Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
সবচেয়ে গুরত্বপূর্ণ অংশঃ ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তা হলো কৃৎ প্রত্যয় আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তা হলো তদ্ধিত প্রত্যয়। এখন আপনাদের বলতে হবে প্রত্যয় কি? একটু আগে বললাম।
45🔥6
প্রকৃতি দুই প্রকার তা তো জানলাম। প্রত্যয়ের প্রকারভেদ ও জানলাম। ১. কৃৎপ্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়। এখন কৃৎপ্রত্যয় হলো দুই প্রকার। ১. খাঁটি বাংলা ২. সংস্কৃত।

আবার অন্যদিকে, তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
কি কি?
১. খাটি বাংলা
২. তদ্ধিত
৩. বিদেশী(তদ্ধিত)

আমার দ্রুত টাইপ করতে হচ্ছে। টাইপিং মিস্টেক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
🥰4219🔥3
এখন আসছি মূল পড়ায়।
কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয়?
একটা শর্টকার্ট শিখি। প্রথমে, যেগুলো খাটি বাংলা কৃৎ, খাটি বাংলা তদ্ধিত আর বিদেশী তদ্ধিত। এই তিনটা শিখি। এগুলো শর্টলাট হলো, যা উচ্চারণ হবে তাই প্রকৃতি প্রত্যয়।
কিরকম? এলটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে।

খাটি বাংলা কৃৎ -

দেখ+ আ = দেখা। লক্ষ্য করলে দেখা যাবে আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবেই কিন্তু প্রকৃতি প্রত্যয় গঠিত হচ্ছে। আরেকটা দেখি। খেল+ আ = খেলা।নাচ্ + অন= নাচন।
38😱8🔥7
আবার খাটি বাংলা তদ্ধিতঃ

নিম+ আই= নিমাই
পাথর + উরে = পাথুরে

বিদেশি তদ্ধিতঃ

নাম+ সই = নামসই
টিপ+ সই= টিপসই।

অথ্যাৎ এই তিনটিতে আমরা কোনো প্যাচালো জিনিস খুজো পাবো না। যখন আমরা দেখবো যে আমরা যা উচ্চারণ করি তা দিয়েই প্রকৃতি প্রত্যয় গঠিত হচ্ছে তখন আমরা বুঝবো এটা হয়, খাটি বাংলা কৃৎ, অথবা খাটি বাংলা তদ্ধিত। আর বাংলা ব্যাকরণে বিদেশী তদ্ধিত টা খুব এলটা লাগে না।
🔥2817
আচ্ছা একটা সহজ প্রশ্নে উত্তর দাও তো বিভক্তিহীন নাম প্রকৃতিকে কি বলে?

কতবার যে আসছে পরীক্ষায় এটা গুনে শেষ হবে না।
30🔥10🥰1
আমরা তো সহজেই জেনে গেলাম কিভাবে খাটি বাংলা কৃৎ, খাটি বাংলা তদ্ধিত, আর বিদেশী তদ্ধিত নির্ণয় করতে হয়। অর্থ্যাৎ কোনো শব্দ উচ্চারণ যেভাবে হয়, তাই হলো এগুলো প্রকৃতি প্রতয়য় নির্ণয়ের নিয়ম। এখন আমরা শিখবো সবচেয়ে প্যাচালো দুইটা। একটা হলো সংস্কৃত কৃৎ আর আরেকটা হলো সংস্কৃত তদ্ধিত।
🔥2513
প্রথমে শুরু করি, সংস্কৃত কৃৎ দিয়ে। কিছু জিনিস মুখস্ত রাখা লাগবে একটু কষ্ট করে।

শব্দের শেষ --------- প্রত্যয়
অন----অণট(অন)
অক- ণট(অক)
তা----তৃচ
ত------ক্ত
তি-----ক্ত
মান -----শানচ
অয়----অল
য---- ঘ্যাণ


অর্থাৎ শব্দের শেষে যদি অন অক, তা, তৃচ এসব উচ্চারণ হয় তাহলে প্রত্যয় কি হবে তা পাশে লিখে দিয়েছি।

একটা উদাহরণ দিই।

জয়- জি+ অল

জয় শব্দ উচ্চারণের সময় লক্ষ্য কর অয় উচ্চারিত হয় শেষে। তাহলে নিয়ম অনুযায়ী অয় উচ্চারণ হলে কি হবে? অল। তাই না?

এভাবে আরো উদাহারন পাবে। যেমন পাঠক। শেষে অক উচ্চারণ হয়। তাহলে কোন প্রত্যয় হবে? ণক তাই না?

তাহলে কি হবে?
পঠ্ + ণক= পাঠক

আচ্ছা তোমরা কি বুঝতেছো?
48🔥6
২য় রুলস হলোঃ


ইষ্ণু/বর/র/তব্য/অনীয়/উক = No Change

অথ্যাৎ শব্দের শেষে এইগুলো থাকলে প্রত্যয়ে কোনো পরিবর্তন হবে না।

যেমনঃ
ইশ্বর। দেখো এখানে শেষে কি আছে? বর। তাই না? তাহকে প্রকৃতি প্রত্যয় কি হবে?

ঈশ্+ বর= ইশ্বর. দেখো প্রত্যয়ের কোনো পরিবর্তন নেই কিন্তু। এরকম তোমরা
বলো হচ্ছেঃ

করণীয়, ভাবুক এর প্রকৃতি প্রত্যয় কি হবে?
27🔥6🎉1
এইটকু কি বুঝছো? অনেকের নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে্ কে বুঝো নাই বলো।
26🔥4
এখন মাথাটাকে একটু ঠান্ডা করো। কজ এখন যা আসবে দুনিয়ার সব অদ্ভূত জিনিসপত্র। মানে উচ্চারণ করতে গিয়ে কারো দাত ভেঙে যাবে। সুতরাং সাবধানে উচ্চারণ কইরো। আর আমাকে টাইপ করার জন্য একটু সময় দিতে হবে। কজ আমি টাইপিং এ অতটাও এক্সপার্ট না।
34🔥5🥰3
শব্দের শেষে-------- প্রত্যয়
অ/ব ---------ষ্ণ
য------ষ্ণ্য
ই-----ষ্ণি
ইক- ---ষ্ণিক
এয়----ষ্ণেয়
বী----- বি্ন
ইমা/ম---- ইমন
মান----মতু্প
বান---বতুপ।


শব্দের শেষে এগুলো থাকে প্রত্যয় কি হবে পাশে দেওয়া আছে। একটু কষ্ট করে মুখস্ত রাখা লাগবে। মনযোগ দিয়ে তিনবার পড়লেই যথেষ্ট। চলো উদাহরণ দিইঃ

নীলিমা = নীল+ ইমন

দেখো শেষে ইমা উচ্চারিত হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? ইমার পরিবর্তে ইমন হবে।


মানব- শেষে ব উচ্চারণ হয়। তাহলে কি হবে?
মনু+ ষ্ণ।

ক্লিয়ার?
35🥰5🔥1🤩1
লাস্ট একটা নিয়ম বাকি। কেউ নোট করলে আমাকে দিও। আমি পরে চ্যানেলে আপ করে দিবো। পরে যারা পাইনি তাদের জন্য ও সুবিধা হবে। এখন অনেকগুলো পোস্ট হয়ে গেছে অলরেডি।
28
সর্বশেষ রুলসঃ

ইত/ইল/ইষ্ট/তর/তম/র/ল = No change.

শব্দের শেষে এগুলো থাকলে প্রত্যয়ের কোনো পরিবর্তন হয় না।

যেমনঃ কুসুমিত= কুসুম+ ইত। লক্ষ্য করো শব্দের শেষে ইত আছে। তাই সূত্র অনুযায়ী কোনো পরিবর্তন হবে না।

তারপর স্বপ্নিল= স্বপ্ন + ইল।

বুঝছো?
🔥286🤔1
তোমরা করোঃ

মধুর, শীতল,লঘিস্ট
21👏4
ঠিক আছে। এই ছিলো আজকের মতো। আমি যা জানতাম শেয়ার করেছি। কেউ নোট করলে দিও আমাকে। আর সব পড়া+ এই সিস্টেম টা কেমন লাগলো জানিও। অনেক অনেক প্র্যাক্টিস করা লাগবে অবশ্যই। পরে কোনোদিন এই টপিকসের উপর পোল দিবো। এডমিনদের জন্য দোয়া কইরো। আর কারো কোথাও সমস্যা থাকলে জানিও।
58🔥7
আচ্ছা ভালো কথা। আমি হয়তো মেসেজগুলো ডিলিট করে দিবো। সো খাতায় তুলে নাও যদি প্রয়োজন হয়।

অনেকগুলো মেসেজ হয়ে গেছে। আচ্ছা কাল পর্যন্ত থাকবে। চিন্তার কারণ নেই
40😢12🔥3
'উক্তি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Anonymous Quiz
12%
√উক্ত+ই
6%
√বচন+ই
42%
√বচ্+তি
39%
√বচ্+ক্তি
17🤔7🥰5😱2
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?
Anonymous Quiz
9%
মহিমা
53%
নীলিমা
19%
প্রেম
19%
সব
😢1510🔥5