English Phobia।Exam Mate – Telegram
English Phobia।Exam Mate
42.8K subscribers
1.2K photos
16 videos
130 files
865 links
Download Telegram
15.The 'Mona Lisa' is the portrait of a woman with enticing smile.Here, Enticing means:
Anonymous Quiz
23%
Luminous
33%
Alluring
21%
Elusive
22%
Lovely
🔥8
Forwarded from Biology Phobia।Exam Mate (Riaz Mamun।।)
জাবি D ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রও জাবি স্ট্যান্ডার্ড এবং সংক্ষিপ্ত সিলেবাস থেকই করেছেন।
এক্সাম দিলাম -shift :-2 (10.25--11.25)
21
Attention Please

এই যে এখন এডমিশন পরীক্ষা হচ্ছে, রেজাল্ট দিচ্ছে
কেউ দয়া করে কোনো পরীক্ষার্থীর কাছে জানতে চাইবেন না তার পরীক্ষা কেমন হলো বা রেজাল্ট কি যতক্ষন না সে নিজে থেকে কিছু বলছে। এই প্রশ্নের উত্তর দেয়া যে কতটা কষ্টকর শুধু সেই বোঝে যখন আশানুরূপ কিছুই হয় না।বলার মতো হলে আপনি জানতেই পারবেন কোনো না কোনোভাবে।

Thanks and regards!
(Phobia Series)
134😢26🔥5🥰1
Forwarded from PDF Zone
HSC Batch 22 and 23

Join Our Channel:https://news.1rj.ru/str/Exam_Mate22
জাহাঙ্গীরনগর এ ইউনিটের ফলাফল প্রকাশ-
English_Written_Exam_List_20220802.pdf
884.7 KB
English_Written_Exam_List_20220802.pdf
English Phobia।Exam Mate
English_Written_Exam_List_20220802.pdf
রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে ইংলিশ লিখিত পরীক্ষায় যারা সিলেক্ট হয়েছেন দেখে নিন।
🤔1
আচ্ছা একটা জিনিস সবার কাছে একটু ক্লিয়ার করে দেই। সেটা হল আপনি রাবির ইংলিশ লিখিত পরীক্ষায় যদি টিকে যান তারপরে কি হবে? চলুন এর জন্য একটা উদাহরণ দেখে নেই সাবজেক্ট চয়েস লিস্টের-

1.Law
2.Economics
3.English
4.IR
5.IER

🔖ধরে নিন এটা আপনার সাবজেক্ট চয়েজ লিস্ট।মেরিটে আপনার সাবজেক্ট আসলো IR, এদিকে আপনি ইংলিশ লিখিত পরীক্ষাতেও টিকে গেলেন। এক্ষেত্রে আপনি চাইলেও আর IR এ থাকতে পারবেন না।

🔖আবার যদি এমন হয় যে মেরিটে আপনার সাবজেক্ট এসেছে ইকোনমিক্স আবার লিখিততেও তো আপনি টিকে গেছেন। সে ক্ষেত্রে আপনাকে ইকোনমিক্স এ থাকতে হবে। কারণ আপনি ইংলিশের আগে ইকোনমিকস অলরেডি দিয়েই ফেলেছেন।

📌মূল কথা দাঁড়ালো, আপনার চয়েস লিস্টে সাবজেক্টের উর্ধ্বক্রম অনুসারে মাইগ্রেশন চলতে থাকবে। তাই সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বিষয়টা মাথায় রাখবেন। বোঝাতে পারলাম?

ধন্যবাদ
(ফোবিয়া সিরিজ)
17
এটা ছিল গতবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন। এটা আপনাদের দেখালাম প্রশ্নের প্যাটার্নটা বোঝানোর জন্য। এর আগের বারের গুলোতেও প্যাটার্ন একই ছিল তাই আশা করা যায় এবারও এরকম আসবে। সেটা কেমন?
🔖সেটা হলো পরীক্ষা হবে ৫০ নম্বরের। একটা প্যাসেজ থেকে ২৫ নাম্বারের(৫ নাম্বার করে পাঁচটা প্রশ্ন থাকবে) আনসার করতে হবে, বাকি ২৫ নাম্বারের একটা essay লিখতে হবে।
🔖 প্যাসেজ থেকে একটা কমন প্রশ্ন হতে পারে আপনাকে প্যাসেজের টাইটেল লিখতে বলবে, যেটা এক লাইনের মধ্যে লিখবেন, কারণ শুধু টাইটেল চেয়েছে আর জাস্টিফাই করতে বললে বর্ণনা করবেন কিছুটা।
🔖আমার পরামর্শ হলো আগে essay লেখা শুরু না করে প্যাসেজের পাঁচটা প্রশ্নের উত্তর করা। যেহেতু পাঁচটা প্রশ্ন আলাদা তাই কম সময়ে পাঁচটা প্রশ্ন কমপ্লিট করে আপনি 25 মার্ক সিকিওর করতে পারবেন। অপরদিকে, ২৫ মার্কের essay লিখতে অনেক বেশি সময় চলে যাবে, পরবর্তীতে আপনি পাঁচটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর লেখার সময় নাও পেতে পারেন।কারণ সময় কিন্তু এক ঘন্টা। তাই সময়ের কথাটা মাথায় রেখে লিখা শুরু করতে হবে।
ধন্যবাদ
(ফোবিয়া সিরিজ)
7
পাস করেও ভর্তির সুযোগ পাবেন না ৮৬% ভর্তিচ্ছু (সীট সংখ্যা কম হওয়ায়)

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫৫ দশমিক ৬৩ শতাংশ অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এই তথ্য জানান। তিনি জানান, গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ৩০ নম্বরের সমান ও বেশি নম্বর পেয়ে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ৩০ এর নিচে নম্বর পেয়ে ৬৬ হাজার ৭১১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট ১১ হাজার ৭১৬টি আসন রয়েছে

তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৫৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মোট ১১ হাজার ৭১৬ জন ভর্তির সুযোগ পাচ্ছেন। সেই হিসেবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৭৩ হাজার ৮৬৬ জন ভর্তিচ্ছু গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না।

©️
😢55
সবাই ধৈর্য ধরুন।
অপেক্ষা করুন।
যেই ১১ হাজার শিক্ষার্থী অলরেডি ভালো মার্ক পেয়ে প্রথমদিকে আছে তারা সবাই-ই গুচ্ছতেই ভর্তি হয়ে যাবে এমনতো না।
সামনেরগুলোর জন্য প্রস্তুতি নিন,আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন। সবাই সবার প্রাপ্যটা পাবেই ইন শা আল্লাহ😊
🥰5230😢13🔥5
Forwarded from Biology Phobia।Exam Mate (Riaz Mamun।।)
পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে? ভাগ্যে যা আছে তাই হবে। হতাশ হবেন না কেউ। ❣️

"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন!
-সূরা ত্বলাক: ৭
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!
- সূরা ইনশিরাহ: ৬
"জেনে রেখো, আল্লাহ্'র সাহায্য নিকটে!"
- সূরা বাক্বারা: ২১৪

সকলের জীবন শান্তিময় হোক,আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক,আমিন।
150😢9
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় আর বেশিদিন নেই। আশা করি সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবন্টন সম্পর্কে জানো। ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি এগুলোতে যত ভাল mark ই পাও না কেন ,যদি তোমরা ইংরেজিতে ৪ এর কম পাও এবং বাংলাতে ৩ এর কম পাওয়া তাহলে তুমি ফেইল।

❣️ English সমস্যার সমাধানঃ-

দেখেন সবাই, Cu তে ইংরেজি তে vocabulary and grammar থেকেই প্রশ্ন আসে। সর্বাধিক প্রশ্ন গ্রামার থেকেই আসে। তাছড়া, ইংরেজি প্রশ্ন ব্যাংক থেকেই কমন পড়ে যাবে অনেকগুলো।

তবে এক্ষেত্রে ইংরেজি প্রশ্ন ব্যাংক পড়ে গেলেই কিন্তু ভালো পারবে না। তোমাকে বুজতে হবে ৪ টা অপশন এর মধ্যে কোনটি সঠিক এবং বাকি তিনটা অপশন কেন সঠিক নয়??

তোমাদের ইংরেজি গ্রামারের কোন প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো, সমাধান করে দিব। অথবা এই পোস্টের কমেন্টে প্রশ্নটিই ছবি তুলে কমেন্ট করতে পারো।

@Riaz_Mamun
57🥰4
তোমাদের কিছু প্রশ্ন

প্রশ্ন:- ভাইয়া Cu তে grammar এ কোন কোন টপিক্স পরীক্ষায় প্রশ্ন আসে?
উত্তরঃ- সিইউ প্রশ্ন ব্যাংক টি খুলে ফেলো। প্রশ্ন সমাধান করতে থাকো এবং প্রতিটি প্রশ্ন সমাধান করার পাশাপাশি খাতায় লিখে রাখো যে প্রশ্নটি কোন টপিক্স থেকে এসেছে। তারপর তোমরা বুঝতে পারবে যে 6 থেকে 7 topics ব্যতীত অন্য কোন টপিক থেকে প্রশ্ন আসে না। এর মধ্যে কিছু টপিক্স হলো খুবই গুরুত্বপূর্ণ যেমনঃ-

❣️ Parts of speech (আসবেই), Right form of varb (আসবেই), subject verb agreement ( আসবেই), Voice (আসবেই) Narration (আসবেই), preposition (আসবেই)।
❣️

প্রশ্নঃ ভাই Cu poll দেন?

উত্তরঃ- sopiophobia থেকে অনেক poll দেওয়া হইসে। poll সমাধান করার চেয়ে,বরং প্রশ্ন ব্যাংক থেকে English প্রশ্ন সমাধান করো ব্যাক্ষা সহ।

প্রশঃ ভাই, আমাকে এই প্রশ্নটি বুজিয়ে দেন?
উত্তরঃ- এই পোস্টের কমেন্টে ছবি তুলে কমেন্ট করো অথবা
@Riaz_Mamun এ knock করে ছবি তুলে প্রশ্নটি দাও।


@Riaz_Mamun
45
📌 HSC-21: GST Update


গুচ্ছের ফল তো প্রকাশ পেলো। এরপর কি করণীয় তা নিচে দেয়া হলোঃ


‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ে এক সাথে ভর্তি আবেদন শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস দেবে। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।

আবেদনের ক্ষেত্রে কতটি বিশ্ববিদ্যালয় এবং কয়টি সাবজেক্ট একসাথে পছন্দক্রম দেওয়া যাবে সেটি নিয়ে সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে দুইটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমটি হলো ভর্তিচ্ছুরা ২২টি বিশ্ববিদ্যালয়েই একসাথে চয়েস দিতে পারবে। দ্বিতীয় প্রস্তাবনাটি হলো ৫টি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিষয় পছন্দক্রম দেওয়া যাবে।

Source: TDC
23🥰4😱2🤩1
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আজ বাদ মাগরিব সন্ধ্যা ৭:৩০ টায় মিলাদ পড়ানো হবে। এই এই কেউ ঠেলাঠেলি করবেন না!!!সবাই লাইনে দাঁড়িয়ে যান। মিলাদ শেষে সবাইকে সিন্নি দেওয়া হবে।

🗒মানে GST আর CU এর Special Poll solve করানো হবে। নামাজ শেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হলো। আর বোনাস রাউন্ডে হাজির হব বিসিএসের কিছু প্রশ্ন নিয়ে। এ উপলক্ষে কোন পরীক্ষা নেওয়া হবে কিনা পরবর্তী নোটিশে জানানো হবে।

ধন্যবাদ
(ফোবিয়া সিরিজ)
93🤩16🥰5🎉2🔥1
English Phobia।Exam Mate
Mixed topics (part4:GST Special) Let's continue,peeps.
Mixed topics (part5:GST Special)

Let's continue,peeps.
🔥12
2.The correct meaning of the word 'Senile' is-
Anonymous Quiz
12%
Serious
41%
Rigorous
25%
Failing
22%
Sensible
😢17🔥8🥰3