Notes Zone।Exam Mate – Telegram
Channel created
🔲জৈব রসায়নের কিছু Shortcut Technique
.....................................................

■ গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষা:

কবরে একা থাকতে হবে।

ক= KMnO₄ পরীক্ষা
বরে= বোরাক্স পরীক্ষা
একা= এক্রোলিন পরীক্ষা

■ এমাইড শনাক্তকরণ পরীক্ষা:
আম মার্কা

আম= অ্যামোনিয়া গ্যাস পরীক্ষা
মার্কা= মার্কারি অক্সাইড পরীক্ষা

■ কার্বক্সিল মূলক শনাক্তকরণ পরীক্ষা:
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা= ফেনফথ্যালিন পরীক্ষা
চোপড়া= চুনের পানি পরীক্ষা

■ এলকোহল শনাক্তকরণ পরীক্ষা:
NaSIP এলকোহল সেবন করে।

Na= সোডিয়াম পরীক্ষা
S= স্যালিসাইলিক এসিড পরীক্ষা
I= আয়োডো ফরম পরীক্ষা

■ ফেলল শনাক্তকরণ পরীক্ষা:
Love F B

Love= লিবারম্যান পরীক্ষা
F= ফেরিক ক্লোরাইড পরীক্ষা
B= ব্রোমিন পানি পরীক্ষা

■ ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য:
স স স

স= সমান (ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান)
স= সুষম বিভাজন (বন্ধনের সুষম বিভাজনে সৃষ্টি হয়)
স= স্বল্পস্থায়ী (এরা স্বল্পস্থায়ী)

■ মূল নাম--- অপর নাম
গ্লুকোজ - ডেক্সট্রোজ
ইথাইন- এসিটিলিন
আ্যালকেন- প্যারাফিন
এলকিন- অলিফিন
জেনেভা পদ্ধতি- IUPAC পদ্ধতি
ইথিন- ইথিলিন
কার্বলিক এসিড- ফেনল
নীরব ঘাতক- CO
গ্যমাক্সিন- বেনজিন হেক্সাক্লোরাইড
লাফিং গ্যাস- N₂O
পাইরিন- CCl₄
নিশাদল- NH₄Cl

- আসিফ আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল
কলেজ, ঢাকা
468🥰36🔥33😱16👍13😢10👏5🎉5🤔3🤩2
🔲১২ দিয়ে সব

▫️১২ সে.মি. মানুষের হার্ট এর দৈর্ঘ্য।

▫️১২ সে.মি. শ্বাসনালির দৈর্ঘ্য ।

▫️১২ জোড়া পর্শুকা ।

▫️১২ টি থোরাসিক কশেরুকা।

▫️ ১২ জোড়া করোটিক স্নায়ু।

▫️১২ তম করোটিক স্নায়ু হাইপোগ্লোসাল ।

▫️১২ তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোন ক্ষরন বেড়ে যায় এবং এস্ট্রোজেন হরমোন ক্ষরন কমে যায় ।

▫️ নিষেকের ১২ সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয় ।

▫️ঘাসফড়িং এর ১২ টি বা ৬জোড়া আলারি পেশি থাকে।

▫️১২ ঘন্টা পর রুই মাছের পোনায় ক্রোমোটোফোর উৎপন্ন হয় ।

▫️ ১২ তম ক্লটিং ফ্যাক্টর হলো হ্যাগম্যান ফ্যাক্টর।

▫️হাইপোথাল্যামাস এক ডজন অর্থাৎ ১২ টি অঞ্চলে বিভক্ত।

▫️১২ কোটি অথবা ১২ কোটি ৫০লক্ষ রড কোষ রয়েছে।


🔰NotesZone: Click Here
213😱31🔥25👍14🤩8🥰5👏5
🔲জীববিজ্ঞানের সকল আকার-আকৃতি একনজরে....

💟 U আকৃতি:

1. ডিওডেনাম
2. কোলন
3. নেফ্রন ফাঁস বা হেনলির লুপ
4. ম্যান্ডিবল
5. হাইওয়েড
6. মলাস্কার পৌষ্টিকনালি প্যাঁচানো; কখনও U আকৃতির।

💟বৃক্কাকার:

1. ঘাসফড়িং এর ওমাটিডিয়াম (ষড়ভূজাকৃতির)
2. মনোসাইট (ঘোড়ার ক্ষুরের মতো)
3. লিম্ফনোড
4. লাম্বার কশেরুকা
5. ফার্নের সোরাস

💟নাশপাতি আকার:

1. নিডোসাইট (গোল, ডিম্বাকার, পেয়ালাকার বা লাটিম আকৃতি)
2. ভলভেন্ট নেমাটোসিস্ট
3. ঘাসফড়িং এর মস্তক
4. প্রস্টেট গ্রন্থি
5. সিবেসিয়াস গ্রন্থি
6. পিওথলি
7. জুস্পোর
8. অ্যান্থেরিডিয়াম (গোলাকৃতির)

💟ত্রিকোনাকার:

1. হৃৎপিন্ড
2. ইন্টারস্টিশিয়াল কোষ
3. গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস
4. ভার্টেক্স, কক্সা
5. ঘাসফড়িং এর ম্যান্ডিবল
6. ঘাসফড়িং এর অ্যালারি পেশি
7. স্টেপিস অস্থি (ঘোড়ার জিনের পাদানির মতো)
8. স্টার্নামের ম্যানুব্রিয়াম
9. স্ক্যাপুলা
10. স্যাক্রাম
11. প্যাটেলা
12. ত্রিভূজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার
13. নাক

💟মিশ্র গ্রন্থি:

1. যকৃত
2. অগ্ন্যাশয়
3. ডিম্বাশয়
4. শুক্রাণু

💟V আকৃতি:

1. ডেলটয়েড রিজ
2. একবীজপত্রী উদ্ভিদের কান্ড (Y/V)

💟ফানেল আকৃতি:

1. ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ
2. রেনাল পেলভিস
3. ইনফান্ডিবুলাম

💟মটরদানা:

1. পিটুইটারি গ্রন্থি
2. বাল্বোইউরেথ্রাল বা কাওপার-এর গ্রন্থি

💟রিং/আংটি:

1. হাইড্রার প্রস্থচ্ছেদ
2. ঘাসফড়িং এর টিনিডিয়া
3. অ্যাটলাস কশেরুকা
4. আর্চ

💟বাদাম আকৃতি:

1. ডিম্বাশয়
2. অশ্রুগ্রন্থি ( পটল আকৃতি)

💟 প্রজাপতি আকৃতি:

1. স্ফেনয়েড অস্থি
2. থাইরয়েড গ্রন্থি
3. সুষুম্নাকান্ডের গ্রেম্যাটার (H আকৃতি)

💟পিরামিড আকৃতি:

1. মেডুলা অবলাংগাটা
2. রেনাল পিরামিড
3. ইকোলজিক্যাল পিরামিড
4. নাক

💟চাকতি আকৃতি:

1. লোহিত রক্তকণিকা
2. অমরা
3. চোখের লেন্স (দ্বিউত্তল)

💟বহুভূজাকার কোষ:

1. ঘাসফড়িং ট্রাকিয়ার এপিথেলিয়াম
2. যকৃত
3. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

💟ডানার মতো:

1. স্ফেনয়েড অস্থি
2. ইলিয়াম

ফ্লাস্ক আকৃতি:

1. আর্কিগোনিয়াম
2. পিকনিডিয়া
3. স্বাদকুড়ি

💟মোচাকৃতি:

1. হাইড্রার হাইপোস্টোম
2. হাইড্রার শুক্রাশয়
3. ঘাসফড়িং এর ক্রপ
4. হেপাটিক সিকা (কোণ আকৃতির)
5. ক্রিস্টালাইন কোণ
6. সাইকাস এর পুংস্ট্রোবিলাস

💟শিম বীজের মতো: বৃক্ক

💟মরিচের মতো: অগ্ন্যাশয়

💟খোলসের মতো: অক্সিপিটাল

💟ঝিনুকের মতো: ফ্রন্টাল

💟আয়তাকার:

1. ঘাসফড়িং মস্তকের বহিঃকঙ্কাল অংশ ক্লাইপিয়াস
2. ন্যাসাল

💟চারকোণা:

1. প্যারাইটাল (চারকোণা প্লেটের মতো)
2. জাইগোম্যাটিক
3. ভোমার

💟ডিম্বাকার:

1. নিডোসাইট
2. রুইমাছের RBC
3. রুইমাছের সারকিউলাস সেফালিকাস
4. 72 ঘন্টা পর রুইমাছের লার্ভার বায়ুথলি
5. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
6. মস্তিষ্ক
7. থ্যালামাস
8. টিমপেনিকপর্দা
(মানুষ+ঘাসফড়িং)
9. মনোসাইট
10. ঘাসফড়িং এর শ্বাসরন্দ্র
11. লালাগ্রন্থি (গোলাকার)
12. সেন্ট্রাম
13. ম্যাকুলা লুটিয়া
14. ফেনেস্ট্রা ওভালিস
15. পিনিয়াল গ্রন্থি
16. ৫ম স্যাক্রাল কশেরুকা ডিম্বাকৃতির ফ্যাসেট বিদ্যমান
17. ঐচ্ছিক পেশিতে ডিম্বাকার নিউক্লিয়াস
18. শুক্রাণুর নিউক্লয়াস
19. শুক্রাণু
20. পরাগরেণু (গোলাকার, ত্রিভুজাকার)

Credit :Suhel Ahmed (SMC-10)

150😱29🔥12👍10👏7😢7🥰2
🔲 মানবদেহের লিম্ফয়েড অঙ্গগুলোর নাম:

▫️Mnemonic- পথ অটল আছে

প= প্লীহা
থ= থাইমাস

অ= অস্থিমজ্জা
ট= টনসিল
ল= লসিকা নালী/লসিকা গ্রন্থি

আ= অ্যাডিনয়েড গ্রন্থি/অ্যাপেন্ডিক্স


44🎉8🥰4🤔1
🔲৬০ দিয়ে যতসব

▫️মানবদেহে ৬০ ধরণের সেক্স লিংকড ডিসঅর্ডার আছে।

▫️মোট সালোকসংশ্লেষনের ৬০ ভাগ শৈবালে করে।

▫️বেনজিনের নাইট্রেশন তাপমাত্রা ৬০°সে

▫️দীর্ঘতম শৈবাল ৬০ মিটার (মাইক্রোসাইটিস)

▫️Cephalochodata উপপর্বের প্রানিদের ৬০ জোড়া মায়োটাম পেশি থাকে।

▫️মানবদেহের বাহুতে ৬০টি অস্থি থাকে।

▫️অস্থির ৬০% অজৈব পদার্থ।

▫️কাঠে ৬০% সেলুলোজ থাকে।

© Notes Zone
158🔥13👍12👏9🤔4🥰1
🔲১০০ দিয়ে যতসব

▫️ মানবদেহে মোট—সেল→১০০ ট্রিলিয়ন

▫️নিউরন→১০০ বিলিয়ন

▫️মোট DNA→১০০ গ্রাম

▫️ মাইটোকন্ড্রিয়ায় ১০০ ধরনের এনজাইম থাকে।

▫️১০০ সেলুলোজ চেইন নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত।

▫️সুকরোজের আপেক্ষিক মিষ্টতা ১০০

▫️ ১০০টি কোষ নিয়ে ব্লাস্টোসিস্ট গঠিত।

▫️Antibody —100 million ধরণের

▫️দেহে Bone marrow থেকে প্রতিদিন ১০০ বিলিয়ন নিউট্রোফিল তৈরি হয়।

▫️LDL এর স্বাভাবিক তাপমাত্রা — <100mg/dl

▫️একটি ম্যাক্রোফেজ ১০০ টি ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে।


©NotesZone by Exam Mate
178🔥35😱15👍7🤩5🥰4👏2🤔2😢1
🔲Confusion clear -বায়ু দূষক

▫️Primary বায়ু দূষক:CO,CO₂,SO₂,NO,NH₃,H₂S

▫️Tricks:এখানে NH₃ব্যতিত কোন দূষকের শেষে 2 এর বেশি নাই(So ব্যতিক্রম NH₃)

▫️Secondary বায়ু দূষক:SO₃,H₂SO₄,N₂O₄,NO₃,NO₂

▫️Tricks: NO₂ ব্যতিত কোন দূষকের শেষে 3 এর কম নাই(So ব্যতিক্রম NO₂)

◾️NotesZone:
Click Here
🔥369222😱37🥰26👏6😢6🎉3
@ Jannatul Farzana
🔥8547🤩7🥰5👏3
🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper

▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27

▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।

▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।

▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।

▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।

▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।

▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )


🔲Important তথ্যসমূহ

▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।

▫️AlCl₃ ডাইমার গঠন করে ।

▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C

▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।

▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।

▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।

▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।

▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।

▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।

▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।

▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C

▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।

▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।

▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।

▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr

▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃

▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂




©Notes Zone
253👍26🔥23🥰9🤩5🎉4👏3😢3🤔2😱2
🔲অমরাবিন্যাস(Placentation)

🌹একপ্রান্তীয়(Marginal)
✍️Pisum sativum(মটরশুঁটি)
✍️Lablab purpureus(শিম)
💦💦একপ্রান্তে শিম।

🌹অক্ষীয়(Axile)
✍️Hibiscus rosa-sinensis(জবা)
💦💦অক্ষে জবা

🌹মক্তমধ্য(Free central)
তুত
✍️Portulaca oleracea(নুনিয়া শাক)
💦💦তুত কিনলে শাক ফ্রি

🌹বহুপ্রান্তীয়(Paraietal)
✍️Cucumis sativus(শশা)
✍️Lagenaria vulgaris(লাউ)
💦💦লাশের বহুপ্রান্ত

🌹গাত্রীয়(Superficial)
✍️Nymphaea nouchali(শাপলা)
✍️Nelumbo nucifera(পদ্ম)
💦💦পদ্মার গাত্রে শাপলা শালুক

🌹মলীয়(Basal)
✍️Tridax procumbens(ত্রিধারা)
✍️Helianthus annuus(সূর্যমুখী)
✍️Oryza sativa(ধান)
💦💦মলের ত্রিসূধা

🌹শীর্ষক(Apical)
✍️Coriandrum sativum(ধনিয়া)
✍️Euphorbia pulcherrima(লালপাতা)
💦💦ধনিয়ার শীর্ষ লাল।


☔️☔️Monifa Jahan☔️☔️



105🔥16🥰8😱6👍4🤩3👏1😢1