42. 'সফল করতে হবে আমার স্বপ্ন'-এখানে মিরজাফরের নবাবি লাভের স্বপ্নের কথা বলা হয়েছে।
43. মোহনলালের গুপ্তচরবৃত্তি মিরনের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
44. মিরনের বাবা মিরজাফর।
45. মিরনের আবাসে অনুষ্ঠিত গোপন বৈঠকে উমিচাঁদ অনুপস্থিত ছিল।
46. পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ৫০ হাজার সৈন্য ছিল।
47. পলাশির যুদ্ধে ইংরেজদের কামান সংখ্যা ছিল- গোটা দশেক।
48. পলাশির যুদ্ধে নবাবের কামান সংখ্যা ছিল-পঞ্চাশটার বেশি।
49. ইংরেজ সৈন্য লক্ষবাগে আশ্রয় নিয়েছিল।
50. সেনাবাহিনীর দেশপ্রীতি জেগে ওঠার সম্ভাবনাটুকু-পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার একমাত্র ভরসা ছিল।
51. বারুদ অকেজো হয়ে পড়েছিল বৃষ্টিতে ভিজে।
52. মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাননি।
53. উপযুক্ত মর্যাদায় মিরমর্দানের লাশ দাফন করতে হবে।
54. নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল- মুর্শিদাবাদে।
55. সিরাজউদ্দৌলা নাটকে নাটোরের মহারানির কথা উল্লেখ রয়েছে।
56. সন্ধি অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবে। কিন্তু রাজ্য চালাবে কোম্পানি।
57. বাংলার নতুন নবাবের কাছে রায়দুর্লভের সেনাপতি পদটি কাঙ্ক্ষিত।
58. মানিকচাঁদের মুক্তিমূল্য সম্ভাব্য দশ লক্ষ টাকা।
59. কলকাতা অভিযানের সময় নবাব ঘসেটি বেগমের নিকট থেকে টাকা ধার করেছিলেন।
60. পলাতক ইংরেজদের নিকট কিলপ্যাট্রিক সাহেব মাত্র শ'আড়াই সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন।
61. 'আমার তো কোনো বিষয়ে কোনো দাবিদাওয়া নেই'-এই দাবিদাওয়া নবাব পরিবর্তনের।
62. ইংরেজদের বাণিজ্য অধিকার প্রত্যাহারের কারণ ছিল- ধৃষ্টতা।
63. রাজা মানিকচাঁদকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করা হয়।
64. সিরাজ স্বয়ং উপস্থিত ছিলো- আটটি দৃশ্যে।
65. নাটকটি অবর্তিত হয়েছে - সিরাজকে কেন্দ্র করে।
66. নাটকের কাহিনি উপস্থাপিত হয়েছে- সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে।
67. নাটকটির কাহিনিমুখ উন্মোচিত হয়েছে- যুদ্ধ দিয়ে।
68. নাটকটির পরিসমাপ্তি ঘটে- এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি।
69. নাট্যকারের কেন্দ্রীয় চরিত্রায়ন কৌশল- ষড়যন্ত্রে বিপর্যস্ত এক জাতীয় বীর নায়ককে সৃজন করাই।
70. নাটকে সমাবেশ ঘটেছে প্রায়- চল্লিশটি চরিত্রের।
71. নাট্যিক গুণ বিকশিত হয়েছে -সিরাজ চরিত্রে।
72. শঠ-মানসিকতার অধিকারী চরিত্র- ঘসেটি বেগম, ক্লাইভ ও মিরজাফর।
73. সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিনত হওয়া।
74. সিরাজ অনুপস্থিত- নাটকের শেষ অংকের প্রথম দৃশ্য।
75. খুব অল্প পরিসরে সিরাজ নিহত হন- শেষ অঙ্কের ২য় দৃশ্যে।
76. পলাশির যুদ্ধ শুরু হয়- ১৭৫৭ সালের ২৩ শে জুন, মুর্শিদাবাদের পলাশি প্রান্তরে।
77. যুদ্ধে নবাব সিরাজের পক্ষে ছিলো- মিরমর্দান, ফরাসি বীর সাঁফ্রে, মোহনলাল।
78. নবাব সিরাজের বিপক্ষে অর্থ্যাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহিনির পক্ষে নেতৃত্ব দেন- রবার্ট ক্লাইভ।
79. নবাবের সেনাপতি- মীর জাফর আলি খাঁ, মোহনলাল।
80. নবাব সিরাজের প্রধান গুপ্তচর ছিলেন- নারান সিং।
81. সিরাজের শাসনমলকে কলঙ্কিত করা হলওয়েল কর্তৃক সৃষ্ট মিথ্যা কাহিনির নাম- Black Hole Tragedy.
82. উন্মাদ হয়ে অকালে মৃত্যুবরণ করে- উমিচাঁদ।
83. লজ্জায়, অপমানে ও বিষণ্ণতায় রবার্ট ক্লাইভ আত্মহত্যা করে- ১৭৭৪ সালে।
84. নাটকের গঠন কৌশল- যথোপযোগী সংলাপ ব্যবহার।
85. Dramatic relief এর জন্য যার মতো চরিত্র সৃষ্টি হয়- রাইসুল জুহালা।
86. ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়- ১৬৬৪ সালে।
87. ফরাসিদের একচেটিয়া প্রভাব ছিল- পন্ডিচেরি ও চন্দননগরে- ১৯৫৪ সাল পর্যন্ত তারা ব্যবসা চালায়।
88. ফোর্ট উইলিয়াম- ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে ১৭০৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত- কুঠি।
89. আলিনগরের সন্ধি- ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি- সিরাজউদ্দৌলা ও ক্লাইভের মধ্যে সম্পাদিত চুক্তি। এ চুক্তি অনুযায়ী কলকাতাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।
43. মোহনলালের গুপ্তচরবৃত্তি মিরনের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
44. মিরনের বাবা মিরজাফর।
45. মিরনের আবাসে অনুষ্ঠিত গোপন বৈঠকে উমিচাঁদ অনুপস্থিত ছিল।
46. পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ৫০ হাজার সৈন্য ছিল।
47. পলাশির যুদ্ধে ইংরেজদের কামান সংখ্যা ছিল- গোটা দশেক।
48. পলাশির যুদ্ধে নবাবের কামান সংখ্যা ছিল-পঞ্চাশটার বেশি।
49. ইংরেজ সৈন্য লক্ষবাগে আশ্রয় নিয়েছিল।
50. সেনাবাহিনীর দেশপ্রীতি জেগে ওঠার সম্ভাবনাটুকু-পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার একমাত্র ভরসা ছিল।
51. বারুদ অকেজো হয়ে পড়েছিল বৃষ্টিতে ভিজে।
52. মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাননি।
53. উপযুক্ত মর্যাদায় মিরমর্দানের লাশ দাফন করতে হবে।
54. নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল- মুর্শিদাবাদে।
55. সিরাজউদ্দৌলা নাটকে নাটোরের মহারানির কথা উল্লেখ রয়েছে।
56. সন্ধি অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবে। কিন্তু রাজ্য চালাবে কোম্পানি।
57. বাংলার নতুন নবাবের কাছে রায়দুর্লভের সেনাপতি পদটি কাঙ্ক্ষিত।
58. মানিকচাঁদের মুক্তিমূল্য সম্ভাব্য দশ লক্ষ টাকা।
59. কলকাতা অভিযানের সময় নবাব ঘসেটি বেগমের নিকট থেকে টাকা ধার করেছিলেন।
60. পলাতক ইংরেজদের নিকট কিলপ্যাট্রিক সাহেব মাত্র শ'আড়াই সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন।
61. 'আমার তো কোনো বিষয়ে কোনো দাবিদাওয়া নেই'-এই দাবিদাওয়া নবাব পরিবর্তনের।
62. ইংরেজদের বাণিজ্য অধিকার প্রত্যাহারের কারণ ছিল- ধৃষ্টতা।
63. রাজা মানিকচাঁদকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করা হয়।
64. সিরাজ স্বয়ং উপস্থিত ছিলো- আটটি দৃশ্যে।
65. নাটকটি অবর্তিত হয়েছে - সিরাজকে কেন্দ্র করে।
66. নাটকের কাহিনি উপস্থাপিত হয়েছে- সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে।
67. নাটকটির কাহিনিমুখ উন্মোচিত হয়েছে- যুদ্ধ দিয়ে।
68. নাটকটির পরিসমাপ্তি ঘটে- এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি।
69. নাট্যকারের কেন্দ্রীয় চরিত্রায়ন কৌশল- ষড়যন্ত্রে বিপর্যস্ত এক জাতীয় বীর নায়ককে সৃজন করাই।
70. নাটকে সমাবেশ ঘটেছে প্রায়- চল্লিশটি চরিত্রের।
71. নাট্যিক গুণ বিকশিত হয়েছে -সিরাজ চরিত্রে।
72. শঠ-মানসিকতার অধিকারী চরিত্র- ঘসেটি বেগম, ক্লাইভ ও মিরজাফর।
73. সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিনত হওয়া।
74. সিরাজ অনুপস্থিত- নাটকের শেষ অংকের প্রথম দৃশ্য।
75. খুব অল্প পরিসরে সিরাজ নিহত হন- শেষ অঙ্কের ২য় দৃশ্যে।
76. পলাশির যুদ্ধ শুরু হয়- ১৭৫৭ সালের ২৩ শে জুন, মুর্শিদাবাদের পলাশি প্রান্তরে।
77. যুদ্ধে নবাব সিরাজের পক্ষে ছিলো- মিরমর্দান, ফরাসি বীর সাঁফ্রে, মোহনলাল।
78. নবাব সিরাজের বিপক্ষে অর্থ্যাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহিনির পক্ষে নেতৃত্ব দেন- রবার্ট ক্লাইভ।
79. নবাবের সেনাপতি- মীর জাফর আলি খাঁ, মোহনলাল।
80. নবাব সিরাজের প্রধান গুপ্তচর ছিলেন- নারান সিং।
81. সিরাজের শাসনমলকে কলঙ্কিত করা হলওয়েল কর্তৃক সৃষ্ট মিথ্যা কাহিনির নাম- Black Hole Tragedy.
82. উন্মাদ হয়ে অকালে মৃত্যুবরণ করে- উমিচাঁদ।
83. লজ্জায়, অপমানে ও বিষণ্ণতায় রবার্ট ক্লাইভ আত্মহত্যা করে- ১৭৭৪ সালে।
84. নাটকের গঠন কৌশল- যথোপযোগী সংলাপ ব্যবহার।
85. Dramatic relief এর জন্য যার মতো চরিত্র সৃষ্টি হয়- রাইসুল জুহালা।
86. ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়- ১৬৬৪ সালে।
87. ফরাসিদের একচেটিয়া প্রভাব ছিল- পন্ডিচেরি ও চন্দননগরে- ১৯৫৪ সাল পর্যন্ত তারা ব্যবসা চালায়।
88. ফোর্ট উইলিয়াম- ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে ১৭০৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত- কুঠি।
89. আলিনগরের সন্ধি- ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি- সিরাজউদ্দৌলা ও ক্লাইভের মধ্যে সম্পাদিত চুক্তি। এ চুক্তি অনুযায়ী কলকাতাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।
👏14❤13🔥8🥰3
Bangla Phobia।Exam Mate
'সিরাজউদ্দৌলা' নাটকের এই ৮৯ টা গুরুত্বপূর্ণ লাইন পড়ে কমেন্ট বক্সে "Accomplished" লিখবেন।
👏13❤12👌2
Bangla Phobia।Exam Mate
গুরুত্বপূর্ণ লাইনঃ 👇 ▪️গল্পের নায়িকা কল্যানীঃ বুদ্ধিমতী, মেধাবী, শিক্ষিত। ▪️এককালে শম্ভুনাথের বংশে – লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। ▪️বিনুদার রুচি ও দক্ষতার উপর অনুপমের ষোল আনা আস্হা রয়েছে। ▪️অনুপম নিজেকে অন্নপূর্নার কোলে গজাননের ছোট ভাই রূপে কল্পনা করেছেন।…
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🥰7🔥4
Bangla Phobia।Exam Mate
গদ্য - রেইনকোট ★গুরুত্বপূর্ণ লাইন... ১. রেইনকোট গল্পের কথক কে? - নুরুল হুদা ২. রেইনকোট গল্পে উল্লিখিত জেনারেল স্টেটমেন্টটি হলো - "শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন " ৩. ফুটফাট বন্ধ কয়দিন - অন্তত ৩ দিন ৪. বাদলায় কোনটির জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে…
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤9
'ইতিমধ্যে আরদালি-সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে।' 'অপরিচিতা' গল্পের এই বাক্যে বিদেশি শব্দের সংখ্যা-
Anonymous Quiz
15%
পাঁচ
32%
চার
36%
তিন
17%
দুই
🤔12🤷7❤2🥰2🎉2
'মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল'- 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার-
Anonymous Quiz
56%
অন্তঃসারশূন্য অহংকার
21%
অর্থলোলুপতা
10%
কৌলীন্য
13%
কেতাদুরস্ত ভাব
🤷10🔥7🥰5
'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কী ছিল?
Anonymous Quiz
2%
অপবাদ
94%
আত্মমর্যাদা
4%
পিতার আদেশ
0%
লোকলজ্জা
🥰6❤4🔥1😢1
নিচের কোন গল্পটির মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে?
Anonymous Quiz
6%
ঘরে-বাইরে
32%
মুসলমানীয় গল্প।
59%
ভিখারিণী
3%
শেষের কবিতা
🥰5❤3🔥2
🥰7❤2
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
Anonymous Quiz
14%
অচলায়তন
20%
রাজা
14%
ডাকঘর
52%
বসন্তকুমারী
😢11❤6🔥2🥰2
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
Anonymous Quiz
14%
চতুষ্কোণ
66%
চতুরঙ্গ
16%
মুক্তধারা
5%
গল্পস্বল্প
😢14🎉5❤4
অপরিচিতা' গল্পটি গল্পগুচ্ছের'র কোন খণ্ডে রয়েছে?
Anonymous Quiz
13%
চতুর্থ
59%
তৃতীয়
24%
দ্বিতীয়
5%
প্রথম
😢8🎉8🔥3😱3❤1
🥰11😢7❤4
😢12❤5
শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন?
Anonymous Quiz
43%
২১ বছর
21%
২২ বছর
20%
২৩ বছর
16%
২৪ বছর
😢30🤔9❤8
'বিলাসী' গল্পের পল্লীগ্রামের ছেলেরা কত ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যেত?
Anonymous Quiz
56%
২ ক্রোশ
38%
৪ ক্রোশ
6%
৩ ক্রোশ
1%
৫ ক্রোশ
😢5🔥4😱4🥰2
মৃত্যুঞ্জয়ের বাগান ছিলো-
Anonymous Quiz
8%
আঠারো-উনিশ বিঘা
6%
চব্বিশ-ছাব্বিশ বিঘা
9%
পঁচিশ-ছাব্বিশ বিঘা
78%
কুড়ি-পঁচিশ বিঘা
❤10🔥3😢3
🥰8😢8😱3❤1
মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কয়বছর কাশীবাস করেছে?
Anonymous Quiz
24%
১ বছর
54%
২ বছর
15%
৩ বছর
7%
৪ বছর
😢8❤4🎉4😱2
😢15🔥8😱6❤5🥰3
সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছিল কে?
Anonymous Quiz
11%
বিলাসীর বাবা
69%
ন্যাড়া
5%
বিলাসী
15%
মৃত্যুঞ্জয়
🔥8😢7❤4🎉2