Notes Zone।Exam Mate – Telegram
নেমোট্যাক্সিস VS মেনোট্যাক্সিস

আচ্ছা কিছু Topic বারবার পড়লেও ভুলে যাও এটার সমাধান কি?

অবশ্যই নেমোনিক
যার বাংলা অর্থ স্মৃতিসহায়ক
তাহলে নেমোট্যাক্সিস তো স্মৃতিমূলক সাড়াদান ই হবে তাই না ?!!

আর মেনোট্যাক্সিস হলো সূর্যের প্রতি সাড়া দিয়ে পিপড়ার কৌনিক চলন
!!


🔥186109👏21😱14🎉8🤩4🤔3🥰2😢1
🔲কলাম ক্রোমোটোগ্রাফি VS পেপার ক্রোমোটোগ্রাফি

যেকোন একটা মুখস্ত থাকলেই Enough

কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ অল্প So এটাই মনে রাখবে

কলাম ক্রোমোটোগ্রাফির প্রয়োগ :আ্যামিনো এসিড,ভিটামিন,এস্টার

🟢Mnemonic:আমিনের ভিটায় এস্টার কলম
পাওয়া যায়।

আমিন(আ্যামিনো এসিড) ভিটায় (ভিটামিন )
এস্টার কলম(কলাম ক্রোমোটোগ্রাফি)

তবে মনে রাখবা পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগও কিন্তু আ্যামিনো এসিড (এটা কমন)

তাছাড়াও পেপার ক্রোমোটোগ্রাফির প্রয়োগ হলো ক্ষুদ্র জৈব অনু যেমন হরমোন,স্টেরয়েড,লিপিড,নিউক্লিওসাইড
ইত্যাদি


🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
264🔥37🥰28🤔8😱8😢7🤩6🎉2
*আ্যান্টিবায়োটিক এর কাজ*
(V.V Important)

🟢Mnemonic
:ইমা পরীক্ষায় কোপ মারে ট্রেনের টিটির(TT) ওপর ট্রাস্ট রেখে

1.ইমা-ই(ইরিথ্রোমাইসিন ) মা(mRNA)

ইরিথ্রোমাইসিন রাইবোসোমের( mRNA)এর চলনে বিঘ্ন সৃ্ষ্টিকারী

2.কোপ-ক(ক্লোরোমাইসিন) প(পেপটাইড বন্ধনী)

ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনী সূষ্টিতে বিঘ্ন সৃষ্টিকারী

3.ট্রাস্ট-ট(ট্রান্সলেশন) স্ট(স্ট্রেপ্টোমাইসিন)

ট্রান্সলেশন এর সূচনা লঘ্নে বিঘ্ন সৃষ্টি করে-স্ট্রেপ্টোমাইসিন

4.TT-T( টেট্রাসাইক্লিন ) T(tRNA)

রাইবোসোমের tRNA এর সংযুক্তি পর্যায়ে বিঘ্ন সৃষ্টিকারী


▫️NotesZone
: Click Here
391🔥74🤩23😱22🥰21👏9🎉5🤔3😢3
১)ওয়াটার গ্যাস, [CO : H2 = 1: 1]
২) সংশ্লেষ গ্যাষ এবং [CO : H2 = 1: 3]
৩)প্রোডিউসার গ্যাস [CO : N2 = 2:1]

এই তিন জায়গাতেই CO থাকবে৷ এটা common, মনে রাখার কিছু নেই৷ আর প্রথমটা [water gas] তো একেবারে পানির (water) মতো সোজা৷ কাজেই এখানে একেবারে সাদামাটা অনুপাত বসবে৷ মানে 1 : 1

সালোকসংশ্লেষণ এ পানির প্রয়োজন হয়, আর পানির অণুতে O ও H এর মোট তিনটি পরমাণু আছে৷ সুতরাং সংশ্লেষ গ্যাসে CO এবং H2 এর অনুপাত হবে 1:3

***আর ওয়াটার গ্যাস এবং সংশ্লেষ গ্যাষ উভয়ের technique ই যেহেতু পানি সম্পর্কিত সেহেতু এদের অনুপাত যৌগে পানির দুটি উপাদান (O এবং H) থাকতে হবে৷ CO তে O আছে; সুতরাং অপর পাশে H বসবে৷

এতোক্ষণ যা বকবক করলাম তা আরও ভালোভাবে বুঝাতে আমরা নাটক বানালে কেমন হয়? এখন নাটক বানাতে তো producer লাগবে, তাই না ? সুতরাং প্রডিউসিং গ্যাসে N থাকবে৷ (নাটক দিয়ে N)৷ এখন CO তে ২ টি ভিন্ন ভিন্ন ধরণের পরমাণু আছে (C ও O) আর N এ ১ ধরণেরই পরমাণু আছে (N)
সুতরাং প্রোডিউসিং গ্যাসে CO এবং N2 এর অনুপাত হবে 2:1

🔘@ Hafsha Mim Jannatee


▫️NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
267👏28🔥26😱15🥰9🤔7🤩2
কোনটি ফটোরেসপিরেশনে অংশগ্রহন করে?
সচরাচর পরীক্ষায় আসতে দেখা যায়
কিন্তু আমাদের ভুল হতেই থাকে

তবে আমি একটা Short mnemonic দিয়ে মনে রাখতাম তাই আমার ভুল হতো না
তো এখন প্রশ্ন হলো নেমোনিক টা কি?

🔲নেমোনিক:মাই কপাল
মন্দ!!!

▫️মাই-মাইটোকন্ড্রিয়া

▫️ক-ক্লোরোপ্লাস্ট

▫️পাল-পারঅক্সিসোম
281🤩34🔥24🥰16😱10🎉4😢2👏1
Chemistry তে প্রথম অধ্যায়ের গ্লাভসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ন কিন্তু মনে রাখা একটু কঠিন!
যাইহোক আসল কথায় আসি
জিটেক্স গ্লাভস না ল্যাটেক্স গ্লাভস জলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়?
Answer:জিটেক্স
Trick:জ তে জলন্ত জ জিটেক্স

ল্যাটেক্স গ্লাভস: এই গ্লাভসের কিন্তু মারাত্নক ভয়ানক Side Effect আছে!এর কারনে যে আ্যালার্জির সৃষ্টি হয় তার নাম হলো ল্যাটেক্স আ্যালার্জি!এই আ্যালার্জির কারনে মানুষ পাগল even মারা যেতেও পারে!!
এখন প্রশ্ন মানুষ পাগল হয়ে হলে চিকিৎসা কি দেওয়া হয়?
(বৈদুতিক শক) তাইনা!!!
এরপর উপরের ছবিতে তাকাও একটা ক্ষত দেখতে পাচ্ছো এই ক্ষত সাড়ানোর জন্য অবশ্যই ইনজেকশনের প্রয়োজন পড়বে
তাহলেই ক্ষত থেকে (সংক্রামক) জীবানু প্রতিরোধ হবে!!

so ল্যাটেক্স গ্লাভস:
1.আ্যালার্জির সৃষ্টি করে
2.বৈদুতিক শক বা ত্বকের ক্ষত সৃষ্টিতে রক্ষা পাওয়া যায়
3.সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে

নাইট্রাইলগ্লাভস:যেটি ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার করা হয়
(এর সবকিছুই Positive,কোন side effect নেই)এটি পচনযোগ্য আর কোন প্রোটিন উপাদান না থাকার কারনে আ্যালার্জির সৃষ্টি হয়না
!



🔰NotesZone
: Click Here
446🥰43🔥32😱15👏11🤩11🤔1🎉1
🔲অনুকল্প Vs তত্ত্ব vs সূত্র

▫️উপরে দেওয়া ছবিটা আগে দেখো

অনুকল্প বা Hypothesis কোন প্রমানিত বিষয় না
এটা একটা ধারনা !!তবে বিজ্ঞানে এটি খুবই গুরুত্বপৃর্ন বিষয় কারন
যে কোন তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে,
এটি প্রমানিত হওয়ার হওয়া মাত্রই তত্ত্বে পরিনিত হয়

So পরীক্ষা দ্বারা প্রমানিত অনুকল্প কে তত্ত্ব বলে(সূত্র না)

তাহলে সূত্র কি?
যখন কোন তত্ত্বকে সমীকরনে প্রকাশ করা যায় সেটাই সূত্র

আরো ভালো করে বোঝার জন্য উপরের ছবিটা দেখো

Note:ইসহাক স্যারের অনুশীলনীর প্রশ্নে ভুল আছে ।

©NotesZone
: Click Here
185🔥5🎉4🥰2😢2
শুষ্ককারক Vs নিরুদক

H₂SO₄ যে যে তরল একটা পিচ্চিও জানে
আবার H₂SO₄ শুষ্ককারক ,নিরুদক উভয়রূপে কাজ করে
So তরল শুষ্ককারক ও নিরুদক H₂SO₄ ই হবে ।‌

এখন চিন্তা করো পারমানবিক সংখা 19,20,21
(21 এর উল্টো কতো?12 )
তো পারমানবিক সংখ্যা 19,20,12 কোন মৌলের ?
K,Ca,Mg এর তাই না

▫️ তাহলে কঠিন শুষ্ককারক:KCl,CaCl₂,MgCl₂

▫️কঠিন নিরুদক:Al₂O₃(আ্যালুমিনা) ,KHSO₄

নেমোনিক:কার আলনার শাল?নিরুর

আলনার(আ্যালুমিনা)
কার শাল (K) H (সালফেট) or KHSO₄
নিরুর:নিরুদক


🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
263🔥39😱25🥰17😢10🤔9🤩8🎉6👏3
ইলেকট্রোফাইল Vs নিউক্লিওফাইল
(যেকোন একটা মনে রাখলেই Enough)

সব ইলোকট্রোফাইল Positive চার্জযুক্ত হবে(এটা common Sense)
তাহলে ধনাত্বক ইলেকট্রোফাইল গুলো মনে রাখতে হবে না
এখন তোমাকে মনে রাখতে হবে প্রশম ইলেকট্রোফাইল

🔰নেমোনিক:ইলার 3 টা BF(আলিম,ফাহিম,সোহেল)

ইলা(ইলেকট্রোফাইল) 3 টা BF (BF₃) আলিম(AlCl₃) ফাহিম(FeCl₃) সোহেল(SO₃)

প্রশম ইলোকট্রোফাইল:BF₃,AlCl₃,FeCl₃,SO₃

নিউক্লিওফাইল:যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়!!
so এরা নেগেটিভ চার্জযুক্ত হবে
(আর কিছু মনে রাখতে হবে না নিউক্লিওফাইলের)

🔴NB:চ্যানেলে ইলা নামের কেউ থাকলে ইট,পাটকেল ছুড়তে আসিও না যেন আবার বাসায়😅



🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquesti
255🤩63🔥42🥰17👏13😱7🤔3😢2
174🤩24🥰23🔥13👏9😢2
🔲আলকাতরার আংশিক পাতনে বিভিন্ন প্রাপ্ত উপাদান

ভারী তৈল:কুইন (কুইনোলিন) ন্যাপথালিন( ন্যাপথালিন) ক্রয়(ক্রিসল) করলেন

মধ্যম তৈল:কুইনোলিন এর পরিবর্তে ফেনল(বাকি সব ভারী তৈল এর উপাদান)

লঘু তৈল:মনে রাখতে হবে না
সবুজ তৈল:আজ ফান
আজ(আ্যানথ্রাসিন) ফান(ফিনানথ্রিন)



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
141🥰20🔥18👏5🎉4🤔2😢2
🔲প্রতিস্থাপন VS অপসারন VS সংযোজন

ধরো একজন পুলিশ অফিসার একজন চোরকে রিমান্ডে নিয়ে সেই চোরের একটা হাত কেটে ফেললেন!!তাহলে সেই পুলিশের কি করা হবে?
তাকে সেই পদ থেকে অপসারন করা হবে না হয় অন্য জায়গায় বদলি করা হবে তাইনা?

▫️অপসারন=অপসারন বিক্রিয়া
▫️বদলি=প্রতিস্থাপন বিক্রিয়া
▫️এক হাত=একক বন্ধন যুক্ত কার্যকরী মুলক থাকলে

এখন একজন ডাক্তার চাচ্ছেন যে করেই হোক উন্নত চিকিৎসা প্রদানের মাধ্যমে ওই চোরের হাত জোড়া লাগাবেন এবং তিনি সফল হন আর চোর তার হারানো হাত ফিরে পান

▫️জোড়া=সংযোজন বিক্রিয়া
▫️2 হাত =দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মুলক থাকলে

আর হ্যা যেখানে পাই বন্ধন থাকে সেখানেই কিন্তু সংযোজন বিক্রিয়া ঘটে so ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকেও সংযোজন বিক্রিয়া ঘটবে

▫️NB:একক বন্ধন ও দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলক একই সাথে থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে(একক বন্ধন থাকা মানেই প্রতিস্থাপন বিক্রিয়া)
🔥10459😱10🥰8👏8🎉2
সাইক্লোস্পারিন vs Ergot
(Most Important)

আগে বলো সাইকো থ্রিলার মুভি কার পছন্দ?

যারা এই জনরার মুভি দেখো তারা জানো সাইকো অনেক প্রকার হয়ে থাকে,
এদের মধ্যে এক ধরনের সাইকো পাওয়া যাওয়া যারা মানুষের মাংস (বিশেষ করে লিভার বা অন্য গুরুত্বপূর্ন অঙ্গ ) খায়
এদেরকে cannibal বলে

নেমোনিকঃ

সাইকো
=সাইক্লোস্পারিন
সাইক্লোস্পারিন মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্টে ব্যবহৃত হয়

আর Ergot সন্তান প্রসবের পর রক্তক্ষরনে ব্যবহৃত হয়

আশা করি আর সাইক্লোস্পারিন আর Ergotএর মধ্যে প্যাঁচ লাগবেনা



▫️NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
🔥11160🤩7👏6🤔5🥰4🎉2
💥বড় করোটিক স্নায়ু = ট্রাইজেমিনাল (এটা দিয়ে মনে রাখবো যে মানুষ TRY করলেই বড় হয়)

💥বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস আমেরিকার লাস ভেগাস এর নাম তো শুনেছো? মানুষ বলে লাস ভেগাস এ যা পাওয়া যায়না ওয়ার্ল্ড এর কোথাও তা পাওয়া যায়না. তার মানে লাস ভেগাস অনেক বিস্তৃতও, অনেক জায়গা আছে সেখানে 😅
95🔥35👏11🥰4
🔰নেমোনিক:উহ বউ আরও পড়ো

উহ= উপবৃত্তাকার [ 7.88 এর কম ]
ব= বৃত্তাকার [ 7.88 ]
উ= উপবৃত্তাকার [ 7.88 - 11.2 ]
আরও= অধিবৃত্তাকার [ 11.2 ]
পড়ো= পরাবৃত্তাকার [ 11.2 এর বেশি ]

🔘@ MAMUN


176🤩77🔥40😱29🥰14🤔11👏8🎉5😢1
🔲প্রাণিভৌগলিক অঞ্চলসমূহ

NB:সব প্রানীর নাম জানতে হবে না (যেগুলো Important সেগুলো দেওয়া হয়েছে)

অস্ট্রেলিয়ান Region:

▫️নেমোনিক:অস্ট্রেলিয়ার বার্ডস অফ প্যারাডাইসে মিথ্যা বলা মহা পাপ

*বার্ডস অফ প্যারাডাইস
*মিথ্যা (লায়ার বার্ড)
*পাপ(প্লাটিপাস)

ইথিওপিয়ান রিজিওন:
▫️নেমোনিক:বাবা আশি গজ

*বা=বোয়াপাইথন
*বা=বাজপাখি
*আ=আর্মাডিল্লো
*শি=শিম্পান্জি
*গ=গরিলা
*জ=জিরাফ

নিআর্কটিক Region:
▫️নেমোনিক:সাবা হাবা গোবা

সাবা-স্যালাম্যান্ডার
হা-হামিংবার্ড
গো-গোয়াঙ্গা
বা-বাইসন

ওরিয়েন্টাল Region:
এই প্রানীরা গুলো খুবই কমন.. বাংলাদেশেই পাওয়া যায় তাই এগুলোর নেমোনিক লাগবে না
,একবার Reading পড়লেই পারা যাবে


▫️NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
259🔥37😱11👏8🤔8😢3🎉2🥰1
♻️উভচর উদ্ভিদ

🔰নেমোনিক:কে কে হলের পানিমরিচ খায় না


কে=কলমিলতা
কে=কেশরদাম
হল=হেলেঞ্চা
পানি মরিচ=পানিমরিচ
না=নলখাগড়া

🔰উভচর উদ্ভিদ:কলমিলতা,কেশরদাম,হেলেঞ্চা,পানিমরিচ, ,নলখাগড়া


162🔥43🤩19🤔15🥰11👏8😱8😢8🎉5
♻️
এরিল
(Most Important)

🔰নেমোনিক:কাটা সাপ যায় লিচু খেয়ে

কাটা=কাঠ লিচু
সাপ=শাপলা
যায়=জায়ফল
লিচু=লিচু

🔰যেখানে এরিল পাওয়া যায়:কাটলিচু,শাপলা,জায়ফল,লিচু


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
123🔥20👏10😱10🥰3
-----------এস্টিভেশন-------------
১)গন্ধ পেয়ে ওপেন করলাম = ওপেন>>গন্ধরাজ

২)ভালো জবাব.. বাবা= ভালভেট>>জবার বৃতি(জবাব ব ২টা.. ফার্স্ট এ জবা লাস্ট ব দিয়ে বৃতি) , বাবলা

৩)পাক্কা জল্লাদ = পাকানো>>জবার দলমন্ডল

৪)ইমরান কাকা = ইমব্রিকেট>>কালকাসুন্দা,কৃষ্ণচূড়া

৫)রাণী সাপ= (রাণী)কুইনকানশিয়াল>>(সাপ__ স প)
সরিষা,পেয়ারা

৬)বাকা শিম = (বাকা)ভেলসিলারি>>শিম,মটরশুঁটি

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
154🔥24👏16🥰13😱13🤔3🎉1
ভেগাস করোটিক স্নায়ুর শাখা মনে করার Easy Technique:

♻️নেমোনিক:ফুপা হাসে

ফু=ফুসফুস(পালমোনারী)
পা=পাকস্থলী(গ্যাস্ট্রিক)
হা-হার্ট(কার্ডিয়াক)
সে=স্বরযন্ত্র
(ল্যারিন্জিয়াল)


ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা মনে রাখার Easy Technique:

(MOM Try It)

M=ম্যান্ডিবুলার
O=অপথ্যালমিক
M=ম্যাক্সিলারি
Try=ট্রাইজেমিনাল


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
105🔥17🥰7👏6😱2