News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
𝗕𝗦𝗠𝗥𝗠𝗨 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗖𝗶𝗿𝗰𝘂𝗹𝗮𝗿 𝟮𝟬𝟮𝟮-𝟮𝟬𝟮𝟯

📌𝐎𝐟𝐟𝐢𝐜𝐚𝐥 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 𝐏𝐃𝐅: https://bsmrmu.edu.bd/public/files/notices/63f90e7d68b85Admission%20Circular%20(Corrected)_compressed%20(1).pdf

📆 আবেদনের সময়সীমা: ১ মার্চ – ২৩ মার্চ, ২০২৩
💸 আবেদন ফি: ৭০০ টাকা (অফেরতযোগ্য)
📃 উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মার্চ, ২০২৩
🪪 প্রবেশপত্র ডাউনলোড: ৩১ মার্চ - ০৭ এপ্রিল, ২০২৩
✍🏼 ভর্তি পরীক্ষা: ০৭ ও ০৮ এপ্রিল, ২০২৩
🏤 পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর
‼️ ভর্তি পরীক্ষার ফলাফল: ১৫ মে, ২০২৩
🤔24🥰4
গুচ্ছ আপডেটঃ

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ  ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে আসন পূরণে কয়েকটা বিশ্ববিদ্যালয় এর পরেও কিছুদিন মেরিট দিয়ে সমাপ্ত করতে পারে।
সূত্রঃ
নাছিম আখতার স্যার
টেকনিক্যাল প্রধান,গুচ্ছ ভর্তি কমিটি

উপাচার্য,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
👏2912😢4🤔2🤯2
Prospectus 2022-23 Final.pdf
557.1 KB
💥BUET Update (HSC-22)

Circular & Prospectus 22-23 Published
👏19😢134🎉3🔥2🥰1🤯1
বুয়েট আপডেটঃ

বুয়েটে বেড়েছে নতুন আরো একটি বিভাগ!
নতুন বিভাগের নাম ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগ। এটি ৩০টি আসন নিয়ে যাত্রা শুরু করছে।

নতুন বিভাগ যুক্ত হওয়ায় প্রকৌশল অনুষদের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ।
53🔥6🤔4👏3🤯3😢3
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আগামীকাল দুপুর ২ টায় সভায় বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
🤔17🔥8🥰3
©️ Admission Informer
37🔥6🤯4🥰2👏2
HSC-22

⚠️⚠️⚠️
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ে একটা নিউজ দেখা যাচ্ছে।

কিন্তুু এখনো সেটা অফিসিয়াল নিউজ না।
তাই বিচলিত হবে না তোমরা।
🤯13🥰8🤔5👏3🔥1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৫ মে!


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সমন্বয়ে ২৬.০২.২০২৩ তারিখে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী (Schedule) আগামী ১৬ মে ২০২৩ তারিখ থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো ।
------------
স্বাক্ষরিত/-
(এস. এম. আকবর হোছাইন)
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
রেজিস্ট্রার দপ্তর, চ. বি.
এবং সচিব, ভর্তি কমিটি
22😢13
আপডেটঃ

শিক্ষামন্ত্রী উন্নত বিশ্বের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও একটি পরীক্ষার মধ্য দিয়ে ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তির ব্যবস্থা চালু করার ইচ্ছার কথা জানিয়েছেন। স্যাটের মতো ব্যবস্থাকে ইঙ্গিত করে ৮ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী তাঁর এ ইচ্ছার কথা বলেন। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য কতখানি তৈরি, তা মূলত স্যাট পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
🤔48🤯1412🔥11😢4🥰1👏1
HSC-22

কুবিতে ৪৬ আসন ফাঁকা রেখেই শেষ হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

( স্টুডেন্টদের ভাষ্যমতে গতবার ১০২টা সিট খালি ছিল)
😢20🤔9🤯6🔥4
HSC-22

আগামীকাল বিকাল ৪ টা থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন,আবেদনের শেষ তারিখ ২০ মার্চ।

ইউনিটভিত্তিক পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হবে কাল দুপুরে
25🔥5👏5
Welcome to the battlefield Juniors:

ঢাবি (খ) - ৬ মে
ঢাবি (ক) - ১২ মে
ঢাবি (গ) - ১৩ মে
বুয়েট (প্রিলি) - ২০ মে
চবি - ১৬ - ২৫ মে
IUT - ২৬ মে
রাবি - ২৯ - ৩১ মে


loading....
😢4719🥰4🔥3🤯1
বুয়েটের আবেদন যোগ্যতার বিষয়টি এবং সিলেকশন ক্রাইটেরিয়া সম্পর্কে কিছু কথা

১. এসএসসির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসির ক্ষেত্রে পদার্থ,রসায়ন এবং উচ্চতর গণিতে জিপিএ ৫.০০ সহ জিপিএ ৫.০০ থাকতে হবে।

২. এইচএসসি-২২ এর সিলেকশনের ক্ষেত্রে পদার্থ+রসায়ন+উচ্চতর গণিতে ২০০×৩= ৬০০ নম্বরের মধ্যে মোট প্রাপ্ত নম্বর এবং পদার্থ ও উচ্চতর গণিতে আলাদাভাবে প্রাপ্ত মোট নম্বর অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে প্রথম ১৮০০০ জনের মধ্যে আসার ক্ষেত্রে পদার্থ ও উচ্চতর গণিত হলো মেইন স্ট্রিম লাইন। পাশাপাশি পদার্থ+রসায়ন+উচ্চতর গণিতের ৬০০ নম্বরে প্রাপ্ত নম্বরও ফ্যাক্টর হিসেবে কাজ করবে।

৩. এইচএসসি-২১ এর যারা এবার ইম্প্রুভ দিয়েছে তাদের জন্য গত বছরের শর্ত প্রযোজ্য হবে। সেক্ষেত্রে উচ্চতর গণিতে ২০০ নাম্বারের মধ্যে ১৭০ এবং পদার্থ+রসায়ন মিলে ৪০০ নম্বরের মধ্যে ৩৭২ নম্বর থাকতে হবে।

[গতবার নাম্বারের শর্ত থাকার অন্যতম কারণ ছিল সাব্জেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ; যা এবার ছিল না। আর এবারের কন্ডিশনই বুয়েটের চিরচেনা কন্ডিশন।]

৪. দুই শিফটে ৯০০০ করে মোট ১৮০০০ জন পরীক্ষা দেয়ার সুযোগ পাবে এবং প্রতি শিফট থেকে ৩০০০ জন করে মোট ৬০০০ জন লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।

ধন্যবাদ ❤️

-admission Informer
34🤔4🔥3
📌 ঢাবির আবেদন প্রসঙ্গে কিছু কথা –


ঢাকা বিশ্ববিদ্যালয় আর মেডিকেলের পরীক্ষা কেন্দ্র একই ভাবে দেয়া হয় না। মেডিকেলে দেখা যায় আগে এপ্লাই করলে কঙ্কিত যায়গায় কেন্দ্র আসে, কিন্তু ঢাবির ক্ষেত্রেও মোটেও এমন নয়!

তাই কেউ যেন তাড়াহুড়ো করে প্রথম দিন আবেদন না করে এই অনুরোধ রইল। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট ক্যাপাসিটি নির্দিষ্ট না। তুমি যে বিভাগে পরীক্ষা দেয়ার জন্যে আবেদন করবে, ইনশাআল্লাহ সেই বিভাগেই সিট পড়বে। অন্য কোথাও পড়বে না।

প্রথম দিন আবেদন করা স্টুডেন্ট আর শেষ দিনে আবেদন করা স্টুডেন্টের সিটও পাশাপাশি হতে পারে! কারণ, রোল একদম র‍্যান্ডম ভাবে হয়। তাই, আগেই আবেদন করতে হবে এমন ধরণের মানসিকতা থেকে বের হয়ে আসার অনুরোধ রইল।


★ প্রথম দিন সাধারণত সবাই আবেদনের চেষ্টা করে। তাই সাধারণত ওই দিন সার্ভার জ্যাম হয়ে যায়। এর পাশাপাশি ওয়েবসাইটে অনেক রকম বাগ থাকতে পারে, যা ধিরে ধিরে ফিক্স করা হয়। যার ফলে প্রথম দিন যারা এপ্লাই করে, অনে সময়ই দেখা যায়, তাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়।
17🎉3🔥2👏1🤔1
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন গন বিজ্ঞপ্তি প্রকাশিত।

সমাজকর্ম বিষয়ে ভর্তির জন্য প্রকাশ করা হয়েছে এই গনবিজ্ঞপ্তি। যাদের নাম্বার ৪৫/৪৫+ ( তিনটি ইউনিটের জন্যই প্রযোজ্য) তারা সবাই অনলাইনে রিপোর্টিং করতে পারবে উক্ত বিষয়ের জন্য। শুধুমাত্র মানবিক এর শিক্ষার্থীদের অনলাইনে রিপোর্টিং এর সাথে সাথে ১লা মার্চ সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হতে হবে।
সমাজকর্ম বিষয়ের আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগের জন্য---> ৪টি
মানবিক বিভাগের জন্য----> ২৩ টি
বানিজ্য বিভাগের জন্য------> ৩টি
11
HSC-22

বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে নরমাল ড্রেস, সাদা ব্যাকগ্রাউন্ড এবং মুখমণ্ডল-কান স্পষ্ট ছবি দেয়ার জন্য বলা যাচ্ছে

⚠️ হিজাব পড়ে দেওয়া যাবে কিনা এই প্রসঙ্গে বলবো, মুখমন্ডল ও কান স্পষ্ট থাকলে দিতে পারো।
আর একান্ত কোনো সমস্যা না থাকলে হিজাব ছাড়া দেওয়াটাই ভালো।
আর হিজাব দিয়ে দিলে Ensure করবে যাতে মুখমন্ডল ও কান স্পষ্ট থাকে
🔥15😢7🤯4
🎓 ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বিকাল ৪:০০ টা)
আবেদন শেষঃ ২০ মার্চ, ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
✍️ ভর্তি পরীক্ষা (বিজ্ঞান): ১২ মে, ২০২৩ (সকাল ১১টা থেকে ১২:৩০ টা পর্যন্ত)

BUET
অনলাইনে আবেদন শুরুঃ ১ মার্চ, ২০২৩ (সকাল ১০টা)
অনলাইনে আবেদন শেষঃ ১২ মার্চ ২০২৩ (বিকাল ৩টা)
✍️ প্রাক- নির্বাচনী পরীক্ষাঃ ২০ মে, ২০২৩
✍️ মূল ভর্তি পরীক্ষাঃ ১০ জুন, ২০২৩

🩺 মেডিকেল
অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
প্রবেশ পত্র বিতরণঃ ৬ মার্চ ২০২৩ হতে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত
✍️ ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩ (সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত)

🩺 AFMC & 5 AMCs (Session 2022-23)
অনলাইনে আবেদন ২৩-০২-২০২৩ খ্রি: শেষ হয়েছে।
✍️ ভর্তি পরীক্ষার তারিখ: ১১-০৩-২০২৩ খ্রি: ( শনিবার, বিকাল ৩.০০ টা হতে বিকাল 8.00 টা পর্যন্ত)

MIST
অনলাইন আবেদন শুরু হয়েছেঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
অনলাইন আবেদন শেষঃ ২ মার্চ ২০২৩
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৮ মার্চ ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
অনলাইনে আবেদন শুরু হয়েছেঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
অনলাইনে আবেদন শেষঃ ১৫ মার্চ, ২০২৩
✍️ সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষাঃ ২৫ মার্চ, ২০২৩ (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়
অনলাইনে আবেদন শুরুঃ ১৫ মার্চ (দুপুর ১২টা)
অনলাইনে আবেদন শেষঃ ২৭ মার্চ (রাত ১২টা পর্যন্ত)
✍️ ভর্তি পরীক্ষা ‘সি’(বিজ্ঞান): ২৯ মে ২০২৩
🔥148🤔3😢2👏1