ - ১৪
শিক্ষা প্রশাসন - ৩
ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি - ১৩
ট্যুরিজম এন্ড হসপিটালিটি - ৩
ম্যানেজমেন্ট - ১

সর্বশেষ সাব্জেক্ট পেয়েছে ৫৯৯২ পর্যন্ত।
😢12🤯7
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসরাত এখন যুক্তরাষ্ট্রের শিক্ষক।

ধৈর্য্য, ইচ্ছা, চেষ্টা আর সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে সফলতা আসবেই।
যে কোন জায়গা থেকে ভালো করা সম্ভব , শুধু মাএ সঠিক পরিশ্রমী হওয়া দরকার।

সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করো, ইনশাল্লাহ সফল হবে।❤️
148🔥13👏6
নোবিপ্রবি আপডেটঃ

এ ইউনিটে সর্বমোট ভর্তি হয়েছে ৮৮২ জন।
বিজ্ঞান বিভাগে লাস্ট মেরিট ৪৯৬৪(সমুদ্রবিজ্ঞান)
কাটমার্কঃ৫৪.২৫

বিভাগ পরিবর্তন সহ লাস্ট মেরিট ৫৯৯২(শিক্ষা)
কাটমার্কঃ৫৩
এ্যাডমিশন আপডেট (২০২২-২৩)

১. মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সার্কুলার প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি রাতের মধ্যে। আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ১৩ ফেব্রুয়ারি। আবেদন ফি ১০০০ টাকা।

২. আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ মার্চ। এইচএসসির ফল প্রকাশের পর নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

৩. MIST এর ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। এইচএসসির ফল প্রকাশের পরই বিস্তারিত সার্কুলার প্রকাশিত হবে।

৪. IUT এর ভর্তি পরীক্ষা মার্চের মধ্যেই হতে পারে। ওয়েবসাইট প্রস্তুত। এইচএসসির ফল প্রকাশের পর বিস্তারিত সার্কুলার প্রকাশিত হবে।

৫. BUP এর ভর্তি পরীক্ষা মার্চের শেষ সপ্তাহের শুক্র-শনিবার হতে পারে। এইচএসসির ফল প্রকাশের পরপরই সার্কুলার প্রকাশিত হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ ফেব্রুয়ারি থেকে। একজন শিক্ষার্থী চাইলে সব ইউনিটেই আবেদন করতে পারবে। আবেদন ফি ১০০০ টাকা। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে অনুষ্ঠিত হবে।
38😢14
পবিপ্রবি আপডেটঃ

রিপোর্টিং এর বিপরীতে ৪র্থ মেধাতালিকা প্রকাশিত।এ ইউনিটে সাবজেক্ট পেয়েছে ১৬ জন।সর্বশেষ মেরিট পজিশন ১১৮১।কাটমার্ক ৫৩।
🔥1
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় গনবিজ্ঞপ্তি বিস্তারিত

দ্বিতীয় গনবিজ্ঞপ্তি থেকে আবেদন রেন্জ বিস্তারিত ☞

A ইউনিটের ৩৪৮৪- ৫৫৩৯ পর্যন্ত।

B ইউনিটের ৬৯২-১৭০৩ পর্যন্ত।
C ইউনিটের ৬০৪- ১৬২৮ পর্যন্ত।

★ দ্বিতীয় গনবিজ্ঞপ্তি থেকে আবেদন করা যাবে অনলাইনে ক্যাম্পাসে যেতে হবে না। অনলাইনে লগইন করলে এপ্লাই এর প্রসেস দেখতে পাবেন এই রেন্জ ধারী শিক্ষার্থীরা।

★আবেদন এর সময়সীমা ☞ ০৬ - ০৭ ফেব্রুয়ারি বিকেল ০৪ টা পর্যন্ত।
🥰5👏4
💥 ইসলামি বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট!

১)
চূড়ান্ত ভর্তি শেষে ফাঁকা আসন রয়েছে ৪৮৫ টি।

এ ইউনিট ৩৫৫ টি
বি ইউনিট ৮৪ টি
সি ইউনিট ৪৬ টি

২)
আইসিটি সেল বিজ্ঞপ্তি তৈরির কাজ করছে,যদি সম্ভব হয় আজকেই মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে আর সম্ভব নাহলে আগামীকাল সিউর।

৩)
১০ মেরিটে শেষ যে মেরিট পর্যন্ত ডাকা হয়েছিলো সে ইউনিটে ফাঁকা আসনের ১০ গুন শিক্ষার্থীকে গনবিজ্ঞপ্তি ডাকা হবে।যারা এর মধ্যে আছো তারা মানসিকভাবে প্রস্ততি নাও।

৪)
যদি আগে কেউ সাবজেক্ট না পেয়ে থাকে তাকেও গনবিজ্ঞপ্তিতে ডাকা হবে।

৫)
সিট যতক্ষন ফাঁকা থাকবে ততক্ষন গনবিজ্ঞপ্তি চলতে থাকবে।সিট ফাঁকা রেখে ভর্তি শেষ করা হবেনা।

সোর্স: আইসিটি সেলের পরিচালক স্যার।
24👏8
NSTU Notice:

আগামীকাল ১৭তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ থাকলেও কাল ক্লাস শুরু হচ্ছে না৷ ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে সে বিষয়ে মিটিং করে জানানো হবে।

সূত্র: রেজিস্ট্রার অফিস।
👏7😢6🔥1🤯1🤩1
HSC-22

আগামীকাল সকাল ১১.৩০ টায় তোমাদের ফলাফল প্রকাশিত হবে। সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল।

- পাঠশালা বার্তা 
51😢18🔥6🤩6🤯5
NSTU

Update করা হয়েছে একটু
🥰12🤩43👏1🤯1
Update News

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আসন ফাঁকা ১৮২ টি।
🔥17
নাম: আল ইমরান

বিভাগ: বিজ্ঞান

এসএসসি: ৩.৫৭ ( Without 4th subject)
এইচএসসি: ৪.৪

অনার্স: ৩.৬৯ ( Out of 4.00) - ঢাবি
মাস্টার্স: ৩.৯৭ ( Out of 4.00) - ঢাবি

অনার্স ও মাস্টার্স এ প্রথম

বর্তমান অবস্থা: নাসার জেপিএলে পোস্ট ডক্টরাল হিসেবে যোগ দিয়েছেন



তোমাদের জীবনে কিছু শেষ ও হয়নি আবার কিছু শুরুও হয়নি।
শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছে মাত্র।

আনন্দ, কান্না,মন খারাপ,একা থাকা,বন্ধুদের কল না ধরা,আত্মীয়দের কথা শুনা; সব আজকেই করে নাও।
কালকে ঘুম থেকে উঠে নিজেকে নতুন ভাবে আবিস্কার করো।

সবার জন্য শুভকামনা 😊🌸
97🔥10👏4🥰3🤯2