❤34🥰13🤔9😱6🔥5🎉3👏2😢2
'তাহারেই পড়ে মনে' কবিতায় কী প্রকাশিত হয়েছে?
Anonymous Quiz
56%
ক. প্রকৃতি ও মানব মনের সম্পর্ক
21%
খ. মানব হৃদয়ের প্রেমের সম্পর্ক
12%
গ. স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক
10%
ঘ. প্রকৃতি ও ঋতুরাজের সম্পর্ক
😢29❤25🤩8🤔4😱3🎉1
😢28🎉28🥰5❤3🤩1
কোনটি ২য়া তৎপুরুষ সমাসের উদাহরণ?
Anonymous Quiz
13%
শঙ্কামুক্ত
32%
মাতৃতুল্য
44%
ভারপ্রাপ্ত
10%
আগাগোড়া
😱12❤11😢10👏7🔥3
💥২য়া তৎপুরুষ চেনার উপায়ঃ
১) শব্দটি দ্বারা যদি কোনো কাজ করা বুঝায়। যেমনঃ রথদেখা,বীজবোনা,নভেল পড়া ইত্যাদি
২) পরপদে যদি প্রাপ্ত,পন্ন,গত থাকে। যেমনঃ বিপদাপন্ন,শরণাপন্ন,ভারপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যক্তিগত ইত্যাদি
৩) 'চির' দিয়ে শুরু প্রতিটি শব্দই ২য়া তৎপুরুষ। চিরকাল, চিরসুখী, চিরজীবন।
ব্যক্তিগত কিছু কারণে আমি গ্রুপে আগের মতো একটিভ না...নাহয় ব্যকরণ অনেক ইজি way তে শেষ করিয়ে দিতাম....কয়েকদিন পর থেকে হয়তো গ্রুপে আবার আগের মতো একটিভ হয়ে যাবো। দেখি কাল বাকি তৎপুরুষ সমাস গুলোর শর্টকাট দিতে পারি কিনা।
১) শব্দটি দ্বারা যদি কোনো কাজ করা বুঝায়। যেমনঃ রথদেখা,বীজবোনা,নভেল পড়া ইত্যাদি
২) পরপদে যদি প্রাপ্ত,পন্ন,গত থাকে। যেমনঃ বিপদাপন্ন,শরণাপন্ন,ভারপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যক্তিগত ইত্যাদি
৩) 'চির' দিয়ে শুরু প্রতিটি শব্দই ২য়া তৎপুরুষ। চিরকাল, চিরসুখী, চিরজীবন।
ব্যক্তিগত কিছু কারণে আমি গ্রুপে আগের মতো একটিভ না...নাহয় ব্যকরণ অনেক ইজি way তে শেষ করিয়ে দিতাম....কয়েকদিন পর থেকে হয়তো গ্রুপে আবার আগের মতো একটিভ হয়ে যাবো। দেখি কাল বাকি তৎপুরুষ সমাস গুলোর শর্টকাট দিতে পারি কিনা।
❤179🥰10👏10🔥4🤔2😱1
💥৩য়া তৎপুরুষ সমাস চেনার উপায়ঃ
১) পরপদে (হীন,শূন্য,কম) থাকবে। যেমনঃ বিদ্যাহীন,জ্ঞানশূন্য,পাঁচ কম।
২) পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল থাকে।যেমনঃ শ্রমলব্ধ, বিজ্ঞানসম্মত, ঢেকিছাটা ইত্যাদি।
৩) বিশেষ্য পদের পূর্বপদটিতে যদি উপকরণবাচক শব্দ থাকে তাহলে শব্দটি ৩য়া তৎপুরুষ সমাস। যেমনঃ স্বর্ণমন্ডিত, রত্নশোভিত,হীরকখচিত।
💥৪র্থ তৎপুরুষ সমাসঃ
১) এটার তেমন শর্টকাট নেই...শব্দের মাঝখানে (জন্য) বসানোর পর যদি বাক্যটি পরিপূর্ণ হয় তাহলে সেটি ৪র্থ তৎপুরুষ সমাস। বিয়েপাগলা,পাঠশালা,রান্নাঘর ইত্যাদি..এগুলোর মাঝখানে (জন্য) ছাড়া অন্য বিভক্তি বসালে বাক্যটি অদ্ভুত শোনায়। তাই বলা যায় এটি অন্য তৎপুরুষ সমাস চাইতে অনেক সহজ।
২) প্রেম,শ্রদ্ধা,ভক্তি বুঝালে। যেমনঃ গুরুভক্তি, দেশপ্রেম
💥৫মী তৎপুরুষ চেনার উপায়ঃ
১) শব্দটি দ্বারা যদি কোনো কিছু থেকে আলাদা,বিরত,মুক্ত হয়েছে বুঝায়। যেমনঃ স্কুলপালানো( স্কুল থেকে আলাদা), ঋণমুক্ত( ঋণ থেকে মুক্ত), ঘরছাড়া ( ঘর থেকে আলাদা) ইত্যাদি।
২) পরপদে যদি 'ভয়' উল্লেখ থাকে।
যেমনঃ প্রাণভয়,লোকভয়,জলাতঙ্ক।
১) পরপদে (হীন,শূন্য,কম) থাকবে। যেমনঃ বিদ্যাহীন,জ্ঞানশূন্য,পাঁচ কম।
২) পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল থাকে।যেমনঃ শ্রমলব্ধ, বিজ্ঞানসম্মত, ঢেকিছাটা ইত্যাদি।
৩) বিশেষ্য পদের পূর্বপদটিতে যদি উপকরণবাচক শব্দ থাকে তাহলে শব্দটি ৩য়া তৎপুরুষ সমাস। যেমনঃ স্বর্ণমন্ডিত, রত্নশোভিত,হীরকখচিত।
💥৪র্থ তৎপুরুষ সমাসঃ
১) এটার তেমন শর্টকাট নেই...শব্দের মাঝখানে (জন্য) বসানোর পর যদি বাক্যটি পরিপূর্ণ হয় তাহলে সেটি ৪র্থ তৎপুরুষ সমাস। বিয়েপাগলা,পাঠশালা,রান্নাঘর ইত্যাদি..এগুলোর মাঝখানে (জন্য) ছাড়া অন্য বিভক্তি বসালে বাক্যটি অদ্ভুত শোনায়। তাই বলা যায় এটি অন্য তৎপুরুষ সমাস চাইতে অনেক সহজ।
২) প্রেম,শ্রদ্ধা,ভক্তি বুঝালে। যেমনঃ গুরুভক্তি, দেশপ্রেম
💥৫মী তৎপুরুষ চেনার উপায়ঃ
১) শব্দটি দ্বারা যদি কোনো কিছু থেকে আলাদা,বিরত,মুক্ত হয়েছে বুঝায়। যেমনঃ স্কুলপালানো( স্কুল থেকে আলাদা), ঋণমুক্ত( ঋণ থেকে মুক্ত), ঘরছাড়া ( ঘর থেকে আলাদা) ইত্যাদি।
২) পরপদে যদি 'ভয়' উল্লেখ থাকে।
যেমনঃ প্রাণভয়,লোকভয়,জলাতঙ্ক।
❤38🔥7👏1
Biology Phobia।Exam Mate
📢📢আগামী ১০ জুন কাঙ্ক্ষিত ঢাবি - ক ইউনিটের পরিক্ষার জন্য গ্রুপের Emir Aryan এর পক্ষথেকে DU - A Unit Special 60 মার্কসের একটি MCQ Exam - এর আয়জন করা হয়েছে। Details: ✔পরিক্ষার তারিখ ৮ জুন ২০২২ (আগামীকাল) ✔পরিক্ষার প্রশ্নের সেট থাকবে ৩ টি। ✔Total Marks 60…
Exam for DU Preparation :
Set 01: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান
Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত
Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান
Click on the Blue coloured Created link
Exam Courtesy :Xiao Nai
Submission Deadline:10.00 PM
Result will be published at 10.00 PM
Set 01: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান
Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত
Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান
Click on the Blue coloured Created link
Exam Courtesy :Xiao Nai
Submission Deadline:10.00 PM
Result will be published at 10.00 PM
❤25😢6🔥1🎉1
Bangla Phobia।Exam Mate pinned «Exam for DU Preparation : Set 01: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান Click on the Blue coloured Created link Exam Courtesy :Xiao Nai Submission Deadline:10.00…»
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
যারা 2nd Time Medical Exam দিবে Group টা Pin করে রাখিও
✅Group Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestionQuiz
✅Group Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestionQuiz
❤12
আসসালামু আলাইকুম বাংলা ফোবিয়াবাসী!
অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি।জিকে ফোবিয়াতে হয়েছে যদিও।অনেক কাজ করেছি আপনাদের সাথে... যারা ক ইউনিট ও ঘ ইউনিট পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইলো।আগামী ১১ তারিখ পর্যন্ত দেখা সাক্ষাৎ হবে না হয়তো...দোয়া কইরেন সবাই আমাদের সবার জন্য ❤️
আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক😊😊 ঢাবির শুক্র ও শনিবারের পরীক্ষার জন্য এডমিনদের সবার জন্য দোয়া করবেন ইন শা আল্লাহ।আর আপনাদের সবার জন্যও দোয়া রইলো🤲
অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি।জিকে ফোবিয়াতে হয়েছে যদিও।অনেক কাজ করেছি আপনাদের সাথে... যারা ক ইউনিট ও ঘ ইউনিট পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইলো।আগামী ১১ তারিখ পর্যন্ত দেখা সাক্ষাৎ হবে না হয়তো...দোয়া কইরেন সবাই আমাদের সবার জন্য ❤️
আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক😊😊 ঢাবির শুক্র ও শনিবারের পরীক্ষার জন্য এডমিনদের সবার জন্য দোয়া করবেন ইন শা আল্লাহ।আর আপনাদের সবার জন্যও দোয়া রইলো🤲
❤69🤩1
শেষ মুহূর্তের সাজেশন...যদিও আপনাদের ব্যাচমেট তাও সাজেশন দিয়ে থাকি...আলহামদুলিল্লাহ গ ও খ ইউনিটে কাজে এসেছেও!
বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ ও খ ইউনিটের পরীক্ষার আগে ও পরে কিছু কথা বলেছিলাম,সাজেশন সেগুলোই।পিন করা আছে সব সাজেশন।ইন শা আল্লাহ বাংলা ভালো হবে আপনাদের আশা করা যায়!❤️
বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ ও খ ইউনিটের পরীক্ষার আগে ও পরে কিছু কথা বলেছিলাম,সাজেশন সেগুলোই।পিন করা আছে সব সাজেশন।ইন শা আল্লাহ বাংলা ভালো হবে আপনাদের আশা করা যায়!❤️
❤48
Bangla Phobia।Exam Mate pinned «চ্যানেলের পিনড পোস্টে বাংলা ফোবিয়া চ্যানেল যেদিন ক্রিয়েট করা হয়েছে, সেদিন থেকে টপিক অনুযায়ী যতো এক্সাম হয়েছে,সবকিছু এই পোস্টের লিংক দুটোতে আছে।যখনই যেই পরীক্ষা নেয়া হয়,এই দুটো লিংকে সাব্জেক্ট অনুযায়ী যুক্ত করে দেয়া হয়।এই পিনড পোস্টটি নিজেদের কাছে সেভ করে রাখবেন…»
Bangla Phobia।Exam Mate pinned «বাংলা ২য় পত্রের ক্ষেত্রে এই সাজেশনটাতে একটু নজর দিতে পারেন।আশা করি ক্ষতিগ্রস্ত হবেন না ইন শা আল্লাহ। বানান শুদ্ধিকরণে বেশি বেশি নজর দিয়েন।আর ধ্বনিতত্ত্ব ও শব্দের উৎসটা দেখে যাইয়েন ৯-১০ এর গ্রামার বই থেকে🥲🥲 যেহেতু গ ইউনিটে ফোকাস করলো!»
Bangla Phobia।Exam Mate pinned «যেটা আবারও বলছি,টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দিবেন প্লিজ।রিটেনের ক্ষেত্রে স্পেশালি।একটা খুব ভালো লিখে বাকিগুলো টাচ ই করতে পারলেন না এরকম কইরেন না প্লিজ।আর রিটেনে কোনো নেগেটিভ নাই,যতটুকু জানি।যা মাথায় আসবে,যা মনে হবে সেটাই লিখে আইসেন,মনের মাধুরী সব ঢেলে দিয়ে।পার্শিয়াল…»
Bangla Phobia।Exam Mate pinned «Only For Dhaka University 🅰️ Unit একদম ব্যাক্তিগত একটি মতামত শেয়ার করছি। আপনাদের অনেকে বাংলা দাগাবেন কিন্তুু গ্রামার এর অবস্হা খুবই খারাপ তাদের জন্য এটি। এই কয়দিন আপনারা শুধু বাংলা প্রথমপত্রটা ভালো ভাবে পড়ে যান।শর্ট সিলেবাসের মধ্যে থাকা কবিতা এবং গল্পের…»
২০২১-২২ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্রের ওপর টপিক অনুযায়ী নেয়া সকল কুইজের ফার্স্ট পোল লিংকের সংকলনকারী পোস্ট লিংক:
১।বাংলা ১ম পত্র:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1118
২।বাংলা ২য় পত্র:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1116
All credit goes to Admins of Bangla Phobia who have contributed in this collection 🔥please Pray for all🤲
বি:দ্র: এটা কিন্তু Updated one...রিসেন্ট নেয়া সবকিছুও ইনক্লুডেড আছে
১।বাংলা ১ম পত্র:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1118
২।বাংলা ২য় পত্র:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/1116
All credit goes to Admins of Bangla Phobia who have contributed in this collection 🔥please Pray for all🤲
বি:দ্র: এটা কিন্তু Updated one...রিসেন্ট নেয়া সবকিছুও ইনক্লুডেড আছে
❤37🔥1😱1😢1
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
নিত্য সমাস চেনার কৌশল:
১.আমরা বিরানব্বই জন কালসাপের কবলে পড়লাম।(আমরা,বিরানব্বই,কালসাপ এগুলো নিত্য সমাস)
২.সমস্তপদের শেষে ‘মাত্র' থাকলেই তা নিত্য সমাস যেমন: দেখামাত্র, আসামাত্র, যাওয়ামাত্র, ঘুমমাত্র, নামমাত্র, তন্মাত্র, চাহিবামাত্র
🚫ব্যতিক্রম: অতিমাত্র = মাত্রাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)
৩.সমস্তপদের শেষে ‘অন্তর' থাকলেই তা নিত্য সমাস যেমন: দেশান্তর, রূপান্তর, কালান্তর, গ্রহান্তর, যুগান্তর, নামান্তর, বাক্যান্তর, ভাবান্তর, ইত্যাদি।
🚫ব্যতিক্রম: তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)
১.আমরা বিরানব্বই জন কালসাপের কবলে পড়লাম।(আমরা,বিরানব্বই,কালসাপ এগুলো নিত্য সমাস)
২.সমস্তপদের শেষে ‘মাত্র' থাকলেই তা নিত্য সমাস যেমন: দেখামাত্র, আসামাত্র, যাওয়ামাত্র, ঘুমমাত্র, নামমাত্র, তন্মাত্র, চাহিবামাত্র
🚫ব্যতিক্রম: অতিমাত্র = মাত্রাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)
৩.সমস্তপদের শেষে ‘অন্তর' থাকলেই তা নিত্য সমাস যেমন: দেশান্তর, রূপান্তর, কালান্তর, গ্রহান্তর, যুগান্তর, নামান্তর, বাক্যান্তর, ভাবান্তর, ইত্যাদি।
🚫ব্যতিক্রম: তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)
❤57🥰6