Notes Zone।Exam Mate – Telegram
সমোষ্ণ প্রক্রিয়া

খেয়াল করো,এখানে প্রথম অক্ষরটা স।তো, স মনে রাখলে সব হয়ে যাবে।

১।পাত্র সুপরিবাহী
২।তাপধারণ ক্ষমতা সুউচ্চ
৩।চাপের পরিবর্তন স্লুলি(ধীরে) হয়
৪।তাপমাত্রা স্থির
৫।সূত্র মেনে চলে(বয়েলের সূত্র)

এর বিপরীত বৈশিষ্ট্য হলো রুদ্ধতাপীয় প্রকিয়া
223🔥42🥰18👏11
রসায়ন ১ম পত্র, কর্মমুখী রসায়ন, টয়লেট্রিজ ও পারফিউমারি শর্ট নোট

@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
131😱14🥰8😢2🤩2🔥1
প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ

🔰নেমোনিক:U ready for Ronaldo.

U- ইউরেনিয়াম
Ready(Ra)--রেডিয়াম
For(Fr)-ফ্রান্সিয়াম
Ronaldo (Rn)-রেডন


114🥰18👏15🔥13🤩13😱3
81🤩7👏6
🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-

😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: এটা মাঝে মাঝে সাহায্য করবে সব সময় না তবে মেডিকেলে যে প্রশ্নগুলো আসবে সে ক্ষেত্রে এটা কাজ করবে আশা করি।

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
369🔥59😱33🥰14👏11🤩6🤔2
1997 VS 1999

উন্নত Country VS বাংলাদেশের কথা চিন্তা করবে
উন্নত Country তে যেসব Technology আসে বাংলাদেশে সেই Technology At least 10 বছর পর আসে
(মজার ব্যাপার এটাই নেমোনিক
)😅
বাংলাদেশ সব কার্যক্রমে পিছিয়ে থাকে

🔰UNESCO ' সুন্দরবনকে ' World Heritage ঘোষণা করে 1997 সালে

🔰 বাংলাদেশ ' সুন্দরবনকে ' World Heritage ঘোষণা করে 1999 সালে

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
185🔥31😱21🤩19👏11🤔10🥰3
✌️ বীরশ্রেষ্ঠ ও সেক্টর



আমরা তো অনেকে অনেক তারিখ মনে রাখি তাই না।😅
থাক, আমি আর গভীরে গেলাম না। মূল কথায় আসি। 😁


প্রথমে একটা ছন্দ বলি যেটা দিয়ে সহজে মনে রাখতে পারবো।
ছন্দটা হচ্ছে-

'" সাত হাজার মোম আনো"'"
সাত----৭ বীরশ্রেষ্ঠ
হা-------হামিদুর রহমান
জা------জাহাঙ্গীর
র -------রুহুল আমিন
মো---মোস্তফা কামাল
ম -----মতিউর রহমান
আ---আবদুর রউফ(মুন্সী)
ন----- নূর মোহাম্মদ শেখ

এবার আসি সেক্টরে


আজকে আমরা যে তারিখ তা মনে রাখবো সেটা যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন হয় বলোতো?

তারিখ তা হলোঃ ৪-৭-১০, ২০১৮

তারিখ তা আর ৫টা দশটা তারিখ এর মতো নয়, তাই না?

এই তারিখগুলো দিয়ে কি বুঝিয়েছি জানো? সাত জন বীরশ্রেষ্ঠদের সেক্টর।

কি? এইটুকু ও বুঝি মনে থাকবে না? 😪

প্রথম ৩ সংখ্যা তে গ্যাপ ৩। আর এরপর ২০১৮ সাল।
(৪-৭-১০, ২০১৮)

হামিদুর রহমান(৪),
জাহাঙ্গীর(৭)
রুহুল আমিন(১০)
মোস্তফা কামাল(২)
মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি)
আব্দুর রউফ (১)
নূর মোহাম্মদ(৮)


কি মনে থাকবে তো? 😊

🔰NotesZone
:
https://news.1rj.ru/str/confusingquestion
511🔥75😱42👏19🤩19🥰15😢8🎉7
✴️খবই কমন দুটি শব্দ ফলদ ও ফলজ।আমরা প্রায় সময়ই একি মনে করে থাকি কিন্তু বা গুরুত্ব সহকারে দেখিনা।নগ্নবীজী চ্যাপ্টার এ যেয়ে বুঝতে অনেক সময় সমস্যা হয় এটা বুঝতে😵‍💫। আসুন আজকে ক্লিয়ার করা যাক😊

❇️কোনো কিছু থেকে জাত, মানে জন্ম নিয়েছে বা উৎপন্ন হয়েছে এমন বোঝালে শব্দের শেষে 'জ' বসে। যেমন, জলজ— জলে জন্মে এমন। একইভাবে বনজ, খনিজ, দেশজ, বঙ্গজ, পঙ্কজ, তন্তুজ।

❇️অন্যদিকে, কোনো কিছু দেয় বা দান করে এমন বোঝালে শব্দের শেষে 'দ' বসে। যেমন, জল দেয় যে (মেঘ) তাকে বলা হয় 'জলদ'।অনুরূপ ভাবে ফল দেয় যে ফলদ।

অর্থাৎ ফলদ উদ্ভিদ বলতে যে উদ্ভিদ হতে ফল হয়।আবৃতবীজী উদ্ভিদ হতে ফল হয় তাই আবৃতবীজী হল ফলদ উদ্ভিদ। কিন্তু নগ্নবীজী হতে ফল হয়না তাই এটা ফলদ উদ্ভিদ নয়।
154🥰15👏9🤔4😱4🤩4🔥2
56🔥8👏1
জৈব রসায়ন, ছক ২.১৪ পলিমারের ব্যবহার মনে রাখার নেমোনিক

১।পলিইথিলিন এক ধরনের ব্যাগ। তাই এটির ব্যবহার প্লাস্টিক ব্যাগ।

২।পলিটেট্রাফ্লোরো ইথিলিন- এখানে দেখেন টেট্রার মধ্যে টে আছে। যাকে ট্রে ভাবতে পারি।ট্রে কী? এটা একটা রান্নার সরঞ্জাম। আর টে থেকে টেফলন।তাই ব্যবহার রান্নার সরঞ্জাম(টেফলন)

৩। পলিপ্রোপিলিন- এর মধ্যে পি আছে।পি থেকে মনে রাখতে পারি পিপড়া। পিপড়া আমাদের বাসায় মেঝেতে হাঁটে। তাই ব্যবহার-ঘরের মেঝের কার্পেটিং

৪।পলি(ভিনাইল ক্লোরাইড)। বাসায় আমরা ক্লোরাইড লবণ খাই।ব্যবহার হবে হোজপাইপ,ঘরে ব্যবহৃত রজ্জু। ২য় টা তে তো ঘর আছেই।আর ১ম টায় হোজ কে আমরা হাউজ মনে করব😃

৫।পলিস্ট্যারিন- এখানে স্ট্যারিন কে স্টার জলসা ভাবব।স্টার জলসা আমাদের আম্মুরা সোফাতে(ফার্নিচার) বসে টিভিতে দেখে।যদি আপনার বাসা পাল্টানোর দরকার হয় তখন এই ফার্নিচার,টিভিকে প্যাকেজিং করবেন না? তাই ব্যবহার- ফার্নিচার,টেলিভিশন, প্যাকেজিং আর বাড়তি মনে রাখবেন ইনস্যুলেশন।অবশ্য এটাও মনে রাখার দরকার নাই।স্টারিন ও ইনস্যুলেশন ২টাতেই স আছে😀

৬।পলি(ভিনাইল অ্যাসিটেট)- এখানে অ্যাসিটেট কে চলুন আষ্টে পড়ি। আঠা বা গ্লু কোনোকিছুতে আষ্টেপৃষ্টে লেগে থাকে।পেইন্টস বা রং করলেও দেয়ালে এভাবে লেগে থাকে।কম্পিউটারের ডিস্কও কম্পিউটারের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে।তাই এর ব্যবহার-গ্লু,পেইন্টস,কম্পিউটারের ডিস্ক😃

৭।পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল- এখানে ক্র এর সাথে কৃত্রিম এর কৃ এর মিল আছে।আবার ফেব্রিকস এও ব এ র ফলা আছে।আগের উদা গুলোতে কিন্তু এমন কোন শব্দ ছিল না।তাই মনে রাখা সহজ হবে।
ব্যবহার-ফেব্রিকস,কৃত্রিম চুল।বাড়তি মনে রাখবেন রজ্জু। এটা শুধু রজ্জু।ঘর নেই আগে😀
আমি এভাবেই মনে রেখেছি।আই হোপ আপনারাও পারবেন😀
দোয়া কাম্য।

@ Meherun Nisa Aimun

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
206🔥28👏15🥰11🤩4😱2😢2🤔1
Let's clear the doubts😊😊....

-যান্ত্রিক শক্তি কে তড়িৎ শক্তিতে রুপান্তর করে--ডায়নামো

-তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে--মোটর

-যান্ত্রিক শক্তি কে বিদ্যুৎ শক্তি তে রুপান্তর করে--জেনারেটর

🔘@ Tabassum

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
184🔥12👏8🤩8🤔6🥰5😢5🎉2😱1
হাইড্রার চলন নিয়ে আমার অনেক প্যারা গেছে,যত পড়তাম তত ভূলে যেতাম,চলেন ক্লিয়ার করা যাক😊
এই লুপিং আর সমারসল্টিং এ যত প্যাঁচ!


সমারসল্টিং= স দিয়ে মনে রাখা যায় সাধারন,স্বল্পপথ।তবে দ্রুত যে এটাও তো মনে রাখা লাগবে🙁। একটা টুকুস করে একটা গল্প বলি😑
যারা পড়াশুনা না করে অনেক লাফালাফি করে মানে (ডিগবাজি) দেয় তারা তো আইনস্টাইন এর মতো অসাধারন মাইন্ডেড না🥰।তারা (সাধারণ)।এরা আবার সব কিছু (দ্রুত) করতে চায় অধৈর্য হয়ে।তাই তারা লাইফ এ বেশি এগুতে পারে না।(স্বল্প পথ) যেতে পারে।
সত্যি ঘটনা দিয়ে মনে রাখা যাবে।বইয়ে টুকে রাখলে বার বার রিভিশন এর বেলায় প্যাঁচ লাগবে না😊



লুপিং= লুপিং এর ল দিয়ে (লম্বা পথ) 🙁। আর যারা লম্বা মানে অনেক দূর যেতে চায় তারা ভেবে চিন্তে( মন্থর) গতিতে কাজ চালায়।এরাই (বিশেষ) ধরনের মানুষ।এখানে মন্থর মানে স্লো আমার মনে হতো।স্লো এর স দিয়ে সমারসল্টিং আমার পেচ লেগে যেতো।এখন এই ঘটনায় আর কোনো দিনও ভূল হবে না ইনশাআল্লাহ 🥰


হামাগুড়ি = ছোট বেলায় সামনে থাকা কোনো খেলনা নিজের কাছে আনার জন্য মানে (আরোহণ) করার জন্য হামাঘুড়ি দেয় বাচ্চারা।
এই তিনটা মনে রাখলে বাকি গুলা ইজি🥺


আরেকটা বিষয়!
লুপিং= মন্থর গতি
গ্লাইডিং= অত্যন্ত ধীরগতি
হাটা= উল্টোভাবে ধীর গতি
এটা প্যাঁচ লাগানো যাবে না😊
জাযাকাল্লাহ

@ Anonymous

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
140🔥19🥰6😱4
106🔥16🥰4😱3😢2👏1
🔲Ulothrix শৈবালের অযৌন জনন নিয়ে সমস্যা হওয়ার কথা না।সমস্যা হয় অন্য শৈবালগুলো কিভাবে অযৌন জনন সম্পন্ন করে তা নিয়ে।আচ্ছা দেখা যাক কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

অ্যাপ্লানোস্পোরঃ সাধারণত প্লানো>প্লেন খুব বড় হয়।কিন্তু বিজ্ঞানে যখন কোনো কিছুর সামনে A বসিয়ে দেয়া হয় তখন সেটা নেগেটিভ অর্থ ইন্ডিকেট করে।এই যেমন Apolar neuron (মেরুহীন নিউরন)। ঠিক তেমনি প্লেনের আগে যদি' অ্যা 'বসিয়ে দেই তাহলে হয় অ্যাপ্লেনো।প্লেন তো নরমালি খুব বড়। তাহলে অ্যাপ্লেন হবে নেগেটিভ অর্থবোধক (অর্থাৎ ছোট)।আর মাইক্রো অর্থও ছোট।তাহলে অ্যাপ্লানোস্পোর মাইক্রোস্পোরা।

অটোস্পোরঃ অটোতে উঠে আমরা তো ড্রাইভারকে বলি "অটো চলো"। চলো- cholo>chlo.তাহলে অটোস্পোর--chlorella.


অ্যাকানিটি-নিটি>নিট।ফোঁড়া হয় পিঠে আর এমন অঙ্গে যেটি দিয়ে আমরা clap দেই।আর ফোঁড়া নষ্ট না করলে তো নানা সমস্যা হয়।
*পিঠ--pithopora
*Clap>clad-cladopora
*নষ্ট>nosto>nostoc

অক্সোস্পোর-আমরা যখন টম এন্ডন জেরি দেখতাম সেখানে টমের নাভি কিন্তু খুলা ছিলো।
*নাভি খুলা>navicula

🔘@Md Sazzadunnabi Noon

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
88🔥22👏12🥰3
🔲কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর ও ভাস্কর্য এর নাম। আশা করি এখান থেকেই কমন পড়বে, ইনশাআল্লাহ


🔲স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
⛔️ জাতীয় স্মৃতিসৌধ
⛔️ বাংলাদেশ জাতীয় জাদুঘর


🔲হামিদুর রহমান
⛔️ কেন্দ্রীয় শহীদ মিনার


🔲শামীম শিকদার
⛔️ স্বাধীনতা সংগ্রাম- ফুলার রোড,DU
⛔️সোপার্জিত স্বাধীনতা- TSC,DU
⛔️ বিজয় উল্লাস - DU


🔲নিতুন কুন্ডু
⛔️সাবাশ বাংলাদেশ --RU


🔲 মৃণাল হক
⛔️ বলাকা- মতিঝিল
⛔️ চির দুর্জয়- রাজারবাগ

🔲মোস্তফা হারুন কুদ্দুস হিলি
⛔️ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ - মিরপুর
⛔️ রাজারবাগ স্মৃতিসৌধ - রাজারবাগ


🔲 হামিদুজ্জামান
⛔️সংশপ্তক- JU


🔲 আজিজুল হক পাশা
⛔️দোয়েল চত্বর- DU
⛔️ শাপলা চত্বর - মতিঝিল

🔲শ্যামল চৌধুরী
⛔️বিজয় ৭১- বাকৃবি


🔲 অখির পাল
⛔️ মোদের গর্ব- বাংলা একাডেমি


🔲 মুস্তফা মনোয়ার
⛔️ মিশুক


🔲 তানভীর কবির
⛔️ মুজিবনগর স্মৃতিসৌধ


🔲আলাউদ্দীন বুলবুল
⛔️ জয় বাংলা

▫️NotesZone:
Click Here
167🔥19🥰7🤔4🤩3👏2😱2