Notes Zone।Exam Mate – Telegram
হাইড্রার চলন নিয়ে আমার অনেক প্যারা গেছে,যত পড়তাম তত ভূলে যেতাম,চলেন ক্লিয়ার করা যাক😊
এই লুপিং আর সমারসল্টিং এ যত প্যাঁচ!


সমারসল্টিং= স দিয়ে মনে রাখা যায় সাধারন,স্বল্পপথ।তবে দ্রুত যে এটাও তো মনে রাখা লাগবে🙁। একটা টুকুস করে একটা গল্প বলি😑
যারা পড়াশুনা না করে অনেক লাফালাফি করে মানে (ডিগবাজি) দেয় তারা তো আইনস্টাইন এর মতো অসাধারন মাইন্ডেড না🥰।তারা (সাধারণ)।এরা আবার সব কিছু (দ্রুত) করতে চায় অধৈর্য হয়ে।তাই তারা লাইফ এ বেশি এগুতে পারে না।(স্বল্প পথ) যেতে পারে।
সত্যি ঘটনা দিয়ে মনে রাখা যাবে।বইয়ে টুকে রাখলে বার বার রিভিশন এর বেলায় প্যাঁচ লাগবে না😊



লুপিং= লুপিং এর ল দিয়ে (লম্বা পথ) 🙁। আর যারা লম্বা মানে অনেক দূর যেতে চায় তারা ভেবে চিন্তে( মন্থর) গতিতে কাজ চালায়।এরাই (বিশেষ) ধরনের মানুষ।এখানে মন্থর মানে স্লো আমার মনে হতো।স্লো এর স দিয়ে সমারসল্টিং আমার পেচ লেগে যেতো।এখন এই ঘটনায় আর কোনো দিনও ভূল হবে না ইনশাআল্লাহ 🥰


হামাগুড়ি = ছোট বেলায় সামনে থাকা কোনো খেলনা নিজের কাছে আনার জন্য মানে (আরোহণ) করার জন্য হামাঘুড়ি দেয় বাচ্চারা।
এই তিনটা মনে রাখলে বাকি গুলা ইজি🥺


আরেকটা বিষয়!
লুপিং= মন্থর গতি
গ্লাইডিং= অত্যন্ত ধীরগতি
হাটা= উল্টোভাবে ধীর গতি
এটা প্যাঁচ লাগানো যাবে না😊
জাযাকাল্লাহ

@ Anonymous

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
140🔥19🥰6😱4
106🔥16🥰4😱3😢2👏1
🔲Ulothrix শৈবালের অযৌন জনন নিয়ে সমস্যা হওয়ার কথা না।সমস্যা হয় অন্য শৈবালগুলো কিভাবে অযৌন জনন সম্পন্ন করে তা নিয়ে।আচ্ছা দেখা যাক কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

অ্যাপ্লানোস্পোরঃ সাধারণত প্লানো>প্লেন খুব বড় হয়।কিন্তু বিজ্ঞানে যখন কোনো কিছুর সামনে A বসিয়ে দেয়া হয় তখন সেটা নেগেটিভ অর্থ ইন্ডিকেট করে।এই যেমন Apolar neuron (মেরুহীন নিউরন)। ঠিক তেমনি প্লেনের আগে যদি' অ্যা 'বসিয়ে দেই তাহলে হয় অ্যাপ্লেনো।প্লেন তো নরমালি খুব বড়। তাহলে অ্যাপ্লেন হবে নেগেটিভ অর্থবোধক (অর্থাৎ ছোট)।আর মাইক্রো অর্থও ছোট।তাহলে অ্যাপ্লানোস্পোর মাইক্রোস্পোরা।

অটোস্পোরঃ অটোতে উঠে আমরা তো ড্রাইভারকে বলি "অটো চলো"। চলো- cholo>chlo.তাহলে অটোস্পোর--chlorella.


অ্যাকানিটি-নিটি>নিট।ফোঁড়া হয় পিঠে আর এমন অঙ্গে যেটি দিয়ে আমরা clap দেই।আর ফোঁড়া নষ্ট না করলে তো নানা সমস্যা হয়।
*পিঠ--pithopora
*Clap>clad-cladopora
*নষ্ট>nosto>nostoc

অক্সোস্পোর-আমরা যখন টম এন্ডন জেরি দেখতাম সেখানে টমের নাভি কিন্তু খুলা ছিলো।
*নাভি খুলা>navicula

🔘@Md Sazzadunnabi Noon

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
88🔥22👏12🥰3
🔲কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর ও ভাস্কর্য এর নাম। আশা করি এখান থেকেই কমন পড়বে, ইনশাআল্লাহ


🔲স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
⛔️ জাতীয় স্মৃতিসৌধ
⛔️ বাংলাদেশ জাতীয় জাদুঘর


🔲হামিদুর রহমান
⛔️ কেন্দ্রীয় শহীদ মিনার


🔲শামীম শিকদার
⛔️ স্বাধীনতা সংগ্রাম- ফুলার রোড,DU
⛔️সোপার্জিত স্বাধীনতা- TSC,DU
⛔️ বিজয় উল্লাস - DU


🔲নিতুন কুন্ডু
⛔️সাবাশ বাংলাদেশ --RU


🔲 মৃণাল হক
⛔️ বলাকা- মতিঝিল
⛔️ চির দুর্জয়- রাজারবাগ

🔲মোস্তফা হারুন কুদ্দুস হিলি
⛔️ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ - মিরপুর
⛔️ রাজারবাগ স্মৃতিসৌধ - রাজারবাগ


🔲 হামিদুজ্জামান
⛔️সংশপ্তক- JU


🔲 আজিজুল হক পাশা
⛔️দোয়েল চত্বর- DU
⛔️ শাপলা চত্বর - মতিঝিল

🔲শ্যামল চৌধুরী
⛔️বিজয় ৭১- বাকৃবি


🔲 অখির পাল
⛔️ মোদের গর্ব- বাংলা একাডেমি


🔲 মুস্তফা মনোয়ার
⛔️ মিশুক


🔲 তানভীর কবির
⛔️ মুজিবনগর স্মৃতিসৌধ


🔲আলাউদ্দীন বুলবুল
⛔️ জয় বাংলা

▫️NotesZone:
Click Here
167🔥19🥰7🤔4🤩3👏2😱2
ম্যালেরিয়া পরজীবীর সব গুরুত্বপূর্ণ সময়কাল

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
33🔥6🥰2
এক নজরে সব গুরুত্বপূর্ণ অংশ একসাথে।

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
57🔥6👏5
🔲বায়োলজি Special নোটস


▫️জীবনের ভৌত ভিত্তি→ Protoplasm

▫️জীবনের আনবিক ভিত্তি - DNA

▫️বংশগতির ভৌত ভিত্তি→ Chromosome

▫️বংশগতির আনবিক ভিত্তি → DNA

▫️বংশগতির রাসায়নিক ভিত্তি→ DNA

▫️বংশগতির একক→ কোষ

▫️বংশগতির মূল একক→ Chromosome

▫️Protoplasm→ জীবনের ভৌত ভিত্তি

▫️Ribosome→ কোষের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরির যন্ত্র

▫️Ribosome→ সার্বজনীন অঙ্গাণু

▫️Golgi body →Carbohydrates factory, কোষের প্যাকেজিং কেন্দ্র,Traffic Police

▫️Lysosome → আত্মতাতি বালিকা, সুইস্যাইডাল স্কোয়াড, এনজাইমের ভান্ডার

▫️Endoplasmic Reticulam→ কোষের পরিবহনতন্ত্র, কোষের গাঠনিক কঙ্কাল

▫️Mitochondrea →Power House

▫️Chloroplast→ শর্করা জাতীয় খাদ্যের কারখানা

▫️Chloroplast→ কোষের রান্নাঘর

▫️Nucleus →কোষের মস্তিষ্ক, কোষের প্রানকেন্দ্র

▫️কোষের মেইন সুইচ →প্রোটিও সোম

▫️Blue Print→ Chromosome

▫️জীবনের Blue Print →
জিন
▫️Master Print→ জিনোম

▫️Master Blue Print →জিনোম

▫️Master Molecule → DNA

▫️Language of Life →Protein

▫️NotesZone: Click Here
179🔥26🤩10👏8🥰5
দোলনকাল Vs কম্পাঙ্ক
অসীম VS শুন্য

প্রশ্নটা একদম Basic আর Teacher দের অন্যতম প্রিয় একটা প্রশ্ন
তবুও Maximum student লটারি করে দাগায় এবং ভুল করে

আচ্ছা আর তোমাদের লটারি করে দাগাতে হবে না যদি তোমরা নিচের Trick টা Follow করো:

বলোতো 0 ছোট সংখ্যা না অসীম ছোট সংখ্যা?
অবশ্যই 0 আর অসীম তো সীমাহীন
তাহলে ছোট(কম) অর্থ্যাৎ 0

আর কম্পাঙ্ক এর সন্ধি বিচ্ছেদ কম্প+অঙ্ক
so মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক(কম) 0,আর দোলনকাল তার বিপরীত অর্থাৎ অসীম


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
193🔥36😱25🥰16👏8🤔6🤩4
এইটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে বারবার প্রশ্ন আসে।

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
139🥰13🔥10😱4🤔3
কোষীয় আবরণী

RCC-Rajshahi Cadet College


🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
78🔥13🥰5👏2🤩1
অক্সিজেন এর অক্সাইড সমূহ সহজে মনে রাখার কিছু ট্রিক্স

▫️অম্লীয়:
এটা মনে রাখবো যে, অধাতুর সাথে O বেশি তাই অম্লীয়
যেমন:CO₂,SO₂,SO₃,NO₂,N₂o₅,P₂O₅, Cl₂0₇

▫️ক্ষারীয় অক্সাইড
ধাতুর সাথে Single O.
যেমন:Na₂O,K₂O, CuO,FeO,CaO,MgO

▫️নিরপেক্ষ অক্সাইড
অধাতুর সাথে Single O
যেমন:H₂O,CO,N₂O,NO

▫️পলি অক্সাইড:ধাতুর সাথে O₂

যেমন:PbO₂,MnO₂


NotesZone: Click Here
185🔥29🥰24👏6😱5🤩4😢1
60🔥10🥰2
ব্রিজ রেক্টিফিকেশন এর আদ্যোপান্ত

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
54🔥5👏3🥰2😱1
🔲Appropriate Preposition গুরুত্বপূর্ণ একটি পোস্ট

On time -- সঠিক সময়
in time --- সঠিক সময় এর আগে।

🟢Example: I entered the exam hall ( in ) time and the exam was started ( on ) time.

আশা করি সবাই বুঝতে পেরেছেন।



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
217🔥39😱9🥰6👏3🤩1
কিছু Confusing Gk. সহজ কিন্তুু আমাদের একটু ভুল-ই যথেষ্ট Negative খাওয়ানোর জন্য


⛔️ অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, শেষ সোহরাওয়ার্দী


⛔️ মজিবনগর গঠিত হয় + মুজিব নগর স্বাধীনতা ঘোষণা করা হয় ১০ এপ্রিল, শপথ + মুজিবনগর দিবস + গণপ্রজাতন্ত্রের ঘোষণা ১৭ এপ্রিল

⛔️ মক্তিযুদ্ধে সেক্টর ১১, সাব-সেক্টর ৬৪, অঞ্চল ৪

⛔️ মক্তিযুদ্ধে শহীদ মাদার মারিও, খেতাব ওডারল্যান্ড

⛔️ বঙ্গবন্ধু উপাধি- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯,রেসকোর্স ময়দান, তোফায়েল
জাতির জনক - ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান, আব্দুর রব

⛔️ সবর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন ২ মার্চ ১৯৭১, জাতীয় সংগীত সহ উত্তোলন ৩ মার্চ ১৯৭১, মানচিত্র খন্ডিত ২৩ মার্চ ১৯৭১

⛔️ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, অস্হায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

⛔️ ওয়ানডে স্ট্যাটাস ১৯৯৭, টেস্ট ২০০০

⛔️ সন্দরবনকে UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা ১৯৯৭, বাংলাদেশ সরকার ১৯৯৯

⛔️ সবাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা ২৬ মার্চ ১৯৭১ (স্বাধীন লেখা দেখে খুশির ঠেলায় ১৯৭২ দাগায়ো দিয়ো না)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭২

⛔️ ৬ দফা ম্যাগনাকার্টা, ৭ মার্চ গেটিসবার্গ

⛔️ ভারতের ১১১টি সিটমহল বাংলাদেশে,
বাংলাদেশের ৫১ টি ভারতে

⛔️ মক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, প্রধান সেনাপতি ওসমানী

⛔️ ঢাকা + ক্রাক প্লাটুন ২ নাম্বার, সুন্দরবন ৯, মুজিবনগর ৮ নাম্বার সেক্টর


⛔️ আমার ভাইয়ের রক্তে... প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান আলতাফ মাহমুদ

⛔️ ৭ মার্চের ভাষণ- ৫ম তফসিলে,
২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা- সপ্তম


⛔️ মক্তিযুদ্ধ নিয়ে ছবি- ওরা ১১ জন ( চাষী নজরুল ইসলাম)
ভাষা আন্দোলন নিয়ে ছবি- জীবন থেকে নেওয়া ( জহির রায়হান)


⛔️ শিখা চিরন্তন -সোহরাওয়ার্দী উদ্যান
শিখা অনির্বান- ঢাকা সেনানিবাস


আর কারো কাছে এমন important থাকলে কমেন্টে জানাতে পারেন। Add করে দেওয়া হবে

@Tah_shaD & @nafiza_88

🔰NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
157🔥19🥰11😱5
© Love My Freedom

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
82🔥12😱12🤔4
পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার(কিলোমিটার না কিন্তু!)

পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
পাইল সংখ্যা-২৯৪
স্প্যান-৪১ টি

দেশের সবচেয়ে বড় সেতু-পদ্মা সেতু
বিশ্বের গভীরতম পাইলের সেতু-পদ্মা সেতু

এটি একটি ট্রাস/Truss bridge

এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে

ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ

এই সেতুর চূড়ান্ত (৪১ তম) স্প্যানটি বসানো হয় ১০ ই ডিসেম্বর ২০২০

পুনশ্চ :ভুল করা যাবে না যা

স্প্যান-৪১ টি এবং পিলার-৪২ টি
দৈর্ঘ্য : ৬.১৫ কিমি
প্রস্থ:১৮.১০ মিটার


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
89🔥12🤩4🥰2😱2🤔1
মানব জীবনের ধারাবাহিকতা


🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
🔥4125🥰4👏3😱1😢1
করোটিক স্নায়ু এইটুকু মনে রাখলে মোটামুটি সব প্রশ্নের উত্তর করা যাবে। সিরিয়াল মেইনটেইন করতে হবে

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
47
অধ্যায় ৫:কর্মমুখী রসায়ন

🔘
@elusive_54

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
56🔥5🥰3🤔1😢1
🟢WBC এর মনোসাইটের বিভিন্ন নাম

@ If F@h

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
70🔥10🥰5👏4😢3