Notes Zone।Exam Mate – Telegram
ব্রিজ রেক্টিফিকেশন এর আদ্যোপান্ত

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
54🔥5👏3🥰2😱1
🔲Appropriate Preposition গুরুত্বপূর্ণ একটি পোস্ট

On time -- সঠিক সময়
in time --- সঠিক সময় এর আগে।

🟢Example: I entered the exam hall ( in ) time and the exam was started ( on ) time.

আশা করি সবাই বুঝতে পেরেছেন।



🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
217🔥39😱9🥰6👏3🤩1
কিছু Confusing Gk. সহজ কিন্তুু আমাদের একটু ভুল-ই যথেষ্ট Negative খাওয়ানোর জন্য


⛔️ অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, শেষ সোহরাওয়ার্দী


⛔️ মজিবনগর গঠিত হয় + মুজিব নগর স্বাধীনতা ঘোষণা করা হয় ১০ এপ্রিল, শপথ + মুজিবনগর দিবস + গণপ্রজাতন্ত্রের ঘোষণা ১৭ এপ্রিল

⛔️ মক্তিযুদ্ধে সেক্টর ১১, সাব-সেক্টর ৬৪, অঞ্চল ৪

⛔️ মক্তিযুদ্ধে শহীদ মাদার মারিও, খেতাব ওডারল্যান্ড

⛔️ বঙ্গবন্ধু উপাধি- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯,রেসকোর্স ময়দান, তোফায়েল
জাতির জনক - ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান, আব্দুর রব

⛔️ সবর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন ২ মার্চ ১৯৭১, জাতীয় সংগীত সহ উত্তোলন ৩ মার্চ ১৯৭১, মানচিত্র খন্ডিত ২৩ মার্চ ১৯৭১

⛔️ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, অস্হায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

⛔️ ওয়ানডে স্ট্যাটাস ১৯৯৭, টেস্ট ২০০০

⛔️ সন্দরবনকে UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা ১৯৯৭, বাংলাদেশ সরকার ১৯৯৯

⛔️ সবাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা ২৬ মার্চ ১৯৭১ (স্বাধীন লেখা দেখে খুশির ঠেলায় ১৯৭২ দাগায়ো দিয়ো না)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭২

⛔️ ৬ দফা ম্যাগনাকার্টা, ৭ মার্চ গেটিসবার্গ

⛔️ ভারতের ১১১টি সিটমহল বাংলাদেশে,
বাংলাদেশের ৫১ টি ভারতে

⛔️ মক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, প্রধান সেনাপতি ওসমানী

⛔️ ঢাকা + ক্রাক প্লাটুন ২ নাম্বার, সুন্দরবন ৯, মুজিবনগর ৮ নাম্বার সেক্টর


⛔️ আমার ভাইয়ের রক্তে... প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান আলতাফ মাহমুদ

⛔️ ৭ মার্চের ভাষণ- ৫ম তফসিলে,
২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা- সপ্তম


⛔️ মক্তিযুদ্ধ নিয়ে ছবি- ওরা ১১ জন ( চাষী নজরুল ইসলাম)
ভাষা আন্দোলন নিয়ে ছবি- জীবন থেকে নেওয়া ( জহির রায়হান)


⛔️ শিখা চিরন্তন -সোহরাওয়ার্দী উদ্যান
শিখা অনির্বান- ঢাকা সেনানিবাস


আর কারো কাছে এমন important থাকলে কমেন্টে জানাতে পারেন। Add করে দেওয়া হবে

@Tah_shaD & @nafiza_88

🔰NotesZone:https://news.1rj.ru/str/confusingquestion
157🔥19🥰11😱5
© Love My Freedom

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
82🔥12😱12🤔4
পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার(কিলোমিটার না কিন্তু!)

পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
পাইল সংখ্যা-২৯৪
স্প্যান-৪১ টি

দেশের সবচেয়ে বড় সেতু-পদ্মা সেতু
বিশ্বের গভীরতম পাইলের সেতু-পদ্মা সেতু

এটি একটি ট্রাস/Truss bridge

এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে

ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ

এই সেতুর চূড়ান্ত (৪১ তম) স্প্যানটি বসানো হয় ১০ ই ডিসেম্বর ২০২০

পুনশ্চ :ভুল করা যাবে না যা

স্প্যান-৪১ টি এবং পিলার-৪২ টি
দৈর্ঘ্য : ৬.১৫ কিমি
প্রস্থ:১৮.১০ মিটার


🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
89🔥12🤩4🥰2😱2🤔1
মানব জীবনের ধারাবাহিকতা


🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
🔥4125🥰4👏3😱1😢1
করোটিক স্নায়ু এইটুকু মনে রাখলে মোটামুটি সব প্রশ্নের উত্তর করা যাবে। সিরিয়াল মেইনটেইন করতে হবে

🔘@MobashshirEusha

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
47
অধ্যায় ৫:কর্মমুখী রসায়ন

🔘
@elusive_54

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
56🔥5🥰3🤔1😢1
🟢WBC এর মনোসাইটের বিভিন্ন নাম

@ If F@h

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
70🔥10🥰5👏4😢3
70🔥5👏3😢1
84🥰8🔥7😱4😢2
🔲আমি চেষ্টা করেছি এরকম একটা নোট তৈরী করার জন্য। যেখানে প্রায় সমস্ত বিক্রিয়া, গুরুত্বপূর্ণ যৌগ আছে।


নোটটি যেভাবে সাজানো হয়েছেঃ
প্রথমে আলাদা আলাদা ভাবে অ্যালকেন, অ্যালকিন,অ্যালকাইন,অ্যালকোহল,ইথার,অ্যালডিহাইড,এসিড,অ্যামিন,ডায়াজোনিয়াম লবণ, বেনজিন, টলুইন,ফেনলের প্রস্তুতি, বিক্রিয়া,শনাক্তকরণ আছে।
এরপর সকল নামধারী বিক্রিয়া দেওয়া আছে।
এরপর কার্বন শিকল বৃদ্ধিকরণ, হ্রাসকরণ বিক্রিয়াসমূহ আছে।
সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি দেওয়া আছে।


পিডিএফ লিংকঃ https://drive.google.com/file/d/19uo3dmuJ251lvqN4fW9GHhHYVnCmiLQf/view?usp=drivesdk
178🔥25🥰9😱8😢7👏3🤔1
Forwarded from PDF Zone
organic full note update.pdf
9.7 MB
আমি চেষ্টা করেছি এরকম একটা নোট তৈরী করার জন্য। যেখানে প্রায় সমস্ত বিক্রিয়া, গুরুত্বপূর্ণ যৌগ আছে।

নোটটি যেভাবে সাজানো হয়েছেঃ
প্রথমে আলাদা আলাদা ভাবে অ্যালকেন, অ্যালকিন,অ্যালকাইন,অ্যালকোহল,ইথার,অ্যালডিহাইড,এসিড,অ্যামিন,ডায়াজোনিয়াম লবণ, বেনজিন, টলুইন,ফেনলের প্রস্তুতি, বিক্রিয়া,শনাক্তকরণ আছে।
এরপর সকল নামধারী বিক্রিয়া দেওয়া আছে।
এরপর কার্বন শিকল বৃদ্ধিকরণ, হ্রাসকরণ বিক্রিয়াসমূহ আছে।
সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি দেওয়া আছে।

💢Credits:Saleque Bin Hossain,NDC

Join PDFZone:https://news.1rj.ru/str/confusingQuestions6
20🥰7🔥2👏2
🔲প্যাচ লাগানো নিষেধঃ

শ্বসন হার-

ম্যালিক এসিডঃ 1.33

ওলিক এসিডঃ 0.71

গ্লুকোজ:1

কিভাবে প্যাচ এড়ানো যায়?

দেখো ম্যালিক এর প্রথম অক্ষর কি? M তাই না? এখন এই M কে ঘুরিয়ে দাও একবার। কি হলো? 3 তাই না? এখান থেকে মনে রাখবো ম্যালিক এসিড 1. 33

এবার ওলিক অ্যাসিড। ওলিক এসিড লিখতে প্রথম অক্ষর O, তাই না?  এই O টা আবার দেখতে ০(জিরো)  এর মতো। তাই না?  এখান থেকে মাথায় রাখবো ওলিক এসিড 0.71.

আর বাকি থাকলো গ্লুকোজ।  তো এই তিনটার দুইটাই নিয়ে গেল ম্যালিক আর ওলিক। যেটা বাকি থাকে সেটা গ্লুকোজ।



▫️Notes Zone: Click Here
116🔥22🤩9🥰4😱3
𝗚𝗸 𝗧𝗿𝗶𝗰𝗸𝘀 𝗣𝗮𝗿𝘁:𝟭
জাগ্রত চৌরঙ্গী 𝐕𝐬 সংসপ্তক🌸

আমরা এই ছকটা মনে রাখার ক্ষেত্রে একটা সিম্পল সূত্র মাথায় রাখবো। আমরা যখন অবস্থান অথবা কোনো ভাষ্কর্যের নামের শুরুতে যদি ‘জ’ বর্ণটা দেখি তাহলে স্থপতির নামের ক্ষেত্রে ‘জ্জ’ থাকবেই। চলো একটা উদাহারন দেই।

জাগ্রত চৌরঙ্গী - জয়দেবপুর- রাজ্জাক।
দেখো এখানে ভাষ্কর্যের / অবস্থানের নামের শুরুতে ‘জ’ আছে। তাহলে কি বলেছিলাম। স্থপতির নামে ‘জ্জ’ থাকবে। দেখো রাজ্জাক বানানে কিন্তু ‘জ্জ’ আছে।

আচ্ছা আরেকটা করি চলো।

সংসপ্তক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- হামিদুজ্জামান।

দেখো এখানেও কিন্তু অবস্থানের (জাহাঙ্গীর নগর) নামের শুরুতে জ বর্ণটা আছে। তাহলে স্থপতির র নামে ‘জ্জ’ থাকবে। দেখো হামিদুজ্জামান বানানে কিন্তু ‘জ্জ’ আছে।

তাহলে এই দুইটা মুখস্ত করবো না। জাস্ট এই সিম্পল সূত্রটা মাথায় রাখো এই দুটোর জন্য।🤷‍♀️

🍀𝗘𝘅𝗮𝗺 𝗠𝗮𝘁𝗲🍀
69🥰10🔥4👏3😢3