Notes Zone।Exam Mate – Telegram
পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার(কিলোমিটার না কিন্তু!)

পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
পাইল সংখ্যা-২৯৪
স্প্যান-৪১ টি

দেশের সবচেয়ে বড় সেতু-পদ্মা সেতু
বিশ্বের গভীরতম পাইলের সেতু-পদ্মা সেতু

এটি একটি ট্রাস/Truss bridge

এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে

ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ

এই সেতুর চূড়ান্ত (৪১ তম) স্প্যানটি বসানো হয় ১০ ই ডিসেম্বর ২০২০

পুনশ্চ :ভুল করা যাবে না যা

স্প্যান-৪১ টি এবং পিলার-৪২ টি
দৈর্ঘ্য : ৬.১৫ কিমি
প্রস্থ:১৮.১০ মিটার

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
45🔥8😢1
Clear your Confusion -Part 1
🔥278
Exam Mate Special Notes
13🔥3
🐝কোষের প্রানকেন্দ্র বলা হয় → নিউক্লিয়াস

🐝 কোষের পাওয়ার হাউজ/শক্তিঘর বলা হয়→ মাইটোকন্ড্রিয়া

🐝 কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়→ গলগি বস্তু।

🐝 কোষের ‘আত্নঘাতি থলিকা' বলা হয় → লাইসোজোম।

🐝 কোষের মস্তিষ্ক বলা হয় → নিউক্লিয়াস।

🐝 কোষের এনার্জি কারেন্সি (Energy currency) বলা হয় → ATP.

🐝 কোষের মেইন সুইচ বলা হয় → প্রোটিয়োসোম।

🐝 কোষের যাবতীয় কাজের নিয়ন্ত্রক → DNA.

🐝 কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয়→ লাইসোজোম।

🐝 কোষের খাদ্যবস্তুর সঞ্চয় ভান্ডার বলা হয়→ গলগি বস্তু।

🐝 কোষের গাঠনিক কঙ্কাল- এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।

🐝 কোষের অন্তঃকঙ্কাল → অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস তন্তু



🍀Biology phobia
28👏4
🔲
Confusion Clear - Exam Mate

রক্তের প্রধান ছাঁকনি- প্লীহা
রক্তরসের প্রধান ছাঁকনি- কিডনী
লসিকার প্রধান ছাঁকনি- লিম্প নোড
57
Forwarded from Exam Mate Official
🔛Organic Chemistry Special Note by Exam Mate


Join Exam Mate Telegram Channel: Click Here
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
19🔥6
Forwarded from Exam Mate Official
মুক্তিযুদ্ধ_থেকে_বারবার_রিপিট_আসা_৫০_টি_গুরুত্বপূর্ণ_প্রশ্ন।2.pdf
3 MB
🔛 মুক্তিযুদ্ধ থেকে বারবার রিপিট আসা প্রশ্ন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
Forwarded from Exam Mate Official
Physics এর গুরুত্বপূর্ণ মাত্রা ও একক।
🎉84
Forwarded from Exam Mate Official
ঢাবি বায়োলজি সাজেশন.pdf
5.7 MB
🔛 ঢাবিতে বারবার রিপিট আসা বায়োলজির টপিক (PDF)

Join : Exam Mate
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🥰8
Forwarded from Exam Mate Official
💡হিমোগ্লোবিন: অক্সিজেনের রবিনহুড


কেনো রুবিনহুড বলা হয়?

➡️এক দেশে এক সময় এক ডাকাত ছিল, তার নাম রবিনহুড। তবে সে ছিল এক ব্যতিক্রমী ডাকাত—ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতো, কিন্তু নিজে কিছুই রাখতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের অসহায়দের সাহায্য করা।👍

➡️ঠিক তেমনই, আমাদের শরীরে এক ক্ষুদ্র অথচ মহৎ অণু রয়েছে—হিমোগ্লোবিন (Hb)। এর কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তা রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। মজার বিষয় হলো, হিমোগ্লোবিন নিজে এই অক্সিজেন ব্যবহার করে না; বরং অক্সিজেনকে ঠিক সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।

💯এই নিঃস্বার্থ সেবার জন্যই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু—যে নিজে কিছু না নিয়ে অক্সিজেন বিলিয়ে দেয় আমাদের শরীরের জন্য।


©Exam Mate
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
52🔥1
Forwarded from Exam Mate Official
💡ঢাবিতে আসা প্রশ্নের ব্যখ্যা:

প্রতীপ রূপান্তর (Retrogressive metamorphosis) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশায় পৌঁছানোর সময় উন্নত বৈশিষ্ট্যগুলো হ্রাস পায়।

ℹ️ইউরোকর্ডেট (Urochordates) বা টিউনিক্যাটদের মধ্যে এই রূপান্তর দেখা যায়। এদের লার্ভা দশায় মেরুদণ্ডী প্রাণীদের মতো কিছু বৈশিষ্ট্য থাকে, যা পূর্ণাঙ্গ দশায় ধীরে ধীরে হ্রাস পায় ‌।


© Exam Mate
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11👏1
Forwarded from Exam Mate Official
💡কোষ বিভাজন Basic


ℹ️মাইটোসিস

🥇দেহকোষে সংঘটিত হয় ।

🥈১টি মাতৃকোষ থেকে ২টি অভিন্ন কোষ তৈরি হয় ।

🥉ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে ।

✏️বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ।



ℹ️ মিয়োসিস

🥇জননকোষে সংঘটিত হয় ‌।

🥈১টি মাতৃকোষ থেকে ৪টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় ।

🥉ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়।

✏️যৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ ।



ℹ️মাইটোসিস বনাম মিয়োসিস

🥇 মাইটোসিস: ২টি অভিন্ন কোষ, মিয়োসিস: ৪টি কোষ ‌।


🥈 মাইটোসিস: ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত, মিয়োসিস: ক্রোমোজোম সংখ্যা অর্ধেক ‌।


🥉মাইটোসিস: বৃদ্ধির জন্য

মিয়োসিস: জনন প্রক্রিয়ার জন্য ।



ℹ️সারসংক্ষেপ:

🥇মাইটোসিস বৃদ্ধি ও ক্ষত সারানোর জন্য অপরিহার্য ‌।

🥈মিয়োসিস নতুন প্রাণীর জন্মের জন্য গুরুত্বপূর্ণ ‌।


©Exam Mate
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
19👏1