Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
পার্টিসিপেশন আসলেই যে প্রতিদিনই কমে যেতে থাকবে আশা করিনি🙂🙂।কালকের চেয়ে আজকে পার্টিসিপেশন কমে গিয়েছে অনেকখানি।৩০ এর ঘরের নিচে নেমে গিয়েছে পার্টিসিপেশন...🙂🙂
সন্ধ্যায় দেখেই হতাশাজনক লেগেছিলো।এখন ৫ ঘণ্টা পর ফিরে এসেও দেখি অবস্থার উন্নতি তেমন একটা নেই।এভাবে ৩০ এর ঘরের নিচে পার্টিসিপেশন গেলে আমার পক্ষে এভাবে টাইমিং মেইন্টেইন করার সাইটে প্রশ্ন তৈরি করা সহ সবার খাতা পড়ে রিভিউ পোস্ট দেয়ার মন মানসিকতা থাকবে নাকি জানা নেই।ভাববেন,বারবার কেন বলছি!কারণ দিন দিন পার্টিসিপেশন কমিয়ে দিচ্ছেন,তো এতো বেশি কষ্ট কেন করব?আমি সর্বোচ্চ নজরদারির ব্যবস্থা করে এক্সাম সিস্টেম করেছি-ই যাতে যাদের একটু আলসেমি আছে বা পড়া হয় না নজরদারি না থাকলে,তারাও যেন পার্টিসিপেট করেন।আজকের পর আর এতোবার করে বলবও না পার্টিসিপেট করার জন্য।😪😪
Last warning it is...

রাত ১২ টায় খাতা দেখতে বসব।পার্টিসিপেশন আজকে খুব কম।রাত ১ টার মধ্যে হয়তো ইন শা আল্লাহ রেজাল্ট দিয়ে দিব।যদিও প্ল্যানে ছিল না এটা।তবে এটুকু আমি এফোর্ড করতে পারব। কারণ খুব বেশি মানুষের খাতা চেক করতে হবে না...
আর যারা এখনো রিটেন দিতে চান,পিনড পোস্টে প্রশ্নের লিংক দেয়া আছে।
😢294
আগামীকালের পরীক্ষার টপিক:

বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে
Time:2.30 PM
MCQ+ Written

তবে Written exam এর ব্যাপারটা আপনাদের আজকের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে।যারা চেয়েছেন,তারা আসলেই অংশগ্রহণ করছেন কিনা!

সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর ২ টায় পারিভাষিকের উপর এক্সাম নিবেন।সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।সেটাও এটেন্ড করবেন আপনারা অবশ্যই।

ইমন ভাইয়া ডেইলি পড়া দেন পারিভাষিক শব্দ।তারপর ডেইলি সেই পার্ট থেকে পরীক্ষা নেন।লাস্ট ৫-৬ দিনে ১০০ টি পারিভাষিক শব্দ কমপ্লিট হয়েছে।তাই ওই ১০০ টির উপর মিক্সড এক্সাম নিবেন কালকে।গ্রুপের পিনড পোস্ট চেক করুন।১০০ টি পারিভাষিক শব্দ পেয়ে যাবেন।এগুলো প্রশ্নব্যাংক এনালাইসিস করে ভাইয়া ডেইলি পড়া দিচ্ছেন ও এক্সাম নিচ্ছেন।
22🔥1
এই পোস্টের বাংলা ১ম পত্র সেগমেন্টে আমি আমার নেয়া ডেইলি এক্সাম ও রিটেনের প্রশ্ন ও উত্তরের পোস্ট লিংক প্রতিদিনই এক্সাম শেষে আপডেট করে দিচ্ছি।যারা খেয়াল করেননি তাদেরকে জানিয়ে দিলাম।টপিক অনুযায়ী গুছিয়ে দেয়া আছে সবকিছু।লিখিত অংশ,এম সি কিউ সবই পেয়ে যাবেন। 😊

https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1121
7😱1
Bangla Phobia।Exam Mate pinned «পারিভাষিক শব্দ (part:1) 1) Abolition = বিলোপ 2) Act= আইন 3) Acting = কার্যকরী, ভারপ্রাপ্ত 4) Ad- hoc= তদর্থক, অনানুষ্ঠানিক 5) Adaptation = উপযোগীকরণ 6) Admission = ভর্তি 7) Admit-card= প্রবেশপথ 8) Adviser = উপদেষ্টা 9) Affidavit = শপথপত্র, হলফনামা 10) Agenda…»
বাংলা লিখিত অংশ(সলিউশন শিট):
টপিক :আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯

১।"অতএব এই অভিশাপ-রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন"-কেন প্রাবন্ধিক এই উক্তি করেছেন?


"আমার পথ" প্রবন্ধে সত্যের পথে একনিষ্ঠ হওয়া ও স্পষ্ট কথা বলার ফলে প্রাবন্ধিকের ওপর বহু মানুষের অভিশাপ এসে জড়ো হবে ও কটুক্তির প্রবঞ্চনা প্রাবন্ধিকের সারথি হবে।আর এ স্পষ্ট কথা বলাটাকে সমাজে অবিনয় ও অহংকারের প্রতীক হিসেবে দেখা হলেও প্রাবন্ধিকের নিকট সমাজের এটাকে অবিনয় ও অন্যায় স্পর্ধা মনে করাটাই তাদের দুর্বলতা।মূলত,মিথ্যা বিনয়,মিথ্যার ওপর ভর করে চলার চেয়ে সত্যের উপলব্ধি মানুষকে এনে দিতে পারে প্রকৃত মুক্তির পথ।এই স্পষ্ট কথা বলা বা সত্যের দম্ভের মাধ্যমেই সকল অসাধ্য সাধন করা সম্ভব।প্রশ্নোক্ত উক্তি দ্বারা এ কথাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন।

২।"শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়"- এখানে কিসের কথা বলা হয়েছে?পংক্তিটি ব্যাখ্যা কর।

"ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতার এই পংক্তিতে সজীব সবুজ হৃদয়ে ফোটা ফুল হলো আমাদেরই প্রাণ, যা শিহরিত হয় একই সাথে আনন্দে ও দুঃখে।কেননা,এতো আত্মত্যাগ ও সংগ্রামের পর ছিনিয়ে নেয়া দাবি প্রতিষ্ঠিত হওয়ার ফলে সেটা আমাদের মনে আনন্দের বিচ্ছুরণ ঘটায়।আবার এই প্রাণেই এতো মানুষের নিজ জীবনের আত্মদান ও স্বৈরাচার শাসকগোষ্ঠীর শোষণ নিয়ে আসে দুঃখের বিষাদ ছায়া।মূলত,এ কবিতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশপ্রেমে ভাস্বর বীর বাঙালিদের রক্তমাখা আত্মদান ও এর ফলে শোষণ থেকে মুক্তির আনন্দকে ফুটিয়ে তোলা হয়েছে এই পংক্তির মাধ্যমে।আমাদের বাঙালিদের প্রাণ আবারও সঞ্জীবিত হয়েছে এই বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রুজলে,সাহসী বীরদের আত্মত্যাগে।এই নতুন করে পাওয়া বাঙালি প্রাণকেই সজীব হৃদয়ে ফোটা ফুলের সাথে তুলনা করেছেন কবি।

রিভিউ পোস্ট আমি আরো কিছুক্ষণ পরে দিব।রাত ১২ টার পর রিভিউ পোস্ট লিখব আপনাদের এন্সার পর্যালোচনা করে।তাই ওটুকু ধৈর্য ধরবেন আশা করি।

রাত ১ টার মধ্যে ইন শা আল্লাহ আজকে রেজাল্ট পাবলিশ করব😊
রিভিউ পোস্ট একটু দেরি হতে পারে ১০-১৫ মিনিট।
13🔥5
Total submitted exam noscripts:32
Answer given by:31


আমার প্রতিক্রিয়া মিশ্র।ভালো লাগছে এই দেখে যে সাবমিশন আর পার্টিসিপেশন সমান সমান।আর খারাপ লাগা হলো আজকে পার্টিসিপেশন কমেছে🙂কিছু কিছু রেগুলার পার্টিসিপেন্টকে আজকে সাবমিট করতে দেখলাম না,এটা খারাপ লেগেছে। ৮ ঘণ্টা সময় দিয়েছি,তাও যদি সময় না মিলে আপনাদের!!

আর দুই একজন এন্সার স্ক্রিপ্টে লিখেছেন নিজের উপর হতাশাগ্রস্ত হয়ে যে, পারি না,এতো পড়েও পারলাম না।যা পারেন তাই নিয়ে ঝাপায়ে পড়েন😬😬 না পারতে পারতেই শিখবেন ইন শা আল্লাহ।অন্তত প্র‍্যাক্টিসটা হল।আর আমি চাইলে গতানুগতিক প্রশ্ন করতে পারি।করি না সেটা,কারণ সবাই সেগুলো উত্তর জানেনই অলরেডি।বাট মাত্র ২/৩ টা প্রশ্ন লিখতে দেই।এমন কিছু বাছাই করতে চেষ্টা করি যেখানে একটু মাথা খাটাতে হবে আর নতুন কিছু যেন জানা হয়।আমাকে যথেষ্ট গবেষণা করতে হয় এই প্রশ্ন করতে ও উত্তরও সঠিকটা পাবলিশ করতে।Observation power বাড়াতে হবে পড়ার সময় -এটাই ফিল করানোর জন্য এরকম না পড়েই প্রসঙ্গ ধরতে পারা কঠিন, এ ধরনের প্রশ্নের স্ট্রাকচার ফলো করছি।এতে করে এডমিশনে আসা কোনো প্রশ্নে ইন শা আল্লাহ আটকাবেন না।
শুভ কামনা।
আর এই ৩১ জনকে মন থেকে ধন্যবাদ।

সলিউশন পোস্ট উপরে
25🥰1
Bangla Phobia।Exam Mate pinned «আগামীকালের পরীক্ষার টপিক: বায়ান্নর দিনগুলো তাহারেই পড়ে মনে Time:2.30 PM MCQ+ Written তবে Written exam এর ব্যাপারটা আপনাদের আজকের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে।যারা চেয়েছেন,তারা আসলেই অংশগ্রহণ করছেন কিনা! সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর…»
5_6061943874098562618.pdf
1.2 MB
আজকের এক্সামের রেজাল্ট পিডিএফ।
৩-৪ জনের কমেন্টে এন্সার পেলেও স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছিলাম না।টাইপ করে উত্তর দিয়েছেন,সাবমিট অপশনও ঠিকঠাক ক্লিক করেছেন।কিন্তু রেজাল্টে নাম নেই,উত্তরও নেই-এরকম কেউ আছেন?থাকলে আমাকে জানাবেন কমেন্টে প্লিজ।কোনো টেকনিকাল ইরর তো হয়নি লাস্ট ২ দিনে, আজকে হয়েছে কিনা বুঝতে পারছি না।🙂
আমি খুব দুঃখিত রিভিউ পোস্ট আর রেজাল্ট দুটো দিতেই ১ ঘণ্টা আগে দেয়ার কথা থাকলেও দিতে পারিনি।এভাবে কথা দিয়ে কথা রাখতে পারব না বুঝিনি।মার্কিং করেছি আজকে আবার খাতায় যারা লিখেছে তাদেরকে তাদের ল্যাকিংস ধরিয়ে দিয়েছি,সময় বেশি লেগে গেল।খুব বেশি দুঃখিত।রিভিউ পোস্ট কালকে সকালে দিলে আমার জন্য ভালো হতো।সবকিছু নোট ডাউন করেই রেখেছি।আজকে দিতে না পারায় আমাকে ক্ষমা করবেন আপনারা।
13
কালকে কি প্রশ্ন একটু গতানুগতিক ধারার করব?কনফিডেন্স বুস্ট আপ করার জন্য?নাকি প্রতিদিনের মতোই নতুন কিছু শিখতে পারব এরকম করব?

কনফিডেন্স বুস্ট আপ করতে একটা মিক্সড এক্সাম নিব।সবগুলো শেষ হলে।সেখানে ভালো এমাউন্টের গতানুগতিক প্রশ্ন থাকবে ইন শা আল্লাহ।ডেইলি এক্সামগুলো এরকম নেই,নাকি?
কমেন্টে জানান আমাকে।
23
🙂🙂
😢30🤩62👏2🔥1
আজকের পরীক্ষার টপিক:

বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে
Time:2.30 PM
MCQ+ Written

সময় 30 minutes পিছিয়ে দিলাম কারণ ইমন ভাইয়া দুপুর ২ টায় পারিভাষিকের উপর এক্সাম নিবেন।সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।সেটাও এটেন্ড করবেন আপনারা অবশ্যই।

ইমন ভাইয়া ডেইলি পড়া দেন পারিভাষিক শব্দ।তারপর ডেইলি সেই পার্ট থেকে পরীক্ষা নেন।লাস্ট ৫-৬ দিনে ১০০ টি পারিভাষিক শব্দ কমপ্লিট হয়েছে।তাই ওই ১০০ টির উপর মিক্সড এক্সাম নিবেন কালকে।গ্রুপের পিনড পোস্ট চেক করুন।১০০ টি পারিভাষিক শব্দ পেয়ে যাবেন।এগুলো প্রশ্নব্যাংক এনালাইসিস করে ভাইয়া ডেইলি পড়া দিচ্ছেন ও এক্সাম নিচ্ছেন।
23
Motivation for Du

1.১৫ জন বড়লোকের ছেলে/মেয়ে। এরা শুধু শুধু পরীক্ষা দিবে।। এদের আশা প্রাইভেট ভার্সিটি তে পড়ার। 😎

2.১৫ জন গফ/বফ এর প্যারায় পরীক্ষা দিবে।

3.১০ জন বাবা মার জোর যবরদস্তির কারনে দিবে।😤

4.১৫ জন হুজুকে বাঙালি। এদের ভালো প্রিপারেশন নাই তারপর ও পরীক্ষা দিবে।😁

5.৬ জন গনিত এর জায়গায় বায়োলজি দাগাবে,বায়োলজির জায়গায় গনিত দাগাবে।😢😥

★আর বাকি ১ জন।😎এইটা তুমি। এবার তোমার চান্স নিশ্চিত 🤠🤓
89🤩13👏3😱2😢2
বাংলা লিখিত অংশ এক্সাম রিভিউ পোস্ট
টপিক : আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯
Must read


প্রথম প্রশ্নে কমন ভুল সবার।তিনজন /চারজন বাদে সবাই কবি বলে আখ্যায়িত করেছেন কাজী নজরুল ইসলামকে।অথচ প্রশ্ন করা হয়েছে প্রবন্ধ থেকে।লেখক বা প্রাবন্ধিক উনি এই ক্ষেত্রে।তবে প্রাবন্ধিক লিখাটাই অধিক শুদ্ধ।
অভিশাপ রথের সারথি -এ কথাটাও ফোকাসে আসবে।আর উনি নিজেকে বলেছে মূলত।উনি নিজে সমাজের জন্য অভিশাপ হয়ে এসেছে যেন।সমাজের বিরুদ্ধ কাজ করার জন্য অনেক মানুষের অভিশাপ ওনার ওপর এসে জড়ো হবে।তাই অভিশাপ রথের সারথি।

দ্বিতীয় প্রশ্নটা ডিপ থেকে ছিল জানি।এই।প্রশ্নে কাউকেই ফুল মার্ক দিতে পারিনি।তাই বলে আপনাদের এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই।তবে একটা কথা বারবার বলি,প্রেক্ষাপট ঠিক থাকা,মূলভাব ঠিক থাকা।আর প্রশ্নে কি কি চেয়েছে,সেই requirements আগে চেক করা।আমি স্পষ্টভাবে দুই ভাগে প্রশ্ন আস্ক করেছি।দুই ভাগে প্রশ্ন ভাগ করা মানে মার্কও দুই ভাগে ভাগ হয়ে যাওয়া।আগের দিনও জিনিসটা বলেছি।যখন জানতে চাওয়া হচ্ছে কিসের কথা বলা হয়েছে,তখন বীরের মাতার অশ্রুতে ফোটা ফুলের সাথে তুল্য আমাদের প্রাণ শিহরিত হয়- এই কথাটা আগে বলে নিতে হবে।এরপর এই লাইনের ব্যাখ্যায় আসবে।যারা জানতেন না প্রাণ শিহরিত হয় এটুকু,মূলভাব টুকু যা জানেন লিখেছেন,এটা স্মার্ট ডিসিশন ছিল।নাই মামার থেকে কানা মামা ভালো।তবে এখানে ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থান দুটোর কথাই এখানে আসলে ভালো হয়,নাম্বার কাটার মতো কোনো জায়গাই থাকে না, এটা আমার ব্যক্তিগত মতামত।অনেকে শুধু ভাষা আন্দোলনের কথা লিখেছেন।আর যারা এই লাইন কোথা থেকে কোন প্রেক্ষাপটে বলা হয়েছে এটাই বুঝেন নাই,তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন! সলিউশন শিটের উত্তর সবাই-ই পড়ে নিবেন।ডিপ প্রশ্ন কোনটা হতে পারে খুঁজতে গিয়ে দেখলাম এটার ব্যাখ্যাটা জানলে ভালো হবে সবার। তাই আর কি এটা দিয়েছি।আমার নিজেরই ১৫ মিনিট সময় গিয়েছে এই প্রশ্ন করার পর এটার সর্বোচ্চ সঠিক উত্তর কি হবে যেটায় মার্ক।কাটার কোনো সুযোগ থাকবে না সেটা বের করতে,তাই আপনারা এটার জন্য কনফিডেন্স হারাবেন না।আমার লক্ষ্য ছিল যাতে মাথা খাটাতে হয়,অবজারভেশন পাওয়ার বাড়াতে পারেন আপনারা।প্রেক্ষাপটে ভাষা আন্দোলন বা গণ অভ্যুত্থানের সাথে রিলেট করে যারা লিখেননি, ব্যাখ্যাটা কাছাকাছি যায়নি ও ফুলের সাথে তুল্য প্রাণ শিহরিত হয় এটুকুও লিখেননি,তাদেরকে ০ দিয়েছি।
এতে কনফিডেন্স হারাবেন না।

আর জনৈক বান্দা পাকবাহিনীর সাথে রিলেট করে ২ নং প্রশ্ন লিখেছেন।সেটুকুও আমি মেনে নিয়েছি।কিন্তু আমার পথের লাইনের ব্যাখ্যায় পাকবাহিনীর সাথে রিলেট করে ব্যাখ্যা দেয়াটা ঠিক হল কি?🙂 আরো সিরিয়াস হতে হবে।

বানানের দিকে সুদৃষ্টি দিন।অনেকের লেখার মান ভালো হলেও বানানের অবস্থার জন্য ধরা খেয়ে যেতে পারেন।ব্যাসিক বানানগুলো ভুল হচ্ছে।আর ধরে রাখুন। চালিয়ে যান।ইন শা আল্লাহ ভালো হবে।

এছাড়াও রিটেনের ক্ষেত্রে সকল গদ্য পদ্য-এগুলোর লাইনের ব্যাখ্যায় আমি কিছু গাইডলাইন দিয়েছি।অপরিচিতা গল্পের রিভিউ পোস্ট যারা পড়েননি পড়ে নিবেন।আজকে আর সেইম কথাগুলো রিপিট করছি না।আজকের ও প্রতিদিনের জন্যও এই কথাগুলো প্রযোজ্য।

অপরিচিতা এক্সাম রিভিউ পোস্ট লিংক:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1729


আশা করি যারা গতকালও পার্টিসিপেট করেছিলেন,আজকে উন্নতি হয়েছে কিছুটা।

সবাই অবশ্যই Self assessment করে নিবেন রিভিউ পোস্টের সাথে নিজের এন্সার মিলিয়ে।ধন্যবাদ সবাইকে।
11🔥2😁1
পরীক্ষার কথা সবার মনে আছে তো?
প্রশ্ন কিন্তু রেডি🥱....এখন শুধু সময়ের অপেক্ষা...participant ভালো থাকলে এভাবে বানান শুদ্ধি টাও শেষ করিয়ে দিবো।
61🔥2
Bangla Phobia।Exam Mate
বাংলা লিখিত অংশ এক্সাম রিভিউ পোস্ট টপিক : আমার পথ,ফেব্রুয়ারি ১৯৬৯ Must read প্রথম প্রশ্নে কমন ভুল সবার।তিনজন /চারজন বাদে সবাই কবি বলে আখ্যায়িত করেছেন কাজী নজরুল ইসলামকে।অথচ প্রশ্ন করা হয়েছে প্রবন্ধ থেকে।লেখক বা প্রাবন্ধিক উনি এই ক্ষেত্রে।তবে প্রাবন্ধিক…
কমেন্টে জানান এই বিষয়টা কারা কারা রিভিউ পোস্ট পড়েছেন?
আর যারা যারা এক্সাম দিয়েছেন,কারা কারা রিভিউ পোস্ট পড়েননি বা খুঁজে পাননি?😒😒

এতো কষ্ট করি কেন যদি না-ই পড়েন?
আর এটা যে রিভিউ পোস্ট সেটাও খেয়াল করেননি বোধ হয় অনেকে।কমেন্টে খুঁজছেন রিভিউ পোস্ট অথচ আমি আগেই দিয়ে রেখেছি😴
🥰13
টপিকঃ পারিভাষিক শব্দ মিক্সড এক্সাম
মার্কসঃ৪০
সময়ঃ১২ মিনিট
নেগেটিভ মার্কিংঃ আছে
exam link: https://www.rayvila.com/g.php/220516094636

রাত নয়টার ভিতরে এক্সাম দিতে হবে তাহলেই মেরিট লিস্টে নাম আসবে...কেউ চিটিং কইরো না.. ধরা খাইলে গ্রুপ থেকে ভ্যানিশ🥳
48😱3😢3
আজকের এক্সাম তাহলে শুরু করা যাক?
🔥19
Forwarded from Silence 🍁
😢31👏7🥰2🔥1🤔1
Forwarded from Silence 🍁
২।ভাষাসৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন?
Anonymous Quiz
19%
রেডিও শুনে
16%
প্রহরীদের সহায়তায়
49%
সিপাহিদের মাধ্যমে
16%
জেলের সুপারইনটেন্ডেন্ট এর মাধ্যমে
😢199👏3🥰2🔥1
Forwarded from Silence 🍁
৩। কত সালে জুলিও কুরি উপাধিতে বঙ্গবন্ধু ভূষিত হন?
Anonymous Quiz
49%
১৯৭২
33%
১৯৭৩
16%
১৯৭৪
3%
১৯৭৫
😢22🥰8🔥2😱2🤔1
Forwarded from Silence 🍁
৪।১৯৪৬ সালে বঙ্গবন্ধু ওয়ার্কার ইনচার্জ ছিলেন কোথায়?
Anonymous Quiz
18%
গোপালগঞ্জে
69%
ফরিদপুরে
5%
ঢাকায়
7%
করাচিতে
😢147👏5🔥2