News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
H.S.C. পরিক্ষার ফলাফল দিয়ে দেয়ার পরপরই দ্রুত শুরু হয়ে যাবে, BUP এর ভর্তি যুদ্ধ। আর এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে প্রতিশ্রুতি মতো আজকে "#GK" বিষয়ে কিভাবে প্রস্তুতি নিবে তা নিয়ে আজকের পোস্ট।

প্রথমেই বলে রাখি, বিইউপির প্রত্যেকটি ইউনিটেই GK  মাস্ট আন্সার করতে হয়।
আর GK তে মার্ক উঠানো সবচেয়ে সহজ। এই জিকে দিয়েই মার্ক তুলতে হবে FBS, FASS, FSSS ইউনিটে। তুমি জিকে যত বেশি জানবে, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি।

এমনকি এই জিকে viva তেও আসে। তাই তুলনামূলক সহজ এবং নাম্বার উঠানো ও সবচেয়ে সহজ এই জিকে দিয়ে।

চান্স পাওয়ার ক্ষেত্রে জিকে এর মার্ক অনেক বেশি প্রভাব রাখে।

আর, #সাধারণ_জ্ঞানের কোনো স্প্যাসিফিক  সিলেবাসও নেই যে বলে দিলাম আর পড়ে ফেললে। দিন যাবে, আর নতুন নতুন টপিক জিকে তে যোগ হবে এটাই স্বাভাবিক।

জিকে এর টপিক হাতে গুনে শেষ করা যাবে না। এমনকি পরীক্ষার আগের রাতের ইস্যু থেকেও প্রশ্ন আসতে পারে।

তাই সর্বপ্রথম তোমাকে সব খবারা-খবরের সাথে আপডেট রাখতে হবে। অনেক বিষয় আছে, যেগুলা প্রতিনিয়তই আপডেট হয় আর তথ্য বদলায়, তুমি হয়ত জান একটা, আপডেট না থাকার কারণে সেই পুরনোটাই দাগিয়ে আসলে, কিন্তু উত্তর আসলে অন্যটা, যা তোমার ধারণারই বাইরে। তাই এই বিষয়গুলা ভালোভাবে খেয়াল রাখতে হবে।

GK এর টপিক অনেক আর এই অল্প সময়ে সব টপিক পড়াও পসিবল না। এই কয়েকদিনে ইম্পরট্যান্ট টপিক গুলা পড়তে হবে যেগুলো সব সময়ই বিইউপি ভর্তি পরীক্ষায় আসে।

‼️ কিছু কিছু টপিক আছে যা কখনই পরিবর্তন হয় না, সেগুলো  base করে পড়তে হবে। আর পরিবর্তনশীল তথ্য গুলো পেতে বিগত ৭-৮ মাসের Current Affairs পড়লেই চলবে।

জিকে এর মুলত ২ টা পার্ট। বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল পার্ট। বিইউপি এডমিশন টেস্টে কয়টা করে বাংলাদেশ/ ইন্টারন্যাশনাল থেকে আসে তা বলা যায় না। তবে মোটামুটি ৫০/৫০ ই আসে। তাই ২ টা ভাগের পারদর্শী হতে হবে।
আর যেহেতু তোমারা সবাই ঢাবি "ঘ" ইউনিটের প্রস্তুতি নিয়েছ, তাই আর নতুন করে প্রস্তুতি নেবার প্রয়োজন নেই। কারণ DU–D ইউনিটের প্রস্তুতিই ইনাফ।

🔰🔰 #বাংলাদেশ_পার্ট
বাংলাদেশ পার্ট থেকে বেসিক কিছু তথ্য একদম মুখস্ত জানতে হবে। এই কয়দিনে এতো পড়া সম্ভব নয় তাই কিছু কিছু হট টপিক দিচ্ছি যা থেকে কমন পড়বেই ইনশাল্লাহ।।

★ বাংলাদেশ: ইউকিপিডিয়া থেকে যা তথ্য পাবে তা পড়ে নিবে।
★ বাংলার জনপদ,  প্রাচীন যুগ(মৌর্য, গুপ্ত, পাল, সেন), মধ্যযুগ, মুঘল আমল(পুরোটা),
বারো ভুইয়া।
★ উপমহাদেশে ইংরেজ শাসন,
★ সংস্কার আন্দোলন,
★ পাকিস্তান আমল,
★ ভাষা আন্দোলন,
★ ছয় দফা,
★ স্বাধীনতা আন্দোলন,
★ মুক্তিযুদ্ধ (খুটিনাটি যা আছে সব),
★ খেতাব সমূহ(পরিচিতি সহ),
★ সেক্টরসমুহ- এলাকা সহ,
★ স্বাধীনতার পরের অবস্থা,
★ স্বীকৃতি দানকারী দেশ সমূহ,
★ জাতিসংঘে বাংলাদেশ,
★ সংবিধান (টুকটাক),
★ বাংলাদেশের জাতীয় বিষয়াবলী,
★ গুরুত্বপূর্ণ দিবস,
★ পদক-পুরস্কার,
★ উপজাতি, নৃ-গোষ্ঠী,
★ বিখ্যাত ব্যাক্তি, ছদ্দনাম, উপাধি,
★ গুরুত্বপূর্ণ বা বিখ্যাত চলচ্চিত্র,
★ বাংলাদেশের প্রথম (____),
★ জলবায়ু এবং ভূ-প্রকৃতি,
★ নদী, চর, বিল, জলপ্রপাত,
★ মসজিদ, মন্দির, প্রত্নতত্ত্ব,
★ উপনাম,
★ গুরুত্বপূর্ণ ভাস্কর্য,
★ সেতু, ব্রিজ, ভু-উপগ্রহ,
★ শিক্ষা কমিশন,
★ বিশ্ববিদ্যালয়।

আর কারেন্ট নিউজ যা আছে সব নলেজে রাখবে।

🔰🔰 #ইন্টারন্যাশনাল_পার্ট

ইন্টারন্যাশনাল পার্ট থেজে জাজ করা হয় তুমি কতটুকু পৃথিবীটাকে জান। এই পার্টে ভালো করার জন্য বিশ্ব নিয়ে তোমার ভালো ধারণা থাকতে হবে।
এই অল্প সময়ে

★ বিভিন্ন দেশের ভৌগলিক অবস্থান, দেশ, রাজধানী।
★ আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশের রাজনৈতিক ইতিহাস।
★ বিভিন্ন শাস্ত্রের জনক
★ রিপোর্ট, সমীক্ষা( সর্বশেষ আপডেট)
★ সংস্থার প্রধান
★ সীমারেখা
★ গুরুত্বপূর্ণ নগরী
★ রাষ্ট্র ও কূটনীতি
★ কেন্দ্রীয় ব্যাংক
★ নতুন নাম-পুরাতন নাম
★ প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
★ যুদ্ধ সংক্রান্ত চুক্তি সমূহ
★ বিপ্লব
★ অপারেশন
★ সামরিক শক্তি (আপডেট কৃত)
★ স্নায়ুযুদ্ধ (Cold War)
★ বিভিন্ন সংগঠন
★ জাতিসংঘ
★ পুরস্কার(নোবেল, ম্যাগসেস, অস্কার, ম্যান বুকার)
★ খেলা: ক্রিকেট (এশিয়া কাপ, বাংলাদেশের পরিসংখ্যান), বিশ্বকাপ, ফুটবল, বিশ্বকাপ ফুটবল,  অলিম্পিক।
★ সাগর-মহাসাগর
★ প্রনালী
★ দ্বীপ, নদ-নদী
★ সংবাদপত্র
★ আন্তর্জাতিক জোট
★ দিবস এবং বর্ষ
★ জাদুঘর, জেলখানা, বিমানবন্দর
★ বিখ্যাত সড়ক, ভবন
★ বিশ্বের বৃহত্তম–ক্ষুদ্রতম
★ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।
★ আবিষ্কার।

এবং সাম্প্রতিক বিষয়াবলী  সম্পর্কে ভালোভাবে পড়তে হবে।

আর বিগত ২০ বছরের বিসিএস এর প্রশ্নব্যাংক অবশ্যই সলভ করতে হবে। কারণ এর থেকে মিনিমাম ৪/৫ টা প্রশ্ন থাকবেই।

শেষ কথা যত পার সাম্প্রতিক বিষয়ের প্রতি নজর রাখ।
39🔥3
এই কয়দিনে এত গুলা টপিক পড়া সম্ভব কি না সেটা জিজ্ঞেস করলে সবাই এ এক বাক্যে না বলে দিবে।
— কিন্তু আমি বলছি, হ্যা সম্ভব, একটু Hard work করলেই সম্ভব।

আর GK Question সহজ হয়, কিন্তু tricky থাকে। যেমন তুমি যেটা পড়ে এসেছ, সেটা না দিয়ে ঠিক তার উল্টো বা আশেপাশের প্রশ্নটা করবে। আর তুমি ভাববে যে এইটা পড়ে এসেছি, আন্সার তো মাস্ট এটাই হবে।এমটা করেছ কি ধরা খেয়েছ।

তাই আন্সার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রশ্ন এবং সব অপশন আগে পড়ে নিবে।

এই অল্প সময়ে সবকিছু নিয়ে বসলে তুমি খেই হারিয়ে ফেলবে। কারণ সিলেবাস অনেক বড়। আর তাই এখন তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে ভালো করার জন্য।

©️©️©️
41😢7🥰2👏2🔥1
গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের সময় বেঁধে দেন শিক্ষার্থীরা

-TDC
🤔51🤯33😢32👏2120🤩5
MBBS:22

আগামীকাল ২৩ মার্চ রাত ১২ টায় শেষ হচ্ছে সরকারি-বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষার এবারের আবেদন।
27🤩13👏8🔥6🤔4😢4🤯2
নোবিপ্রবিতে ২০২১-২২ সেশনের ভর্তির ১২তম মেরিট লিস্ট প্রকাশিত। মেরিট লিস্ট অনুযায়ী সাবজেক্ট পেয়েছে:

A unit-7509(BMS)
B unit-583( BMS)
C unit-741(BMS)
🤯28🤩61
''বিশ্বসেরাদের কাতারে বুয়েট সিএসই''

কম্পিউটেশনাল বায়োলজি ও বায়ো-ইনফরমেটিক্স এ বুয়েট-সিএসই সারা বিশ্বের মাঝে ১৪ তম।
🔥13856🤯19🥰7👏6🤔5🎉5😢4🤩2
বিইউপির আবেদনের ধাপ সমূহ

1. Basic
2. Program Priority (Subject Choice)
3. Education (Academic information)
4. Parent/Guardian Info
5. Address (present & permanent)
6. Additional info/Work Experience
7. Upload Photo & Signature
8. Declaration

মোট ৮ টা ধাপ পূরণ কর‍তে হবে।
সুতরাং, সাবধানতা মেনে সব পূরণ করতে বলা হলো।

Admission Informer
32
নোবিপ্রবি আপডেট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'A' ইউনিটে আসন ফাঁকা প্রায় ৪৭ টি
©
🤔21🤯18🔥4👏4
আমাদের দেশেও বিশ্বমানের এক বিজ্ঞানী ছিলেন। কিন্তু দুঃখের বিষয় তার সম্পর্কে আমরা খুব কম লোকই জানি৷

শুভ জন্মদিন স্যার! ❤️
199🔥12🥰4🎉1
আজ ২৫ শে ফেব্রুয়ারি, ঐতিহাসিক পিলখানা ট্রাজেডি।

২০০৯ সালের পিলখানায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
😢16432🥰4
মেডিকেলে আসনপ্রতি লড়বে ৩২ জন ভর্তিচ্ছু..
🔥53😢397🤔4
𝗕𝗦𝗠𝗥𝗠𝗨 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗖𝗶𝗿𝗰𝘂𝗹𝗮𝗿 𝟮𝟬𝟮𝟮-𝟮𝟬𝟮𝟯

📌𝐎𝐟𝐟𝐢𝐜𝐚𝐥 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 𝐏𝐃𝐅: https://bsmrmu.edu.bd/public/files/notices/63f90e7d68b85Admission%20Circular%20(Corrected)_compressed%20(1).pdf

📆 আবেদনের সময়সীমা: ১ মার্চ – ২৩ মার্চ, ২০২৩
💸 আবেদন ফি: ৭০০ টাকা (অফেরতযোগ্য)
📃 উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মার্চ, ২০২৩
🪪 প্রবেশপত্র ডাউনলোড: ৩১ মার্চ - ০৭ এপ্রিল, ২০২৩
✍🏼 ভর্তি পরীক্ষা: ০৭ ও ০৮ এপ্রিল, ২০২৩
🏤 পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর
‼️ ভর্তি পরীক্ষার ফলাফল: ১৫ মে, ২০২৩
🤔24🥰4
গুচ্ছ আপডেটঃ

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ  ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে আসন পূরণে কয়েকটা বিশ্ববিদ্যালয় এর পরেও কিছুদিন মেরিট দিয়ে সমাপ্ত করতে পারে।
সূত্রঃ
নাছিম আখতার স্যার
টেকনিক্যাল প্রধান,গুচ্ছ ভর্তি কমিটি

উপাচার্য,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
👏2912😢4🤔2🤯2
Prospectus 2022-23 Final.pdf
557.1 KB
💥BUET Update (HSC-22)

Circular & Prospectus 22-23 Published
👏19😢134🎉3🔥2🥰1🤯1
বুয়েট আপডেটঃ

বুয়েটে বেড়েছে নতুন আরো একটি বিভাগ!
নতুন বিভাগের নাম ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগ। এটি ৩০টি আসন নিয়ে যাত্রা শুরু করছে।

নতুন বিভাগ যুক্ত হওয়ায় প্রকৌশল অনুষদের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ।
53🔥6🤔4👏3🤯3😢3
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আগামীকাল দুপুর ২ টায় সভায় বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
🤔17🔥8🥰3
©️ Admission Informer
37🔥6🤯4🥰2👏2
HSC-22

⚠️⚠️⚠️
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ে একটা নিউজ দেখা যাচ্ছে।

কিন্তুু এখনো সেটা অফিসিয়াল নিউজ না।
তাই বিচলিত হবে না তোমরা।
🤯13🥰8🤔5👏3🔥1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৫ মে!


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সমন্বয়ে ২৬.০২.২০২৩ তারিখে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী (Schedule) আগামী ১৬ মে ২০২৩ তারিখ থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো ।
------------
স্বাক্ষরিত/-
(এস. এম. আকবর হোছাইন)
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
রেজিস্ট্রার দপ্তর, চ. বি.
এবং সচিব, ভর্তি কমিটি
22😢13
আপডেটঃ

শিক্ষামন্ত্রী উন্নত বিশ্বের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও একটি পরীক্ষার মধ্য দিয়ে ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তির ব্যবস্থা চালু করার ইচ্ছার কথা জানিয়েছেন। স্যাটের মতো ব্যবস্থাকে ইঙ্গিত করে ৮ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী তাঁর এ ইচ্ছার কথা বলেন। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য কতখানি তৈরি, তা মূলত স্যাট পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
🤔48🤯1412🔥11😢4🥰1👏1
HSC-22

কুবিতে ৪৬ আসন ফাঁকা রেখেই শেষ হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

( স্টুডেন্টদের ভাষ্যমতে গতবার ১০২টা সিট খালি ছিল)
😢20🤔9🤯6🔥4