Cumilla Last Update 1:25 AM
১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।
২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।
- এইচ এম মহসীন
১)দেবিদ্বারের পাশ দিয়ে গোমতির বাঁধ ভাঙেনি,কিন্তু শিবনগর এলাকায় সুইচ গেইট ভেঙে অনবরত পানি লোকালয়ে প্রবেশ করছে।গ্রামবাসী চেষ্টা চালাচ্ছে বন্ধ করতে কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।আশেপাশের সকল ইউনিয়ন সতর্ক থাকুন,নিরাপদ স্থানে থাকুন।
২)বুড়িচং এর বুরবুরিয়া নামক গ্রামের সাইড দিয়ে ৭০ ফুটের বেশি গোমতী বাঁধ ভেঙে গেছে।যা বন্ধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৫ টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে।বুড়িচং, ব্রাহ্মনপাড়া এলাকার সবাই নিরাপদ স্থানে চলে যান।
- এইচ এম মহসীন
😢70
মানুষকে সহযোগিতার আড়ালে ভ'য়ং'ক'র প্র'তা'র'ণা!!
বর্তমান এই পরিস্থিতিতে এরকম পোস্ট দিতে হবে ভাবিনি!
ঘটনার শুরু কিছুক্ষণ আগে আমাদের পেইজে Shahadat Shahrukh নামে কথিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দাবি করা এক ছেলের ফেনীতে সাহায্য করতে গিয়ে টাকা ছি'ন'তা'ই'য়ে'র স্বীকার হওয়ার পোস্ট শেয়ার করা হয়। শেয়ারের কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনবক্সে বেশ কিছু মেসেজ আসে এই ছেলের ভ'ন্ডা'মি'র ব্যাপারে। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি:-
১. আজকে সে যে পোস্ট টি দেয় এবং দাবি করে যে তাকে মে**রে তার থেকে ৬৪ হাজার টাকা ছি'ন'তা'ই করে নিয়ে গেছে কিন্তু ছবিতে দেখা যায় তার হাতে এবং হাটুর আঘাত দেখে মনে হচ্ছে এটা কোনো মা' রা র দাগ না! এটা নিয়ে প্রশ্ন তুললে সে পরবর্তীতে পোস্ট এডিট করো এড করে যে তার হাত থেকে টাকার ব্যাগ নেয়ার সময় সে রাস্তায় পরে যায় এবং আহত হয়। তার মোবাইল ফোনেও রাস্তা বা কোনো কিছুর সাথে ঘ'ষা লাগার ফলে ড্যা'মে'জ হয়েছে এমনটি দেখা যায়। এক হাতে মোবাইল ফোন অন্য হাতে টাকার ব্যাগ মোটেও বিশ্বাস যোগ্য না। এছাড়া প্রথমে তার পোস্টে মা''রার কথা উল্লেখ থাকলেও সে তার কোনো প্রমান পোস্ট করেনি।
এছাড়া প্রথমে সে বলেছে এই টাকাটা সম্পূর্ণ তার নিজের আবার পরবর্তীতে বলতেছে সেচ্ছায় দিয়েছিলো :!
২. তার ফেইসবুকে গেলে দেখা যায় গতমাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে খুবই সরব। এবং সে দুই বার আ'হ'ত হয়েছে বলে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট গুলো নিয়েও রয়েছে যথোষ্ট স'ন্দে'হ। পোস্টের ক্যাপশনে নিজের বিকাশ এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেয় আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা উঠিয়েছে।
৩. সে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান শিক্ষার্থী দাবি করলেও আমরা খোজ নিয়ে জানতে পেরেছি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
৪. সে নিজেকে ইউনিসেফ বাংলাদেশের Assistant C.M দাবি করে ১ দিন আগে একটি পোস্ট করেছে। আমরা এমন কোনো পোস্ট বা পদবীর সন্ধান ইউনিসেফ বাংলাদেশে পাইনি।
৫. এছাড়াও আমাদের পেইজের ইনবক্সে তার নামে বেশ কিছু প্রতারণার অভিযোগ এসেছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
৬. ৫ আগস্ট গণভবনের অন্তর্বাস কান্ডের পিছনেও ইনিই ছিলেন।
প্রমানসমূহের ছবি সংযুক্ত করে দেয়া হলো:
https://www.facebook.com/share/p/se4FLgXKXCC6EH3k/?mibextid=oFDknk
এই সময়ে এই পোস্ট করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে সচেতন করা।
©পাবলিকিয়ান পরিবার
বর্তমান এই পরিস্থিতিতে এরকম পোস্ট দিতে হবে ভাবিনি!
ঘটনার শুরু কিছুক্ষণ আগে আমাদের পেইজে Shahadat Shahrukh নামে কথিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দাবি করা এক ছেলের ফেনীতে সাহায্য করতে গিয়ে টাকা ছি'ন'তা'ই'য়ে'র স্বীকার হওয়ার পোস্ট শেয়ার করা হয়। শেয়ারের কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনবক্সে বেশ কিছু মেসেজ আসে এই ছেলের ভ'ন্ডা'মি'র ব্যাপারে। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি:-
১. আজকে সে যে পোস্ট টি দেয় এবং দাবি করে যে তাকে মে**রে তার থেকে ৬৪ হাজার টাকা ছি'ন'তা'ই করে নিয়ে গেছে কিন্তু ছবিতে দেখা যায় তার হাতে এবং হাটুর আঘাত দেখে মনে হচ্ছে এটা কোনো মা' রা র দাগ না! এটা নিয়ে প্রশ্ন তুললে সে পরবর্তীতে পোস্ট এডিট করো এড করে যে তার হাত থেকে টাকার ব্যাগ নেয়ার সময় সে রাস্তায় পরে যায় এবং আহত হয়। তার মোবাইল ফোনেও রাস্তা বা কোনো কিছুর সাথে ঘ'ষা লাগার ফলে ড্যা'মে'জ হয়েছে এমনটি দেখা যায়। এক হাতে মোবাইল ফোন অন্য হাতে টাকার ব্যাগ মোটেও বিশ্বাস যোগ্য না। এছাড়া প্রথমে তার পোস্টে মা''রার কথা উল্লেখ থাকলেও সে তার কোনো প্রমান পোস্ট করেনি।
এছাড়া প্রথমে সে বলেছে এই টাকাটা সম্পূর্ণ তার নিজের আবার পরবর্তীতে বলতেছে সেচ্ছায় দিয়েছিলো :!
২. তার ফেইসবুকে গেলে দেখা যায় গতমাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে খুবই সরব। এবং সে দুই বার আ'হ'ত হয়েছে বলে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট গুলো নিয়েও রয়েছে যথোষ্ট স'ন্দে'হ। পোস্টের ক্যাপশনে নিজের বিকাশ এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেয় আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা উঠিয়েছে।
৩. সে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান শিক্ষার্থী দাবি করলেও আমরা খোজ নিয়ে জানতে পেরেছি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
৪. সে নিজেকে ইউনিসেফ বাংলাদেশের Assistant C.M দাবি করে ১ দিন আগে একটি পোস্ট করেছে। আমরা এমন কোনো পোস্ট বা পদবীর সন্ধান ইউনিসেফ বাংলাদেশে পাইনি।
৫. এছাড়াও আমাদের পেইজের ইনবক্সে তার নামে বেশ কিছু প্রতারণার অভিযোগ এসেছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
৬. ৫ আগস্ট গণভবনের অন্তর্বাস কান্ডের পিছনেও ইনিই ছিলেন।
প্রমানসমূহের ছবি সংযুক্ত করে দেয়া হলো:
https://www.facebook.com/share/p/se4FLgXKXCC6EH3k/?mibextid=oFDknk
এই সময়ে এই পোস্ট করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে সচেতন করা।
©পাবলিকিয়ান পরিবার
😢51😱15
বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ
১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০
২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮
৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪
৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০
৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২
৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮
৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬
৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬
১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০
২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮
৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪
৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০
৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২
৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮
৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬
৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬
❤14
Forwarded from News Zone
দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
😢63😱6❤1
Forwarded from GK Phobia। Exam Mate
সংবিধানের আদ্যপান্ত(সংক্ষেপিত)
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা- ১টি।
বাংলাদেশের জাতীয় সংসদ- এক কক্ষবিশিষ্ট।
সংবিধান প্রণয়ন কমিটিতে বিরোধীদলীয় সদস্য ছিল- ১ জন (ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত)।
সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য – ১ জন (রাজিয়া আক্তার বানু)
ভাষা- ২টি (বাংলা ও ইংরেজি)।
সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি। যথা- হাইকোর্ট ও আপিল কোর্ট |
গণপরিষদে সংবিধান গৃহীত হয়-- ৪ নভেম্বর।
সংবিধান দিবস ৪ নভেম্বর।
সংবিধানের মূলনীতি- ৪টি। যথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে- ৫ নং তফসিলে ।
প্রধান প্রধান নির্বাচনের মেয়াদকাল ৫ বছর। যথা- জাতীয় ও স্থানীয় নির্বাচন, সাংবিধানিক কমিশন
প্রধানদের মেয়াদকাল ৫ বছর।
৬ নং তফসিলে বঙ্গবন্ধুর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা রয়েছে।
সংবিধানে তফসিল রয়েছে ৭টি।
সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ সংখ্যা- ৭টি।
রাষ্ট্রপতি অর্থবিলে অনুমোদন দেন- ৭ দিনের মধ্যে।
৭ নং তফসিলে- ১০ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে।
গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ খ্রিস্টাব্দে।
সংবিধানের ভাগ রয়েছে- ১১টি।
অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি - ১১ই জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দে।
সংবিধান কমিটি গঠিত হয় - ১১ই এপ্রিল, ১৯৭২ সালে।
সংবিধানের প্রথম খসড়া উত্থাপন হয় ১২ই অক্টোবর, ১৯৭২ সালে।
সংবিধানে পরিচ্ছদ রয়েছে- ১৩টি।
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর ১৪ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
রাষ্ট্রপতি অর্থবিল ব্যতীত অন্যান্য বিলে অনুমোদন দেন- ১৫ দিনের মধ্যে।
সংবিধান কার্যকর হয়- ১৬ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
বাংলাদেশের সংবিধান এ যাবত সংশোধিত হয়েছে- ১৭ বার।
বাংলা পঞ্জিকা অনুসারে সংবিধান গৃহীত হয় ১৮ই কার্তিক।
সংবিধান অনুসারে ভোটার হবার যোগ্যতা- ১৮ বছর।
সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ সংখ্যা- ১৮টি।
আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স- ২১ বছর।
নির্বাচনে প্রার্থী হবার সর্বনিম্ন বয়স- ২৫ বছর।
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।
সংবিধান প্রণয়ন কমিটিতে আওয়ামী লীগের সদস্য ছিল- ৩৩ জন
প্রণয়ন কমিটিতে সদস্য সংখ্যা ছিল- ৩৪ জন ।
রাষ্ট্রপতি হবার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।
সংবিধান অনুসারে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা- ৫০টি।
সংসদে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক হতে হবে ৬০ দিনের মধ্যে ।
সংবিধানে উল্লিখিত সংসদের কোরাম সদস্য- ৬০ জন।
পিএসসি চেয়ারম্যানের অবসরের বয়স ৬৫ বছর।
বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বিচারপতিদের অবসরের বয়স- ৬৭ বছর।
গণপরিষদে পেশকৃত খসড়া সংবিধানের পৃষ্ঠার সংখ্যা- ৭৩ টি ।
সংবিধান রচনা কমিটির মোট বৈঠকের সংখ্যা- ৭৪ টি।
স্পিকারের অনুমতি ব্যতীত ৯০ দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকতে পারবে না।
হস্তলিখিত সংবিধানের মোট পাতা ছিল- ৯৩ টি। (স্বাক্ষরসহ ১০৮ পাতা।)
সংবিধান অনুসারে জরুরী অবস্থার মেয়াদ ১২০ দিন।
সংবিধানে মোট অনুচ্ছেদ- ১৫৩ টি।
খসড়া সংবিধানে ব্যয় হয় মোট ৩০০ ঘন্টা।
সংসদের মোট নির্বাচত আসন সংখ্যা- ৩০০ টি।
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারীর সংখ্যা- ৩০৯ জন।
গণপরিষদের মোট সদস্য সংখ্যা- ৪০৩ জন।
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা- ১টি।
বাংলাদেশের জাতীয় সংসদ- এক কক্ষবিশিষ্ট।
সংবিধান প্রণয়ন কমিটিতে বিরোধীদলীয় সদস্য ছিল- ১ জন (ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত)।
সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য – ১ জন (রাজিয়া আক্তার বানু)
ভাষা- ২টি (বাংলা ও ইংরেজি)।
সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি। যথা- হাইকোর্ট ও আপিল কোর্ট |
গণপরিষদে সংবিধান গৃহীত হয়-- ৪ নভেম্বর।
সংবিধান দিবস ৪ নভেম্বর।
সংবিধানের মূলনীতি- ৪টি। যথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে- ৫ নং তফসিলে ।
প্রধান প্রধান নির্বাচনের মেয়াদকাল ৫ বছর। যথা- জাতীয় ও স্থানীয় নির্বাচন, সাংবিধানিক কমিশন
প্রধানদের মেয়াদকাল ৫ বছর।
৬ নং তফসিলে বঙ্গবন্ধুর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা রয়েছে।
সংবিধানে তফসিল রয়েছে ৭টি।
সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ সংখ্যা- ৭টি।
রাষ্ট্রপতি অর্থবিলে অনুমোদন দেন- ৭ দিনের মধ্যে।
৭ নং তফসিলে- ১০ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে।
গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ খ্রিস্টাব্দে।
সংবিধানের ভাগ রয়েছে- ১১টি।
অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি - ১১ই জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দে।
সংবিধান কমিটি গঠিত হয় - ১১ই এপ্রিল, ১৯৭২ সালে।
সংবিধানের প্রথম খসড়া উত্থাপন হয় ১২ই অক্টোবর, ১৯৭২ সালে।
সংবিধানে পরিচ্ছদ রয়েছে- ১৩টি।
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর ১৪ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
রাষ্ট্রপতি অর্থবিল ব্যতীত অন্যান্য বিলে অনুমোদন দেন- ১৫ দিনের মধ্যে।
সংবিধান কার্যকর হয়- ১৬ই ডিসেম্বর, ১৯৭২ সালে।
বাংলাদেশের সংবিধান এ যাবত সংশোধিত হয়েছে- ১৭ বার।
বাংলা পঞ্জিকা অনুসারে সংবিধান গৃহীত হয় ১৮ই কার্তিক।
সংবিধান অনুসারে ভোটার হবার যোগ্যতা- ১৮ বছর।
সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ সংখ্যা- ১৮টি।
আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স- ২১ বছর।
নির্বাচনে প্রার্থী হবার সর্বনিম্ন বয়স- ২৫ বছর।
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।
সংবিধান প্রণয়ন কমিটিতে আওয়ামী লীগের সদস্য ছিল- ৩৩ জন
প্রণয়ন কমিটিতে সদস্য সংখ্যা ছিল- ৩৪ জন ।
রাষ্ট্রপতি হবার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।
সংবিধান অনুসারে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা- ৫০টি।
সংসদে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক হতে হবে ৬০ দিনের মধ্যে ।
সংবিধানে উল্লিখিত সংসদের কোরাম সদস্য- ৬০ জন।
পিএসসি চেয়ারম্যানের অবসরের বয়স ৬৫ বছর।
বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বিচারপতিদের অবসরের বয়স- ৬৭ বছর।
গণপরিষদে পেশকৃত খসড়া সংবিধানের পৃষ্ঠার সংখ্যা- ৭৩ টি ।
সংবিধান রচনা কমিটির মোট বৈঠকের সংখ্যা- ৭৪ টি।
স্পিকারের অনুমতি ব্যতীত ৯০ দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকতে পারবে না।
হস্তলিখিত সংবিধানের মোট পাতা ছিল- ৯৩ টি। (স্বাক্ষরসহ ১০৮ পাতা।)
সংবিধান অনুসারে জরুরী অবস্থার মেয়াদ ১২০ দিন।
সংবিধানে মোট অনুচ্ছেদ- ১৫৩ টি।
খসড়া সংবিধানে ব্যয় হয় মোট ৩০০ ঘন্টা।
সংসদের মোট নির্বাচত আসন সংখ্যা- ৩০০ টি।
হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারীর সংখ্যা- ৩০৯ জন।
গণপরিষদের মোট সদস্য সংখ্যা- ৪০৩ জন।
❤27🤩5
Forwarded from GK Phobia। Exam Mate
❤7🔥1
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ জাবের ৫৫ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন।
ফেনীর পরশুরামে রবিতে টেরিটরি অফিসার হিসেবে কর্মরত জাবের ফেনীতে বন্যায় আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। জাবেরের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তা জানাতে অনুরোধ করা হচ্ছে।
ফেনীর পরশুরামে রবিতে টেরিটরি অফিসার হিসেবে কর্মরত জাবের ফেনীতে বন্যায় আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। জাবেরের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তা জানাতে অনুরোধ করা হচ্ছে।
😢175❤3
Forwarded from News Zone
❤8
ফেনী আপডেট
—— —— —— ——
ফেনীতে হাজারী রোডে একমাত্র কারেন্ট আছে। যাদের প্রয়োজন এদিকে চলে যাবেন। মোবাইলে চার্জের জন্য ফ্লাগ নিয়ে হার্ট ফাউন্ডেশনে চলে যাবেন।
বাংলালিংক সিমে নেট পাবেন নাজির রোড থেকে সালাউদ্দিনের দিকে। বাসার ছাদেও পাইতে পারেন। টেলিটকেও সেইম।
ফেনীতে হিউজ মানুষ আসছে সহযোগীতার জন্যে। যাদের কলে পাচ্ছেন না মূলত নেটওয়ার্ক নাই।
[Spread the news]
ইফতেখারুল মুন্না (ফেনী থেকে)
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
—— —— —— ——
ফেনীতে হাজারী রোডে একমাত্র কারেন্ট আছে। যাদের প্রয়োজন এদিকে চলে যাবেন। মোবাইলে চার্জের জন্য ফ্লাগ নিয়ে হার্ট ফাউন্ডেশনে চলে যাবেন।
বাংলালিংক সিমে নেট পাবেন নাজির রোড থেকে সালাউদ্দিনের দিকে। বাসার ছাদেও পাইতে পারেন। টেলিটকেও সেইম।
ফেনীতে হিউজ মানুষ আসছে সহযোগীতার জন্যে। যাদের কলে পাচ্ছেন না মূলত নেটওয়ার্ক নাই।
[Spread the news]
ইফতেখারুল মুন্না (ফেনী থেকে)
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
❤71