জীবনের মায়া বড় নাকি চাকরির মায়া?
এতগুলো শিক্ষার্থীদের মৃত্যুর পরও আপনারা চুপ ছিলেন অথচ আজকে একটা শিক্ষকের গায়ে হাত উঠায় পুরা ছাত্র সমাজ প্রতিবাদে নেমে পড়ল!!
দেখুন না! সামান্য শিক্ষার্থী গুলার জীবনের মায়া কত কম! আপনাদের জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করবে আওয়াজ তুলবে। দেরি হোক তবুও এখনো চুপ করে থাকবেন না!
অন্তত নিজের কলিগের অসম্মান হোক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। মেরুদন্ড গড়ার কারিগর কখনোই মেরুদণ্ডহীন হতে পারে না। 🖤
©
এতগুলো শিক্ষার্থীদের মৃত্যুর পরও আপনারা চুপ ছিলেন অথচ আজকে একটা শিক্ষকের গায়ে হাত উঠায় পুরা ছাত্র সমাজ প্রতিবাদে নেমে পড়ল!!
দেখুন না! সামান্য শিক্ষার্থী গুলার জীবনের মায়া কত কম! আপনাদের জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করবে আওয়াজ তুলবে। দেরি হোক তবুও এখনো চুপ করে থাকবেন না!
অন্তত নিজের কলিগের অসম্মান হোক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। মেরুদন্ড গড়ার কারিগর কখনোই মেরুদণ্ডহীন হতে পারে না। 🖤
©
😢183❤24🔥16
নটরডেমের পর এইচ এস সি পরীক্ষা বর্জনের বার্তা দিলো ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, রাজউক উত্তরা, বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। তথ্য: short stories
🔥209❤14👏6
Forwarded from News Zone
📌 আগামীকালের কর্মসূচি - "Remembering Our Heroes"
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি - "Remembering our Heroes."
কর্মসূচি পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। শহীদদের নিয়ে গল্প/ ফিকশন লিখা;
৪। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৫। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।
শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।
#JulyMassacre
#RememberingOurHeroes
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি - "Remembering our Heroes."
কর্মসূচি পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। শহীদদের নিয়ে গল্প/ ফিকশন লিখা;
৪। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৫। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।
শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।
#JulyMassacre
#RememberingOurHeroes
❤98🔥26👏2
Forwarded from News Zone
উত্তাল তরঙ্গ ভেঙ্গে জাগিয়েছে স্বপ্ন ভাসা তীর,
বন্দরে বন্দরে আজ লাখো নাবিকের ভীড়.. ❤️
ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবী সকলেই আজ এক দাবিতে মাঠে নেমে এসেছেন। সবার একটাই চাওয়া— ন্যায়বিচার! কোটি মানুষের প্রাণের দাবি কখনও বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ বিজয় আসবেই। এখন সময় লড়াই করার। এ লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার। এ লড়াই তোমার-আমার বীর জনতার গর্ব অহংকারের! ❤️
বন্দরে বন্দরে আজ লাখো নাবিকের ভীড়.. ❤️
ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবী সকলেই আজ এক দাবিতে মাঠে নেমে এসেছেন। সবার একটাই চাওয়া— ন্যায়বিচার! কোটি মানুষের প্রাণের দাবি কখনও বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ বিজয় আসবেই। এখন সময় লড়াই করার। এ লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার। এ লড়াই তোমার-আমার বীর জনতার গর্ব অহংকারের! ❤️
❤161🔥20👏5
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করায় আজ রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির প্রফেসর “আতিয়ার রহমান” এবং ফিলোসফির প্রফেসর “মোজাম্মেল হক” সহ বেশ কয়েকজন শিক্ষকের বাসায় বোমা হামলা করা হয়েছে।
নিশ্চিত করেছে চবি সাংবাদিক সমিতির কয়েকজন।
© চবিয়ান
নিশ্চিত করেছে চবি সাংবাদিক সমিতির কয়েকজন।
© চবিয়ান
😢292😱2
ফেসবুকে নিজের আইডি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সবার, ক্ষেত্রবিশেষে ভিপিএন চালু রেখে চালানো উচিত; আইপি ট্রেস করা যায়
❤148
শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। সন্ধ্যার দিকে শিক্ষকদের সংখ্যা থানাগুলোতে বাড়তে থাকে। মতিহার থানায় আটক ছাত্রদের মুক্তির দাবিতে অবস্থা করছেন ইংরেজি বিভাগের অধ্যাপক রোবাইদা আখতার, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন, আ-আল মামুন, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, নাট্যকলা বিভাগের অধ্যাপক মো. হাবিব জাকারিয়াসহ অন্তত ২০ জন।
ধন্যবাদ তাদের❣️
ধন্যবাদ তাদের❣️
❤205🔥8