আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহ তায়ালার অশেষ কৃপায় সকলেই সুস্থ আছেন।
আপনারা হয়তো সবাই জানেন, আজ দিন বাদে আমাদের মেডিকেল ভর্তিপরীক্ষার আর মাত্র ২৮ দিন বাকি আছে। আর এইসময় টাতে বেশির ভাগ ছাত্র-ছাত্রীই তাদের সম্পুর্ণ সিলেবাস শেষ করে ফেলছে। Mostly, 2nd timer রা। যারা 1st timer, তার' চেষ্টা করছে সম্পূর্ণ সিলেবাস শেষ করার। ইনশাআল্লাহ শেষ করে ফেলবেন। আমিও একজন 2nd timer তাই হয়তো আমার কথাগুলি আপনারা নাও মানতে পারেন বা গুরুত্ব দিতে পারেন তারপরও আমার প্রথমবার নেওয়া প্রস্তুতি থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।যা আপনাদের কাজে আসলেও আসতে পারে।
১। সিলেবাস.
যাদের সিলেবাস শেষ হয়েগেছে তারা তো আলহামদুলিল্লাহ। আর যাদের এখনও সিলেবাস শেষ হয়নি তারা ৬-৭ তারিখের মাঝে আপনাদের সিলেবাস যেভাবেই হোক শেষ করুণ। নাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ, এই ১ মাসে কমপক্ষে আপনাদের বই ৩-৪ বার শেষ করতে হবে।
যাদের সম্পূর্ণ বই দাগানো শেষ হয়নি তাদের বলো ছোট ভাই বোন বা যে কেউ চেনা পরিচয় থেকে থাকে তাহলে তাদের কে বলুন পিডিএফ দেখে বইগুলো দাগিয়ে দিতে। কারণ, এখন বই দাগানোর সময় না। আমিও জানুয়ারি তেই বই কিনেছি কিন্তু, মাত্র ২ দিনে ৮ জনকে দিয়ে আমার সবগুলো দাগানো শেষ করিয়ে নিছি। আপনারাও এমন এই করেন। অনেকে বলবে নিজের বই নিজে দাগালে ভালো বুঝতে পাড়া যায় অনেক কিছু। Just ফালতু একটা কথা এই মুহুর্তে। বই দাগানো শেষ করেন এরপর পড়াশুরু করলে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ তা থেকে যদি কোনো কিছু মনে হয় আসার মত দাগিয়ে নিবেন। কিন্তু এখন নিজে বই দাগিয়ে সময় নষ্ট না করে পড়াশুরু করেন। আর ৭ তারিখের মধ্যে ফুল সিলেবাস শেষ করেন।
২। ইংরেজি
সব বিষয়ে ভালো থাকলেও এই একটা বিষয়েই সবাই কাঁচা এবং অনেক ভয় পাই এই বিষয়টাকে। বিভিন্ন টপিকে সবার বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। কিন্তু, আমার যতটুকু জ্ঞান তা থেকে বলতে আমার মত ৯০% শিক্ষার্থীর ইংরেজি Synonym-Antonym নিয়ে অনেক সমস্যা। এই একটা টপিক যা থেকে ২-৩ টা প্রশ্ন এসেই থাকে আর বিষয়টাতে বেশির ভাগ ছাত্র-ছাত্রী দূর্বল। কিন্তু, আমরা প্রতিদিন যদি ১০ টি synonym এবং ১০ টি antonym মোট ২০ টি করে Synonym-Antonym শিখতে পাড়ি তাহলে হিসাব করে দেখেন এই ২৮ দিনে আপনি ৫২০ টি Synonym-Antonym শিখতে পাড়বেন। ২৪০ করে। যা অনেক বড় একটা পরিসর। আশাকরি যেই ৫২০ টি শিখবেন তার বাহিরে আসার সম্ভাবনা ক্ষীণ হবে, যদি BCS/DU/MAT-DAT অনুযায়ী পড়েন তাহলে এই টপিক মিস যাবেনা বললেই চলে।
৩। জীববিজ্ঞান
মুখস্তের বিষয় কিন্তু জীববিজ্ঞান পড়তে কিন্তু বেশি সময় লাগে মা যদি আপনি টেকনিকালি পড়েন। কিভাবে পড়বেন? 🤷♂️আমরা যেই অধ্যায়ই পড়িনা কেন, কিছু টপিক আছে যা না পড়লেও মনে থাকে, আর কিছু টপিক আছে একবার পড়লে মনে থাকে, আবার কিছু টপিক আছে কনফিউশান হয় পড়লেও ভুল হয়। এই টপিক গুলির মধ্যে যেইগুলি কনফিউশান তৈরি করে সেই পড়াটুকু জোরে জোরে পড়বেন। আর বাকি ২ টাইপ মনে পড়বেন৷ কিন্তু বানান করে না শুধু চোখ বুলাবেন। আর কিছুই না। প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর কি-ওয়ার্ড একটা পাতায় লিখে রাখবেন প্রতিদিন ঘুমানোর আগে ৩০ মিনিট সেই কি-ওয়ার্ড গুলি দেখে যা পড়েছেন রি-কল করবেন। দেখবেন মনে আছে কিনা৷ যদি না থাকে হাইপার হওয়ার কিছু নেই, টুকে রাখুন পরের বার পড়ে নিবেন। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কি-ওয়ার্ড ব্যবহার করবেন।চাইলে চীরকুটও ব্যবহার করতে পারেন।
৪। পদার্থ
বেশিরভাগ পন্ডিত আছে যারা অংক সলভ করে কঠিন থেকে কঠিনতর অংক🙂 যা জীবিনেও আসবে না মেডিকেলে। তাই এইগুলা নিয়ে মাথা ঘামানো বাদ দেন যা সহজ টাইপের অংক তার দিকে ফোকাস করেন। চাইলে বই পড়ার আগে একবার প্রশ্নব্যংক দেখে নিতে পারেন, কেমন টাইপের ম্যাথ করা প্রয়োজন বুঝে যাবেন। আর হ্যা জীববিজ্ঞান, রসায়ন দাগানো লাইন ছাড়াও আমারা বাড়িয়ে কিছু পড়ে থাকি, কিন্তু পদার্থের ক্ষেত্রে দাগানো লাইন ছাড়া পড়ার কোনো দরকার নাই। অনুশীলন প্রশ্ন পড়েন। আপনাদের জানি না পদার্থ এক অধ্যায় পড়তে কতক্ষণ লাগে আমার ১৫-৩০ মিনিট লাগে এক অধ্যায় শেষ করতে।[শুধু বইয়ের] আলহামদুলিল্লাহ পদার্থ তে কোনো সমস্যা হয়না।
৫। রসায়ন
সেইম জীববিজ্ঞানের মত করে পড়বেন। আর হ্যা, এইটারও অনুশীলন প্রশ্ন সলভ করবেন।
৬। সাধারণ জ্ঞান
GK phobia -তে অনেকই সাম্প্রতিক নিয়ে মাতামাতি করে, এই মুহূর্তে এত সাম্প্রতিক জেনে লাভ নাই ভাই/বোন। এইটা নিয়্র শুধু শুধু মাথাটাকে খাটিয়েন না। যদি সাম্প্রতি থেকে প্রশ্ন আসে মাত্র ১ টা আসবে। আসলেও কোরোনা, বঙ্গবন্ধু রিলেটেড কিছু আসবে। আর, সাম্প্রতিক যদি কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এডমিন আলিফ তা শেয়ার করেন। তাই এই বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে এখন শুধু মুক্তিযুদ্ধ-ভাষা আন্দোলন পড়েন। অনেকে মুক্তিযুদ্ধের রেঞ্জই জানেনা তাই পাকিস্তান শাসন আমল বাদ দেয়। এইকাজ একদমই করা যাবেনা। ১৯৪৭-১৯৭১ পর্যন্ত যা ঘটেছে সব পড়তে হবে। বাংলাদেশ পরিচিতির মাধ্যে বাংলাদেশ সম্পর্কে যা আছে সব। খেলাধুলা, নদ নদী, ফসলের নাম ইত্যাদি ইত্যাদি।
আপনারা হয়তো সবাই জানেন, আজ দিন বাদে আমাদের মেডিকেল ভর্তিপরীক্ষার আর মাত্র ২৮ দিন বাকি আছে। আর এইসময় টাতে বেশির ভাগ ছাত্র-ছাত্রীই তাদের সম্পুর্ণ সিলেবাস শেষ করে ফেলছে। Mostly, 2nd timer রা। যারা 1st timer, তার' চেষ্টা করছে সম্পূর্ণ সিলেবাস শেষ করার। ইনশাআল্লাহ শেষ করে ফেলবেন। আমিও একজন 2nd timer তাই হয়তো আমার কথাগুলি আপনারা নাও মানতে পারেন বা গুরুত্ব দিতে পারেন তারপরও আমার প্রথমবার নেওয়া প্রস্তুতি থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।যা আপনাদের কাজে আসলেও আসতে পারে।
১। সিলেবাস.
যাদের সিলেবাস শেষ হয়েগেছে তারা তো আলহামদুলিল্লাহ। আর যাদের এখনও সিলেবাস শেষ হয়নি তারা ৬-৭ তারিখের মাঝে আপনাদের সিলেবাস যেভাবেই হোক শেষ করুণ। নাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ, এই ১ মাসে কমপক্ষে আপনাদের বই ৩-৪ বার শেষ করতে হবে।
যাদের সম্পূর্ণ বই দাগানো শেষ হয়নি তাদের বলো ছোট ভাই বোন বা যে কেউ চেনা পরিচয় থেকে থাকে তাহলে তাদের কে বলুন পিডিএফ দেখে বইগুলো দাগিয়ে দিতে। কারণ, এখন বই দাগানোর সময় না। আমিও জানুয়ারি তেই বই কিনেছি কিন্তু, মাত্র ২ দিনে ৮ জনকে দিয়ে আমার সবগুলো দাগানো শেষ করিয়ে নিছি। আপনারাও এমন এই করেন। অনেকে বলবে নিজের বই নিজে দাগালে ভালো বুঝতে পাড়া যায় অনেক কিছু। Just ফালতু একটা কথা এই মুহুর্তে। বই দাগানো শেষ করেন এরপর পড়াশুরু করলে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ তা থেকে যদি কোনো কিছু মনে হয় আসার মত দাগিয়ে নিবেন। কিন্তু এখন নিজে বই দাগিয়ে সময় নষ্ট না করে পড়াশুরু করেন। আর ৭ তারিখের মধ্যে ফুল সিলেবাস শেষ করেন।
২। ইংরেজি
সব বিষয়ে ভালো থাকলেও এই একটা বিষয়েই সবাই কাঁচা এবং অনেক ভয় পাই এই বিষয়টাকে। বিভিন্ন টপিকে সবার বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। কিন্তু, আমার যতটুকু জ্ঞান তা থেকে বলতে আমার মত ৯০% শিক্ষার্থীর ইংরেজি Synonym-Antonym নিয়ে অনেক সমস্যা। এই একটা টপিক যা থেকে ২-৩ টা প্রশ্ন এসেই থাকে আর বিষয়টাতে বেশির ভাগ ছাত্র-ছাত্রী দূর্বল। কিন্তু, আমরা প্রতিদিন যদি ১০ টি synonym এবং ১০ টি antonym মোট ২০ টি করে Synonym-Antonym শিখতে পাড়ি তাহলে হিসাব করে দেখেন এই ২৮ দিনে আপনি ৫২০ টি Synonym-Antonym শিখতে পাড়বেন। ২৪০ করে। যা অনেক বড় একটা পরিসর। আশাকরি যেই ৫২০ টি শিখবেন তার বাহিরে আসার সম্ভাবনা ক্ষীণ হবে, যদি BCS/DU/MAT-DAT অনুযায়ী পড়েন তাহলে এই টপিক মিস যাবেনা বললেই চলে।
৩। জীববিজ্ঞান
মুখস্তের বিষয় কিন্তু জীববিজ্ঞান পড়তে কিন্তু বেশি সময় লাগে মা যদি আপনি টেকনিকালি পড়েন। কিভাবে পড়বেন? 🤷♂️আমরা যেই অধ্যায়ই পড়িনা কেন, কিছু টপিক আছে যা না পড়লেও মনে থাকে, আর কিছু টপিক আছে একবার পড়লে মনে থাকে, আবার কিছু টপিক আছে কনফিউশান হয় পড়লেও ভুল হয়। এই টপিক গুলির মধ্যে যেইগুলি কনফিউশান তৈরি করে সেই পড়াটুকু জোরে জোরে পড়বেন। আর বাকি ২ টাইপ মনে পড়বেন৷ কিন্তু বানান করে না শুধু চোখ বুলাবেন। আর কিছুই না। প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর কি-ওয়ার্ড একটা পাতায় লিখে রাখবেন প্রতিদিন ঘুমানোর আগে ৩০ মিনিট সেই কি-ওয়ার্ড গুলি দেখে যা পড়েছেন রি-কল করবেন। দেখবেন মনে আছে কিনা৷ যদি না থাকে হাইপার হওয়ার কিছু নেই, টুকে রাখুন পরের বার পড়ে নিবেন। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কি-ওয়ার্ড ব্যবহার করবেন।চাইলে চীরকুটও ব্যবহার করতে পারেন।
৪। পদার্থ
বেশিরভাগ পন্ডিত আছে যারা অংক সলভ করে কঠিন থেকে কঠিনতর অংক🙂 যা জীবিনেও আসবে না মেডিকেলে। তাই এইগুলা নিয়ে মাথা ঘামানো বাদ দেন যা সহজ টাইপের অংক তার দিকে ফোকাস করেন। চাইলে বই পড়ার আগে একবার প্রশ্নব্যংক দেখে নিতে পারেন, কেমন টাইপের ম্যাথ করা প্রয়োজন বুঝে যাবেন। আর হ্যা জীববিজ্ঞান, রসায়ন দাগানো লাইন ছাড়াও আমারা বাড়িয়ে কিছু পড়ে থাকি, কিন্তু পদার্থের ক্ষেত্রে দাগানো লাইন ছাড়া পড়ার কোনো দরকার নাই। অনুশীলন প্রশ্ন পড়েন। আপনাদের জানি না পদার্থ এক অধ্যায় পড়তে কতক্ষণ লাগে আমার ১৫-৩০ মিনিট লাগে এক অধ্যায় শেষ করতে।[শুধু বইয়ের] আলহামদুলিল্লাহ পদার্থ তে কোনো সমস্যা হয়না।
৫। রসায়ন
সেইম জীববিজ্ঞানের মত করে পড়বেন। আর হ্যা, এইটারও অনুশীলন প্রশ্ন সলভ করবেন।
৬। সাধারণ জ্ঞান
GK phobia -তে অনেকই সাম্প্রতিক নিয়ে মাতামাতি করে, এই মুহূর্তে এত সাম্প্রতিক জেনে লাভ নাই ভাই/বোন। এইটা নিয়্র শুধু শুধু মাথাটাকে খাটিয়েন না। যদি সাম্প্রতি থেকে প্রশ্ন আসে মাত্র ১ টা আসবে। আসলেও কোরোনা, বঙ্গবন্ধু রিলেটেড কিছু আসবে। আর, সাম্প্রতিক যদি কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এডমিন আলিফ তা শেয়ার করেন। তাই এই বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে এখন শুধু মুক্তিযুদ্ধ-ভাষা আন্দোলন পড়েন। অনেকে মুক্তিযুদ্ধের রেঞ্জই জানেনা তাই পাকিস্তান শাসন আমল বাদ দেয়। এইকাজ একদমই করা যাবেনা। ১৯৪৭-১৯৭১ পর্যন্ত যা ঘটেছে সব পড়তে হবে। বাংলাদেশ পরিচিতির মাধ্যে বাংলাদেশ সম্পর্কে যা আছে সব। খেলাধুলা, নদ নদী, ফসলের নাম ইত্যাদি ইত্যাদি।
❤71👍5🔥5😱2
ইংরেজি আর সাধারণ জ্ঞান এ প্রতিদিন ১ ঘন্টা করে ২ ঘন্টা সময় দেন। পাড়ি বলে বসে থাকলে হবেনা। এই দুই বিষয়ই চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ায়।
★ অনেকেই পরিক্ষার রুটিন অনুসরণ করতে গিয়ে নিজের পড়া সম্পুর্ণ না করেন, পরের দিনের রুটিনের বিষয় অনুসরণ করেন। এইভাবে পড়া থেকে যায়। দরকার নাই পরিক্ষার। এখন সব অনলাইন আছে। আপনি আপনার মত পড়া শেষ করে তারপর পরিক্ষা গুলি দেন। এতে আপনার মেরিট হয়ত কোচিং দেখাবে না কিন্তু আপনার প্রস্তুতি সম্পর্কে আপনি ঠিকই ধারণা পেয়ে যাবেন। এইসব কোচিং-এর মেরিটে কচুটাও আসে যায় না। নিজের রুটিন অনুসরণ করেন। নিজের সময় মত বিষয় শেষ করে তারপর পরিক্ষা দেন। এখন টেলিগ্রামের লাইভ পরিক্ষা গুলি বর্জন করুণ। কারণ, যেখানে লাইভ পরিক্ষা দিতে আপনার ২০-৩০ মিনিট লাগবে সেইখানে আপনি বটে মাত্র ২-৫ মিনিটে পুরো পরিক্ষা শেষ করে ফেলতে পাড়বেন। এখন থেকে যতটুকু সম্ভব সময় বাঁচান। সর্বদা মোটিভেটেড থাকবেন। নিজের উত্তম দিয়ে যাবেন আর আল্লাহর কাছে, যার যার ধর্মের যার যার প্রভুর কাছে প্রার্থনা করবেন। তিনি সকলের ভালোটাই দিয়ে থাকেন। নিজের উওম টা দিয়ে পরিশ্রম করে যান ফল আল্লাহ দিবেন। আর যা দিবেন ভালোই দিবেন ইনশাআল্লাহ।
সমবয়সী হয়ে হয়ত বেশিই বলে ফেলছি। কিন্তু, আমি প্রথমবার বড় ভাইদের কাছ থেকে, যা শিখেছি, উনারা যেভাবে৷ বলতেন, এখনো বড় ভাইরা যেইভাবে গাইড করেন, তাদের কাছ থেকে যা শিখেছি তাই আপনাদের বললাম। 1st time আমাকে এক ভাই বলেছিলেন এমনভাবে পড় যাতে ৪৫ মিনিটে একবই শেষ করতে পাড়। তাহ্লে বুঝেন কত দ্রুত আমাদের পড়া উচিৎ।
যদি ভুল কিছু বলে থাকি / আমার কোনো কথা দ্বারা কেউ কষ্ট পান তাহলে মাফ করবেন। আর সবাই আমার মত যারা সাদা এপ্রন পরে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেন তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লহ যেন সকলের মনের নেক আশাগুলো এবং সাদা এপ্রন পড়ার স্বপ্নটি পূরণ করেন।আমিন।
আসসালামু আলাইকুম ❤️
Emir aryan
★ অনেকেই পরিক্ষার রুটিন অনুসরণ করতে গিয়ে নিজের পড়া সম্পুর্ণ না করেন, পরের দিনের রুটিনের বিষয় অনুসরণ করেন। এইভাবে পড়া থেকে যায়। দরকার নাই পরিক্ষার। এখন সব অনলাইন আছে। আপনি আপনার মত পড়া শেষ করে তারপর পরিক্ষা গুলি দেন। এতে আপনার মেরিট হয়ত কোচিং দেখাবে না কিন্তু আপনার প্রস্তুতি সম্পর্কে আপনি ঠিকই ধারণা পেয়ে যাবেন। এইসব কোচিং-এর মেরিটে কচুটাও আসে যায় না। নিজের রুটিন অনুসরণ করেন। নিজের সময় মত বিষয় শেষ করে তারপর পরিক্ষা দেন। এখন টেলিগ্রামের লাইভ পরিক্ষা গুলি বর্জন করুণ। কারণ, যেখানে লাইভ পরিক্ষা দিতে আপনার ২০-৩০ মিনিট লাগবে সেইখানে আপনি বটে মাত্র ২-৫ মিনিটে পুরো পরিক্ষা শেষ করে ফেলতে পাড়বেন। এখন থেকে যতটুকু সম্ভব সময় বাঁচান। সর্বদা মোটিভেটেড থাকবেন। নিজের উত্তম দিয়ে যাবেন আর আল্লাহর কাছে, যার যার ধর্মের যার যার প্রভুর কাছে প্রার্থনা করবেন। তিনি সকলের ভালোটাই দিয়ে থাকেন। নিজের উওম টা দিয়ে পরিশ্রম করে যান ফল আল্লাহ দিবেন। আর যা দিবেন ভালোই দিবেন ইনশাআল্লাহ।
সমবয়সী হয়ে হয়ত বেশিই বলে ফেলছি। কিন্তু, আমি প্রথমবার বড় ভাইদের কাছ থেকে, যা শিখেছি, উনারা যেভাবে৷ বলতেন, এখনো বড় ভাইরা যেইভাবে গাইড করেন, তাদের কাছ থেকে যা শিখেছি তাই আপনাদের বললাম। 1st time আমাকে এক ভাই বলেছিলেন এমনভাবে পড় যাতে ৪৫ মিনিটে একবই শেষ করতে পাড়। তাহ্লে বুঝেন কত দ্রুত আমাদের পড়া উচিৎ।
যদি ভুল কিছু বলে থাকি / আমার কোনো কথা দ্বারা কেউ কষ্ট পান তাহলে মাফ করবেন। আর সবাই আমার মত যারা সাদা এপ্রন পরে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেন তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লহ যেন সকলের মনের নেক আশাগুলো এবং সাদা এপ্রন পড়ার স্বপ্নটি পূরণ করেন।আমিন।
আসসালামু আলাইকুম ❤️
Emir aryan
❤134👍13🔥6🤩2🥰1
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
❤18🔥5😁4
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
😢31❤23🔥6👍1
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
He said that he_______the previous day.
Anonymous Quiz
10%
has come
60%
had come
20%
came
10%
arrived
❤27😢14🔥5👍4😱2
😢31🤯18❤12👍3🤩3
I am glad ____ your glorious result in the examination.
Anonymous Quiz
29%
of
38%
to
23%
for
10%
None
😢28🎉6❤5🤩3
😢49🤯18🔥9🎉3🤩3🥰2😁2❤1
❤26😢19🤩8🔥5🎉4
[Cu :20-21]
Due to Covid-19 pandemic, students left their hostel ____ bag and baggage.
Due to Covid-19 pandemic, students left their hostel ____ bag and baggage.
Anonymous Quiz
26%
without
58%
With
11%
beside
5%
None
🤯56❤10😁10🔥5😱1😢1
🤯32❤9🎉7🔥3😢2🤩1
🔥28😁23😱9🤯5😢4❤1🎉1
🔥25😁17🤯7😢4❤3🥰1
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
😢30❤14🔥5😱3🤯2🎉1
❤22🤯13🔥5😁3😱3
😢34🔥22😁4🎉4🤔3❤2🤯2
😢35❤20😁7🤯7
😢38❤24🤯8😱8🔥3🎉1
❤27🎉11🔥6😱2😢1
I _____ his address on the computer.
Anonymous Quiz
22%
called on
25%
called in
19%
called into
34%
called up
😢25🔥18😁3🤔2❤1
😢20❤18🤯8🔥3