Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
Forwarded from Silence 🍁
১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার চেতনার সাথে অসামঞ্জস্যপূর্ণ-
Anonymous Quiz
12%
দেশপ্রেম
16%
গণজাগরণ
19%
সংগ্রামী চেতনা
53%
জাতিগত শোষণ
🥰22😢10😱7🔥32
লিখিত অংশ:
টপিক:আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯

এক্সাম লিংক:
https://quizzory.in/id/62834efbfa04146a8772b1b0

Must Use Google Chrome to avoid technical issues

টাইম লিমিট :
দুপুর ২টা থেকে রাত ১২টা
Exam link will be closed at 12.00 AM

প্রশ্ন:২ টি
মার্ক :4
সময়:১০ মিনিট

রিভিউ পোস্ট ও সলিউশন পোস্ট রাত ১২ টার পর প্রকাশিত হবে।

যারা খাতায় লিখে জমা দিবেন,এই পোস্টের কমেন্টে ছবি তুলে দিয়ে দিবেন।

Evaluation system/ Result system:
সাবমিট করার পর সেইম লিংকে যেকোনো সময় ক্লিক করলেই পেন্ডিং ইভালুয়েশন ও আপনাদের করা প্রশ্নের উত্তরও দেখা যায়।রিভিউ পোস্টে কি কি বিষয় উল্লেখ করা প্রয়োজন ছিল সেটা বলে দেই আমি।আপনাদের উত্তরে কি কি ল্যাকিংস ছিল,চেক করে রিভিউ পোস্টের সাথে মিলিয়ে নিবেন নিজেরা।Self assessment করবেন।সল্যুশন শিট এক্সামের পরেই পাবেন,ইন শা আল্লাহ।দুটো দেখে নিজেদের এসেসমেন্ট নিজেরা করে নিবেন।ধন্যবাদ।

আবারও সতর্কতা পার্টিসিপেশন গতকালকের মতো চাই,না-হয় এভাবে কন্টিনিউ করব না সত্যিই!কথা দিয়েছেন আপনারা।অন্তত ৩৫ জন যারা রেগুলারিটি মেইন্টেইন করছেন,তারা সাথেই থাকবেন আশা করি।ধন্যবাদ।
12
In MCQ,
Score out of 17?
Let me know the standard of mcq+written both

টোটাল ১৮ টা প্রশ্ন দিয়েছিলাম শুরুতে।একটা প্রশ্নের উত্তর ছিল না,ডিলেট করে দিয়েছি তাই...এখন ১৭ টা প্রশ্ন রয়েছে।

কিছু কিছু প্রশ্ন ভিতর থেকে করেছি যাতে পড়ার স্পৃহাটা বজায় থাকে।আর যেখান থেকেই প্রশ্ন দিক না কেন,আপনারা যেন না আটকান।

আজকে কে ১৭/১৭ পাবে জাতি সেটা দেখার অপেক্ষায় আছে😐😐...
অবশ্য Honesty থাকতে হবে এতে😪
এটা নিজেদের morality এর উপর নির্ভর করছে😊
15
Bangla Phobia।Exam Mate
১৫ শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
এটার উত্তর যারা যারা বন্দি শিবির থেকে আর নিজ বাসভূমে এন্সার দিয়েছেন,মনোযোগ দিয়ে পড়াশুনা করে পরীক্ষা দিতে বইসেন!😒
"নিজ বাসভূমে" কাব্যগ্রন্থ থেকে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি নেয়া হয়েছে
আর" বন্দি শিবির থেকে "এই কাব্যগ্রন্থ যে শামসুর রাহমানের, এটা সব জায়গায় আসা একটি প্রশ্ন।
😱12😢11🥰3
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে কিনা তার ফাইনাল ডিসিশন আসবে কাল...Shirin Akter ম্যাম সেকেন্ড টাইমার দের পক্ষে,,, তার মতে কিছু নাম্বার কর্তন করে হলেও সেকেন্ড টাইম রাখা যেতে পারে...
34😢11🥰2😱1
Bangla Phobia।Exam Mate pinned «লিখিত অংশ: টপিক:আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯ এক্সাম লিংক: https://quizzory.in/id/62834efbfa04146a8772b1b0 Must Use Google Chrome to avoid technical issues টাইম লিমিট : দুপুর ২টা থেকে রাত ১২টা Exam link will be closed at 12.00 AM প্রশ্ন:২ টি মার্ক :4 সময়:১০…»
আগামীকালের পরীক্ষার টপিক:

বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে
Time:2.00 PM
MCQ+ Written

তবে Written exam এর ব্যাপারটা আপনাদের আজকের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে।যারা চেয়েছেন,তারা আসলেই অংশগ্রহণ করছেন কিনা!
🔥147
Bangla Phobia।Exam Mate pinned «Hello everyone..... ঢাবির ক ইউনিটের বাংলার লিখিত অংশ রয়েছে। মোটামুটি সবার ই আমাদের বাংলা ফোবিয়ার সাথে তাল মিলিয়ে হয়তো এমসিকিউ পার্ট টা পড়া কমপ্লিট & রিভিশন ও শেষ। লিখিত অংশ নিয়ে আমাদের সবার ই প্রায় টেনশন রয়েছে।গত দুই বছর যাবত ঢাবি তে রিটেন আসে।দুই বছরের লিখিত…»
পারিভাষিক শব্দের উপর পরীক্ষা টা rayvila তে নেওয়ার প্ল্যান আছে....এতে কার পজিশন কত দেখা যাবে...গ্রুপের মেধাবীদের দেখতে পারবো কাল🤧....সবাই ভালোভাবে প্রিপারেশন নাও....কাল দুপুরের দিকে এক্সাম লিংক দিয়ে দিবো।
62🥰3
পার্টিসিপেশন আসলেই যে প্রতিদিনই কমে যেতে থাকবে আশা করিনি🙂🙂।কালকের চেয়ে আজকে পার্টিসিপেশন কমে গিয়েছে অনেকখানি।৩০ এর ঘরের নিচে নেমে গিয়েছে পার্টিসিপেশন...🙂🙂
সন্ধ্যায় দেখেই হতাশাজনক লেগেছিলো।এখন ৫ ঘণ্টা পর ফিরে এসেও দেখি অবস্থার উন্নতি তেমন একটা নেই।এভাবে ৩০ এর ঘরের নিচে পার্টিসিপেশন গেলে আমার পক্ষে এভাবে টাইমিং মেইন্টেইন করার সাইটে প্রশ্ন তৈরি করা সহ সবার খাতা পড়ে রিভিউ পোস্ট দেয়ার মন মানসিকতা থাকবে নাকি জানা নেই।ভাববেন,বারবার কেন বলছি!কারণ দিন দিন পার্টিসিপেশন কমিয়ে দিচ্ছেন,তো এতো বেশি কষ্ট কেন করব?আমি সর্বোচ্চ নজরদারির ব্যবস্থা করে এক্সাম সিস্টেম করেছি-ই যাতে যাদের একটু আলসেমি আছে বা পড়া হয় না নজরদারি না থাকলে,তারাও যেন পার্টিসিপেট করেন।আজকের পর আর এতোবার করে বলবও না পার্টিসিপেট করার জন্য।😪😪
Last warning it is...

রাত ১২ টায় খাতা দেখতে বসব।পার্টিসিপেশন আজকে খুব কম।রাত ১ টার মধ্যে হয়তো ইন শা আল্লাহ রেজাল্ট দিয়ে দিব।যদিও প্ল্যানে ছিল না এটা।তবে এটুকু আমি এফোর্ড করতে পারব। কারণ খুব বেশি মানুষের খাতা চেক করতে হবে না...
আর যারা এখনো রিটেন দিতে চান,পিনড পোস্টে প্রশ্নের লিংক দেয়া আছে।
😢294
আগামীকালের পরীক্ষার টপিক:

বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে
Time:2.30 PM
MCQ+ Written

তবে Written exam এর ব্যাপারটা আপনাদের আজকের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে।যারা চেয়েছেন,তারা আসলেই অংশগ্রহণ করছেন কিনা!

সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর ২ টায় পারিভাষিকের উপর এক্সাম নিবেন।সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।সেটাও এটেন্ড করবেন আপনারা অবশ্যই।

ইমন ভাইয়া ডেইলি পড়া দেন পারিভাষিক শব্দ।তারপর ডেইলি সেই পার্ট থেকে পরীক্ষা নেন।লাস্ট ৫-৬ দিনে ১০০ টি পারিভাষিক শব্দ কমপ্লিট হয়েছে।তাই ওই ১০০ টির উপর মিক্সড এক্সাম নিবেন কালকে।গ্রুপের পিনড পোস্ট চেক করুন।১০০ টি পারিভাষিক শব্দ পেয়ে যাবেন।এগুলো প্রশ্নব্যাংক এনালাইসিস করে ভাইয়া ডেইলি পড়া দিচ্ছেন ও এক্সাম নিচ্ছেন।
22🔥1
এই পোস্টের বাংলা ১ম পত্র সেগমেন্টে আমি আমার নেয়া ডেইলি এক্সাম ও রিটেনের প্রশ্ন ও উত্তরের পোস্ট লিংক প্রতিদিনই এক্সাম শেষে আপডেট করে দিচ্ছি।যারা খেয়াল করেননি তাদেরকে জানিয়ে দিলাম।টপিক অনুযায়ী গুছিয়ে দেয়া আছে সবকিছু।লিখিত অংশ,এম সি কিউ সবই পেয়ে যাবেন। 😊

https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1121
7😱1
Bangla Phobia।Exam Mate pinned «পারিভাষিক শব্দ (part:1) 1) Abolition = বিলোপ 2) Act= আইন 3) Acting = কার্যকরী, ভারপ্রাপ্ত 4) Ad- hoc= তদর্থক, অনানুষ্ঠানিক 5) Adaptation = উপযোগীকরণ 6) Admission = ভর্তি 7) Admit-card= প্রবেশপথ 8) Adviser = উপদেষ্টা 9) Affidavit = শপথপত্র, হলফনামা 10) Agenda…»
বাংলা লিখিত অংশ(সলিউশন শিট):
টপিক :আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯

১।"অতএব এই অভিশাপ-রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন"-কেন প্রাবন্ধিক এই উক্তি করেছেন?


"আমার পথ" প্রবন্ধে সত্যের পথে একনিষ্ঠ হওয়া ও স্পষ্ট কথা বলার ফলে প্রাবন্ধিকের ওপর বহু মানুষের অভিশাপ এসে জড়ো হবে ও কটুক্তির প্রবঞ্চনা প্রাবন্ধিকের সারথি হবে।আর এ স্পষ্ট কথা বলাটাকে সমাজে অবিনয় ও অহংকারের প্রতীক হিসেবে দেখা হলেও প্রাবন্ধিকের নিকট সমাজের এটাকে অবিনয় ও অন্যায় স্পর্ধা মনে করাটাই তাদের দুর্বলতা।মূলত,মিথ্যা বিনয়,মিথ্যার ওপর ভর করে চলার চেয়ে সত্যের উপলব্ধি মানুষকে এনে দিতে পারে প্রকৃত মুক্তির পথ।এই স্পষ্ট কথা বলা বা সত্যের দম্ভের মাধ্যমেই সকল অসাধ্য সাধন করা সম্ভব।প্রশ্নোক্ত উক্তি দ্বারা এ কথাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন।

২।"শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়"- এখানে কিসের কথা বলা হয়েছে?পংক্তিটি ব্যাখ্যা কর।

"ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতার এই পংক্তিতে সজীব সবুজ হৃদয়ে ফোটা ফুল হলো আমাদেরই প্রাণ, যা শিহরিত হয় একই সাথে আনন্দে ও দুঃখে।কেননা,এতো আত্মত্যাগ ও সংগ্রামের পর ছিনিয়ে নেয়া দাবি প্রতিষ্ঠিত হওয়ার ফলে সেটা আমাদের মনে আনন্দের বিচ্ছুরণ ঘটায়।আবার এই প্রাণেই এতো মানুষের নিজ জীবনের আত্মদান ও স্বৈরাচার শাসকগোষ্ঠীর শোষণ নিয়ে আসে দুঃখের বিষাদ ছায়া।মূলত,এ কবিতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশপ্রেমে ভাস্বর বীর বাঙালিদের রক্তমাখা আত্মদান ও এর ফলে শোষণ থেকে মুক্তির আনন্দকে ফুটিয়ে তোলা হয়েছে এই পংক্তির মাধ্যমে।আমাদের বাঙালিদের প্রাণ আবারও সঞ্জীবিত হয়েছে এই বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রুজলে,সাহসী বীরদের আত্মত্যাগে।এই নতুন করে পাওয়া বাঙালি প্রাণকেই সজীব হৃদয়ে ফোটা ফুলের সাথে তুলনা করেছেন কবি।

রিভিউ পোস্ট আমি আরো কিছুক্ষণ পরে দিব।রাত ১২ টার পর রিভিউ পোস্ট লিখব আপনাদের এন্সার পর্যালোচনা করে।তাই ওটুকু ধৈর্য ধরবেন আশা করি।

রাত ১ টার মধ্যে ইন শা আল্লাহ আজকে রেজাল্ট পাবলিশ করব😊
রিভিউ পোস্ট একটু দেরি হতে পারে ১০-১৫ মিনিট।
13🔥5
Total submitted exam noscripts:32
Answer given by:31


আমার প্রতিক্রিয়া মিশ্র।ভালো লাগছে এই দেখে যে সাবমিশন আর পার্টিসিপেশন সমান সমান।আর খারাপ লাগা হলো আজকে পার্টিসিপেশন কমেছে🙂কিছু কিছু রেগুলার পার্টিসিপেন্টকে আজকে সাবমিট করতে দেখলাম না,এটা খারাপ লেগেছে। ৮ ঘণ্টা সময় দিয়েছি,তাও যদি সময় না মিলে আপনাদের!!

আর দুই একজন এন্সার স্ক্রিপ্টে লিখেছেন নিজের উপর হতাশাগ্রস্ত হয়ে যে, পারি না,এতো পড়েও পারলাম না।যা পারেন তাই নিয়ে ঝাপায়ে পড়েন😬😬 না পারতে পারতেই শিখবেন ইন শা আল্লাহ।অন্তত প্র‍্যাক্টিসটা হল।আর আমি চাইলে গতানুগতিক প্রশ্ন করতে পারি।করি না সেটা,কারণ সবাই সেগুলো উত্তর জানেনই অলরেডি।বাট মাত্র ২/৩ টা প্রশ্ন লিখতে দেই।এমন কিছু বাছাই করতে চেষ্টা করি যেখানে একটু মাথা খাটাতে হবে আর নতুন কিছু যেন জানা হয়।আমাকে যথেষ্ট গবেষণা করতে হয় এই প্রশ্ন করতে ও উত্তরও সঠিকটা পাবলিশ করতে।Observation power বাড়াতে হবে পড়ার সময় -এটাই ফিল করানোর জন্য এরকম না পড়েই প্রসঙ্গ ধরতে পারা কঠিন, এ ধরনের প্রশ্নের স্ট্রাকচার ফলো করছি।এতে করে এডমিশনে আসা কোনো প্রশ্নে ইন শা আল্লাহ আটকাবেন না।
শুভ কামনা।
আর এই ৩১ জনকে মন থেকে ধন্যবাদ।

সলিউশন পোস্ট উপরে
25🥰1
Bangla Phobia।Exam Mate pinned «আগামীকালের পরীক্ষার টপিক: বায়ান্নর দিনগুলো তাহারেই পড়ে মনে Time:2.30 PM MCQ+ Written তবে Written exam এর ব্যাপারটা আপনাদের আজকের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে।যারা চেয়েছেন,তারা আসলেই অংশগ্রহণ করছেন কিনা! সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর…»
5_6061943874098562618.pdf
1.2 MB
আজকের এক্সামের রেজাল্ট পিডিএফ।
৩-৪ জনের কমেন্টে এন্সার পেলেও স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছিলাম না।টাইপ করে উত্তর দিয়েছেন,সাবমিট অপশনও ঠিকঠাক ক্লিক করেছেন।কিন্তু রেজাল্টে নাম নেই,উত্তরও নেই-এরকম কেউ আছেন?থাকলে আমাকে জানাবেন কমেন্টে প্লিজ।কোনো টেকনিকাল ইরর তো হয়নি লাস্ট ২ দিনে, আজকে হয়েছে কিনা বুঝতে পারছি না।🙂
আমি খুব দুঃখিত রিভিউ পোস্ট আর রেজাল্ট দুটো দিতেই ১ ঘণ্টা আগে দেয়ার কথা থাকলেও দিতে পারিনি।এভাবে কথা দিয়ে কথা রাখতে পারব না বুঝিনি।মার্কিং করেছি আজকে আবার খাতায় যারা লিখেছে তাদেরকে তাদের ল্যাকিংস ধরিয়ে দিয়েছি,সময় বেশি লেগে গেল।খুব বেশি দুঃখিত।রিভিউ পোস্ট কালকে সকালে দিলে আমার জন্য ভালো হতো।সবকিছু নোট ডাউন করেই রেখেছি।আজকে দিতে না পারায় আমাকে ক্ষমা করবেন আপনারা।
13
কালকে কি প্রশ্ন একটু গতানুগতিক ধারার করব?কনফিডেন্স বুস্ট আপ করার জন্য?নাকি প্রতিদিনের মতোই নতুন কিছু শিখতে পারব এরকম করব?

কনফিডেন্স বুস্ট আপ করতে একটা মিক্সড এক্সাম নিব।সবগুলো শেষ হলে।সেখানে ভালো এমাউন্টের গতানুগতিক প্রশ্ন থাকবে ইন শা আল্লাহ।ডেইলি এক্সামগুলো এরকম নেই,নাকি?
কমেন্টে জানান আমাকে।
23
🙂🙂
😢30🤩62👏2🔥1
আজকের পরীক্ষার টপিক:

বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে
Time:2.30 PM
MCQ+ Written

সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর ২ টায় পারিভাষিকের উপর এক্সাম নিবেন।সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।সেটাও এটেন্ড করবেন আপনারা অবশ্যই।

ইমন ভাইয়া ডেইলি পড়া দেন পারিভাষিক শব্দ।তারপর ডেইলি সেই পার্ট থেকে পরীক্ষা নেন।লাস্ট ৫-৬ দিনে ১০০ টি পারিভাষিক শব্দ কমপ্লিট হয়েছে।তাই ওই ১০০ টির উপর মিক্সড এক্সাম নিবেন কালকে।গ্রুপের পিনড পোস্ট চেক করুন।১০০ টি পারিভাষিক শব্দ পেয়ে যাবেন।এগুলো প্রশ্নব্যাংক এনালাইসিস করে ভাইয়া ডেইলি পড়া দিচ্ছেন ও এক্সাম নিচ্ছেন।
23