ঢাকার বিভিন্ন সড়ক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দখলে, অচল ঢাকা
©TDC
©TDC
❤134👏25🔥8😢4
রংপুরের পুলিশের গুলিতে আবু সাঈদ নামের একজন শহীদ হয়েছেন।তিনি ইংরেজি ডিপার্টমেন্টের ১২ তম ব্যাচের ছাত্র।
রংপুরের অবস্থা এখন ভয়াবহ।
Source : DRB News.
রংপুরের অবস্থা এখন ভয়াবহ।
Source : DRB News.
😢209😱2
ইনবক্সে আমার এক বড় ভাই (তিনি একজন স্কোয়াড লিডার, আর্মি) তার সাথে কথা হল। সে আমাদের আন্দোলনকারী সাথীদের জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছে। প্লিজ সবার এই কথাগুলো প্রতিটি আন্দোলনকারী বন্ধুদের কাছে পৌঁছে দিন। এটা আমাদের জন্য অনেক বড় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ। প্রয়োজনে সবাই পিকগুলো সেভ করে ইনবক্সে শেয়ার করুন।
©
©
❤98
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে আজ আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।
নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন তিনি।
তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, একদিন আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন– ‘যদি আজ শহিদ হই, তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনও তার মা-বাবা গ্রহণ করবে না।’
গতকাল সোমবার (১৫ জুলাই) ১২টা ৩৭ মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন আবু সাঈদ। স্ট্যাটাসে সংযুক্ত ছবিতে ছিল গণঅভ্যুত্থানে শহীদ শামসুজ্জোহার করা একটি বিখ্যাত মন্তব্য। মন্তব্যটি ছিল এমন– আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে।
নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন তিনি।
তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, একদিন আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন– ‘যদি আজ শহিদ হই, তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনও তার মা-বাবা গ্রহণ করবে না।’
গতকাল সোমবার (১৫ জুলাই) ১২টা ৩৭ মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন আবু সাঈদ। স্ট্যাটাসে সংযুক্ত ছবিতে ছিল গণঅভ্যুত্থানে শহীদ শামসুজ্জোহার করা একটি বিখ্যাত মন্তব্য। মন্তব্যটি ছিল এমন– আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে।
😢146❤7
রংপুর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির গাড়ি পুড়িয়ে দিল শিক্ষার্থীরা
সোর্স: Channel24
সোর্স: Channel24
❤169🔥42
ব্রেকিং নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা
© Admission Infomer
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা
© Admission Infomer
🔥56😢30❤7😱7💩6