Math Phobia – Telegram
তিনটা পোস্ট দিবো। জাস্ট Idea এর জন্য। পড়ে ভোট দিবেন
8
Forwarded from PDF Zone
GST গুচ্ছ ক ইউনিট ফলাফল বিশ্লেষণঃ
পাসের হার- ৫৫.৬৩%
সর্বোচ্চ নম্বর- ৮৭.৫০
যৌথভাবে ১ম হয়েছেন দুই জন মেয়ে শিক্ষার্থী- একজনের নাম সুমাইয়া রহমান। অন্যজন নাম সুমাইয়া বিনতে মাসুদ।

৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন,
৭০ এর উপরে এক হাজার ৬২১ জন,
৬০ এর উপরে পেয়েছেন ১০,৩৪৬ জন,
৫০ এর উপরে ২৯,২২২ জন,
৪০ এর উপরে ৫৪,৯৭৩ জন,
৩০ এর উপরে পেয়েছেন ৮৫,৫৮২ জন।
আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

#জয়কলি
😢17
Forwarded from Biology Phobia।Exam Mate (Shahrin_ Sultana_Shipa 💥)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
71🔥9😢2🥰1
দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল সীমিত হয়ে গিয়েছে, কোথাও কোথাও অর্ধেকে নেমেছে এই সংখ্যা; দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সময় ও অর্থ রাখার জন্য বলা হলো। ঢাকার ভিতরের রুটের অনেক বাসই আজকে চলছে না। জরুরি প্রয়োজনে কোথাও যেতে হলে সময় হাতে রেখে বের হইয়ে।
C
😢38🔥2👏1
Forwarded from Chemistry Phobia।Exam Mate (Nusrat Jahan Iva)
একটা জিনিস বোঝা যাচ্ছে ,
GST তে এবার টোটাল নাম্বারের পাশাপাশি ফ্যাক্টর হবে ম্যাথ ।

এবার, হয়তো বিশ্ববিদ্যালয় গুলো ঢাবির মত প্রতিটা সাবজেক্টের minimum নাম্বার requirement দিবে ।

এতে অনেকের নাম্বার থাকবে, কিন্তু পছন্দের বিষয় পাওয়া তো দূরের কথা, সাবজেক্ট চয়েজই দিতে পারবে না ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সার্কুলারে অলরেডি নাম্বার requirement দিছে।

যারা SUST CSE /SWE এর আশায় আছেন, তাদের জন্যও ম্যাথে নূন্যতম একটা মার্ক দেওয়া থাকবে।
42😢16
যারা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষা না দিয়ে বিশ্ববিদ্যালয় এত সুন্দর ক্যাম্পাস থাকে দেখার সৌভাগ্য হয়নি তাদের জন্য কিছু ছবি তুলে আনলাম দেখে নিও। আমার কাছে মনে হয় যারা পরীক্ষাতে গিয়েছিল কারো এই ক্যাম্পাস ছেড়ে আসতে মনে চায় নাই। আমার দেখা সেরা ক্যাম্পাস। সবাই দোয়া করো যেন আল্লাহ তায়ালা এই ক্যাম্পাসে থাকার সুযোগ দেয়।
55🔥3🥰3🎉1
Forwarded from PDF Zone
Exam Mate এ গত তিনমাস কোন Quiz Add করা হয় নাই and Phobia Series এর Main Channel Confusing Questions দীর্ঘদিন Inactive ছিলো ।
ইনশাআল্লাহ আগামীকাল থেকে Main Channel Active হবে।Exam Mate এও নতুন Quiz Update করা হবে ( Cluster Agriculture Standard)

And Thanks Everyone For Staying With Us♥️
🔥19🥰5
Forwarded from PDF Zone
Forwarded from Chemistry Phobia।Exam Mate (Shahrin_ Sultana_Shipa 💥)
University / Subject Choice নিয়ে যত ভালতু ধারনা অামাদের দেশে
1) কোন University বেশি ভালো?
উত্তর: বাংলাদেশের কোন University world এর 1000 University এর মধ্যে নেই। সুতরাং তুমি DU তে Soil Science নিয়ে পড়ে হয়ত চার বছর বুক ফুলাইয়া বলবা DU তে পড়ি। অার একজন বেগম রোকেয়াতে Genetics পড়ে, তোমার চোখের সামনে দিয়ে Europe-America চলে যাবে। Higher Education জন্য প্রয়োজন ভালো Subject(অবশ্যই সেটা তোমার যেন প্রিয় subject হয়,তহলে তুমি এমনি অনেক ভালো Result করতে পারবে) + ভালো Result+ Research।
1) বাংলাদেশের চাকরির বাজারে কোন subject ভালো??
একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়েও BCS ক্যাডার হয়, অাবার একজন DU পড়েও ক্যাডার হতে পারে না। তুমি পরিশ্রম করলে National পড়েও BCS Cadre/Banker হতে।পারো।
অারও একটা উদাহরণ দেই: তোমার মন চাই সাইকোলজি পড়তে, তোমাকে CSE ভর্তি করে দিলে তোমার থেকে কোন Output অাসবে না।
অথচ তোমার প্রিয় Subject সাইকোলজিতে যদি তোমাকে ভর্তি করে দেওয়া হতো। তোমার Result দৌড়াবে। 5-6 বছর পরে হয়ত তোমার বড় একটা চেম্বার হবে,রোগী দেখবে। কারন তুমি সাইকোলজি অনেক ভালো বুঝ এটা তোমার মন থেকে অাসে। এখানে তুমি shine করবে।
সতরাং Subject Choice এর ব্যাপারে সবসময় নিজের Choice কে গুরুত্ব দাও। তোমার মন কি চাই,কি পড়তে তোমার ভালো লাগে। য়ে subject দিনরাত পড়লেও তোমার কোন বোরিং লাগে না। সেই subject নিয়ে বাংলাদেশের যে কোন University তে পড়ো। জীবনে shine করবে। Graduation এর পরে Higher Education এর জন্য Europe/USA/Australia/Canada চলে যাও।
অার এই দেশের বাইরে চলে যাওয়া তোমার জন্য খুবই Easy হবে। কারন তোমার প্রিয় subject এ তুমি Best.
# সুতরাং এখানে বলা যায় যাদের Biology+Chemistry ভালো লাগে তারা এই Related Subject গুলো পড়লে তুমি ভালো করবে।
# যাদের Eng/ math/phy ভালো লাগে
তারা CSE/EEE/math/phy নিয়ে পড়বে।

Kazi Azad.
89🔥11
Forwarded from Exam Mate
🤖Varsity Standard Biology Exam By Varsity Mate

For Cluster Agriculture

💢Join:
https://news.1rj.ru/str/ConfusingQuestion2

Zoology💫Chapter 1(Set A)- Click Here

Zoology💫Chapter 2(Set A)- Click Here

Zoology💫Chapter 3(Set A)- Click Here

Zoology💫Chapter 4(Set A)- Click Here

Zoology💫Chapter 11(Set A)- Click Here

Botany 💫Chapter 2(SetA)-Click Here

Botany 💫Chapter 7(Set A)- Click Here

Botany 💫Chapter 8(Set A)- Click Here

Botany 💫Chapter 9(Set A)- Click Here

Botany 💫Chapter 10(Set A)- Click Here
Forwarded from PDF Zone
How To Use :Click Here

Quiz Bot Showing Unfinished Quiz:Click Here
( Not Applicable For All)
Forwarded from PDF Zone