News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🤯16😢7🔥2🎉2🤩1
HSC-22: DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত; আবেদন শুরু হবে ২৭ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২০ মার্চ পর্যন্ত।

- পাঠশালা বার্তা 
📌 HSC-22: DU Update


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

🕰 আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি
🕰 আবেদন শেষঃ ২০ মার্চ
23🤯5😢4🔥3
📌 HSC-22: RU Update


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। 


💠 ‘সি’ (বিজ্ঞান) ইউনিটঃ ২৯ মে

💠 'এ' (মানবিক) ইউনিটঃ ৩০ মে

💠 ‘বি’ (বাণিজ্য) ইউনিটঃ ৩১ মে

[Source: TDC]
54🔥12😢3🥰2
আলহামদুলিল্লাহ

রাবিতে সেকেন্ড টাইম থাকছে🔥


সোর্সঃ TDC
168🔥32👏5🥰4😢2🤩1
২০২২ শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়’র ভর্তি পরীক্ষা।
🔥10834🥰7👏2🤩1
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫ আর্মি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের বিস্তারিত নির্দেশাবলী
😢1710🔥2👏2🤩1
NSTU
15
📌 এ মুহূর্তে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সর্বশেষ কাটমার্কঃ


১। পাবিপ্রবি- ৫২.৫০
২। হাবিপ্রবি-৫৩.২৫(সম্ভাব্য)
৩। পবিপ্রবি-৫২.৫০
৪। বশেফমুবিপ্রবি-৫১.৭৫
৫। বশেমুরবিপ্রবি-৫১.৭৫
৬। বেগম রোকেয়া-৫২.৫০
৭। মাভাবিপ্রবি-৫৪(সম্ভাব্য)
৮। নোবিপ্রবি-৫১.২৫
৯। রাবিপ্রবি-৫৩
১০। চাঁবিপ্রবি-৫২.২৫
১১। কু্বি-৫২.৭৫
১২। ইবি-৫২.২৫
১৩। বশেমুরবি-৫২.৭৫
১৪। জবি-৫৫.২৫
১৫। শাবিপ্রবি-৫৩.২৫(সম্ভাব্য)
১৬। যবিপ্রবি-৫৪(সম্ভাব্য)
১৭। খুবি-৫৫(সেট)
১৮। জাককানইবি-৪৯(শর্ত পূরণ সাপেক্ষে)
১৯। ববি-৫২
২০। রবি-৫০.৭৫
২১। বিডিইউ-৪৮.২৫(শর্ত পূরণ সাপেক্ষে)
২২। শেহাবি-৫২.৫০

[বিঃদ্রঃ কাটমার্ক একটু হেরফের হতে পারে,তবে এ মার্কগুলার খুব কাছাকাছি থাকবে।]

©অনিরুদ্ধ
35😢6🔥4👏4🤔3
📌 সতর্কতা পোস্ট

অনেক কম্পিউটারের দোকান থেকে ফর্মফিলাপের সময় অসতর্কতা বা অভিজ্ঞতার অভাবে কারেন্ট স্টাডি তে ভিন্ন প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছে। এতে পরবর্তীতে সমস্যা হতে পারে।
এবিষয়ে সতর্ক হতে হবে।

স্টুডেন্ট কপি ভালভাবে চেক করে নিবে সবাই।

১) কোটা আছে কী না, ঠিকভাবে দিয়েছে কী না।
২) প্রশ্নের ভাষা(বাংলা) আছে কী না।
৩) চয়েজ লিস্টে সবগুলো মেডিকেলের কোড আছে কী না।
৪) CURRENT STUDY AT এ ভুলবশত কোন ইন্সটিউট এর নাম দিয়েছে কী না।

যাদের কোন ভুল হবে, তারা আজকের মধ্যে আবার ফর্ম ফিল আপ করে ফেলবে।

☑️ বিষয়টি অতীব জরুরী

©মইনুল ইসলাম ভাইয়া❤️
45🔥2👏2
😢29👏5🔥4
😢129🤯16🤔8🔥7
📌 HSC-22: IUT Update


আইইউটি (IUT) এর ভর্তি পরীক্ষা ২৬ শে মে অনুষ্ঠিত হবে।
38🔥4
শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে রাবি শিক্ষক

স্যালুট জানাই স্যারকে

#ShameforUs
353🔥23👏17🥰4😢1
এপ্রিলের মধ্যেই ২০২২-২৩ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ করে জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করতে চায় গুচ্ছ কমিটি।

এটি একটি ভুয়া ইনফরমেশন


২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি এখনও পুরোপুরি সমাপ্ত হয়নি, ক্লাস শুরু হবে মার্চে। যেখানে ৪ মাসেও সীট ফিল আপ হচ্ছে না, সেখানে নতুন সিদ্ধান্তের জন্য কমিটি গঠিত হলো কখন? আর এখনও ফাইনাল হয়নি গুচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে!

মার্চ বা এপ্রিলে জানা যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে।
তবে তাঁরা যেভাবে গতি নিয়ে এগুচ্ছে ধরে নেয়া যায় জুন বা জুলাইয়ে ভর্তি পরীক্ষার সম্ভাবনা আছে!
57🤯16🔥10👏8😢3🥰2