Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
🤔37🔥17😢167🥰1
Addrest এর পারিভাষিক শব্দ কোনটি?
Anonymous Quiz
21%
ঠিকানা
51%
সমন্বয় করা
25%
হলফনামা
3%
সাহায্য
😢29🔥187😱3🥰2👏1🤔1
😢2018👏6🔥4🥰4
🥰1412😢10😱4🔥2👏2
Administrator এর পারিভাষিক শব্দ কোনটি?
Anonymous Quiz
14%
প্রশাসন
2%
প্রসারিত
64%
প্রশাসক
20%
প্রশাসনিক
😢17🔥165🥰5
আজকের সব পোলেই তোমরা কাঁপিয়ে দিছো😍

স্কোর জানাও....

Out of 12?
42😢3
Bangla Phobia।Exam Mate
Anatomy এর পারিভাষিক শব্দ কোনটি?
যারা শারীরবিদ্যা দিছো তারা ১ নাম্বার যোগ করে নাও,,,এটাও সঠিক।
66😢7😱2
'মানুষের মন অত্যন্ত জটিল,সুতরাং তার অনুভূতিও বিচিত্র'।বাক্যটি-
Anonymous Quiz
64%
যৌগিক
7%
সরল
3%
কঠিন
26%
জটিল
20😢12🔥2
'বিপদ এবং দুঃখ একই সংগে আসে'।বাক্যটি-
Anonymous Quiz
15%
সরল
3%
কঠিন
23%
জটিল
60%
যৌগিক
🥰16🔥42
😢26😱189🤔3
তুমি যদি বলো,আহলে আমি আসতে পারি।বাক্যটি-
Anonymous Quiz
23%
যৌগিক
7%
সরল
25%
আশ্রয় আশ্রিত জটিল
45%
সাপেক্ষ পদযুক্ত জটিল
🤔1611😢5😱3👏1
'তুই যেতে পারবি না'।বাক্যটির অস্তিবাচক রুপ-
Anonymous Quiz
5%
তুই যেতে পারবি
39%
তুই না গিয়ে পারবি না
12%
তোকে যেতে হবে
43%
তোকে থাকতে হবে
🤔14😢119🥰4🔥1
'ইস!যদি পাখির মতো পাখা পেতাম!' বাক্যটি-
Anonymous Quiz
24%
প্রার্থনাসূচক
2%
বর্ণনাত্নক
74%
আবেগসূচক
0%
সন্দেহসূচক
🥰30😢2
উপরের পোলের প্রশ্নগুলো সব ট্রিকি প্রশ্ন।১০ এর মধ্যে কে কত পেলেন?
✴️ অপরিচিতা ✳️

সংখ্যাবাচক তথ্যঃ👇

◑ অনুপমের বর্তমান বয়স – ২৭ বছর।

◑ কল্যাণীর বর্তমান বয়স – ১৯ বছর।

◑ বিয়ের সময় অনুপমের বয়স ছিল – ২৩ বছর।

◑ বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল – ১৫ বছর।

◑ মামার বর্তমান বয়স – ৩৩ বছর।

◑ শম্ভুনাথ সেনের বয়স – ৪০ বছর।

◑ অনুপমের চেয়ে মামা – ৬ বছরের বড়।

◑ শম্ভুনাথ অনুপমকে দেখে – বিয়ের তিনদিন আগে।

◑ রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল – ২-৩টি।

◑ বিয়ের সময় বর-কনের বয়সে ব্যবধান ছিল – ৮ বছর।
183🔥13🥰11🤩3
01. গল্পে ফলের বুকের উপর কি এসে বসলো?

উঃ ভ্রমর।

02. কোন বাতাসে অনুপমের শরীর-মন কাঁপতে লাগলো?

উঃ বসন্ত।

03. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে?

উঃ চার।

04. °মাকাল ফল° কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?

উঃ গুণহীন।

05. °অপরিচিতা° গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ সবুজপত্র।

06. গল্পে, কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে?

উঃ কল্যাণীর পিতা।

07. °অপরিচিতা° কোন পুরুষের জবানিতে লেখা গল্প?

উঃ উত্তম।

08. °প্রার্থনা° শব্দটি বোঝাতে অপরিচিতা গল্পে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

উঃ উমেদারি।

09. গল্পে, অনুপম কোন সময় বিনুদার বাড়িতে যেত?

উঃ সন্ধ্যায়।

10. গল্পে কোন দ্বীপের কথা বলা হয়েছে?

উঃ আন্ডামান।

11. মকরমুখো কী?

উঃ বালা।

12. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি?

উঃ বিনু।

13. °এক কালে ইহাদের বংশে লক্ষীর মঙ্গলঘট ভরা ছিল° – এখানে °লক্ষীর মঙ্গলঘট° বলতে কি বোঝানো হয়েছে?

উঃ অর্থ সম্পদ।

14. অনুপমের উপর তার মামার ছিল – আধিপত্য।

15. °প্রদোষ° শব্দের অর্থ কি?

উঃ সন্ধ্যা।

16. গল্পে, নায়িকাকে অপরিচিতা বলার মধ্যে কি ফুটে উঠেছে?

উঃ নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না চেনা।

17. °ফল্গু° নদী কোথায় অবস্থিত?

উঃ ভারত।

18. স্টেশনে অনুপম কি ফেলে গেল?

উঃ ক্যামেরা।

19. °মন্দ নয় হে! খাঁটি সোনা বটে° – বাক্যটিতে প্রকাশিত হয়েছে?

উঃ কল্যাণীর রুপ।

20. গল্পে, অনুপমের মন পুলকে ভরে যায় কেন?

উঃ কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে।

21. °তবু হইার বিশেষ মূল্য আছে° – এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?

উঃ জীবনের।

22. বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার ঘটনায় কি প্রকাশ পেয়েছে?

উঃ হীনমন্যতা।

23. অনুপম কেমন প্রকৃতির লোক?

উঃ ব্যক্তিত্বহীন।

24. °মনু° কে?

উঃ ধর্মীয় বিধানদাতা।

25. কল্যাণী চরিত্রে প্রতিফলিত হয়েছে?

উঃ প্রতিবাদ।

26. °এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুনের হিসাবে?° কার জীবন?

উঃ ২৭ বছরের অনুপমের জীবন।

27. ছোটকে যাঁহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাঁহারা ইহার কি বুঝিবেন?

উঃ রস।

28. ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা লইয়া পন্ডিত মশায় তাকে কিসের সহিত তুলনা করিতেন?

উঃ শিমুল ফুল ও মাকাল ফল।

29. অনুপমের পিতা এককালে কেমন ছিল?

উঃ গরীব।

30. অনুপমের বাবা কি করে প্রচুর টাকা উপার্জন করত?

উঃ ওকালতি।

31. অনুপম কার হাতে মানুষ?

উঃ মা'র।

32. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?

উঃ গরিব।

33. অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কে?

উঃ অনুপম।

34. কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন?

উঃ অনুপম সংপাত্র।

35. মামার পছন্দ নয় কোনটি?

উঃ ধনীর কন্যা।

36. মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কেন?

উঃ মতামতের জন্য।

37. মামার অস্থিমজ্জায় কি জড়িত?

উঃ টাকার প্রতি আসক্তি।

38. কে কানপুরে কাজ করে?

উঃ হরিশ।

39. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?

উঃ কলকাতা।

40. কিছুদিন পূর্বেই অনুপম কি পাস করেছে?

উঃ এম.এ।

41. অবকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয়ে তখন বিশ্ববাসী কি দেখেছিল?

উঃ নারীরুপের মরীচিকা।

42. অনুপমের মন কেমন ছিল?

উঃ তৃষার্ত!

43. আসর জমাইতে অদ্বিতীয় কে?

উঃ হরিশ।

44. মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কাকে?

উঃ হরিশ।

45. মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা মামার কাছে কেমন?

উঃ গুরুতর।

46. এককালে কাদের বংশে লক্ষীর মঙ্গলঘট ভরা ছিল?

উঃ কল্যাণীর।

47. পশ্চিমে গিয়ে মেয়ের বাবা কিভাবে থাকেন?

উঃ গরিব গৃহস্থের মতো।

48. মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া কার মন ভার হলো?

উঃ মামার।

49. বাপ কেবলই সবুর করিতেছেন–কিন্তু সবুর করিতেছেন না কি?

উঃ মেয়ের বয়স।

50. হরিশের গুন আছে –

উঃ সরস রচনার।

51. কলিকাতার বাইরের পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত জানেন?

উঃ আন্ডামান দ্বীপ।

52. জীবনে একবার বিশেষ কাজে মামা কোন পর্যন্ত গেছিলেন?

উঃ কোন্নগর।

53. কন্যাকে আর্শীবাদ করার জন্য কাকে পাঠানো হলো?

উঃ বিনুদাদা কে।

54. কার রুচি/দক্ষতার উপর লেখক ষোল আনা ভরসা করতে পারে?

উঃ বিনুদার।

55. কার ভাষাটা অত্যন্ত আঁটি?

উঃ বিনুদাদা।

56. যেখানে আমরা বলি চমৎকার সেখানে বিনুদাদা কি বলেন?

উঃ চলনসই।

57. অনুপমের ভাগ্য প্রজাপতির সঙ্গে কার কোন বিরোধ নেয়?

উঃ পঞ্চস্বরের।

58. বিবাহ উপলক্ষে কোন পক্ষকে কলকাতায় আসতে হলো?

উঃ কন্যাপক্ষকে।

59. কল্যাণীর পিতার নাম কি?

উঃ শম্ভুনাথ সেন/বাবু।

60. শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখে?

উঃ বিয়ের তিনদিন আগে।

61. কার বয়স চল্লিশের কিছু এপারে-ওপারে?

উঃ শম্ভুনাথ বাবুর।

62. কার চুল কাঁচা, গোঁফে পাকা ধরা আরম্ভ হয়েছে মাত্র?

উঃ শম্ভুনাথ বাবুর।

63. কার মুখ অনর্গল ছুটছিল?

উঃ মামার।

64. কাকে দমানো শক্ত?

উঃ মামাকে।

65. বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক, কোনটি থাকা দোষের?

উঃ তেজ।

66. কি সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল?

উঃ পণ।

67. বস্তুত, আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের – প্রধান গর্বের সামগ্রী।
101🔥19🥰8🎉2🤩2👌2🍓1🤗1
68. কি অসম্ভব রকম ধুম করিয়া গেল?

উঃ গায়ে হলুদ।

69. মামা কোথায় ঢুকে খুশি হলেন না?

উঃ বিবাহ বাড়িতে।

70. মামা কাকে সুদ্ধ সঙ্গে এনেছিলেন?

উঃ স্যাকরাকে।

71. মামা কোথায় গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন?

উঃ নোট বই-এ।

72. গহনাগুলির মধ্যে কি ছিল?

উঃ একজোড়া এয়ারিং।

73. ছোটবেলায় অনুপম পন্ডিত মশায়েই বিদ্রুপের পাত্র হয়েছিলেন কেন?

উঃ সুন্দর চেহারার জন্য।

74. কে মূর্তিমতী মাতৃ-আজ্ঞা স্বরূপ উপস্থিত হলো?

উঃ মামা।

75. প্লাটফর্মে আসবাবপত্র নিয়ে কারা অপেক্ষা করছিল?

উঃ সাহেবদের আর্দালি দল।

76. কতক্ষণ পর গাড়ি আসিল?

উঃ দুই-তিন মিনিট পর।

77. °অপরিচিতা° গল্পের কথক কে?

উঃ অনুপম।

78. অনুপমের বাবা পেশায় কি?

উঃ উকিল।

79. অনুপমের বন্ধুর নাম কি?

উঃ হরিশ।

80. হরিশ ছুটিতে কোথায় এসেছে?

উঃ কলকাতা।

81. গল্পে °রসিক° মানুষ কে?

উঃ হরিশ।

82. অনুপমের ভাগ্যদেবতা কে?

উঃ মামা।

83. টাকার প্রতি নেশা কার?

উঃ মামার।

84. °অপরিচিতা° গল্পে কল্যাণীর উল্লিখিত বয়স কত?

উঃ ১৫ বছর।

85. বিয়ে করবে না পণ করেছে কে?

উঃ কল্যাণী।

86. কল্যাণীর বাবা পেশায় কি?

উঃ ডাক্তার।

87. গজাননের মায়ের নাম কি?

উঃ অন্নপূর্ণা।

88. বিবাহের প্রধান অংশ কি?

উঃ দেনা-পাওনা।

89. গল্পের বিশেষ দিক কি?

উঃ নারী ব্যাক্তিত্বের জাগরণ।

90. শম্ভুনাথ বাবু (গামছায়) বেঁধে গহনা এনে কোথায় রাখলেন?

উঃ তক্তপোশের উপর।

91. আন্ডামান দ্বীপ – বঙ্গোপসাগরের অংশবিশেষে।

92. গল্পে, নিতান্ত ভালো মানুষ কে?

উঃ কল্যাণীর বাবা ।

93. শম্ভুনাথের চেহারা – চোখে পড়ার মতো।

94. অনুপম কল্যাণীকে কিসের সাথে তুলনা করতেন?

উঃ রজনীগন্ধার মঞ্জুরীর সাথে।

95. অনুপমের বাবার প্রথম অবকাশ কী?

উঃ মৃত্যু।
64🔥15😍3👏1