একজন শহীদ ফ্রিল্যান্সার
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
এখন আমারাও গর্ব করে বলতে পারব, চলমান আন্দোলনে হাজারো শহীদদের ভিড়ে আমাদেরও একজন শহিদ ফ্রিল্যান্সার ভাই আছে। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না। তার পরেও ভাইটি এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিদের সমমর্যাদার জন্য। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য এই আন্দোলনে সে সমর্থন দিয়েছিল। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট ভাইটির জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।
তার প্রফাইলে অনেগুলো অর্ডার পেন্ডীংএ আছে। কাজ ডেলিভারি না পেয়ে, বায়ারেরা হয়ত রাগ করে ১ স্টার দিয়ে চলে যাবে। কিন্তু বায়ারেরা কোনদিন জানবে না যে, ন্যায়ের পক্ষে কথা বলতে যেয়ে সে শহীদ হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। বেঁচে থাকলে সে হয়ত দেশের জন্য আরো অনেক কিছু করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। আমরা চাইনা আর কোন মায়ের বুক খালি হোক। আসুন সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে, সুখে শান্তিতে রাখেন। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
আমিন!
©
❤157😢121
HSC পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনো,
পরীক্ষা স্থগিত হচ্ছে জন্য গা ছেড়ে দিও না কারণ হুট করে HSC শেষ করে দেখবে ফটাফট admission এর সার্কুলার ছেড়েছে।তখন আর কূল পাবে না,বিশেষ করে মেডিকেল পরীক্ষা 2020 এরপর থেকে প্রতিবছর একমাস করে আগাচ্ছে।তাই অন্তত এই পরীক্ষা দেখবে ঠিক সময়েই হচ্ছে, পিছাবে না।
করোনার সময় '20 ব্যাচ যখন lock down এ পড়লো তখনও দেশের অবস্থা স্বাভাবিক ছিল না তাই তারা দোটানায় ছিলো যে বাসায় বসে HSC এর প্রিপারেশন নিবে না admission এর।এই ভাবতে ভাবতে কোনো পড়ায় হতো না অনেক student এর দেখেছি।
তাই কোনটা পড়বো ভেবে সময় নষ্ট না করে যেটা সামনে আছে ওটার পড়া পড়তে থাকো কেনোনা HSC তে base strong হলে আমার বিশ্বাস admission এ ভাগ্য ছাড়া কোনো কিছুই আটকাবে না ইনশা আল্লাহ্।
তাই আমি আবারও বলবো দেশের পরিস্থিতি যেমনই হোক নিজে যেকোনো situation এ খাপখাওয়াতে প্রস্তুত থাকবে।
☘️Thanks and regards!
Exam Mate
পরীক্ষা স্থগিত হচ্ছে জন্য গা ছেড়ে দিও না কারণ হুট করে HSC শেষ করে দেখবে ফটাফট admission এর সার্কুলার ছেড়েছে।তখন আর কূল পাবে না,বিশেষ করে মেডিকেল পরীক্ষা 2020 এরপর থেকে প্রতিবছর একমাস করে আগাচ্ছে।তাই অন্তত এই পরীক্ষা দেখবে ঠিক সময়েই হচ্ছে, পিছাবে না।
করোনার সময় '20 ব্যাচ যখন lock down এ পড়লো তখনও দেশের অবস্থা স্বাভাবিক ছিল না তাই তারা দোটানায় ছিলো যে বাসায় বসে HSC এর প্রিপারেশন নিবে না admission এর।এই ভাবতে ভাবতে কোনো পড়ায় হতো না অনেক student এর দেখেছি।
তাই কোনটা পড়বো ভেবে সময় নষ্ট না করে যেটা সামনে আছে ওটার পড়া পড়তে থাকো কেনোনা HSC তে base strong হলে আমার বিশ্বাস admission এ ভাগ্য ছাড়া কোনো কিছুই আটকাবে না ইনশা আল্লাহ্।
তাই আমি আবারও বলবো দেশের পরিস্থিতি যেমনই হোক নিজে যেকোনো situation এ খাপখাওয়াতে প্রস্তুত থাকবে।
☘️Thanks and regards!
Exam Mate
❤98🔥11
ঢাবির সকল ডিপার্টমেন্ট থেকে ডিবির সাজানো নাটক প্রত্যাহারের ঘোষণা আসছে!
❤239🔥31🤩5👏3
সরকার নিজেই ঝিমিয়ে থাকা স্টুডেন্টদের জাগ্রত করছে।
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
❤282🔥29👏6
Forwarded from News Zone
রাবি আপডেট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
❤146🔥19👏1
Forwarded from News Zone
আমাদের এই জেনারেশন নিয়ে আমি কি পরিমাণ প্রাউড, এইটা বুঝানোর মতো ভাষা আমার জানা নাই।
শুধু রাজপথে রক্ত দেয়ার জন্য না। ইন্টেলেকচুয়ালিও যে এই জেনারেশন টা কি পরিমাণ ব্রাইট চলেন দেখাই আপনাদের!
নিচের এই ছবিটা হইলো ফেসবুক অ্যাডের পিছনে করা খরচের লিস্ট। এইখানে পলক খরচ করছে ২৫ লাখ টাকার মতো। আমার জেনারেশন এর পোলাপাইন এইটাও বের করে ফেলসে ইন্টারনেট ঘেটে!
(একটা মন্ত্রীর মাসিক বেতন কতো সেই আলাপে যাচ্ছি না)
ওরা বললো আগুন লাগছে, পোলাপাইন নেট আসার দশ মিনিটের মধ্যে ডকুমেন্টস বের করে ফেললো যে ইন্টারনেট অফ গভর্নমেন্ট ডিরেক্টেড ছিলো।
ওরা নেট অফ করলো,কলরেট বাড়ায় দিলো, পোলাপাইন বানায় ফেললো jogajog এর মতো মেসেজিং+ কলিং প্ল্যাটফর্ম!
এইরকম একটা জেনারেশন রে তো ওরা গ্রো করতে দিবে না, এইটা খুবই স্বাভাবিক।এদেরকে গুলি করে মেরে ফেলাই সবচেয়ে নিরাপদ!
কারণ এরা যত বেশি জানে,তত কম মানে।
©
শুধু রাজপথে রক্ত দেয়ার জন্য না। ইন্টেলেকচুয়ালিও যে এই জেনারেশন টা কি পরিমাণ ব্রাইট চলেন দেখাই আপনাদের!
নিচের এই ছবিটা হইলো ফেসবুক অ্যাডের পিছনে করা খরচের লিস্ট। এইখানে পলক খরচ করছে ২৫ লাখ টাকার মতো। আমার জেনারেশন এর পোলাপাইন এইটাও বের করে ফেলসে ইন্টারনেট ঘেটে!
(একটা মন্ত্রীর মাসিক বেতন কতো সেই আলাপে যাচ্ছি না)
ওরা বললো আগুন লাগছে, পোলাপাইন নেট আসার দশ মিনিটের মধ্যে ডকুমেন্টস বের করে ফেললো যে ইন্টারনেট অফ গভর্নমেন্ট ডিরেক্টেড ছিলো।
ওরা নেট অফ করলো,কলরেট বাড়ায় দিলো, পোলাপাইন বানায় ফেললো jogajog এর মতো মেসেজিং+ কলিং প্ল্যাটফর্ম!
এইরকম একটা জেনারেশন রে তো ওরা গ্রো করতে দিবে না, এইটা খুবই স্বাভাবিক।এদেরকে গুলি করে মেরে ফেলাই সবচেয়ে নিরাপদ!
কারণ এরা যত বেশি জানে,তত কম মানে।
©
❤294🔥53🤩7
Forwarded from News Zone
Media is too big
VIEW IN TELEGRAM
সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাটক সাজানো হয়েছিলো, সেখান থেকেই রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। বাকি বিশ্ববিদ্যালয়, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-জনতা রাজপথে নেমে আসার আহবান জানিয়েছে ছাত্র জনতা। দেশটা আপনার।
"বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর"
রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৯-০৭-২৪)
"বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর"
রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৯-০৭-২৪)
❤218🔥39
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে হয়রানি করলে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশ।
(চ্যানেল আই)
(চ্যানেল আই)
❤171😱18
Forwarded from News Zone
Spread it!!
কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন।
(আমরা বিনা ফিতে আইনগত সহায়তা দিতে প্রস্তুত)
আইনজীবী টিমঃ
অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাবি)
মোবাইল:+880 1739-079866
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাবি)
মোবাইল:+880 1711-945604
অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাবি)
মোবাইল:+880 1729-921148
অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাবি)
মোবাইল:+8801925117636
অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম (এম আই ইউ, JnU)
মোবাইল: +8801686668225
Posted by Rajaul karim
কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন।
(আমরা বিনা ফিতে আইনগত সহায়তা দিতে প্রস্তুত)
আইনজীবী টিমঃ
অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাবি)
মোবাইল:+880 1739-079866
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাবি)
মোবাইল:+880 1711-945604
অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাবি)
মোবাইল:+880 1729-921148
অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাবি)
মোবাইল:+8801925117636
অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম (এম আই ইউ, JnU)
মোবাইল: +8801686668225
Posted by Rajaul karim
❤187🔥7😱2🎉1
এক জাতি ও রাষ্ট্রকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র ছাত্রদের?
সবাই এগিয়ে আসুন
সবাই এগিয়ে আসুন
🔥179❤41😢4👏1🎉1