MY Dream Flower Garden – Telegram
Channel created
Channel photo updated
Common Name : Calendula, marigold

ক্যালেন্ডুলা বর্ষজীবি শীতকালীন মৌসুমি ফুল। এরা মূলত দক্ষিণ ইউরোপের প্রজাতি। আমাদের বাংলাদেশের আবহাওয়ায় সাথে খুবই ভালো ভাবে মানিয়ে নিয়েছে এরা নিজেদের। শীতকালীন বাগানে এদের রং বেরঙ্গের উপস্থিতী সহজেই চোখে পরে। তবে এতো সুন্দর একটি ফুলের এখন পর্যন্ত কোনো বাংলা নাম নেই। এর ইংরেজি নাম ক্যালেনডুলা (Calendula) তেই এর পরিচিতি পেয়েছে আমাদের মাঝে। এরা ডেইজি পরিবারের সদস্য। কেউ কেউ জিনিয়ার সাথে একে গুলিয়ে ফেলে, যদিও দুটি আলাদা ফুল।
🔥2