Notes Zone।Exam Mate – Telegram
♻️উভচর উদ্ভিদ

🔰নেমোনিক:কে কে হলের পানিমরিচ খায় না


কে=কলমিলতা
কে=কেশরদাম
হল=হেলেঞ্চা
পানি মরিচ=পানিমরিচ
না=নলখাগড়া

🔰উভচর উদ্ভিদ:কলমিলতা,কেশরদাম,হেলেঞ্চা,পানিমরিচ, ,নলখাগড়া


162🔥43🤩19🤔15🥰11👏8😱8😢8🎉5
♻️
এরিল
(Most Important)

🔰নেমোনিক:কাটা সাপ যায় লিচু খেয়ে

কাটা=কাঠ লিচু
সাপ=শাপলা
যায়=জায়ফল
লিচু=লিচু

🔰যেখানে এরিল পাওয়া যায়:কাটলিচু,শাপলা,জায়ফল,লিচু


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
123🔥20👏10😱10🥰3
-----------এস্টিভেশন-------------
১)গন্ধ পেয়ে ওপেন করলাম = ওপেন>>গন্ধরাজ

২)ভালো জবাব.. বাবা= ভালভেট>>জবার বৃতি(জবাব ব ২টা.. ফার্স্ট এ জবা লাস্ট ব দিয়ে বৃতি) , বাবলা

৩)পাক্কা জল্লাদ = পাকানো>>জবার দলমন্ডল

৪)ইমরান কাকা = ইমব্রিকেট>>কালকাসুন্দা,কৃষ্ণচূড়া

৫)রাণী সাপ= (রাণী)কুইনকানশিয়াল>>(সাপ__ স প)
সরিষা,পেয়ারা

৬)বাকা শিম = (বাকা)ভেলসিলারি>>শিম,মটরশুঁটি

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
154🔥24👏16🥰13😱13🤔3🎉1
ভেগাস করোটিক স্নায়ুর শাখা মনে করার Easy Technique:

♻️নেমোনিক:ফুপা হাসে

ফু=ফুসফুস(পালমোনারী)
পা=পাকস্থলী(গ্যাস্ট্রিক)
হা-হার্ট(কার্ডিয়াক)
সে=স্বরযন্ত্র
(ল্যারিন্জিয়াল)


ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা মনে রাখার Easy Technique:

(MOM Try It)

M=ম্যান্ডিবুলার
O=অপথ্যালমিক
M=ম্যাক্সিলারি
Try=ট্রাইজেমিনাল


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
105🔥17🥰7👏6😱2
Forwarded from Biology Phobia।Exam Mate (𝙳𝚘𝚌𝚝𝚘𝚛 𝚂𝚝𝚛𝚊𝚗𝚐𝚎 ۞)
💥বড় করোটিক স্নায়ু = ট্রাইজেমিনাল (এটা দিয়ে মনে রাখবো যে মানুষ TRY করলেই বড় হয়)

💥বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস আমেরিকার লাস ভেগাস এর নাম তো শুনেছো? মানুষ বলে লাস ভেগাস এ যা পাওয়া যায়না ওয়ার্ল্ড এর কোথাও তা পাওয়া যায়না. তার মানে লাস ভেগাস অনেক বিস্তৃতও, অনেক জায়গা আছে সেখানে 😅
গতকাল একজন একই পোস্ট করেছিল..আশা করি কারো আর সংশয় থাকবেন এই নিয়ে
🔘@Tah_shaD
164🥰14🔥10😱7👏5🎉4🤔1
--------------প্লাসেন্টেশন-----------
🧨"একপ্রান্তে শিমু"... "অন্যপ্রান্তে লাশ"

🥏এক প্রান্তীয় = শিম, মটরশুঁটি
🥏(অন্য প্রান্তীয়)>>বহুপ্রান্তীয়=লাউ, শশা

🧨"মুক্ত তানিয়া" তার "মূলে ত্রিসুধা" (তানিয়ার সতীন🤐)

মুক্তমধ্য= তুঁত,নুনিয়া শাক
(তানিয়া>> ত ন)
মুলীয়= ত্রিধারা, সূর্যমুখী, ধান
(ত্রি সু ধা)

🧨"আজ" "গায়ে শাপলা পদ্ম" "শীর্ষের ধনীরা লাল লাল"

🥏(আজ) অক্ষীয় = জবা
🥏গাত্রীয় = শাপলা,পদ্ম
🥏শীর্ষক=ধনিয়া,লাল পাতা
122🔥28🤩17🥰10👏4🎉4
চাঁদের বুড়ি মশা পাবে
চাঁদেঃ২
বুঃবুধ-৪
মঃমঙ্গল-৫
শাঃশুক্র-১০
পাবেঃপৃথিবী-১১
প্রথমটার ডাবল ২য় টা,পরে ১ বাড়বে,পরে আবার ডাবল পরে আবার ১ বাড়বে
মানে ডাবল সিংগেল ডাবল সিংগেল

Collected by
Porag Roy

@ Medico
325🔥36👏23🤩20🤔14🥰11😱3
🔲প্রতিরক্ষার ২য় স্তর মনে রাখার টেকনিক

[ফাইজা কম পড়াশোনা করে]

ফা-ফ্যাগোসাইট
ই-ইন্টারফেরন
জা-জ্বর
ক-কমপ্লিমেন্ট সিস্টেম
ম-মারণ কোষ
পড়াশোনা- প্রদাহ

119🥰12🔥8👏7🤩7
এক্টোডার্ম VS এন্ডোডার্ম Vs মেসোডার্ম

এক্টোডার্ম:
🔰নেমোনিক :এনামুল ও অনন্ত জলিলের চোখের স্নায়ু নষ্ট একেবারেই

অনন্ত(অন্তকর্ন)
চোখের(চোখ),চোখের লেন্স
স্নায়ু(স্নায়ুতন্ত্র)
এনামুল(এনামেল) দাঁতের এনামেল

মেসোডার্ম:
🔰নেমোনিক:Don't Be এ তান্ত্রিক

শেষে তন্ত্র থাকবে ব্যতিক্রম:শ্বসনতন্ত্র
আর স্নায়ুতন্ত্র তো এক্টোডার্মে এটা সবারই জানা
Don't(ডেন্টিন) দাঁতের ডেন্টিন
মেসোডার্ম:কঙ্কালতন্ত্র,রক্তসংবহনতন্ত্র,লসিকাতন্ত্র,দাঁতের ডেন্টিন

এন্ডোডার্ম:

🔰নেমোনিক:থাইল্যান্ডে কলিজা আগুনে পুড়িয়ে খায় ফলে তাদের শ্বসনে problem হয়

থাইল্যান্ড(থাইমাস,থাইরয়েড) কলিজা(যকৃত) আগুন(অগ্নাশয়)
শ্বসন(শ্বসনতন্ত্র)



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
102🔥42👏6🎉5😱4🤔2
🔲সোজাসাপ্টা কথা-

H এর সাথে 3 থাকলে সবার শেষে যা থাকবে তার সাথে যতো সংখ্যা থাকবে তার থেকে 1 বিয়োগ দিলে ক্ষারকত্ব পাওয়া যাবে।

H3PO3 = ক্ষারকত্ব ২
H3PO4 = ক্ষারকত্ব ৩
H3PO2 = ক্ষারকত্ব ১

বিঃদ্রঃ শুধুমাত্র H এর সাথে 3 থাকলে😪

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
179🔥36👏12🤩10🥰9🤔4🎉1
"
গাবভার সিং" বলিউড মুভির একটি চরিত্র।এটা দিয়ে ২টা জিনিস মনে রাখতে পারো।

পার্টঃ০১(গলগি বডির প্রকার)
গ=গলগি বডি
ব=বেসিকল(ভেসিকল)
ভ=ভ্যাকিওল
সিং=সিস্টার্নি

পার্টঃ০২(পোলার ভেক্টর)

গ=গতিবেগ
ব=বল
ভ=ভরবেগ
সিং=সরণ

happy learning 🙂

🔘@ Forhad Hossen
156🔥32😱12🥰11🎉4🤔3🤩2👏1
সমোষ্ণ প্রক্রিয়া

খেয়াল করো,এখানে প্রথম অক্ষরটা স।তো, স মনে রাখলে সব হয়ে যাবে।

১।পাত্র সুপরিবাহী
২।তাপধারণ ক্ষমতা সুউচ্চ
৩।চাপের পরিবর্তন স্লুলি(ধীরে) হয়
৪।তাপমাত্রা স্থির
৫।সূত্র মেনে চলে(বয়েলের সূত্র)

এর বিপরীত বৈশিষ্ট্য হলো রুদ্ধতাপীয় প্রকিয়া
223🔥42🥰18👏11
রসায়ন ১ম পত্র, কর্মমুখী রসায়ন, টয়লেট্রিজ ও পারফিউমারি শর্ট নোট

@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
131😱14🥰8😢2🤩2🔥1
প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ

🔰নেমোনিক:U ready for Ronaldo.

U- ইউরেনিয়াম
Ready(Ra)--রেডিয়াম
For(Fr)-ফ্রান্সিয়াম
Ronaldo (Rn)-রেডন


114🥰18👏15🔥13🤩13😱3
81🤩7👏6
🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-

😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: এটা মাঝে মাঝে সাহায্য করবে সব সময় না তবে মেডিকেলে যে প্রশ্নগুলো আসবে সে ক্ষেত্রে এটা কাজ করবে আশা করি।

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
369🔥59😱33🥰14👏11🤩6🤔2