BCS Mate(Exam Mate) – Telegram
পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে?
Anonymous Quiz
4%
৪০ টি
69%
৪১ টি
22%
৪২ টি
5%
৪৩ টি
🤣12🕊8🥰3😢2
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
Anonymous Quiz
22%
রাশিয়া
51%
যুক্তরাষ্ট্র
11%
যুক্তরাজ্য
16%
ফ্রান্স
🥰9😢5😱3
বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ নির্মাণ ও উৎক্ষেপণ করবে কোন দেশ?
Anonymous Quiz
17%
আমেরিকা
20%
চীন
44%
রাশিয়া
19%
ফ্রান্স
😢6🥰4👏2
আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি?
Anonymous Quiz
9%
রাজশাহী
45%
গাজীপুর
31%
চট্টগ্রাম
15%
ঢাকা
😱16👌9😢3
👏5🔥3😱2
২০৩১ সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
Anonymous Quiz
17%
13
29%
14
36%
15
19%
16
🔥8😱6
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
Anonymous Quiz
41%
2010
17%
2011
29%
2009
12%
2012
🔥12😢4🤔2🕊2
Score?

?/12
😢9
🔥8🥰2
ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এমন একটি অত্যাধুনিক ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটির নাম ‘মোহাজের-১০’।

#recent_gk
🔥357🤣1
গগনযান মিশনে ভারত প্রথম দেশ হিসেবে নারী রোবট "ব্যোমিত্রা" কে মহাকাশে পাঠাবে।

#recent_gk
👏128😱1🕊1
বাংলাদেশ ব্যাংকের রেটিং এ আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষে আছে-অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি।

কিন্তু

বাংলাদেশ ব্যাংকের  রেটিং এ আর্থিক ব্যাংকে শীর্ষে আছে-ব্র্যাক ব্যাংক।


#recent_gk
🔥1310
❛ব্রিকস এবং এর আদ্যোপান্ত❜

ব্রিকস কি :
চারটি উন্নয়নশীল দেশ তাদেরকে বিশ্ব অর্থনীতির নায়ক বানানোর জন্য একটা জোট তৈরি করার চিন্তা-ভাবনা করে।এরই প্রচেষ্টার ধারায় একুশ শতাব্দীর শুরুতেই অর্থাৎ ২০০১ সালেই দেশ চারটি তাদের নামের আদ্যক্ষরেই তাদের জোটের নাম দেয় ব্রিক।তাদের সতীর্থ হতে আরেকটা দেশ আসে এই জোটের মধ্যে,এরপরেই জোটে পাঁচটা দেশের নামের আদ্যক্ষরে জোট পরিচিতি পায় ব্রিকস হিসেবে।

ব্রিকসের সদস্যদেশ:
২০০১ সালে ব্রিকসের যাত্রার শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ছিল জোটে।২০১০ সালে দক্ষিণ আফ্রিকা আসলে ব্রিকস তার নামের পূর্ণতা পায়।২০১০ এর আগে যার নাম ছিল 'ব্রিক'।এরপর দক্ষিণ আফ্রিকাসহ সদস্যদেশ হয় ৫ টি।সম্প্রতি ব্রিকস ১৫ তম শীর্ষ সম্মেলন ২০২৩ এ তা ১১ সদস্য দেশের জোটে পরিণত হয়।

ব্রিকসের পটভূমি :
২০০১ সালে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে ২০০৯ সালের ১৬ই জুন প্রথম BRIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে চারটি দেশের নেতারা আনুষ্ঠানিকভাবে BRIC অর্থনৈতিক ব্লকে তাদের সদস্যপদ ঘোষণা করেন। ২০১০ সালের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকাকে এই অর্থনৈতিক ব্লকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যার ফলে BRIC থেকে BRICS হয়।।[BRICS এর পূর্ণরূপ B=Brazil, R=Russia, I=India, C=China, S=South Africa]।

ব্রিকসের প্রতি উন্নয়নশীল দেশগুলার আগ্রহের কারণ:
ব্রিকস সামিট ২০২৩ এর প্রেক্ষিতে উন্নয়নশীল প্রায় ৪০ টা দেশ ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করে।কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই ছয়টি দেশ ব্রিকস জোটে তাদের সদস্যপদ নিশ্চিত করে।তারা মূলত পশ্চিমা একচেটিয়া ডলার ও বাণিজ্য আধিপত্য থেকে বের হয়ে ব্রিকসের সদস্য হয়ে বিশ্ব বাণিজ্যে নিজেদের আঞ্চলিক মুদ্রার প্রচলন ও নিজস্ব মুদ্রায় লেনদেন করতে ব্রিকসে আসে।যেমন:সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের তেল রপ্তানিতে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে সক্ষম হবে।এছাড়া দেশগুলো ভৌগোলিক ও রাজনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করতে পারবে।

বাংলাদেশ কেন ব্রিকসে নেই:
বাংলাদেশ ২০১৪ সালে ব্রিকসের আওতাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি)প্রাথমিক বাছাইয়ে ছিল।যা পরবর্তীতে ২০২১ সালে ১৬ সেপ্টেম্বর চূড়ান্ত হয়।কিন্তু ব্রিকসে পূর্ণ সদস্য হওয়া আরো বাড়তি সুবিধা দিবে।বাংলাদেশ চীন থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে আমন্ত্রিত হলে বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনসহ প্রতিনিধি ব্যক্তিবর্গ সম্মেলনে অংশগ্রহণ করে।চীন থেকে বাংলাদেশের ব্রিকসের সদস্য হওয়ার বিষয়ে ও অর্থনৈতিক নানা সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়।কিন্তু বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্য রক্ষার্থে বাংলাদেশকে নেওয়া হয়নি ব্রিকসে,এটা মনে করা হচ্ছে।তবে প্রথম পর্যায়ে সদস্যপদ না পেলেও আশা হারায় নি বাংলাদেশ।আরো সুযোগ আছে বলে মনে করছেন বাংলাদেশ এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকে ও কূটনীতিক ব্যক্তিবর্গ।

ব্রিকসের উদ্দেশ্য ও সম্ভাব্য ভবিষ্যৎ:
ব্রিকস এর দেশগুলোকে উন্নয়নশীল, তারপরেও শিল্পের দিক দিয়ে উন্নতই বলা চলে।তারা বিশ্ব অর্থনীতিতে ও বাণিজ্যে আমেরিকার একক আধিপত্যকে কমাতে ও নিজেদের ক্ষমতা বাড়াতে এবং বিশ্ব বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে ব্রিকসের দেশগুলো যাতে তাদের আঞ্চলিক মুদ্রায় যাতে লেনদেন করতে পারে সেই জন্যেই তারা চেষ্টা চালাচ্ছে।।
ব্রিকস গঠনের সময় অনেকেই বলেছেন যে, অর্থনৈতিক জোটটি ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে।কিন্তু,ভবিষ্যতে কি ঘটবে তা পুরাপুরি সঠিক বলা সবার পক্ষেই দুঃসাধ্য।তবে দুই নদীর মাছ খাওয়া ভারত যেহেতু একই সঙ্গে যুক্তরাষ্ট্রভুক্ত কোয়াড,আশিয়ান জোটের সদস্য,একইসাথে চীনভুক্ত ব্রিকসের সদস্য।তাই ভারত নানা ক্ষেত্রে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীরজাফরের ভূমিকা অর্থাৎ বিশ্বাসঘাতকতা যেন ব্রিকসে না করে সেটাই দেখার বিষয় ব্রিকসের ভবিষ্যৎ যাত্রাকে দীর্ঘস্থায়ী কতটুকু হবে।

পরিশেষে বলা যায়, বর্তমানে ভূরাজনৈতিক ,কূটনৈতিক, অর্থনীতি,তারসাথে প্রযুক্তির উৎকর্ষ ইত্যাকার বিষয়গুলো একটি দেশের বিশ্বে নেতৃত্ব দিতে প্রধান প্রভাবক হিসেবে থাকার শ্রেষ্ঠ দাবিদার।
🔥173🥰2
💠সেপ্টেম্বর মাস জুড়ে পরীক্ষার হিড়িক......
১ সেপ্টেম্বর, ২ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর, ২০২৩।
১৬ টি পরীক্ষা অনুষ্ঠিত হবে:আরো ডেট পড়তে পারে ।
সমন্বয়ে হীনতার কারণে একই তারিখে বিভিন্ন পরীক্ষার ডেট পড়ছে।গত কয়েক বছর ধরে এভাবেই চলছে।

সংগ্রহে : নাঈম একলাস

🌀পরীক্ষার সময়সূচি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদের নাম :গ্রাউন্ড সার্ভিস এ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা 100টি।
পরীক্ষার তারিখ ;১ সেপ্টেম্বর, ২০২৩
সময় বিকাল ৩ টা

🌀লিখিত পরীক্ষার সময়সূচি ;
বন অধিদপ্তর
পদ :অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩
সময় : বিকাল : ৩ '০০-৪:৩০

#🌀লিখিত পরীক্ষার সময়সূচি ;
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
পদ :ক্যাশিয়ার, সহকারি লাইব্রেরিয়ান,
পরীক্ষার তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩
সময় : বিকাল : ৩ '৩০
এডমিট :http://dgnm.teletalk.com.bd/admitcard/index_2022.php
Join Job Solution Aid🔰

🌀#লিখিত পরীক্ষার সময়সূচি
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে
লিখিত পরীক্ষার তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩
সময় : বিকাল ৩:০০

মোংলা বন্দর কর্তৃপক্ষ জুনিয়র আউটডোর এ্যাসিস্ট্যান্ট পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০১-০৯-২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় * খুলনায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০২-০৯-২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকা হতে পোর্ট অডিটোরিয়াম, খালিশপুর, খুলনায় অনুষ্ঠিত হবে।
গত ১১-০৮-২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষার প্রবেশপত্র (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
উক্ত প্রবেশপত্র ব্যতীত লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদান করা হবে না।
-

🌀লিখিত পরীক্ষার সময়সূচী:
💠জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
🌀পদের নাম : বিভিন্ন পদ
🌀পরীক্ষার তারিখঃ ১, ২ ও ৯ সেপ্টেম্বর ২০২৩
🌀Admit: http://niport.teletalk.com.bd/admitcard/

🌀পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (pgcb) লিঃ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচী :
পরীক্ষার তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩
পদ :জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডার রক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কারিগরী সহায়ক, অফিস সহায়ক ও জুনিয়র হিসাব সহকারী

💠#পরীক্ষার সময়সূচী:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb)
🌀পরীক্ষার তারিখঃ ১ সেপ্টেম্বর ২০২৩
পদ :মেকানিক্যাল, পাওয়ার,সিভিল)
Admit: http://bpdb.teletalk.com.bd/admitcard/

💠লিখিত পরীক্ষার নোটিশঃ
জাতীয় মানবাধিকার কমিশন।
পদ সমূহঃ সহকারী পরিচালক ।
পরীক্ষার তারিখঃ ০২/০৯/২০২৩।
সময়ঃ সকাল ১০.০০ - ১১.০০ টা।
প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ
http://nhrc.teletalk.com.bd/

💠বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর (MCQ) পরীক্ষার সময়সূচি প্রকাশ
🌀পদের নামঃ এরোড্রাম সহকারী, স্যানিট্যারি ইন্সপেক্টর, সহকারী প্রকৌশলী(সিভিল), সহকারী প্রকৌশলী(ই-এম),
পরীক্ষার তারিখঃ 02/09/23

💠নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ,
পরীক্ষার তারিখঃ ২ সেপ্টেম্বর ২০২৩

🌀১৩৮৫ পদে বাংলাদেশ রেলওয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
পদের নামঃ ওয়েম্যান-
মৌখিক পরীক্ষার তারিখঃ ০২-০৯-২০২৩
300 persons

💠পরীক্ষার নোটিশ
👉 প্রতিষ্ঠানঃ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর
👉 পদের নামঃ জুনিয়র শিক্ষক
👉 পরীক্ষার তারিখঃ ৯ সেপ্টেম্বর ২০২৩
👉 পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
👉 প্রবেশপত্রঃ https://job.shmrmi.gov.bd/

💠বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর (MCQ) পরীক্ষার সময়সূচি প্রকাশ
🌀-উচ্চমান সহকারী(বেঞ্চ সহকারী) ও ট্রাফিক হ্যান্ড।
পরীক্ষার তারিখঃ ০৯-০৯-২০২৩#
All exam held on September Because next presence Election....



বিশেষ দ্রষ্টব্য: এখন থেকে সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নএবংআপডেট পাওয়া যাবে ইন শা আল্লাহ ]
🥰9😢1
🏆43🫡2
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ১০টি রেমিট্যান্স অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - ৭ম।


#recent_gk
🔥2615😱2🎉2
🔥1611👏1
ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করেছে-
Anonymous Quiz
46%
কলকাতা বিশ্ববিদ্যালয়
23%
দিল্লি বিশ্ববিদ্যালয়
27%
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স 
4%
হিন্দু বিশ্ববিদ্যালয়
🤣127😱1🎉1
🤔36😱7🥰3🔥2
বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি লিখেছেন -
Anonymous Quiz
30%
এবিএম মুসা
39%
অন্নদাশঙ্কর রায়
25%
অতুল তিওয়ারি
6%
জসীমউদ্দীন
🫡9🤔1😢1