🔲লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর✌️
★হিমাটোপয়েসিস কি?
হিমাটো + পয়েসিস
⬇️ ⬇️
Heam. making
⬇️
রক্ত(কণিকা)
→রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে হিমাটোপয়েসিস বলে।
★এরিথ্রোপয়েসিস কি?
এরিথ্রো + পয়েসিস
⬇️ ⬇️
এরিথ্রসাইট। মেকিং
⬇️ ⬇️
লোহিত তৈরি করা
রক্তকণিকা
→RBC তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে।
★লিম্ফোপয়েসিস কি?
লিম্ফো + পয়েসিস
⬇️ ⬇️
লিম্ফ। মেকিং
⬇️ ⬇️
লসিকা তৈরি করা
→লসিকা তৈরির প্রক্রিয়াকে লিম্ফোসাইট বলে।
★ফেরিটিন কি?
ফেরি + টিন
⬇️ ⬇️
আয়রন প্রোটিন
→ফেরিটিন হলো প্রোটিন যেখানে আয়রন থাকে।
#অণুচক্রিকা গুরুত্বপূর্ণ শব্দ ভাংচুর ✌️
★কেন এর নাম থ্রম্বোসাইট?
থ্রম্বো + সাইট
⬇️ ⬇️
Thrombus Cyte
⬇️ ⬇️
দলা/পিন্ড। কোষ
→রক্ত জমাট বাধার কোষ অথবা পিন্ড তৈরি করে যে কোষ তাকে থ্রম্বোসাইট বলে।
★কেন এর নাম প্লাটিলেট?
অনু + চক্রিকা
⬇️ ⬇️
ক্ষদ্র। চক্রাকার বস্তু
⬇️
চাকতির মত/চ্যাপ্টা
⬇️
Plate
⬇️
Platelet(প্লাটিলেট)
★এপিথেলিয়াম কি?
এপি + থেলিয়াম
⬇️ ⬇️
বাইরের। আবরণ
→রক্তনালীর বাইরের আবরণকে এপিথেলিয়াম বলে।
★এন্ডোথেলিয়াম কি?
এন্ডো + থেলিয়াম
⬇️ ⬇️
ভেতরের। আবরণ
→রক্তনালীর ভেতরের আবরণকে এন্ডোথেলিয়াম বলে।
★অ্যাকটিন?
অ্যাক + টিন
⬇️
সুতা + (শেষে ইন আছে তাই প্রোটিন)
→সুতার ন্যায় প্রোটিন।
★মায়োসিন?
মায়ো + সিন
⬇️ ⬇️
পেশি ইন(প্রোটিন)
★থ্রম্বোস্থেনিন?
থ্রম্বো + স্থেনিন
⬇️ ⬇️
থ্রম্বাস। Sthenin
⬇️ ⬇️
দলা/পিন্ড। শক্তি
→থ্রম্বোস্থেনিন দলা/পিন্ড অর্থ্যাৎ থ্রম্বাসকে শক্ত করে।
★সেরোটোনিন?
সেরো + টো + নিন
⬇️ ⬇️ ⬇️
সিরাম। টোনিক। ইন
(রক্তে (শক্তিশালী (প্রোটিন)
থাকে) পদার্থ)
©Note Zone: Click Here
❤191🔥33👍22🤩20😱9🎉6🥰4👏1
🔲মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র (star Marking গুলো বেশি গুরুত্বপূর্ণ)
▫️চলচ্চিত্রের নাম - " ওরা এগার জন।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম - "সংগ্রাম।"
⭐️পরিচালক - চাষী নজরুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম : " একাত্তরের যীশু।"
▫️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।
▫️ চলচ্চিত্রেরর নাম- "অাবার তোরা মানুষ হ। "
▫️পরিচালক - খান অাতাউর রহমান।
▫️ চলচ্চিত্রের নাম - "গেরিলা।"
⭐️পরিচালক - নাসির উদ্দিন ইউসুফ।
▫️চলচ্চিত্রের নাম - " জীবন থেকে নেয়া।"
⭐️ পরিচালক - জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম: " নদীর নাম মধুমতি।"
পরিচালক - তানভীর মোকাম্মেল।
▫️চলচ্চিত্রের নাম- "অরুণোদয়ের অগ্নিসাক্ষী।"
পরিচালক- সুভাষ দত্ত।
▫️চলচ্চিত্রের নাম - "অামার বন্ধু রাশেদ।"
⭐️পরিচালক - মোরশেদুল ইসলাম।
▫️চলচ্চিত্রের নাম - " অালোর মিছিল। "
পরিচালক - নারায়ণ ঘোষ মিতা।
▫️চলচ্চিত্রের নাম - " ধীরে বহে মেঘনা।"
⭐️পরিচালক - অালমগীর কবির।
▫️চলচ্চিত্রের নাম - " পিতা।"
পরিচালক - মাসুদ অাকন্দ।
▫️চলচ্চিত্রের নাম - মেহেরজান।
পরিচালক- রুবাইয়াত হোসেন।
▫️চলচ্চিত্রের নাম - কলমিলতা।
পরিচালক- শহীদুল হক খান।
▫️চলচ্চিত্রের নাম-"Stop Genocide."
⭐️পরিচালক - জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম - A State is Born.
⭐️পরিচালক - জহির রায়হান।
▫️ চলচ্চিত্রের নাম - Let there be light.
⭐️পরিচালক- জহির রায়হান।
▫️চলচ্চিত্রের নাম- Innocent Millions.
পরিচালক - বাবুল চৌধুরী।
▫️চলচ্চিত্রের নাম- Liberation Fighters.
পরিচালক - অালমগীর কবির।
▫️চলচ্চিত্রের নাম- "জয় বাংলা।"
পরিচালক - ফখরুল অালম।
২১। চলচ্চিত্রের নাম -" অালোর মিছিল।"
পরিচালক- নারায়ণ ঘোষ মিতা।
▫️ চলচ্চিত্রের নাম - অাগুনের পরশমণি।
⭐️পরিচালক - হুমায়ূন অাহমেদ।
▫️ চলচ্চিত্রের নাম - '৭১- এর সংগ্রাম।
পরিচালক - মনসুর অালী।
▫️চলচ্চিত্রের নাম - ৭১ এর মা জননী।
পরিচালক - শাহ অালম কিরণ।
▫️চলচ্চিত্রের নাম- হাঙ্গর নদী গ্রেনেড।
⭐️পরিচালক : চাষী নজরুল ইসলাম।
❤166👍24🔥15🎉7🥰4😱4🤔3
Gerund and participle এর আরেকটি যুগান্তকারী সূত্র। (একবার হলেও কষ্ট করে পড়ুন)
❤️Swimming Snake 🐍
❤️Swimming pull
🙄এখানে swimming কি হবে?
....
একটু সাজিয়ে লিখি...
1) snake is swimming ( কথাটি সত্য , সাপ সাঁতার কাটতে পারে। যদি সত্য হয় তাহলে participle)
Ans: participle
২) pull is swimming ( পুল সাঁতার কাটতে পারে, কথাটি মিথ্যা। কারণ পুল এটা কখনো সাঁতার কাটতে পারে না বরং সবাই পুলে গিয়ে সাঁতার কাটে।যদি মিথ্যা হয় তাহলে হবে Gerund)
Ans:- Gerund
❤️ The running train 🚂
একটু সাজিয়ে লিখি--
Train is running. ( ট্রেন চলছে, কথাটি সত্য কারণ ট্রেন চলতে পারে। সত্য হলে participle)
এই একটি নিয়মের সাহায্যে অনেকগুলো প্রশ্ন খুব সহজে সলভ করা যাবে।
🔘@Hossain_Riaz
🔰NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
❤199🔥33😱21👍20🥰12😁10👏5🎉4
🔲অতিবেগুনী রশ্মি অঞ্চলের তরঙ্গ পরিসর মনে রাখার একটা দারুণ ট্রিকস
আগেই বলি, আমরা সবগুলো পরিসর মনে রাখতে যাবো না, আমরা শেষের ৫টি পরিসর ছন্দের মাধ্যমে মনে রাখবো।
1️⃣জীবাণুনাশন রূপে- ২৪০-২৮০ nmআমরা এখানে নাশ এর শ কে চল্লিশ ভাববো। আর মজার বিষয় হলো পুরো পরিসরে ৪০ ব্যবধান আর কারো
নেই 😄।
কি, মনে থাকবে না?
2️⃣ড্রাগ শনাক্তকরণ - ২০০-৪০০ nmভালো করে লক্ষ্য করোতো সবাই এখানের ব্যবধান তা কত। ২০০ তাই
না? ২০০ এর ডাবল ৪০০। তাহলে আমরা একে মনে রাখবো ড্রাবল ড্রাগ এই শব্দটি দিয়ে।😌
3️⃣প্রোটিন অ্যানালাইসিস- ২৭০-৩৬০ nmআমরা এখানে প্রোটিন এর টিন কে নাইনটি ধরবো। তাহলে কি হয় দেখেছো?
90×3= 270, 90×4= 360.
দারুণ না! 🤗
4️⃣কোষ বা cell এর মেডিকেল ইমেজিং - ২৮০-৪০০ nmএখানে দেখো, ব্যবধান তা কতো, ১২০ তাই না? তাহলে আমরা ১২০ পিক্সেল এর ইমেজ তুলবো সবাই মিলে কেমন😊।
রাজি আছো তো?
5️⃣লাইট থেরাপি - ৩০০- ৩২০ nmব্যবধান ২০। তাই আমরা ২০ ওয়াট এর লাইট জ্বালাবো সবাই আজ থেকে 🤔।
বিদুৎ সাশ্রয় হবে অনেক 😲
এই ৫টি পরিসর মনে রাখলেই বাকি ৩টি কি আর মনে রাখা লাগবে? আমার তো মনে হয় লাগার কথা না।😊
▫️Notes Zone: Click Here
❤300🔥76😱31👍16🥰14👏8😢2
🔲great confusion 🙆♂️
▫️ল্যামিনা,ল্যামিনি,ল্যাকুনা,ল্যামেলি
ল্যামিনা ও ল্যামিনি: কশেরুকায় থাকে ট্রান্সভার্স ও স্পাইনাস প্রসেস এর মাঝে থাকে ল্যামিনা।।..ল্যামিনি এরই বহুবচন।👍
ল্যামেলিঃ নিরেট অস্থিতে থাকে।এগুলো ৫-১৫(গাজী আজমল) অথবা ৪-২০ টিকে ল্যামেলা (একবচন) নিয়ে গঠিত। 🤦♂️
ল্যাকুনাঃ ল্যামেলার প্রান্তের দিকে কিছু ক্ষুদ্র গহব্বর থাকে একে ল্যাকুনা বলে। 😵💫
এক্সাম এ খুব কনফিউশান তৈরি করে এগুলো তাই সাবধান
written by :@ShahariarShihab
❤151🔥19😱16👍15🥰1
🔲DNA ডাবল হেলিক্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংখ্যাতাত্ত্বিক মানঃ-
Confusion? আচ্ছা চলুন একসাথে দেখে নিই...
প্রতি প্যাঁচের দৈর্ঘ্য / দুটি প্যাঁচের মধ্যবর্তী দূরত্ব = 34Å
প্রতি জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব / দুটি সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব = 3.4Å
প্রতি প্যাঁচে হেলিক্স দুটির ব্যাস = 20Å
প্রতি প্যাঁচে নাইট্রোজিনাস বেস / নাইট্রোজেনঘটিত ক্ষারক = 20টি
প্রতি প্যাঁচে মোট H-বন্ড / হাইড্রোজেন বন্ধন = 25টি
Note: (1Å = 0.1nm)
©বদরুদ্দোজা রাফি
▫️NotesZone:Click Here
❤149🔥18🥰8👍6👏3
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
⭐️Confusion Clear-Part 4⭐️
গ্রুপ 1,আর গ্রুপ 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা important তা বলে বোঝানো যাবে না,তবুও অনেকেই ভুল করে
গ্রুপ 1 মৌলের এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গলনাঙ্কের ক্রম হ্রাস পায় , কিন্তু গ্রুপ 17 এর ঠিক উল্টোটা ঘটে !
আর গ্রুপ 1 এর ক্লোরাইড লবন তো পুরোটাই ব্যতিক্রম
অনেকেই আবার এটাতে ফাজানের Rules follow করে !ফাজানের Rules যদি follow করা হতো তাহলে তো CsCl (Caesium chloride)গলনাঙ্ক বেশি হতো (কারন ফাজানের Rules অনুযায়ী ক্যাটায়নেের আকার বড় হলেই সমযোজী বৈশিষ্ট্য কম,মানে গলনাঙ্ক বেশি)
কিন্তু প্রকৃতপক্ষে NaCl এর গলনাঙ্ক সবচেয়ে বেশি
(মনে রাখবা Chemistry মানেই ব্যতিক্রম)...so গ্রুপ 1 লবন এর ক্ষেত্রে ফাজানের rules Follow করবানা
তাহলে যা দাড়ালো
গ্রুপ 1 এর গলনাঙ্কের ক্রম:Li>Na>K>Rb>Cs
গ্রুপ 17 এর গলনাঙ্কের ক্রম:I2>Br2>Cl2>F2
গ্রুপ 1 এর ক্লোরাইড লবনের গলনাঙ্কের ক্রম:NaCl>KCl>RbCl>CsCl>LiCl
@Abstracted_Alif
@Confusingquestion
গ্রুপ 1,আর গ্রুপ 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা important তা বলে বোঝানো যাবে না,তবুও অনেকেই ভুল করে
গ্রুপ 1 মৌলের এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গলনাঙ্কের ক্রম হ্রাস পায় , কিন্তু গ্রুপ 17 এর ঠিক উল্টোটা ঘটে !
আর গ্রুপ 1 এর ক্লোরাইড লবন তো পুরোটাই ব্যতিক্রম
অনেকেই আবার এটাতে ফাজানের Rules follow করে !ফাজানের Rules যদি follow করা হতো তাহলে তো CsCl (Caesium chloride)গলনাঙ্ক বেশি হতো (কারন ফাজানের Rules অনুযায়ী ক্যাটায়নেের আকার বড় হলেই সমযোজী বৈশিষ্ট্য কম,মানে গলনাঙ্ক বেশি)
কিন্তু প্রকৃতপক্ষে NaCl এর গলনাঙ্ক সবচেয়ে বেশি
(মনে রাখবা Chemistry মানেই ব্যতিক্রম)...so গ্রুপ 1 লবন এর ক্ষেত্রে ফাজানের rules Follow করবানা
তাহলে যা দাড়ালো
গ্রুপ 1 এর গলনাঙ্কের ক্রম:Li>Na>K>Rb>Cs
গ্রুপ 17 এর গলনাঙ্কের ক্রম:I2>Br2>Cl2>F2
গ্রুপ 1 এর ক্লোরাইড লবনের গলনাঙ্কের ক্রম:NaCl>KCl>RbCl>CsCl>LiCl
@Abstracted_Alif
@Confusingquestion
❤243🔥44👍19🥰5😢3🤔2
জৈবযৌগের প্রয়োজনীয় তাপমাত্রাসমূহঃ
১.বেনজয়িক এসিডের গলনাংক ১২১°সে
২.NaCI এর গলনাংক ৮০১°সে
৩. মিথানলের স্ফুটনাংক ৬৫°সে
৪.উডস্পিরিটের স্ফুটনাংক ৬৫°সে
৫.রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাংক ৭৮.১৫°সে
৬.ইথানলের স্ফুটনাংক ৭৮.৩°সে
৭.বেনজিনের স্ফুটনাংক ৮০.৪°সে
৮.টলুইনের স্ফুটনাংক ১১১°সে
৯.জাইলিনের স্ফুটনাংক ১৪৪°সে
১০.গ্লিসারিন এর স্ফুটনাংক ২৯০°সে
👉পাতন তাপমাত্রাঃ
১.ইথানয়িক এসিড = ১১৮°সে
২.ফরমিক এসিড= ১০১°সে
৩.ফেনল= ১৮০-১৮২°সে
৪.বেনজিন= ৮০-৮২°সে
৫.টলুইন= ১০৮-১১০°সে
৬.৯০% বেনজল= ৭০-১১০°সে
৭.৫০% বেনজল= ১১০-১৪০°সে
৮.পেট্রোল বা গ্যাসোলিন= ৩৫-১৭৫°সে
❤146🔥25👍17😱13👏4🥰3
🔲বিভিন্ন অস্থির গুরুত্বপূ্র্ন প্রসেস মনে রাখার easy Technique
আ্যাক্সিস:(ও-Don't) ExcessHere-(আ্যাক্সিস-ওডোন্ডেয়েড প্রসেস)
ল্যাম্মার কশেরুকা:আমি লম্বা-আ(আক্সেসরি প্রসেস ) মি(ম্যামিলারি প্রসেস) লম্বা(ল্যাম্বার)
রেডিয়াস -আলনা:স্টাইলয়েড প্রসেস— (Ready For Style) Ready(রেডিয়াস) ....Style(স্টাইলয়েড প্রসেস)
হিউমেরাস:ওকে হিউম্যানের ফাঁসি —-ও(ওলেক্রেনন ফসা),কে( করোনয়েড ফসা)হিউম্যান(হিউমেরাস ) ফাঁসি(ফসা)
(এটা মনে থাকলে আলনার প্রসেস আর মনে রাখতে হবে না cause আলনার same ই হবে শুধু ফসার জায়গায় প্রসেস হবে)
স্যাক্রাম:প্রমোন্টরি (স্যার প্রমোটিং)
ম্যালিওলাস:টিবিয়া ও ফিবুলা(মাটি)⚠️স্কাপুলায় আ্যাক্রোমিয়াল প্রসেস কিন্তু ল্যাম্বারে আ্যক্সেসরি প্রসেস(মনে রাখার Technique লম্বা (ল্যাম্বার) মানুষের সব জায়গায় বেশি excess(আ্যাক্সেসরি)পায়
🔰NotesZone:
https://news.1rj.ru/str/confusingquestion
🔥118❤79😱19🥰14👍11😢9👏3
সূর্যের অভ্যন্তরে কোন বিক্রিয়া ঘটে? Fission🤘না Fusion🤷♂️?
এই নিয়া অনেকের Confusion আছে। আর তাদের জন্যই এই ট্রিকস।
ট্রিকস টা হলো🤟
ফিশান আর ফিউশন এর ইংরেজি বানান টার দিকে খেয়াল করেন💁🏻♂️। এবার, সূর্যের (SUN) ইংরেজি বানান টা দেখেন। দেখছেন 😬 ২ টা বানানেই 'U' আছে💁🏻♂️ আবার, 'ফিউশন' উচ্চারণ করলেও "U" উচ্চারিত হয়😐 এর মানে👨🏫 সূর্যের অভ্যন্তরে ফিউশন বিক্রিয়া ঘটে😇
বিঃদ্রঃ যারা আগে থেকেই জানেন🤟 তারা অনেক ভালো🤷♂️ এটা তাদের জন্য ছিলো না🙊 ধন্যবাদ🤒
❤351🔥53👍19😁18😱15🥰7👏5🤔1
🔲ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা মনে রাখার Easy Technique:
(MOM Try It)
M=ম্যান্ডিবুলার
O=অপথ্যালমিক
M=ম্যাক্সিলারি
Try=ট্রাইজেমিনাল
ব্রেইন স্টেমঃ মস্তিষ্কের সবচেয়ে ভিতরের অংশটি সবচেয়ে প্রাচীন, যাকে বলে ব্রেইন স্টেম।
ব্রেইন স্টেমের অংশগুলো মনে রাখার Easy Technique:
(মধ্যপন্থা)
মধ্য(মধ্য মস্তিষ্ক)
আবার মধ্য এর ইংরেজি হল মিডল( মেডুলা অবলংগাটা)
পন্থা (পনস)
▫️NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
❤147😁11👍10🔥7👏6😱5🎉2
কেমন হয় যদি পদার্থ ২য় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের দর্পনে বস্তুর অবস্থানের একটা বিদঘুটে ছকটাকে সহজ করে শিখা যায়🤗?
ছবিটা দেখেন আর নিচের লেখা গুলি মিলান।
বস্তুর ৬টা ভিন্ন অবস্থানঃ
1⇨অসীম
2⇨অসীম এবং 2f এর মাঝে বা 2f এর বাইরে
3⇨2f বা বক্রতার কেন্দ্রে
4⇨f এবং 2f এর মাঝে
5⇨ফোকাস বা f --এ
6⇨ফোকাস এবং মেরুর মাঝে
বিম্বের অবস্থানঃ
বস্তু 1এ থাকে বিম্ব 5এ হয়, বস্তু 2 এ থাকলে 4 হয়। অর্থাৎ, বস্তু ও বিম্বের অবস্থানের যোগফল সবসময় 6 হয়।
বিম্বের প্রকৃতিঃ
১ থেকে ৫নং অবস্থানে বাস্তব বিম্ব হয়, ৬ নং অবস্থানে অবাস্তব হয়।
বিম্বের আকৃতিঃ
*বস্তু 1 ও 2 এ থাকলে বিম্ব ছোট
*বস্তু 3 এ থাকলে বিম্ব সমান
*বস্তু 4,5,6 এ থাকলে বিম্ব বড়
বিম্ব সোজা/উল্টাঃ
সকল বাস্তব বিম্ব উল্টা, সকল অবাস্তব বিম্ব সোজা (দর্পণ ও লেন্স সবার জন্য)
☞প্রশ্নে ফোকাস দেওয়া থাকলে 5 এবং কেন্দ্র দেওয়া থাকলে 3 বা 2f ধরে কাজ করবেন। অংক করার কোনো প্রয়োজন পড়বেনা। একবার চেক করে দেখেতে পাড়েন।
©Note Zone
❤147🔥31👏10🥰7😢4
🔲বাংলার সকল লর্ড
এখানে কোনো ক্রিকেটারের নাম উল্লেখ করা হয় নাই😂
১। লর্ড ক্লাইভ= দ্বৈত শাসন
২। ওয়ারেন হেস্টিংস = দ্বৈত শাসন রদ
৩। লর্ড কর্ণওয়ালিশ = চিরস্থায়ী বন্দোবস্ত
৪। লর্ড বেন্টিক= সতীদাহ প্রথা রথ
৫। লর্ড ডালহৌসি = রেল যোগাযোগ, বিধবা বিবাহ রথ
৬। লর্ড ক্যানিং = সিপাহী বিদ্রোহ, মুদ্রা সংস্কার
৭। লর্ড মেয়ো= আদমশুমারী
৮। লর্ড লিটন= অস্ত্র আইন
৯। লর্ড রিপন= হান্টার কমিশন
১০। লর্ড কার্জন= বঙ্গভঙ্গ
১১। লর্ড হার্ডিঞ্জ= বঙ্গভঙ্গ রদ
১২। লর্ড মাউন্টব্যাটেন= ভারত বিভাগ
❤387🥰42🔥33🤩22😱12👏10🤔10😢10🎉8
শিখা অনির্বান Vs শিখা চিরন্তন
অনির্বান Vs চিরন্তন
অনির্বাণ ভট্টাচার্য নামের কোন Actor এর নাম শুনেছো?
আর চিরন্তন? .... (চিরন্তন সত্য) এটা অবশ্যই শুনেছো
আচ্ছা কোনটি দিয়ে মানুষের নাম হতে পারে?
অবশ্যই অনির্বান.... (Example আগেই দিয়ে দিয়েছি)
আর মানুষ ই (Army) কিন্তু সেনানিবাসে বাস করে
তাহলে মনে রাখবা অনির্বান ঢাকা সেনানিবাসে বাস করে
⭐️শিখা অনির্বান-ঢাকা সেনানিবাসে
⭐️শিখা চিরন্তন-সোহরাওয়ার্দী উদ্যানে
❤346🔥68🤩22🥰20😱17👏7🎉1
🔲1997 Vs 1999 Vs 2000⭐️
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট Format এ Super Power এটা তোমরা সবাই জানো🤣
(তাই এই Format এ অন্য Team কে অনেক ছাড় দেয় ,এইজন্যই কিন্তু টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান অনেক খারাপ)
যদিও সমালোচক বাহিনীরা বলবে বাংলাদেশ খেলতে পারেনা🙃
যাইহোক এখন আসল কথায় আসি
বাংলাদেশে কোন Format এ ছাড় কম দেয় অন্য Team কে ?
অবশ্যই ওয়ানডেতে (ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান অনেক ভালো)
বিশ্বকাপ ক্রিকেট?
পরিসংখ্যান আহামরি ভালো না হলেও কিন্তু খুব খারাপ না
🔰Trick:বাংলাদেশে যেই Format এর পরিসংখ্যান ভালো সেই Format এর স্বীকৃতি আগে পেয়েছে
তাহলে যা দাড়ালো,
✅1997-ওয়ানডে স্ট্যাটাস(পরিসংখ্যান ভালো)
✅1999-প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে(বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান মোটামোটি ভালো )
✅2000-টেস্ট স্ট্যাটাস(পরিসংখ্যান🙃)
🔰NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
❤214🔥40👏22🥰14🤩11😱4😢3🤔1
🔲টিকোনাল VS ফিকোনাল VS ভিকালয়
🔘Most Important Chart-Physics
1.টিকোনাল স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহূত হয়
Trick:শক্তিশালী জিনিস বেশি টিকে থাকে অর্থাৎ (স্থায়ী) হয় !!(টিকে-টিকোনাল)
2.ফিকোনাল লাউড স্পিকার তৈরিতে ব্যবহৃত হয়
Trick:কিছু ছোট বাচ্চা থাকে যারা First এ ফুপে ফুপে কান্না করে এটাকে আমাদের এলাকায় বলে ফিক লেগে কান্না করা ..Then ফিক লেগে
কান্না করার এত উচ্চস্বরে কান্না করে যে যেকোন লাউড স্পিকার Sound Slow মনে হবে
So ফুপে <ফিক<ফিকোনাল<লাউড স্পীকার
3.ভিকালয় টেপ রেকর্ডিংয়ে ব্যবহৃত হয়
Trick:Just Veet It (আশা করি এই Ad টা দেখতে দেখতে তোমার কান পঁচে গেছে গেছে )
সারাদিন দেয় রে ভাই টিভিতে এই ad..বিরক্তিকর☹️
এটা এভাবে মনে রাখতে পারো ভিট<ভি-ট<ভিকালয়-টেপ রেকর্ডিং<ভ তে ভিকালয় ট তে টেপ রেকর্ডিং
🔰NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
❤258🔥66🤩38👏17😱11🥰8🤔7🎉1
🔲কলাম ক্রোমোটোগ্রাফি VS পেপার ক্রোমোটোগ্রাফি
যেকোন একটা মুখস্ত থাকলেই Enough
কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ অল্প So এটাই মনে রাখবে
কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ :আ্যামিনো এসিড,ভিটামিন,এস্টার
🟢Mnemonic:আমিনের ভিটায় এস্টার কলম পাওয়া যায়।
আমিন(আ্যামিনো এসিড) ভিটায় (ভিটামিন ) এস্টার কলম(কলাম ক্রোমোটোগ্রাফি)
তবে মনে রাখবা পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগও কিন্তু আ্যামিনো এসিড (এটা কমন)
তাছাড়াও পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগ হলো ক্ষুদ্র জৈব অনু যেমন হরমোন,স্টেরয়েড,লিপিড,নিউক্লিওসাইড ইত্যাদি
🔰NotesZone:
https://news.1rj.ru/str/confusingquestion
❤264🔥37🥰28🤔8😱8😢7🤩6🎉2
*আ্যান্টিবায়োটিক এর কাজ*
(V.V Important)
🟢Mnemonic:ইমা পরীক্ষায় কোপ মারে ট্রেনের টিটির(TT) ওপর ট্রাস্ট রেখে ।
1.ইমা-ই(ইরিথ্রোমাইসিন ) মা(mRNA)
ইরিথ্রোমাইসিন রাইবোসোমের( mRNA)এর চলনে বিঘ্ন সৃ্ষ্টিকারী
2.কোপ-ক(ক্লোরোমাইসিন) প(পেপটাইড বন্ধনী)
ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনী সূষ্টিতে বিঘ্ন সৃষ্টিকারী
3.ট্রাস্ট-ট(ট্রান্সলেশন) স্ট(স্ট্রেপ্টোমাইসিন)
ট্রান্সলেশন এর সূচনা লঘ্নে বিঘ্ন সৃষ্টি করে-স্ট্রেপ্টোমাইসিন
4.TT-T( টেট্রাসাইক্লিন ) T(tRNA)
রাইবোসোমের tRNA এর সংযুক্তি পর্যায়ে বিঘ্ন সৃষ্টিকারী
▫️NotesZone: Click Here
❤391🔥74🤩23😱22🥰21👏9🎉5🤔3😢3
১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]
এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1
সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3
***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷
এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1
🔘@ Hafsha Mim Jannatee
▫️NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
❤267👏28🔥26😱15🥰9🤔7🤩2