Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
😢38🔥14🤔4😱21
শয়নকক্ষ কোন তৎপুরুষ সমাস?
Anonymous Quiz
18%
২য়া
27%
৩য়া
41%
৪র্থ
13%
৭মী
😢2219🤔7👏1😱1🎉1
Forwarded from Biology Phobia।Exam Mate (Silence 🍁)
📢📢আগামী ১০ জুন কাঙ্ক্ষিত ঢাবি - ক ইউনিটের পরিক্ষার জন্য গ্রুপের Emir Aryan এর পক্ষথেকে DU - A Unit Special 60 মার্কসের একটি MCQ Exam - এর আয়জন করা হয়েছে।

Details:
পরিক্ষার তারিখ ৮ জুন ২০২২ (আগামীকাল)
পরিক্ষার প্রশ্নের সেট থাকবে ৩ টি।
Total Marks 60

Set 01 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান
Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত
Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান

✍🏻যারা ঢাবিতে জীববিজ্ঞান থেকে প্রশ্নোত্তর করবেন তারা Set A এবং যারা গণিত উত্তর করবেন তারা Set B প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিবেন এবং বাংলা ও ইংরেজী বিষিয়ের যে কোন ১ টি বিষয়ের উওর করবেন।

✍🏻Exam এর প্রশ্নপত্র বিগত সালের ঢাবির প্রশ্ন, পাঠ্য বইয়ের অনুশীলন এবং মূল বইয়ের Theory থেকে করা হবে।

✍🏻আশাকরছি "ঢাবি ক" ভর্তি পরিক্ষার আগে এই Exam টি আপনার প্রস্তুতি যাচায়ে অনেক ভালো একটা ভূমিকা পালন করবে।

তাই, সবার অংশগ্রহণ আশা করছি।

পরীক্ষার লিংক আগামীকাল সকালে রসায়ন/জীববিজ্ঞান ফোবিয়া চ্যানেলে দেওয়া হবে। ফলাফল রাত ১০ টার পর প্রকাশ করা হবে।

Courtesy:Xiao Nai
47🔥4🥰3👏2
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
Chemistry Mate (Free Exam)

💢Chemistry Special Exam:
https://www.rayvila.com/g.php/220607172033

🔰Integer :15

Time: 10 minutes

want to Enroll Chemistry Mate?
Click Here
ফেসবুক থেকে কালেক্টেড, কবিতাগুলোর এক্সপ্লেইনেশন

https://drive.google.com/file/d/1foAfdbpHfUOTqM0N0_R83L1sKtrug6Da/view?usp=drivesdk
19🥰4😱1
আমার মনে হচ্ছে কতদিন তোমাদের সাথে কথা হয় না। যাইহোক, খুব মিস করছি, করবো। পরীক্ষার আগে একটা শর্ট টেকনিক। একবার পড়ে নিস। যেহেতু আমিও তোমাদের মতো এডমিশন দিবো, তাই আমি বুঝতে পারি কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। কোনটাতে ভুল হয় বেশি। কোন কবিতা কোন ছন্দে রচিত এটা নিয়ে আমিও নিজেও অনেক প্যাচে পড়ি। তোমরা মাশাআল্লাহ অনেক মেধাবী। তোমরা অধিকাংশ এমনিতেই মনে রাখতে পারো। তো যারা আমার মতো আছো তাদের জন্য একটা ট্রিকসঃ

মাত্রাবৃত্তছন্দে রচিত এমন
৬ টি কবিতা
কিভাবে মনে রাখবো?

সৌম্য এবং পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিলো।

সাম্যবাদী, পাঞ্জেরী, আঠারো বছর বয়স, সোনার তরী, জীবন, কবর। এই হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যদিও শর্টে নেই। তবুও ২২ ব্যাচের অনেকেই আছে। তাদের জন্য বলে রাখা।
তারপর শুধুমাত্র ফেব্রুয়ারী ১৯৬৯ হলো গদ্যছন্দে রচিত। এটাতো পারবা মনে রাখতে।

এইগুলো ছাড়া যত কবিতা দেখবা সব অক্ষরবৃত্ত ছন্দে রচিত।


এবার বলো তো দেখি, ‘তাহারেই মনে পড়ে কোন ছন্দে রচিত’? [ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১৭-১৮ ]

আমি এভাবে মনে রাখি। মনে হলো শেয়ার করা দরকার করলাম। সেইম ব্যাচ বলে চাইলেই স্কিপ করতে পারো। সেটা গতদিন বলছিলাম। আর টেকনিকটা কেমন লাগলো জানাবে। আর তোমাদের মিস করছি খুব🥺। আমার জন্য দোয়া কইরো। টাটা
109🔥11😢10🥰1
তাহারেই পড়ে মনে কবিতায় বাংলা কোন কোন মাসের কথা উল্লেখ আছে?
Anonymous Quiz
42%
শীত ও বসন্ত
5%
চৈত্র ও মাঘ
28%
ফাল্গুন ও মাঘ
25%
১ ও ৩
😢46🔥23😱11🤔54🥰3👏3
‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
Anonymous Quiz
12%
বহু চাল
9%
বহু পাট
9%
বহু গম
70%
বহু ধান
34🥰13🤔9😱6🔥5🎉3👏2😢2
কোনটি ৫মী তৎপুরুষ সমাসের উদাহরণ?
Anonymous Quiz
14%
মনগড়া
26%
বিয়েপাগল
16%
শ্রমলব্ধ
44%
বিলাতফেরত
😢28🎉28🥰53🤩1
কোনটি ২য়া তৎপুরুষ সমাসের উদাহরণ?
Anonymous Quiz
13%
শঙ্কামুক্ত
32%
মাতৃতুল্য
44%
ভারপ্রাপ্ত
10%
আগাগোড়া
😱1211😢10👏7🔥3
💥২য়া তৎপুরুষ চেনার উপায়ঃ

১) শব্দটি দ্বারা যদি কোনো কাজ করা বুঝায়। যেমনঃ রথদেখা,বীজবোনা,নভেল পড়া ইত্যাদি
২) পরপদে যদি প্রাপ্ত,পন্ন,গত থাকে। যেমনঃ বিপদাপন্ন,শরণাপন্ন,ভারপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যক্তিগত ইত্যাদি
৩) 'চির' দিয়ে শুরু প্রতিটি শব্দই ২য়া তৎপুরুষ। চিরকাল, চিরসুখী, চিরজীবন।

ব্যক্তিগত কিছু কারণে আমি গ্রুপে আগের মতো একটিভ না...নাহয় ব্যকরণ অনেক ইজি way তে শেষ করিয়ে দিতাম....কয়েকদিন পর থেকে হয়তো গ্রুপে আবার আগের মতো একটিভ হয়ে যাবো। দেখি কাল বাকি তৎপুরুষ সমাস গুলোর শর্টকাট দিতে পারি কিনা।
179🥰10👏10🔥4🤔2😱1
তারপর বলো,কার সিট কোথায় পড়েছে?
12👏1
💥৩য়া তৎপুরুষ সমাস চেনার উপায়ঃ

১) পরপদে (হীন,শূন্য,কম) থাকবে। যেমনঃ বিদ্যাহীন,জ্ঞানশূন্য,পাঁচ কম।
২) পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল থাকে।যেমনঃ শ্রমলব্ধ, বিজ্ঞানসম্মত, ঢেকিছাটা ইত্যাদি।
৩) বিশেষ্য পদের পূর্বপদটিতে যদি উপকরণবাচক শব্দ থাকে তাহলে শব্দটি ৩য়া তৎপুরুষ সমাস। যেমনঃ স্বর্ণমন্ডিত, রত্নশোভিত,হীরকখচিত।

💥৪র্থ তৎপুরুষ সমাসঃ

১) এটার তেমন শর্টকাট নেই...শব্দের মাঝখানে (জন্য) বসানোর পর যদি বাক্যটি পরিপূর্ণ হয় তাহলে সেটি ৪র্থ তৎপুরুষ সমাস। বিয়েপাগলা,পাঠশালা,রান্নাঘর ইত্যাদি..এগুলোর মাঝখানে (জন্য) ছাড়া অন্য বিভক্তি বসালে বাক্যটি অদ্ভুত শোনায়। তাই বলা যায় এটি অন্য তৎপুরুষ সমাস চাইতে অনেক সহজ।
২) প্রেম,শ্রদ্ধা,ভক্তি বুঝালে। যেমনঃ গুরুভক্তি, দেশপ্রেম

💥৫মী তৎপুরুষ চেনার উপায়ঃ

১) শব্দটি দ্বারা যদি কোনো কিছু থেকে আলাদা,বিরত,মুক্ত হয়েছে বুঝায়। যেমনঃ স্কুলপালানো( স্কুল থেকে আলাদা), ঋণমুক্ত( ঋণ থেকে মুক্ত), ঘরছাড়া ( ঘর থেকে আলাদা) ইত্যাদি।
২) পরপদে যদি 'ভয়' উল্লেখ থাকে।
যেমনঃ প্রাণভয়,লোকভয়,জলাতঙ্ক।
38🔥7👏1
Bangla Phobia।Exam Mate pinned «Exam for DU Preparation : Set 01: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান Click on the Blue coloured Created link Exam Courtesy :Xiao Nai Submission Deadline:10.00…»
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
যারা 2nd Time Medical Exam দিবে Group টা Pin করে রাখিও

Group Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestionQuiz
12
আসসালামু আলাইকুম বাংলা ফোবিয়াবাসী!

অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি।জিকে ফোবিয়াতে হয়েছে যদিও।অনেক কাজ করেছি আপনাদের সাথে... যারা ক ইউনিট ও ঘ ইউনিট পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইলো।আগামী ১১ তারিখ পর্যন্ত দেখা সাক্ষাৎ হবে না হয়তো...দোয়া কইরেন সবাই আমাদের সবার জন্য ❤️

আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক😊😊 ঢাবির শুক্র ও শনিবারের পরীক্ষার জন্য এডমিনদের সবার জন্য দোয়া করবেন ইন শা আল্লাহ।আর আপনাদের সবার জন্যও দোয়া রইলো🤲
69🤩1