Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
'মানুষের মন অত্যন্ত জটিল,সুতরাং তার অনুভূতিও বিচিত্র'।বাক্যটি-
Anonymous Quiz
64%
যৌগিক
7%
সরল
3%
কঠিন
26%
জটিল
20😢12🔥2
'বিপদ এবং দুঃখ একই সংগে আসে'।বাক্যটি-
Anonymous Quiz
15%
সরল
3%
কঠিন
23%
জটিল
60%
যৌগিক
🥰16🔥42
😢26😱189🤔3
তুমি যদি বলো,আহলে আমি আসতে পারি।বাক্যটি-
Anonymous Quiz
23%
যৌগিক
7%
সরল
25%
আশ্রয় আশ্রিত জটিল
45%
সাপেক্ষ পদযুক্ত জটিল
🤔1611😢5😱3👏1
'তুই যেতে পারবি না'।বাক্যটির অস্তিবাচক রুপ-
Anonymous Quiz
5%
তুই যেতে পারবি
39%
তুই না গিয়ে পারবি না
12%
তোকে যেতে হবে
43%
তোকে থাকতে হবে
🤔14😢119🥰4🔥1
'ইস!যদি পাখির মতো পাখা পেতাম!' বাক্যটি-
Anonymous Quiz
24%
প্রার্থনাসূচক
2%
বর্ণনাত্নক
74%
আবেগসূচক
0%
সন্দেহসূচক
🥰30😢2
উপরের পোলের প্রশ্নগুলো সব ট্রিকি প্রশ্ন।১০ এর মধ্যে কে কত পেলেন?
✴️ অপরিচিতা ✳️

সংখ্যাবাচক তথ্যঃ👇

◑ অনুপমের বর্তমান বয়স – ২৭ বছর।

◑ কল্যাণীর বর্তমান বয়স – ১৯ বছর।

◑ বিয়ের সময় অনুপমের বয়স ছিল – ২৩ বছর।

◑ বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল – ১৫ বছর।

◑ মামার বর্তমান বয়স – ৩৩ বছর।

◑ শম্ভুনাথ সেনের বয়স – ৪০ বছর।

◑ অনুপমের চেয়ে মামা – ৬ বছরের বড়।

◑ শম্ভুনাথ অনুপমকে দেখে – বিয়ের তিনদিন আগে।

◑ রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল – ২-৩টি।

◑ বিয়ের সময় বর-কনের বয়সে ব্যবধান ছিল – ৮ বছর।
183🔥13🥰11🤩3
01. গল্পে ফলের বুকের উপর কি এসে বসলো?

উঃ ভ্রমর।

02. কোন বাতাসে অনুপমের শরীর-মন কাঁপতে লাগলো?

উঃ বসন্ত।

03. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে?

উঃ চার।

04. °মাকাল ফল° কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?

উঃ গুণহীন।

05. °অপরিচিতা° গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ সবুজপত্র।

06. গল্পে, কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে?

উঃ কল্যাণীর পিতা।

07. °অপরিচিতা° কোন পুরুষের জবানিতে লেখা গল্প?

উঃ উত্তম।

08. °প্রার্থনা° শব্দটি বোঝাতে অপরিচিতা গল্পে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

উঃ উমেদারি।

09. গল্পে, অনুপম কোন সময় বিনুদার বাড়িতে যেত?

উঃ সন্ধ্যায়।

10. গল্পে কোন দ্বীপের কথা বলা হয়েছে?

উঃ আন্ডামান।

11. মকরমুখো কী?

উঃ বালা।

12. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি?

উঃ বিনু।

13. °এক কালে ইহাদের বংশে লক্ষীর মঙ্গলঘট ভরা ছিল° – এখানে °লক্ষীর মঙ্গলঘট° বলতে কি বোঝানো হয়েছে?

উঃ অর্থ সম্পদ।

14. অনুপমের উপর তার মামার ছিল – আধিপত্য।

15. °প্রদোষ° শব্দের অর্থ কি?

উঃ সন্ধ্যা।

16. গল্পে, নায়িকাকে অপরিচিতা বলার মধ্যে কি ফুটে উঠেছে?

উঃ নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না চেনা।

17. °ফল্গু° নদী কোথায় অবস্থিত?

উঃ ভারত।

18. স্টেশনে অনুপম কি ফেলে গেল?

উঃ ক্যামেরা।

19. °মন্দ নয় হে! খাঁটি সোনা বটে° – বাক্যটিতে প্রকাশিত হয়েছে?

উঃ কল্যাণীর রুপ।

20. গল্পে, অনুপমের মন পুলকে ভরে যায় কেন?

উঃ কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে।

21. °তবু হইার বিশেষ মূল্য আছে° – এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?

উঃ জীবনের।

22. বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার ঘটনায় কি প্রকাশ পেয়েছে?

উঃ হীনমন্যতা।

23. অনুপম কেমন প্রকৃতির লোক?

উঃ ব্যক্তিত্বহীন।

24. °মনু° কে?

উঃ ধর্মীয় বিধানদাতা।

25. কল্যাণী চরিত্রে প্রতিফলিত হয়েছে?

উঃ প্রতিবাদ।

26. °এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুনের হিসাবে?° কার জীবন?

উঃ ২৭ বছরের অনুপমের জীবন।

27. ছোটকে যাঁহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাঁহারা ইহার কি বুঝিবেন?

উঃ রস।

28. ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা লইয়া পন্ডিত মশায় তাকে কিসের সহিত তুলনা করিতেন?

উঃ শিমুল ফুল ও মাকাল ফল।

29. অনুপমের পিতা এককালে কেমন ছিল?

উঃ গরীব।

30. অনুপমের বাবা কি করে প্রচুর টাকা উপার্জন করত?

উঃ ওকালতি।

31. অনুপম কার হাতে মানুষ?

উঃ মা'র।

32. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?

উঃ গরিব।

33. অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কে?

উঃ অনুপম।

34. কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন?

উঃ অনুপম সংপাত্র।

35. মামার পছন্দ নয় কোনটি?

উঃ ধনীর কন্যা।

36. মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কেন?

উঃ মতামতের জন্য।

37. মামার অস্থিমজ্জায় কি জড়িত?

উঃ টাকার প্রতি আসক্তি।

38. কে কানপুরে কাজ করে?

উঃ হরিশ।

39. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?

উঃ কলকাতা।

40. কিছুদিন পূর্বেই অনুপম কি পাস করেছে?

উঃ এম.এ।

41. অবকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয়ে তখন বিশ্ববাসী কি দেখেছিল?

উঃ নারীরুপের মরীচিকা।

42. অনুপমের মন কেমন ছিল?

উঃ তৃষার্ত!

43. আসর জমাইতে অদ্বিতীয় কে?

উঃ হরিশ।

44. মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কাকে?

উঃ হরিশ।

45. মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা মামার কাছে কেমন?

উঃ গুরুতর।

46. এককালে কাদের বংশে লক্ষীর মঙ্গলঘট ভরা ছিল?

উঃ কল্যাণীর।

47. পশ্চিমে গিয়ে মেয়ের বাবা কিভাবে থাকেন?

উঃ গরিব গৃহস্থের মতো।

48. মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া কার মন ভার হলো?

উঃ মামার।

49. বাপ কেবলই সবুর করিতেছেন–কিন্তু সবুর করিতেছেন না কি?

উঃ মেয়ের বয়স।

50. হরিশের গুন আছে –

উঃ সরস রচনার।

51. কলিকাতার বাইরের পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত জানেন?

উঃ আন্ডামান দ্বীপ।

52. জীবনে একবার বিশেষ কাজে মামা কোন পর্যন্ত গেছিলেন?

উঃ কোন্নগর।

53. কন্যাকে আর্শীবাদ করার জন্য কাকে পাঠানো হলো?

উঃ বিনুদাদা কে।

54. কার রুচি/দক্ষতার উপর লেখক ষোল আনা ভরসা করতে পারে?

উঃ বিনুদার।

55. কার ভাষাটা অত্যন্ত আঁটি?

উঃ বিনুদাদা।

56. যেখানে আমরা বলি চমৎকার সেখানে বিনুদাদা কি বলেন?

উঃ চলনসই।

57. অনুপমের ভাগ্য প্রজাপতির সঙ্গে কার কোন বিরোধ নেয়?

উঃ পঞ্চস্বরের।

58. বিবাহ উপলক্ষে কোন পক্ষকে কলকাতায় আসতে হলো?

উঃ কন্যাপক্ষকে।

59. কল্যাণীর পিতার নাম কি?

উঃ শম্ভুনাথ সেন/বাবু।

60. শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখে?

উঃ বিয়ের তিনদিন আগে।

61. কার বয়স চল্লিশের কিছু এপারে-ওপারে?

উঃ শম্ভুনাথ বাবুর।

62. কার চুল কাঁচা, গোঁফে পাকা ধরা আরম্ভ হয়েছে মাত্র?

উঃ শম্ভুনাথ বাবুর।

63. কার মুখ অনর্গল ছুটছিল?

উঃ মামার।

64. কাকে দমানো শক্ত?

উঃ মামাকে।

65. বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক, কোনটি থাকা দোষের?

উঃ তেজ।

66. কি সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল?

উঃ পণ।

67. বস্তুত, আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের – প্রধান গর্বের সামগ্রী।
101🔥19🥰8🎉2🤩2👌2🍓1🤗1
68. কি অসম্ভব রকম ধুম করিয়া গেল?

উঃ গায়ে হলুদ।

69. মামা কোথায় ঢুকে খুশি হলেন না?

উঃ বিবাহ বাড়িতে।

70. মামা কাকে সুদ্ধ সঙ্গে এনেছিলেন?

উঃ স্যাকরাকে।

71. মামা কোথায় গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন?

উঃ নোট বই-এ।

72. গহনাগুলির মধ্যে কি ছিল?

উঃ একজোড়া এয়ারিং।

73. ছোটবেলায় অনুপম পন্ডিত মশায়েই বিদ্রুপের পাত্র হয়েছিলেন কেন?

উঃ সুন্দর চেহারার জন্য।

74. কে মূর্তিমতী মাতৃ-আজ্ঞা স্বরূপ উপস্থিত হলো?

উঃ মামা।

75. প্লাটফর্মে আসবাবপত্র নিয়ে কারা অপেক্ষা করছিল?

উঃ সাহেবদের আর্দালি দল।

76. কতক্ষণ পর গাড়ি আসিল?

উঃ দুই-তিন মিনিট পর।

77. °অপরিচিতা° গল্পের কথক কে?

উঃ অনুপম।

78. অনুপমের বাবা পেশায় কি?

উঃ উকিল।

79. অনুপমের বন্ধুর নাম কি?

উঃ হরিশ।

80. হরিশ ছুটিতে কোথায় এসেছে?

উঃ কলকাতা।

81. গল্পে °রসিক° মানুষ কে?

উঃ হরিশ।

82. অনুপমের ভাগ্যদেবতা কে?

উঃ মামা।

83. টাকার প্রতি নেশা কার?

উঃ মামার।

84. °অপরিচিতা° গল্পে কল্যাণীর উল্লিখিত বয়স কত?

উঃ ১৫ বছর।

85. বিয়ে করবে না পণ করেছে কে?

উঃ কল্যাণী।

86. কল্যাণীর বাবা পেশায় কি?

উঃ ডাক্তার।

87. গজাননের মায়ের নাম কি?

উঃ অন্নপূর্ণা।

88. বিবাহের প্রধান অংশ কি?

উঃ দেনা-পাওনা।

89. গল্পের বিশেষ দিক কি?

উঃ নারী ব্যাক্তিত্বের জাগরণ।

90. শম্ভুনাথ বাবু (গামছায়) বেঁধে গহনা এনে কোথায় রাখলেন?

উঃ তক্তপোশের উপর।

91. আন্ডামান দ্বীপ – বঙ্গোপসাগরের অংশবিশেষে।

92. গল্পে, নিতান্ত ভালো মানুষ কে?

উঃ কল্যাণীর বাবা ।

93. শম্ভুনাথের চেহারা – চোখে পড়ার মতো।

94. অনুপম কল্যাণীকে কিসের সাথে তুলনা করতেন?

উঃ রজনীগন্ধার মঞ্জুরীর সাথে।

95. অনুপমের বাবার প্রথম অবকাশ কী?

উঃ মৃত্যু।
64🔥15😍3👏1
📚 উক্তি মূলক প্রশ্নোত্তরঃ 👇

🔹 °ঠাট্টা করিতেছেন নাকি?° – উক্তিটি কার?

উঃ মামার।

🔸 °বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল° – উক্তিটি কার সম্পর্কিত?

উঃ মামা।

🔹 °মন্দ নয়, খাঁটি সোনা বটে° – উক্তিটি কার?

উঃ বিনুদার।

🔸 °মন্দ নয়, খাঁটি সোনা বটে° – উক্তিটি কার সম্পর্কিত?

উঃ কল্যাণী।

🔹 °আমার ভাগ্যে প্রজাতির সাথে পঞ্চাশের কোন বিরোধ নাই° – উক্তিটি কি সম্পর্কিত?

উঃ বিয়ে।

🔸 °ওহে, মেয়ে যদি বল, তবে খাসা মেয়ে আছে° - উক্তিটি কার?

উঃ হরিশের।

🔹 °ওহে, মেয়ে যদি বল, তবে খাসা মেয়ে আছে° - উক্তিটি কার সম্পর্কিত?

উঃ কল্যাণী।

🔸 °ইহা বিলাতী মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে° – উক্তিটি কার?

উঃ স্যাকরার।

🔹 °ইহা বিলাতী মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে° – উক্তিটি কি সম্পর্কিত?

উঃ এয়ারিং।

🔸 °মৃত্যুতে তিনি হাফ ছাড়িলেন সে তার প্রথম অবকাশ° – উক্তিটি কার সম্পর্কিত?

উঃ অনুপমের বাবার।

🔹 °এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই° – এ রকম উপলব্ধি করেন কে?

উঃ অনুপমের মা।

🔸°এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই° - উক্তিটি কার সম্পর্কিত?

উঃ কল্যাণী।

🔹 °তবে আপনাদের গাড়ি বলিয়া দিই° – উক্তিটি কার?

উঃ শম্ভুনাথ বাবুর।

🔸 °তবু ইহার একটু বিশেষ মূল্য আছে° – উক্তিটি কার?

উঃ অনুপমের।

🔹 °একবার কথাটা মামার কাছে পাড়িয়া দেখো° – অনুপম কাকে একথা বলেন?

উঃ হরিশকে।

🔸 °একটি মেয়ে ছাড়া তার আর নাই° – উক্তিটি কার?

উঃ হরিশের।

🔹°একে তো বরের হার্ট মহার্ঘ° – তাহার পরে কি?

উঃ ধনুক-ভাঙা পণ।

🔸 °সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না° – উক্তিটি কার?

উঃ অনুপমের।

🔹 °বাবাজি, একবার এইদিকে আসতে হচ্ছে° – উক্তিটি কার?

উঃ শম্ভুনাথ বাবুর।

🔸 °সেই কথা তবে ঠিক° – কোন কথা?

উঃ কনের গহনা যাচাই করা।

🔹 °না, সভায় নয়, এখানে বসিতে হইবে° – উক্তিটি কার?

উঃ অনুপমের শ্বশুরের।

🔸 °এ আর দেখিব কি?° – উক্তিটি কার?

উঃ স্যাকরার।

🔹 °ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না° – উক্তিটি কার?

উঃ স্যাকরার।

🔸 °এটা আপনারাই রাখিয়া দিন° – উক্তিটি কার?

উঃ শম্ভুনাথ বাবুর।

🔹 °অনুপম, যাও তুমি সভায় গিয়ে বসো° – উক্তিটি কার?

উঃ মামার।

🔸 °সে কি কথা। লগ্ন –° উক্তিটি কার?

উঃ মামার।

🔹 °ঠাট্টা করিতেছেন নাকি° – উক্তিটিতে মামার মনোভাব কেমন?

উঃ আশ্চর্যজনক।

🔸 °ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করার ইচ্ছা নাই° – উক্তিটি কার?

উঃ শম্ভুনাথ বাবুর।

🔹 °তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পূরণ হইবে° – উক্তিটি কাদের?

উঃ হিতৈষীদের।

🔸 °কিন্তু কথা এমন করিয়া ফুরাইলো না° – উক্তিটি কার?

উঃ অনুপমের।
57🔥12👏1
গুরুত্বপূর্ণ লাইনঃ 👇

▪️গল্পের নায়িকা কল্যানীঃ বুদ্ধিমতী, মেধাবী, শিক্ষিত।

▪️এককালে শম্ভুনাথের বংশে – লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।

▪️বিনুদার রুচি ও দক্ষতার উপর অনুপমের ষোল আনা আস্হা রয়েছে।

▪️অনুপম নিজেকে অন্নপূর্নার কোলে গজাননের ছোট ভাই রূপে কল্পনা করেছেন।

▪️শম্ভুনাথ বাবুর ঠাট্টার সম্পর্কটাকে স্হায়ী করার ইচ্ছে নেই।

▪️ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম ফল্গু।

▪️গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যানী।

▪️বাপের বড়ো আদরের মেয়ে কল্যানী।

▪️মামা প্রতিজ্ঞা করেছেন কারো কাছে ঠকবেন না।

▪️অনুপমের বিয়ে ভেঙে যায় মামার হীন ব্যবহারের কারনে।

▪️মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছেন কল্যানীর সাথে দেখা করতে।

▪️বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থানকে অনুপম দক্ষযজ্ঞের সাথে তুলনা করেছেন।

▪️বিয়ের আসরে মামা অনুপমের সামনে অবস্থান করে মূর্তিমতী মাতৃ আজ্ঞা রূপে।

▪️অনুপমের কাছে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের।

▪️পরীক্ষা করার জন্য স্যাকরা নিয়েছিলল মকরমুখা বালা।

▪️অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে ব্যবহার করতে চান বাঁধাহুকা।

▪️অপরিচিতা গল্পে উল্লেখ আছেঃ শিমুল, বকুল, রজনীগন্ধা ফুল।

▪️শম্ভুনাথের বন্ধু না থাকলে বিবাহ গোড়াতেই নষ্ট হতো।

▪️রেলের কামরার দুটি বেঞ্চ রিজার্ভ করা ইংরেজ জেনারেল সাহেবের জন্য।

▪️কল্যানী যাত্রী ছিল সেকেন্ড ক্লাসের।

▪️অনুপমের যাত্রী ছিল ফার্স্ট ক্লাসের।

▪️অনুপম নিজের চোখে পাত্রী দেখার কথা বলতে পারলেন না সাহস নেই বলে।

▪️কল্যানীর বাবা বিয়ের তিন দিন আগে অনুপমকে আশীর্বাদ করেন।

▪️স্টেশনে কল্যানীকে নিতে এসেছিল – হিন্দুস্তানি চাকর।

▪️কল্যানীর নাম শুনে চমকে উঠল – অনুপম ও তার মা।

▪️শম্ভুনাথ বাবু বংশমর্যাদা রক্ষায় পশ্চিমে বসবাস শুরু করেন।

▪️মামার সঙ্গে মা পাত্রীদের দুরবস্থার কথা ভেবে একযোগে হাসলেন।

▪️মামা অনুপমদের সংসারে গর্বের সামগ্রী আশ্চর্য পাকা লোক বলে।

▪️বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম অবহিত করেছেন বর্বর কোলাহল বলে।

▪️বিবাহ বাড়িতে প্রবেশ করে মামা খুশি হন নি।

▪️অনুপম প্রস্তুত হইয়াছে অন্তঃপুরের শাসন চলার মতো করে।

▪️উপরিপাওনা বাগধারাটি গল্পে ব্যবহৃত হয়েছে অধিক লজ্জা অর্থে।

▪️অভ্রের ঝাড়গুলো আপনার কর্তব্যের বরাত দিয়েছিল – আকাশের তারার উপর।



#Collected
83🔥11👏2😱1
Bangla Phobia।Exam Mate pinned «এক নজরে অপরিচিতা»
Bangla Phobia।Exam Mate
এক নজরে অপরিচিতা
সবগুলো পড়া শেষ করে
" sew up " লিখবেন Comment Box এ
🔥5115😱3😢1
বাংলার রিটেন পার্টের ক্ষেত্রে আপনাদের জন্য কি কি করতে পারি?
হতে পারে গল্প কবিতার লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়া,রিটেন পার্ট লিখতে দেয়া, বা অন্য কিছু।যেটা আপনাদের দাবি...কমেন্টে জানান।ভেবে দেখা হবে ইন শা আল্লাহ।টুকটাক সাহায্য করা যেতেই পারে ইন শা আল্লাহ!
57
Forwarded from Varsity Mate
Chapter Wise Varsity Question Bank Solving Program By Exam Mate

14/05/2022

💫Chemistry 1st Paper-2nd Chapter
Time:8 PM

💫Zoology -1st Chapter
Time:10 PM

যারা উক্ত সময়ে উপস্থিত থাকতে পারবে না কোন Problem নেই ,পরবর্তী যেকোনো সময় Exam এ Participate করতে পারবে

🤖Channel link:https://news.1rj.ru/str/ExamMate1
🔥6🤔21
২০২১-২২ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্রের ওপর টপিক অনুযায়ী নেয়া সকল কুইজের ফার্স্ট পোল লিংকের সংকলনকারী পোস্ট লিংক:

১।বাংলা ১ম পত্র:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1118

২।বাংলা ২য় পত্র:

https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1116

৩।বাংলা ১ম ও বাংলা ২য় পত্রের নির্দিষ্ট টপিক অনুযায়ী চলমান ২য় রিভিশন:

https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1114


All credit goes to Admins of Bangla Phobia who have contributed in this collection 🔥please Pray for all🤲
13🔥4😢1
বাংলা শর্ট সিলেবাস
28🔥3😱3