Notes Zone।Exam Mate – Telegram
🔲DNA ডাবল হেলিক্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংখ্যাতাত্ত্বিক মানঃ-

Confusion? আচ্ছা চলুন একসাথে দেখে নিই...

প্রতি প্যাঁচের দৈর্ঘ্য / দুটি প্যাঁচের মধ্যবর্তী দূরত্ব = 34Å
প্রতি জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব / দুটি সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব = 3.4Å
প্রতি প্যাঁচে হেলিক্স দুটির ব্যাস = 20Å
প্রতি প্যাঁচে নাইট্রোজিনাস বেস / নাইট্রোজেনঘটিত ক্ষারক = 20টি
প্রতি প্যাঁচে মোট H-বন্ড / হাইড্রোজেন বন্ধন = 25টি
Note: (1Å = 0.1nm)

©বদরুদ্দোজা রাফি


▫️NotesZone:Click Here
149🔥18🥰8👍6👏3
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
⭐️Confusion Clear-Part 4⭐️

গ্রুপ 1,আর গ্রুপ 17 গলনাঙ্কের ক্রমটা যে কতটা important তা বলে বোঝানো যাবে না,তবুও অনেকেই ভুল করে

গ্রুপ 1 মৌলের এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গলনাঙ্কের ক্রম হ্রাস পায় , কিন্তু গ্রুপ 17 এর ঠিক উল্টোটা ঘটে !
আর গ্রুপ 1 এর ক্লোরাইড লবন তো পুরোটাই ব্যতিক্রম
অনেকেই আবার এটাতে ফাজানের Rules follow করে !ফাজানের Rules যদি follow করা হতো তাহলে তো CsCl (Caesium chloride)গলনাঙ্ক বেশি হতো (কারন ফাজানের Rules অনুযায়ী ক্যাটায়নেের আকার বড় হলেই সমযোজী বৈশিষ্ট্য কম,মানে গলনাঙ্ক বেশি)
কিন্তু প্রকৃতপক্ষে NaCl এর গলনাঙ্ক সবচেয়ে বেশি

(মনে রাখবা Chemistry মানেই ব্যতিক্রম)...so গ্রুপ 1 লবন এর ক্ষেত্রে ফাজানের rules Follow করবানা

তাহলে যা দাড়ালো

গ্রুপ 1 এর গলনাঙ্কের ক্রম:Li>Na>K>Rb>Cs

গ্রুপ 17 এর গলনাঙ্কের ক্রম:I2>Br2>Cl2>F2

গ্রুপ 1 এর ক্লোরাইড লবনের গলনাঙ্কের ক্রম:NaCl>KCl>RbCl>CsCl>LiCl

@Abstracted_Alif
@Confusingquestion
243🔥44👍19🥰5😢3🤔2
জৈবযৌগের প্রয়োজনীয় তাপমাত্রাসমূহঃ

১.বেনজয়িক এসিডের গলনাংক ১২১°সে
২.NaCI এর গলনাংক ৮০১°সে
৩. মিথানলের স্ফুটনাংক ৬৫°সে
৪.উডস্পিরিটের স্ফুটনাংক ৬৫°সে
৫.রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাংক ৭৮.১৫°সে
৬.ইথানলের স্ফুটনাংক ৭৮.৩°সে
৭.বেনজিনের স্ফুটনাংক ৮০.৪°সে
৮.টলুইনের স্ফুটনাংক ১১১°সে
৯.জাইলিনের স্ফুটনাংক ১৪৪°সে
১০.গ্লিসারিন এর স্ফুটনাংক ২৯০°সে

👉পাতন তাপমাত্রাঃ
১.ইথানয়িক এসিড = ১১৮°সে
২.ফরমিক এসিড= ১০১°সে
৩.ফেনল= ১৮০-১৮২°সে
৪.বেনজিন= ৮০-৮২°সে
৫.টলুইন= ১০৮-১১০°সে
৬.৯০% বেনজল= ৭০-১১০°সে
৭.৫০% বেনজল= ১১০-১৪০°সে
৮.পেট্রোল বা গ্যাসোলিন= ৩৫-১৭৫°সে
146🔥25👍17😱13👏4🥰3
🔲বিভিন্ন অস্থির গুরুত্বপূ্র্ন প্রসেস মনে রাখার easy Technique


আ্যাক্সিস
:(ও-Don't) Excess Here-(আ্যাক্সিস-ওডোন্ডেয়েড প্রসেস)

ল্যাম্মার কশেরুকা
:আমি লম্বা-আ(আক্সেসরি প্রসেস ) মি(ম্যামিলারি প্রসেস) লম্বা(ল্যাম্বার)

রেডিয়াস -আলনা:স্টাইলয়েড প্রসেস
(Ready For Style) Ready(রেডিয়াস) ....Style(স্টাইলয়েড প্রসেস)

হিউমেরাস
:ওকে হিউম্যানের ফাঁসি —-ও(ওলেক্রেনন ফসা),কে( করোনয়েড ফসা) হিউম্যান(হিউমেরাস ) ফাঁসি(ফসা)


(এটা মনে থাকলে আলনার প্রসেস আর মনে রাখতে হবে না cause আলনার same ই হবে শুধু ফসার জায়গায় প্রসেস হবে)

স্যাক্রাম:প্রমোন্টরি (স্যার প্রমোটিং)

ম্যালিওলাস:টিবিয়া ও ফিবুলা(মাটি)

⚠️স্কাপুলায় আ্যাক্রোমিয়াল প্রসেস কিন্তু ল্যাম্বারে আ্যক্সেসরি প্রসেস(মনে রাখার Technique লম্বা (ল্যাম্বার) মানুষের সব জায়গায় বেশি excess(আ্যাক্সেসরি)পায়

🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion

🔥11879😱19🥰14👍11😢9👏3
সূর্যের অভ্যন্তরে কোন বিক্রিয়া ঘটে? Fission🤘না Fusion🤷‍♂️?
এই নিয়া অনেকের Confusion আছে। আর তাদের জন্যই এই ট্রিকস।
ট্রিকস টা হলো🤟

ফিশান আর ফিউশন এর ইংরেজি বানান টার দিকে খেয়াল করেন💁🏻‍♂️। এবার, সূর্যের (SUN) ইংরেজি বানান টা দেখেন। দেখছেন 😬 ২ টা বানানেই 'U' আছে💁🏻‍♂️ আবার, 'ফিউশন' উচ্চারণ করলেও "U" উচ্চারিত হয়😐 এর মানে👨‍🏫 সূর্যের অভ্যন্তরে ফিউশন বিক্রিয়া ঘটে😇

বিঃদ্রঃ যারা আগে থেকেই জানেন🤟 তারা অনেক ভালো🤷‍♂️ এটা তাদের জন্য ছিলো না🙊 ধন্যবাদ🤒
351🔥53👍19😁18😱15🥰7👏5🤔1
🔲ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা মনে রাখার Easy Technique:

(MOM Try It)

M=ম্যান্ডিবুলার
O=অপথ্যালমিক
M=ম্যাক্সিলারি
Try=ট্রাইজেমিনাল

ব্রেইন স্টেমঃ মস্তিষ্কের সবচেয়ে ভিতরের অংশটি সবচেয়ে প্রাচীন, যাকে বলে ব্রেইন স্টেম।
ব্রেইন স্টেমের অংশগুলো মনে রাখার Easy Technique:

(মধ্যপন্থা
)

মধ্য(মধ্য মস্তিষ্ক)
আবার মধ্য এর ইংরেজি হল মিডল( মেডুলা অবলংগাটা)
পন্থা (পনস)



▫️NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
147😁11👍10🔥7👏6😱5🎉2
কেমন হয় যদি পদার্থ ২য় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের দর্পনে বস্তুর অবস্থানের একটা বিদঘুটে ছকটাকে সহজ করে শিখা যায়🤗?
ছবিটা দেখেন আর নিচের লেখা গুলি মিলান।

বস্তুর ৬টা ভিন্ন অবস্থানঃ
1⇨অসীম
2⇨অসীম এবং 2f এর মাঝে বা 2f এর বাইরে
3⇨2f বা বক্রতার কেন্দ্রে
4⇨f এবং 2f এর মাঝে
5⇨ফোকাস বা f --এ
6⇨ফোকাস এবং মেরুর মাঝে

বিম্বের অবস্থানঃ
বস্তু 1এ থাকে বিম্ব 5এ হয়, বস্তু 2 এ থাকলে 4 হয়। অর্থাৎ, বস্তু ও বিম্বের অবস্থানের যোগফল সবসময় 6 হয়।

বিম্বের প্রকৃতিঃ
১ থেকে ৫নং অবস্থানে বাস্তব বিম্ব হয়, ৬ নং অবস্থানে অবাস্তব হয়।

বিম্বের আকৃতিঃ
*বস্তু 1 ও 2 এ থাকলে বিম্ব ছোট
*বস্তু 3 এ থাকলে বিম্ব সমান
*বস্তু 4,5,6 এ থাকলে বিম্ব বড়

বিম্ব সোজা/উল্টাঃ
সকল বাস্তব বিম্ব উল্টা, সকল অবাস্তব বিম্ব সোজা (দর্পণ ও লেন্স সবার জন্য)

☞প্রশ্নে ফোকাস দেওয়া থাকলে 5 এবং কেন্দ্র দেওয়া থাকলে 3 বা 2f ধরে কাজ করবেন। অংক করার কোনো প্রয়োজন পড়বেনা। একবার চেক করে দেখেতে পাড়েন।

©Note Zone
147🔥31👏10🥰7😢4
🔲বাংলার সকল লর্ড
এখানে কোনো ক্রিকেটারের নাম উল্লেখ করা হয় নাই😂


১। লর্ড ক্লাইভ= দ্বৈত শাসন
২। ওয়ারেন হেস্টিংস = দ্বৈত শাসন রদ
৩। লর্ড কর্ণওয়ালিশ = চিরস্থায়ী বন্দোবস্ত
৪। লর্ড বেন্টিক= সতীদাহ প্রথা রথ
৫। লর্ড ডালহৌসি = রেল যোগাযোগ, বিধবা বিবাহ রথ
৬। লর্ড ক্যানিং = সিপাহী বিদ্রোহ, মুদ্রা সংস্কার
৭। লর্ড মেয়ো= আদমশুমারী
৮। লর্ড লিটন= অস্ত্র আইন
৯। লর্ড রিপন= হান্টার কমিশন
১০। লর্ড কার্জন= বঙ্গভঙ্গ
১১। লর্ড হার্ডিঞ্জ= বঙ্গভঙ্গ রদ
১২। লর্ড মাউন্টব্যাটেন= ভারত বিভাগ
387🥰42🔥33🤩22😱12👏10🤔10😢10🎉8
শিখা অনির্বান Vs শিখা চিরন্তন
অনির্বান Vs চিরন্তন

অনির্বাণ ভট্টাচার্য নামের কোন Actor এর নাম শুনেছো
?
আর চিরন্তন? .... (চিরন্তন সত্য) এটা অবশ্যই শুনেছো

আচ্ছা কোনটি দিয়ে মানুষের নাম হতে পারে?
অবশ্যই অনির্বান.... (Example আগেই দিয়ে দিয়েছি)
আর মানুষ ই (Army) কিন্তু সেনানিবাসে বাস করে

তাহলে মনে রাখবা অনির্বান ঢাকা সেনানিবাসে বাস করে

⭐️শিখা অনির্বান-ঢাকা সেনানিবাসে

⭐️শিখা চিরন্তন-সোহরাওয়ার্দী উদ্যানে


346🔥68🤩22🥰20😱17👏7🎉1
🔲1997 Vs 1999 Vs 2000⭐️

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট Format এ Super Power এটা তোমরা সবাই জানো🤣

(তাই এই Format এ অন্য Team কে অনেক ছাড় দেয় ,এইজন্যই কিন্তু টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান অনেক খারাপ)
যদিও সমালোচক বাহিনীরা বলবে বাংলাদেশ খেলতে পারেনা🙃

যাইহোক এখন আসল কথায় আসি
বাংলাদেশে কোন Format এ ছাড় কম দেয় অন্য Team কে ?

অবশ্যই ওয়ানডেতে (ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান অনেক ভালো)

বিশ্বকাপ ক্রিকেট?
পরিসংখ্যান আহামরি ভালো না হলেও কিন্তু খুব খারাপ না

🔰Trick:বাংলাদেশে যেই Format এর পরিসংখ্যান ভালো সেই Format এর স্বীকৃতি আগে পেয়েছে


তাহলে যা দাড়ালো,
1997-ওয়ানডে স্ট্যাটাস(পরিসংখ্যান ভালো)

1999-প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে(বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান মোটামোটি ভালো )

2000-টেস্ট স্ট্যাটাস(পরিসংখ্যান🙃)



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
214🔥40👏22🥰14🤩11😱4😢3🤔1
🔲টিকোনাল VS ফিকোনাল VS ভিকালয়

🔘Most Important Chart-Physics

1.টিকোনাল স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহূত হয়

Trick:শক্তিশালী জিনিস বেশি টিকে থাকে অর্থাৎ (স্থায়ী) হয় !!(টিকে-টিকোনাল)

2.ফিকোনাল লাউড স্পিকার তৈরিতে ব্যবহৃত হয়

Trick:কিছু ছোট বাচ্চা থাকে যারা First এ ফুপে ফুপে কান্না করে এটাকে আমাদের এলাকায় বলে ফিক লেগে কান্না করা ..Then ফিক লেগে
কান্না করার এত উচ্চস্বরে কান্না করে যে যেকোন লাউড স্পিকার Sound Slow মনে হবে
So ফুপে <ফিক<ফিকোনাল<লাউড স্পীকার

3
.ভিকালয় টেপ রেকর্ডিংয়ে ব্যবহৃত হয়

Trick:Just Veet It (আশা করি এই Ad টা দেখতে দেখতে তোমার কান পঁচে গেছে গেছে )
সারাদিন দেয় রে ভাই টিভিতে এই ad..বিরক্তিকর☹️

এটা এভাবে মনে রাখতে পারো ভিট<ভি-ট<ভিকালয়-টেপ রেকর্ডিং<ভ তে ভিকালয় ট তে টেপ রেকর্ডিং



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
258🔥66🤩38👏17😱11🥰8🤔7🎉1
নেমোট্যাক্সিস VS মেনোট্যাক্সিস

আচ্ছা কিছু Topic বারবার পড়লেও ভুলে যাও এটার সমাধান কি?

অবশ্যই নেমোনিক
যার বাংলা অর্থ স্মৃতিসহায়ক
তাহলে নেমোট্যাক্সিস তো স্মৃতিমূলক সাড়াদান ই হবে তাই না ?!!

আর মেনোট্যাক্সিস হলো সূর্যের প্রতি সাড়া দিয়ে পিপড়ার কৌনিক চলন
!!


🔥186109👏21😱14🎉8🤩4🤔3🥰2😢1
🔲কলাম ক্রোমোটোগ্রাফি VS পেপার ক্রোমোটোগ্রাফি

যেকোন একটা মুখস্ত থাকলেই Enough

কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ অল্প So এটাই মনে রাখবে

কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ :আ্যামিনো এসিড,ভিটামিন,এস্টার

🟢Mnemonic:আমিনের ভিটায় এস্টার কলম
পাওয়া যায়।

আমিন(আ্যামিনো এসিড) ভিটায় (ভিটামিন )
এস্টার কলম(কলাম ক্রোমোটোগ্রাফি)

তবে মনে রাখবা পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগও কিন্তু আ্যামিনো এসিড (এটা কমন)

তাছাড়াও পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগ হলো ক্ষুদ্র জৈব অনু যেমন হরমোন,স্টেরয়েড,লিপিড,নিউক্লিওসাইড
ইত্যাদি


🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
264🔥37🥰28🤔8😱8😢7🤩6🎉2
*আ্যান্টিবায়োটিক এর কাজ*
(V.V Important)

🟢Mnemonic
:ইমা পরীক্ষায় কোপ মারে ট্রেনের টিটির(TT) ওপর ট্রাস্ট রেখে

1.ইমা-ই(ইরিথ্রোমাইসিন ) মা(mRNA)

ইরিথ্রোমাইসিন রাইবোসোমের( mRNA)এর চলনে বিঘ্ন সৃ্ষ্টিকারী

2.কোপ-ক(ক্লোরোমাইসিন) প(পেপটাইড বন্ধনী)

ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনী সূষ্টিতে বিঘ্ন সৃষ্টিকারী

3.ট্রাস্ট-ট(ট্রান্সলেশন) স্ট(স্ট্রেপ্টোমাইসিন)

ট্রান্সলেশন এর সূচনা লঘ্নে বিঘ্ন সৃষ্টি করে-স্ট্রেপ্টোমাইসিন

4.TT-T( টেট্রাসাইক্লিন ) T(tRNA)

রাইবোসোমের tRNA এর সংযুক্তি পর্যায়ে বিঘ্ন সৃষ্টিকারী


▫️NotesZone
: Click Here
391🔥74🤩23😱22🥰21👏9🎉5🤔3😢3
১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]

এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1

সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3

***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷

এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1

🔘@ Hafsha Mim Jannatee


▫️NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
267👏28🔥26😱15🥰9🤔7🤩2
কোনটি ফটোরেসপিরেশনে অংশগ্রহন করে?
সচরাচর পরীক্ষায় আসতে দেখা যায়
কিন্তু আমাদের ভুল হতেই থাকে

তবে আমি একটা Short mnemonic দিয়ে মনে রাখতাম তাই আমার ভুল হতো না
তো এখন প্রশ্ন হলো নেমোনিক টা কি?

🔲নেমোনিক:মাই কপাল
মন্দ!!!

▫️মাই-মাইটোকন্ড্রিয়া

▫️ক-ক্লোরোপ্লাস্ট

▫️পাল-পারঅক্সিসোম
281🤩34🔥24🥰16😱10🎉4😢2👏1
Chemistry তে প্রথম অধ্যায়ের গ্লাভসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ন কিন্তু মনে রাখা একটু কঠিন!
যাইহোক আসল কথায় আসি
জিটেক্স গ্লাভস না ল্যাটেক্স গ্লাভস জলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়?
Answer:জিটেক্স
Trick:জ তে জলন্ত জ জিটেক্স

ল্যাটেক্স গ্লাভস: এই গ্লাভসের কিন্তু মারাত্নক ভয়ানক Side Effect আছে!এর কারনে যে আ্যালার্জির সৃষ্টি হয় তার নাম হলো ল্যাটেক্স আ্যালার্জি!এই আ্যালার্জির কারনে মানুষ পাগল even মারা যেতেও পারে!!
এখন প্রশ্ন মানুষ পাগল হয়ে হলে চিকিৎসা কি দেওয়া হয়?
(বৈদুতিক শক) তাইনা!!!
এরপর উপরের ছবিতে তাকাও একটা ক্ষত দেখতে পাচ্ছো এই ক্ষত সাড়ানোর জন্য অবশ্যই ইনজেকশনের প্রয়োজন পড়বে
তাহলেই ক্ষত থেকে (সংক্রামক) জীবানু প্রতিরোধ হবে!!

so ল্যাটেক্স গ্লাভস:
1.আ্যালার্জির সৃষ্টি করে
2.বৈদুতিক শক বা ত্বকের ক্ষত সৃষ্টিতে রক্ষা পাওয়া যায়
3.সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে

নাইট্রাইলগ্লাভস:যেটি ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার করা হয়
(এর সবকিছুই Positive,কোন side effect নেই)এটি পচনযোগ্য আর কোন প্রোটিন উপাদান না থাকার কারনে আ্যালার্জির সৃষ্টি হয়না
!



🔰NotesZone
: Click Here
446🥰43🔥32😱15👏11🤩11🤔1🎉1
🔲অনুকল্প Vs তত্ত্ব vs সূত্র

▫️উপরে দেওয়া ছবিটা আগে দেখো

অনুকল্প বা Hypothesis কোন প্রমানিত বিষয় না
এটা একটা ধারনা !!তবে বিজ্ঞানে এটি খুবই গুরুত্বপৃর্ন বিষয় কারন
যে কোন তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে,
এটি প্রমানিত হওয়ার হওয়া মাত্রই তত্ত্বে পরিনিত হয়

So পরীক্ষা দ্বারা প্রমানিত অনুকল্প কে তত্ত্ব বলে(সূত্র না)

তাহলে সূত্র কি?
যখন কোন তত্ত্বকে সমীকরনে প্রকাশ করা যায় সেটাই সূত্র

আরো ভালো করে বোঝার জন্য উপরের ছবিটা দেখো

Note:ইসহাক স্যারের অনুশীলনীর প্রশ্নে ভুল আছে ।

©NotesZone
: Click Here
185🔥5🎉4🥰2😢2
শুষ্ককারক Vs নিরুদক

H₂SO₄ যে যে তরল একটা পিচ্চিও জানে
আবার H₂SO₄ শুষ্ককারক ,নিরুদক উভয়রূপে কাজ করে
So তরল শুষ্ককারক ও নিরুদক H₂SO₄ ই হবে ।‌

এখন চিন্তা করো পারমানবিক সংখা 19,20,21
(21 এর উল্টো কতো?12 )
তো পারমানবিক সংখ্যা 19,20,12 কোন মৌলের ?
K,Ca,Mg এর তাই না

▫️ তাহলে কঠিন শুষ্ককারক:KCl,CaCl₂,MgCl₂

▫️কঠিন নিরুদক:Al₂O₃(আ্যালুমিনা) ,KHSO₄

নেমোনিক:কার আলনার শাল?নিরুর

আলনার(আ্যালুমিনা)
কার শাল (K) H (সালফেট) or KHSO₄
নিরুর:নিরুদক


🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
263🔥39😱25🥰17😢10🤔9🤩8🎉6👏3
ইলেকট্রোফাইল Vs নিউক্লিওফাইল
(যেকোন একটা মনে রাখলেই Enough)

সব ইলোকট্রোফাইল Positive চার্জযুক্ত হবে(এটা common Sense)
তাহলে ধনাত্বক ইলেকট্রোফাইল গুলো মনে রাখতে হবে না
এখন তোমাকে মনে রাখতে হবে প্রশম ইলেকট্রোফাইল

🔰নেমোনিক:ইলার 3 টা BF(আলিম,ফাহিম,সোহেল)

ইলা(ইলেকট্রোফাইল) 3 টা BF (BF₃) আলিম(AlCl₃) ফাহিম(FeCl₃) সোহেল(SO₃)

প্রশম ইলোকট্রোফাইল:BF₃,AlCl₃,FeCl₃,SO₃

নিউক্লিওফাইল:যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়!!
so এরা নেগেটিভ চার্জযুক্ত হবে
(আর কিছু মনে রাখতে হবে না নিউক্লিওফাইলের)

🔴NB:চ্যানেলে ইলা নামের কেউ থাকলে ইট,পাটকেল ছুড়তে আসিও না যেন আবার বাসায়😅



🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquesti
255🤩63🔥42🥰17👏13😱7🤔3😢2
174🤩24🥰23🔥13👏9😢2